স্নাতক পাসে অফিসার পদে চাকরি দেবে ব্র্যাক ব্যাংক
সম্প্রতি ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অল্টারনেট ডেলিভারি চ্যানেলস/টেকনোলজি বিভাগ ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক ব্যাংক পিএলসি পদ ও বিভাগের নাম : অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, অল্টারনেট ডেলিভারি চ্যানেলস/টেকনোলজি পদসংখ্যা : নির্ধারিত নয় বয়স : নির্ধারিত নয় কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : ২ থেকে ৪ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২০ মে, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ৩১ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, তবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইইই/টেলিকমিউনিকেশনে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। বি.দ্র. নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরবর্তী পর্যায়ের জন্য যোগাযোগ করা হবে। ব্র্যাক ব্যাংক কোনো কারণ ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। ঠিকানা : অনিক টাওয়ার (লেভেল-৯), ২২০/বি, তেজগাঁও, গুলশান লিংক রোড, ঢাকা-১২০৮
২০ মে, ২০২৪

তিন এসইভিপি পেল ব্র্যাক ব্যাংক
পদোন্নতি পেয়ে ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ফাইন্যান্স ডিভিশনের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হয়েছেন। এই পদোন্নতি গত ১ এপ্রিল কার্যকর হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা হলেন ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড-নর্থ এ কে এম তারেক, সিনিয়র জোনাল হেড-সাউথ তাহের হাসান আল মামুন এবং ফাইন্যান্স ডিভিশনের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া। এ কে এম তারেক ২০১৭ সালের এপ্রিলে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। ১৯৯৭ সালে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়াসহ বিভিন্ন ব্যাংকে কাজ করেছেন। তারেক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে মার্কেটিংয়ে বিকম-এমকম করেছেন। এ ছাড়াও ওমেগা পারফরমেন্স করপোরেশন থেকে ক্রেডিট স্কিল অ্যাসেসমেন্ট করেছেন। তাহের হাসান আল মামুন ২০১৬ সালের অক্টোবরে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু ২০০৩ সালে। ইউসিবিএল, ব্যাংক এশিয়া এবং বেসিক ব্যাংকে ব্রাঞ্চ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মামুন ঢাবির আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ ও বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেছেন। আব্দুল ওহাব মিয়া ২০০২ সালে রহমান রহমান হক (কেপিএমজি) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে ট্রেইনি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে সিমেন্স বাংলাদেমে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে সিনিয়র ম্যানেজার এবং কোম্পানি সেক্রেটারি ছিলেন। এ ছাড়াও কাজ করেছেন সিমেন্স পিটিই লিমিটেড, সিঙ্গাপুর ও আইএলডিসি ফাইন্যান্সে। ২০১৪ সালে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের এফসিএ আব্দুল ওহাব মিয়া ঢাবি থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ-এমবিএ করেছেন।
১৬ এপ্রিল, ২০২৪

মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে ও আজব প্রকাশের সাহিত্য আড্ডা
বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক কবিতা নিয়ে আলোচনা করতে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যদের সঙ্গে এবার সাহিত্য আড্ডায় যোগ দিয়েছিল স্বনামধন্য প্রকাশনা ও আবৃত্তি সংগঠন ‘আজব প্রকাশ’। সৈয়দ মাজহারুল পারভেজের সম্পাদিত ‘নির্বাচিত মুক্তিযুদ্ধের কবিতা’ সংকলনটি নিয়ে হয়েছিল এবারের আলোচনা, যেখানে কেবল কবিতার শিল্পগুণ নিয়েই নয়, বরং আলোচনা হয়েছিল কবিতার বিষয়বস্তু ও বিভিন্ন সময়ে লেখা এসব কবিতার এই সংকলনে স্থান পাওয়া নিয়েও। গত ২৭ মার্চ সাহিত্যসভায় রিডিং ক্যাফে এবং আজব প্রকাশের সদস্যরা বইটির বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন। আলোচকরা কবিতার বিভিন্ন দিক নিয়ে নিজেদের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিও ব্যক্ত করতে ভুল করেননি। সম্পাদকের কবিতা নির্বাচন নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করে বলেন যে, মুক্তিযুদ্ধবিষয়ক আরও অনেক উল্লেখযোগ্য কবিতা রয়েছে, যেগুলো এই সংকলনে যুক্ত হতে পারত। সাহিত্য আড্ডার গুরুত্ব নিয়ে নিজের মতামত ব্যক্ত করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘সাহিত্য, বিশেষ করে কবিতা, আমাদের মাঝে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর চেতনা জাগিয়ে তুলতে সাহায্য করে। ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো, প্রতিষ্ঠানে পড়ার সংস্কৃতি গড়ে তোলা, যা আমাদের জ্ঞান এবং বিনোদন দানের পাশাপাশি ক্ষমতায়ন করতেও ভূমিকা রাখবে। এই ধরনের সাহিত্য আলোচনা আমাদের মুক্তিযুদ্ধের বহুমুখী বর্ণনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যা আমাদের ঐতিহ্যের গভীরতাকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে সক্ষম করে তোলে।’ এপ্রিল মাসের আলোচনার জন্য ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে নির্বাচন করেছে প্রখ্যাত ঊর্দু লেখক সাদাত হাসান মান্টোর ছোটগল্পের সংকলন। পরবর্তী আলোচনাও উপভোগ্য হতে চলেছে বলে বিশ্বাস এই পাঠচক্রের সদস্যদের। আজব প্রকাশকে সঙ্গে নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের এই উদ্যোগটি ইতিহাসের জটিলতা এবং মানবিক অবস্থাকে অনুধাবন করতে সাহিত্যের প্রয়োজনীয়তাকে তুলে ধরে। পড়ার যে একটা শক্তি আছে, এই উদ্যোগটি আমাদের সমষ্টিগত এবং ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে সংজ্ঞায়িত করার মাধ্যমে প্রতিনিয়ত তার-ই প্রমাণ রেখে যাচ্ছে।
০৮ এপ্রিল, ২০২৪

মুডিসের রেটিংয়ে আবারও সেরা ব্র্যাক ব্যাংক
আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিস ইনভেস্টর সার্ভিসের রেটিংয়ে আবারও সেরা হয়েছে ব্র্যাক ব্যাংক। বর্তমানে ব্র্যাক ব্যাংকই একমাত্র বাংলাদেশি ব্যাংক, যা মুডিস থেকে ‘বি১’ ক্রেডিট রেটিং পেয়েছে। ব্র্যাক ব্যাংক ২০১৯ সাল থেকে এই অর্জনটি বজায় রেখেছে। মুডিসের মতে, বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের কোর ক্যাপিটাল বেইজ সবচেয়ে শক্তিশালী। ২০২৩ সালের ডিসেম্বরে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসও ব্র্যাক ব্যাংককে ‘স্থিতিশীল’ আউটলুকে ‘বি+’ ক্রেডিট রেটিং দিয়েছিল। ব্র্যাক ব্যাংকই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, যাদের এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস রেট করেছে। ব্যাংকের এমডি-সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ক্রেডিট রেটিংয়ে এমন শ্রেষ্ঠত্বের পেছনে রয়েছে আমাদের ব্যালেন্সশিট এবং লিকুইডিটির দক্ষ ব্যবস্থাপনা, শক্তিশালী পরিপালন সংস্কৃতি, স্বাধীন ও ভিশনারি পর্ষদ এবং পেশাদার ও দক্ষ ম্যানেজমেন্ট টিমের ভূমিকা।
১৪ মার্চ, ২০২৪

