উপজেলা নির্বাচন / বরাদ্দের লোভ দেখিয়ে প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন এমপি!
লক্ষ্মীপুরের রামগঞ্জে সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তিনি পৌর মেয়র, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর (মোটরসাইকেল) পক্ষে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন।  এদিকে সংসদ সদস্যের বরাত দিয়ে রফিক নামের তার পিএস এলজিইডির কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের বরাদ্দের লোভ দেখিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ওই প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।  এ ছাড়া নির্বাচনকালীন এলাকায় সংসদ সদস্যদের উপস্থিত থাকা নিয়ে বিধিনিষেধ থাকলেও আনোয়ার খান তা মানতে নারাজ। আগামী সপ্তাহে তিনি নিজ মালিকাধীন আনোয়ার খান ডায়াগনস্টিক হাসপাতাল উদ্বোধন করতে তিন দিনের জন্য নির্বাচনী এলাকায় আসবেন। এরইমধ্যে অভিযোগ উঠেছে, তিনি মোটরসাইকেলের প্রার্থীর পক্ষে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বসে নির্বাচনী কাজ সমাধা করতে এলাকায় আসবেন। বৃহস্পতিবার (৯ মে) রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমতিয়াজ আরাফাত এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ ৭টি দপ্তরে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। এর মধ্যে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাও রয়েছে।  অভিযোগ সূত্রে জানা যায়, এমপি আনোয়ার খান নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দেওয়ার বাচ্চুর ভোট করার জন্য নির্দেশ দিয়েছেন। সম্প্রতি সংসদ সদস্য এলজিইডির কাবিটা প্রকল্পের ২৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন। ওই বরাদ্দের লোভ দেখিয়ে তিনি তার পিএস রফিককে দিয়ে জনপ্রতিনিধিদের মোবাইলফোন ও হোয়াটসঅ্যাপে কল করে বাচ্চুর পক্ষে ভোট করার জন্য নির্দেশ দিয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালায় ২০১৬ অনুযায়ী সংসদ সদস্য যদি নির্বাচনী এলাকার ভোটার হন তাহলে শুধু ভোট দিতেই ভোট কেন্দ্রে যেতে পারবেন। কিন্তু সংসদ সদস্য আনোয়ার খান তা অমান্য করে তিন দিনের জন্য ঢাকা থেকে রামগঞ্জে আসছেন মোটরসাইকেলের প্রার্থীর পক্ষে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বসে নির্বাচনী সমাধা করার জন্য। যদি তিনি কারণ দেখিয়েছেন তার নিজ নামে আনোয়ার খান ডায়াগনস্টিক হাসপাতাল উদ্বোধনের। কিন্তু তার মূল লক্ষ্য জনপ্রতিনিধিদের নিয়ে বসে দেওয়ান বাচ্চুর পক্ষে নির্বাচনী কাজ সমাধা করা।  নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলরসহ ১০ জন প্রতিনিধি জানায়, মনোনয়ন ফরম সংগ্রহের আগেই সংসদ সদস্য আনোয়ার খান জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে অনেকেই যাননি। যারা গিয়েছেন তাদের দেওয়ান বাচ্চুর পক্ষে ভোট করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি তার পিএস রফিককে দিয়েও হোয়াটসঅ্যাপে কল করে বাচ্চুর পক্ষে ভোট করার জন্য নির্দেশ দেন। বাচ্চু পক্ষে ভোট করলে কাবিটা প্রকল্পের বরাদ্দ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।  এমপি আনোয়ার খানের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রফিক বলেন, আমি কোনো জনপ্রতিনিধিকে কল দিইনি। অভিযোগটি সত্য নয়।  এ ব্যাপারে বক্তব্য জানতে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানকে কল দিলেও তিনি রিসিভ করেননি।   রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বলেন, এমপির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের লিখিত কোনো অভিযোগ আমার কাছে পোঁছাইনি। লিখিত অভিযোগটি পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১০ মে, ২০২৪

