মৃত্তিকা সাহা
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৮:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

জামানতবিহীন ঋণে ব্র্যাক ব্যাংক নজিরবিহীন

জামানতবিহীন ঋণে ব্র্যাক ব্যাংক নজিরবিহীন

বর্তমানে দেশে জামানতবিহীন এসএমই ঋণ প্রদানে শীর্ষস্থানে আছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকিং খাতের বাইরে থাকা উদ্যোক্তাদের অর্থনীতির মূলস্রোতে নিয়ে আসতে অগ্রণী ভূমিকা পালন করছে এসএমই খাতের অগ্রদূত হিসেবে ব্র্যাক ব্যাংক। বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক বেশকিছু পুরস্কারও পেয়েছে ব্যাংকটি। এসএমই উদ্যোক্তাদের ঋণ বিতরণসহ বিভিন্ন বিষয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিংয়ের হেড সৈয়দ আব্দুল মোমেন। সাক্ষাৎকারটি নিয়েছেন কালবেলার সিনিয়র রিপোর্টার মৃত্তিকা সাহা

কালবেলা : এসএমই খাতে ব্র্যাক ব্যাংকের বিশেষত্বের কারণ কী?

সৈয়দ আব্দুল মোমেন : স্যার ফজলে হাসান আবেদের যে উন্নয়ন মডেল অর্থাৎ সবাইকে নিয়ে একসঙ্গে উন্নয়ন—এর উপর ভিত্তি করেই ২০০১ সালে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। ওই সময় কোনো ব্যাংক জামানত ছাড়া ঋণ দিত না। আবশ্যিকভাবে জমি বন্ধক রেখে ঋণ দিত ব্যাংক। তখন ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দেওয়াই ছিল ব্র্যাক ব্যাংকের মূল উদ্দেশ্য। তিনি এ সাহসটা দেখাতে পেরেছেন কারণ স্বাধীনতার পর থেকেই ব্র্যাক ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করেছে। সেই উদ্যোক্তাদের কাজের পরিধি বড় হওয়ায় তাদের ঋণের চাহিদাও বাড়তে থাকে। তখন আর ছোট পরিসরে অর্থাৎ ৫০ হাজার টাকার ঋণে তাদের কাজ হচ্ছে না। ফলে তখন তিনি তাদের চাহিদার বিষয়টি মাথায় রেখেই ব্র্যাক বাংক গড়ে তোলেন। ব্যাংক প্রতিষ্ঠার পরে গত ২২ বছরে বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নিয়ম মেনেই আমরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছি।

কালবেলা : এসএমই উদ্যোক্তার জীবন বদলে ব্র্যাক ব্যাংক কীভাবে কাজ করছে?

সৈয়দ আব্দুল মোমেন : সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ৪৬০টি এসএমই ইউনিট অফিস ও মাঠপর্যায়ে ২ হাজার ৭০০ উদ্যমী কর্মকর্তার সাহায্যে তৃণমূল পর্যায়ের এসএমই উদ্যোক্তাদের কাছে এখন পৰ্যন্ত কোটি টাকার বেশি সহজ অর্থায়ন সুবিধা নিশ্চিত করেছে। এ ছাড়া ১ হাজারের বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে এসএমই গ্রাহকরা ঋণ গ্রহণসহ নানা ব্যাংকিং সেবা পাচ্ছেন।

কালবেলা : ঋণ বিতরণে অন্যদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের পার্থক্য জানতে চাই?

সৈয়দ আব্দুল মোমেন : সমাজের সুবিধাবঞ্চিতদের ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক বরাবরই কাজ করে আসছে। তারই প্রতিচ্ছবি স্বরূপ, ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিওর ৫০ শতাংশের বেশি এসএমই ঋণ। বর্তমানে ১ লাখ ৬৮ হাজারের বেশি এসএমই উদ্যোক্তার কাছে মোট ঋণের স্থিতি প্রায় ২০ হাজার কোটি টাকা। এ পোর্টফোলিওর ৮৪ শতাংশই বিতরণ করা হয়েছে কুটির, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে। ব্র্যাক ব্যাংকের অগ্রগতির অবস্থান ধরে রাখার পেছনে অন্যতম ভূমিকা পালন করছে জামানবিহীন ঋণ সুবিধা, যার পোর্টফোলিও ১৬ হাজার ৫০০ কোটি টাকা। এসএমই ব্যবসায়ীদের ঋণ প্রাপ্তিকে সহজলভ্য করতে আমাদের বিতরণকৃত ৮৫ শতাংশ ঋণই জামানতবিহীন, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে নজিরবিহীন।

কালবেলা : নারী উদ্যোক্তাদের জন্য কী ধরনের সেবা দিচ্ছেন?