দেশের সেরা ক্রেডিট রেটিং অর্জন করল ব্র্যাক ব্যাংক
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এজেন্সি মুডিস ইনভেস্টর সার্ভিস আবারও ব্র্যাক ব্যাংককে সর্বোচ্চ ক্রেডিট রেটিং দিয়েছে। বাংলাদেশে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘স্থিতিশীল’ আউটলুক অর্জন করেছে ব্যাংকটি। বর্তমানে ব্র্যাক ব্যাংকই একমাত্র বাংলাদেশি ব্যাংক, যা পেয়েছে ‘বি১’ ক্রেডিট রেটিং। এই রেটিংটি বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমতুল্য। এই অনন্য অর্জনটি ব্র্যাক ব্যাংক ২০১৯ সাল থেকে বজায় রেখেছে।  এই বিশ্ববিখ্যাত ক্রেডিট রেটিং এজেন্সিটি বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম আউটলুক ‘নেতিবাচক’ থেকে পরিবর্তন করে ‘স্থিতিশীল’- এ উন্নীত করেছে। এর ফলে বোঝা যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির মুনাফা এবং তারল্য-সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিষ্ঠানটির প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে। এ থেকে আরও বোঝা যায় যে, পদ্ধতিগত স্থিতিশীলতা বজায় রাখার লক্ষে দেশের ব্যাংকগুলোর প্রতি সরকার সহায়তা অব্যাহত রাখবে, যা মুডিসেরও প্রত্যাশা।  মুডিস- এর মতে, বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের কোর ক্যাপিটাল বেইজ সবচেয়ে শক্তিশালী। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে এসএন্ডপি গ্লোবাল রেটিংসও ব্র্যাক ব্যাংককে ‘স্থিতিশীল’ আউটলুকে ‘বি+’ ক্রেডিট রেটিং দিয়েছিল।  উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, যাদের এসএন্ডপি গ্লোবাল রেটিংস রেট করেছে। বিশ্বের শীর্ষ দুই রেটিং এজেন্সি মুডিস ইনভেস্টর সার্ভিস এবং এসএন্ডপি গ্লোবাল রেটিংস থেকে ধারাবাহিকভাবে সর্বোচ্চ রেটিং অর্জন ব্র্যাক ব্যাংকের অ্যাসেট কোয়্যালিটি, লিকুইডিটি এবং মূলধন পর্যাপ্ততা যে দেশে বিদ্যমান ইন্ডাস্ট্রি অ্যাভারেজের চেয়ে অনেক ভালো, তার-ই প্রতিফলন। এমন অর্জন সম্ভব হয়েছে প্রতিষ্ঠানটির বৈচিত্র্যময় ব্যবসায়িক মডেল, বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, গতিশীল ম্যানেজমেন্ট টিম এবং শক্তিশালী কর্পোরেট সুশাসন সংস্কৃতির দ্বারা।  ব্যাংকের এই ‘স্থিতিশীল’ আউটলুক এটি নির্দেশ করে যে, ব্যাংকটি ধীরস্থিরভাবে বাংলাদেশে বিদ্যমান চ্যালেঞ্জিং পরিস্থিতি কাটিয়ে উঠছে এবং আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে প্রতিষ্ঠানটির ফাইন্যান্সিয়াল প্রোফাইল আরও শক্তিশালী হবে।  এছাড়া, বাংলাদেশের দুটি ক্রেডিট রেটিং এজেন্সি, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি) এবং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড কর্তৃক সর্বোচ্চ রেটিং ‘এএএ’ অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।  ক্রেডিট রেটিংয়ের এমন অর্জন সম্পর্কে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, বছরের পর বছর ধরে ক্রেডিট রেটিংয়ে আমাদের এমন শ্রেষ্ঠত্বের পেছনে রয়েছে আমাদের ব্যালেন্সশিট এবং লিকুইডিটির দক্ষ ব্যবস্থাপনা, শক্তিশালী পরিপালন সংস্কৃতি, স্বাধীন ও ভিশনারি পরিচালনা পর্ষদ এবং পেশাদার ও দক্ষ ম্যানেজমেন্ট টিমের ভূমিকা। বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে দেশের ‘সার্বভৌম রেটিংয়ের সমতুল্য’ ক্রেডিট রেটিং অর্জন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।  তিনি আরও বলেন, এই দারুণ মুহূর্তে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, সহকর্মী, নিয়ন্ত্রক সংস্থা, পরিচালনা পর্ষদ এবং সকল স্টেকহোল্ডারদের প্রতি। তাদের অবিচল আস্থা এবং সহায়তাই আমাদের এমন সাফল্যের চাবিকাঠি। ব্র্যাক ব্যাংক লিমিটেড: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৪০টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ১ হাজার ৪০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। চৌদ্দ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২২ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।
১৩ মার্চ, ২০২৪