বাতিল ভোট পুনর্গণনার দাবি সুবর্ণচর চেয়ারম্যান প্রার্থীর
কয়েকটি কেন্দ্রের ফল স্থগিত করে পুনর্নির্বাচন ও বাতিলকৃত ভোট পুনর্গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। গতকাল দেওয়া এ চিঠিতে তিনি বলেন, ৮ মে অনুষ্ঠিত ভোটে চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়, চর মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মহিউদ্দিন এন এ প্রো সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের কর্মী-সমর্থকরা ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়াসহ নানাভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। এ ছাড়া ভোট গ্রহণ শেষে গণনা শুরু হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট ও কর্মীরা প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের যোগসাজশে আমার দোয়াত-কলম প্রতীকের অনেক ভোট আনারসের বান্ডিলে বেঁধে গণনা করার চেষ্টা করেন। আমার এজেন্টের আপত্তির মুখে সঠিকভাবে ভোট গণনা করে আমি জয়লাভ করেছি বলে প্রকাশ পায়। পরে আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে অনেক অব্যবহৃত ব্যালেটে নতুন করে সিল দিয়েছে। এরপর অন্যায়ভাবে ভোটের ফল পরিবর্তন করে আমাকে পরাজিত দেখানোর চেষ্টা করছে বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এ অবস্থায় এসব কেন্দ্রের ফল স্থগিত রেখে প্রয়োজনীয় তদন্ত শেষে বাতিল করে ওই কেন্দ্রগুলোয় নতুন করে ভোট গ্রহণের তারিখ নির্ধারণে ব্যবস্থা গ্রহণ করা হোক। চিঠিতে আরও বলেন, বেসরকারি ফলে দেখা যায় পুরো উপজেলায় ১৯১৪টি ভোট বাতিল দেখানো হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক। এই বাতিল ভোটগুলো আমার দোয়াত-কলম প্রতীকে ছিল। ফলে আমাকে অল্প ভোটে পরাজিত দেখানো হয়েছে। এসব ভোট পুনর্গণনার পর চূড়ান্ত ফল ঘোষণার দাবি জানান তিনি।
১০ মে, ২০২৪

ভোট না দেওয়ায় ব্যবসায়ীকে বেধড়ক পিটুনি, অবরুদ্ধ একটি গ্রাম
সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট না দেওয়ায় চান মোহাম্মদ নামে এক মাছ ব্যবসায়ীকে বেধড়ক পেটানোর খবর পাওয়া গেছে। এ ছাড়াও একই বাজারের আরও কয়েক ব্যবসায়ীর দোকানপাট তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে। অপরদিক কম ভোট পাওয়ার কারণে উপজেলার রয়নাপাড়া গ্রামকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।  স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দোয়াত কলম প্রতীকের বিজয়ী প্রার্থী আমিনুল ইসলামের সমর্থক মোকলেস ও আল আমিনের নেতৃত্বে ১০-১২ জন তামাই বাজারের মাছ ব্যবাসয়ী মো. সিদ্দিক, মোহাম্মদ আলী ও চান মোহাম্মদের মাছ লাথি দিয়ে ফেলে দেয়। এ সময় চান মোহাম্মদকে বেদম পেটানো হয়।  ওই বাজারের হাফিজুল ইসলামের কাঁচামালের দোকান আব্দুল মান্নানের মুদি দোকান ও আসাদুলের রঙের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।  ভুক্তভোগীরা জানান, রয়না পাড়া ও কালিয়াপাড়া গ্রাম নিয়ে তামাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এ কেন্দ্রে মোটরসাইকেল প্রতিকে বদিউজ্জামান ফকির ১ হাজার ১৭১ ভোট পান ও আমিনুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পান ৪৬৮ ভোট।  দোয়াত-কলম সমর্থকরা বলছেন, রয়নাপাড়া গ্রামের লোকজন তাদের ভোট দেয়নি। এ কারণে দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর নিকট আত্মীয় ফজল তালুকদারের নেতৃত্বে রয়নাপাড়ার লোকজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গ্রামের কেউ বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না।  ওই গ্রামের ইউপি সদস্য বাবলু প্রামাণিকও অবরুদ্ধ হয়ে আছেন বলে জানান। দোয়াত-কলম সমর্থক এরশাদ ও বাবুর নেতৃত্বে মোটরসাইকেল বহর তাকে ধরার জন্য রয়নাপাড়া এসে ঘুরছে। তারা বলছে, তোরা তামাই গ্রামের মুরুব্বিদের পছন্দের প্রার্থীকে ভোট দেসনি। তোদের তামাই বাজারে আসতে দেব না।  এদিকে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌভিক ইসলাম শোসন জানায়, বুধবার দোয়াত-কলম বিজয়ী হওয়ার পর বিজয় মিছিল নিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করে।   এসব বিষয়ে বেলকুচি থানা ওসি মো. আনিসুর রহমান জানান, তামাই বাজারের বিষয়ে মৌখিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কিছু জানা যায়নি। ছাত্রলীগের সভাপতির বাড়িঘর ভাঙচুরের বিষয়েও কেউ লিখিত অভিযোগ করেনি। এসব বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।  সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মি. জন রানা বলেন, ঘটনাগুলো আমাদের কেউ জানায়নি। বিষয়টি জানলাম। প্রয়োজনীয় পরবর্তীতে ব্যবস্থা নেবেন।
০৯ মে, ২০২৪