সৈয়দ আব্দুল মোমেন: সফল নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে ব্র্যাক ব্যাংক সবসময়ই পাশে ছিল। সেই উদ্দেশ্যে ২০১৭ সালে ব্র্যাক ব্যাংক চালু করে ‘তারা’, নারী উদ্যোক্তাদের জন্য একটি বিশেষায়িত উদ্যোগ, যা ঋণ সহ সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে। প্রতিটি শাখায় নারী উদ্যোক্তাদের জন্য আছে বিশেষ ডেস্ক। ব্র্যাক ব্যাংক ‘তারা’ নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও নেটওয়ার্কিয়েরও ব্যবস্থা করছে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়নসহ নানা সুবিধাও পাচ্ছেন নারীরা। বর্তমানে ৯ হাজার ৫শর বেশি নারী উদ্যোক্তার কাছে ব্যাংকের বিতরণকৃত মোট এসএমই ঋণের স্থিতি ১২০০ কোটি টাকার বেশি।

কালবেলা : করোনা মহামারির প্রণোদনার ঋণ বিতরণে আপনাদের ভূমিকা কী?

সৈয়দ আব্দুল মোমেন : ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ব্র্যাক ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের বরাদ্দকৃত প্রণোদনার পুরো ঋণ ব্যবসায়ীদের মধ্যে নির্দিষ্ট সময়ের আগেই বিতরণ করেছে। এ ছাড়া এসএমই ফাউন্ডেশন হতে প্রাপ্ত প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা কভিড-১৯ প্রণোদনার ঋণ প্রায় ৩০ হাজার এসএমই উদ্যোক্তাকে বিতরণ করেছে।

কালবেলা : গুচ্ছ ঋণ বিতরণে ব্রাক ব্যাংক কীভাবে কাজ করছে?

সৈয়দ আব্দুল মোমেন: দেশের বিভিন্ন গুচ্ছ শিল্পাঞ্চলে এসএমই ফাউন্ডেশনের সহায়তায়, একই এলাকায় একই ধরনের অসংখ্য উদ্যোক্তাকে ব্যবসা গড়ে তুলতে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক। মূলত ক্লাস্টার ফাইন্যান্সিংয়ের মাধ্যমে কাজটি করা হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান, গতি বাড়ছে অর্থনীতির চাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে দারাজ, কাজ করতে পারবেন নিজ নিজ জেলায়

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে : টুকু

‘জুলাই সনদ’ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি

‘সিলেটে পাথর লুটে জড়িতদের পুরো তালিকা প্রকাশ করবে প্রশাসন’

নির্ধারিত সময়ে হয়নি ওষুধের তালিকা হালনাগাদ ও মূল্য নির্ধারণ প্রতিবেদন

পরশু, তরশু নাকি আজই?

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

স্ত্রীর প্রতারণার ভয়ংকর বর্ণনা দিলেন শওকত

যে ৩৩ ওষুধের দাম কমিয়েছে ইডিসিএল

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

১০

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

১১

দ্বিতীয় ধাপে কলেজ পেতে যা করতে হবে শিক্ষার্থীদের, জানাল শিক্ষা বোর্ড

১২

দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেব না : চরমোনাই পীর

১৩

ভারতের মাটিতে আ.লীগের তৎপরতা নিয়ে ২ দেশের পাল্টাপাল্টি অবস্থান 

১৪

শিক্ষককে ছাত্রীর ছুরিকাঘাত, থানায় মামলা

১৫

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

১৬

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৭

আলোচিত সেই কৃষি কর্মকর্তা বদলি

১৮

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

১৯

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

২০
X