সিনিয়র ম্যানেজার নেবে ব্র্যাক ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকটির রেগুলেটরি রিপোর্টিং বিভাগ সিনিয়র ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।  শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা : গ্রাহককেন্দ্রিক সেবা, ব্যবস্থাপনা, প্রকল্প পরিচালনার দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর  চাকরির ধরন : ফুলটাইম  কর্মক্ষেত্র : অফিসে  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মস্থল : দেশের যেকোনো জায়গায় বেতন : আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী  আবেদনের শেষ সময়: ০৬ জানুয়ারি ২০২৪
২৮ ডিসেম্বর, ২০২৩

স্নাতক পাসেই চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক ব্যাংক লিমিটেড পদের নাম : বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (এসএমই লাইবেলেটি)  পদের সংখ্যা : নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা : প্রো-অ্যাকটিভ, সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব, গ্রাহক কেন্দ্রিক সেবার দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর  চাকরির ধরন : ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে  বয়সসীমা : প্রয়োজন নেই  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মস্থল : দেশের যেকোনো জায়গা  বেতন : আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।  আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ২২ অক্টোবর ২০২৩
১৭ অক্টোবর, ২০২৩

এসঅ্যান্ডপি ক্রেডিট রেটিংয়ে স্থিতিশীল ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক আবারও ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসের স্ট্যাবল বা স্থিতিশীল অবস্থানের সঙ্গে ‘বি+’ ক্রেডিট রেটিং অর্জন করেছে। সাম্প্রতিক ব্যাংকিং ইন্ডাস্ট্রি কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্টে বাংলাদেশের শিল্পের ঝুঁকি প্রবণতা ‘স্ট্যাবল’ থেকে ‘নেগেটিভ’ হওয়া সত্ত্বেও দৃঢ় ক্রেডিট রেটিং বজায় রেখেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংয়ের সাম্প্রতিক স্বীকৃতি মূলত ব্যাংক খাতে ব্র্যাক ব্যাংকের শক্তিশালী অবস্থানকেই তুলে ধরে। ব্র্যাক ব্যাংকের এমডি-সিইও সেলিম আরএফ হোসেন বলেন, এ অর্জন আমাদের মূলধন ভিত, সম্পদের গুণমান, সুশাসন এবং তারল্যের অবস্থান বৃদ্ধিতে আমাদের অটল প্রতিশ্রুতির অকাট্য প্রমাণ। এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসের স্বীকৃতি পাওয়া একমাত্র বাংলাদেশি কোম্পানি হয়ে আমরা সত্যিই অনেক গর্ববোধ করছি। সংবাদ বিজ্ঞপ্তি।
২৯ আগস্ট, ২০২৩

জামানতবিহীন ঋণে ব্র্যাক ব্যাংক নজিরবিহীন
বর্তমানে দেশে জামানতবিহীন এসএমই ঋণ প্রদানে শীর্ষস্থানে আছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকিং খাতের বাইরে থাকা উদ্যোক্তাদের অর্থনীতির মূলস্রোতে নিয়ে আসতে অগ্রণী ভূমিকা পালন করছে এসএমই খাতের অগ্রদূত হিসেবে ব্র্যাক ব্যাংক। বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক বেশকিছু পুরস্কারও পেয়েছে ব্যাংকটি। এসএমই উদ্যোক্তাদের ঋণ বিতরণসহ বিভিন্ন বিষয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিংয়ের হেড সৈয়দ আব্দুল মোমেন। সাক্ষাৎকারটি নিয়েছেন কালবেলার সিনিয়র রিপোর্টার মৃত্তিকা সাহা
২৭ জুন, ২০২৩
X