১৩৯ উপজেলায় কত শতাংশ ভোট পড়েছে, জানাল ইসি
উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বৃহস্পতিবার (৯ মে) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।  নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট কাস্টিং ৩৬ দশমিক ১ শতাংশ। ইভিএমে ভোট পড়েছে ৩১ দশমিক ৩১ শতাংশ আর ব্যালটে ভোট পড়েছে ৩৭ দশমিক ২২ শতাংশ।  কমিশনার বলেন, হঠাৎ ঝড়-বৃষ্টি, ধানকাটা ও একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে না আসায় ভোট পড়ার হার কম হয়েছে। গতকাল বুধবার প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোট শুরু হয় যা শেষ হয় বিকেল ৪টায়।  প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সারা দেশে মোট ১ হাজার ৬৩৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে ভোটার প্রায় ৩ কোটি ১৪ লাখ। ভোটকেন্দ্র ছিল প্রায় ১২ হাজার। ভোটকক্ষ প্রায় ৭৮ হাজার। প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ১৭ জন সদস্য ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৮ থেকে ১৯ জন করে নিরাপত্তা সদস্য নিয়োজিত ছিল।  দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে এবার। সর্বশেষ ২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হয় পাঁচ ধাপে।
০৯ মে, ২০২৪

বিএনপির ভোট বর্জনের রাজনীতি আত্মহননমূলক
বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তকে আত্মহননমূলক রাজনীতি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার পাঁচ দেশে সরকারি সফর শেষে মঙ্গলবার দেশে ফিরে গতকাল বুধবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিএনপির নির্বাচন বর্জন নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, অবস্থা এমন দাঁড়িয়েছে যে, যারা বিএনপির রাজনীতিতে যুক্ত তারা দেশের সংসদ, সিটি করপোরেশন, উপজেলা এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশ নিতে পারেন না। তাদের কাছে আমার প্রশ্ন, কোনো নির্বাচনেই যদি অংশ নিতে না পারেন, তবে আর কেন বিএনপির রাজনীতি করবেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভে পুলিশের নিপীড়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা দেখেছি, আমাদের এখানে হিরো আলমকে বা কোনো মেয়র পদপ্রার্থীকে কেউ ঘুসি মারলেও তারা (যুক্তরাষ্ট্রে) বিবৃতি দেয়, আর তাদের সেখানে বিক্ষোভ দমন করতে পুলিশ যেভাবে বলপ্রয়োগ করছে, হাজারও শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হচ্ছে; এ নিয়ে তারা কী বলবেন, সেটাই আমার প্রশ্ন। এ দিন সংবাদ সম্মেলনে ২৪ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত পাঁচ দেশে সরকারি সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি থাইল্যান্ড, অস্ট্রিয়া, গাম্বিয়া ও যুক্তরাজ্যে সফরকালে মন্ত্রী ও বিভিন্ন সংস্থাপ্রধানের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাংবাদিকদের জানান।
০৯ মে, ২০২৪

মুজিবনগরে জাল ভোট দেওয়ার অপরাধে ৩ জনের জেল-জরিমানা
জাল ভোট দেওয়ার অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হৃত্বিক ঘোস নামের একজনের ১ মাসের কারাদণ্ড ও বাবুল শেখ নামের আরেক জনের ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় একই অপরাধে বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র মাহফুজুর রহমান নামের একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, বুধবার (৮ মে) দুপুর সোয়া ২ টার সময় জাল ভোট দেওয়ার অপরাধে বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে হৃত্বিক ও বাবুল নামের দুজনকে আটক করা হয়। প্রায় একই সময় বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আটক করা হয় মাহফুজ হোসেনকে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদেরকে দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১ চ ধারার দোষী সাব্যস্ত করে দণ্ড ঘোষণা করেন। এর মধ্যে  হৃত্বিককে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বাবুল শেখকে ১০ হাজার টাকা ও মাহফুজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গাংনী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এবং বিশ্বনাথপুর ভোট কেন্দ্রে অভিযান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন। অর্থদণ্ড আদায় করে দুজনকে মুক্তি এবং এক মাসের দণ্ডপ্রাপ্ত হৃত্বিককে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
০৮ মে, ২০২৪

জাল ভোট দিয়ে ভিডিও ফেসবুকে, যুবক আটক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাল ভোট দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় হামিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মে) উপজেলার দেওপাড়া ইউনিয়নের মনিগ্রামে অবস্থিত একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক হামিম হোসেন গোদাগাড়ী উপজেলার নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। পুলিশ জানায়, বুধবার দুপুর ২টার দিকে ‘এমডি হামিম হোসেন এসপি’ নামে একটি ফেসবুক আইডি থেকে জাল ভোট দেওয়ার ভিডিওটি আপলোড করা হয়। ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ৩টি চেয়ারম্যান, ৩টি মহিলা ভাইস চেয়ারম্যান ও ৩টি ভাইস চেয়ারম্যানের ব্যালটে একজন সিল মারছেন। ভোটদানকারী চেয়ারম্যান পদের বেলাল উদ্দিন সোহেলের দোয়াত-কলম মার্কাসহ অন্যান্য পদের পছন্দের প্রার্থীদের প্রতীকে সিল মারেন। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়লে অপর চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ওই কেন্দ্রে ভোট বাতিলের দাবি জানিয়ে বলেন, একজন ভোটার ভোটকক্ষে ঢুকে চেয়ারম্যান পদের তিনটা ব্যালট পেপারে জাল ভোট দেন। এটা দেওপাড়া ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ঘটেছে। তাই দেওপাড়া ইউনিয়নের নির্বাচন বাতিল চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিন বলেন, ‘হামিমসহ আরও একজন কেন্দ্রে একসঙ্গে প্রবেশ করেছিলেন। নিজে ভোট দিতে গিয়ে ভোটগ্রহণের গোপন কক্ষের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ভাইরাল করা হয়। পরে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’ রাজশাহী জেলা প্রশাসক শামীম আহম্মেদ বলেন, একসঙ্গে তিনজন ভোটগ্রহণের গোপন কক্ষে প্রবেশ করে তাদের ভোট দেয়। তারা কোনো ব্যালটের বান্ডিল নিয়ে যায়নি। তবে এটি একটি অপরাধ। এছাড়াও তারা কীভাবে একসঙ্গে ৩ জন প্রবেশ করল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তারা এটি অন্যায় করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৮ মে, ২০২৪

ভোট দিতে যাওয়ার পথে কুপিয়ে জখম
নোয়াখালীর সুবর্ণচরে ভোটকেন্দ্রে যাওয়ার পথে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিমের এক সমর্থককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত শামছুদ্দিন সর্দার (৫৫) সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। জানা যায়, শামছুদ্দিন সর্দার তার ভোটকেন্দ্র এসহাক মুন্সীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন। এ সময় আনারস প্রতীকের সমর্থকরা তাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করে। এর পরেও ভোট দিতে গেলে দুর্বৃত্তরা শামছুদ্দিনকে বেধড়ক মারধর করে এবং মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। চরজব্বর থানার ওসি কাওসার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
০৮ মে, ২০২৪

ভোট দিতে গিয়ে প্রাণ হারালেন কৃষক
রংপুরের পীরগাছায় ভোট দিতে গিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন নওয়াব আলী (৭২) নামে এক বৃদ্ধ ভোটার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াব আলীর ছেলে আমিনুল ইসলাম।   বুধবার (৮ মে) দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। মৃত নওয়াব আলী পেশায় একজন কৃষক। তিনি সোনারায় গ্রামের মহর উদ্দীনের ছেলে। হৃদরোগে মৃত্যু হয়েছে বলে মনে করছেন তার পরিবার। জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে বাসা থেকে বের হয়ে ভোট দিতে সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান। সেখানে ভোট দেওয়ার আগে কেন্দ্রের পাশে প্রস্রাব সারতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করেন। ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমিনুল ইসলাম জানান, দুপুরে ভ্যানে চড়ে ভোটকেন্দ্রে যান তার বাবা। সেখানে ভোট দেওয়ার আগে হঠাৎ প্রস্রাবের চাপ দিলে পাশের একটি টয়লেটে যান। সেখানে অসুস্থ হয়ে মারা গেছেন। এর আগেও দুইবার বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তিনি মারা গেছেন বলে পরিবার ধারণা করছেন। সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা লুৎফর রহমান জানান, ওই ব্যক্তি কেন্দ্রের বাইরে মারা গেছেন। এটি কেন্দ্রের বাইরের ঘটনা। তবে তার মৃত্যুতে আমরা শোকাহত।  তিনি জানান, ওই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭০১ জন। এর মধ্যে বিকেল সোয়া ৩টা পর্যন্ত ১ হাজার ১৯৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকালের তুলনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে।
০৮ মে, ২০২৪

ভোট দেওয়ার ভিডিও ফেসবুকে পোস্ট করলেন ছাত্রলীগ নেতা
গোপন কক্ষে নিজের ভোট দিয়ে সেই ভিডিও এবং ছবি ফেসবুকে পোস্ট করেছেন জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বি। বুধবার (৮ মে) সকাল ১১টার দিকে জামালপুর পৌর শহরের জরিনা মিয়ার উদ্দিন ও জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। স্থানীয় এক ভোটার বলেন, ছাত্রলীগ নেতা রাব্বি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তিনি ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ দেওয়ার ভিডিও করেন। পরে সেই ভিডিও এবং ছবি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। এ বিষয়ে রাব্বি বলেন, আইডিটা আমার এডমিন চালায়। সে ভুলবশত ফেসবুকে পোস্ট দিয়েছে। আমি দেখার পর ভিডিওটা সরিয়ে নিয়েছি। জরিনা মিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, গোপন কক্ষের মধ্যে ফোন নিয়ে যাওয়া ও ছবি তোলা আইন বিরোধী কাজ। বিষয়টি আমার নজরে আসেনি। খোঁজ নিয়ে দেখছি। এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ভোট কেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেয়ার ছবি তোলা বেআইনি। এ বিষয়ে কেউ আমাদের অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৮ মে, ২০২৪
X