ইউএনও অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিককে কারাদণ্ড
শেরপুরের নকলা উপজেলায় এক সাংবাদিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৫ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ। এ সময় ইউএনও সাদিয়া উম্মুল বানিন উপস্থিত ছিলেন। ওই সাংবাদিক ইউএনও অফিসে তথ্য চাওয়ার জন্য গিয়েছিলেন বলে জানা গেছে। সাজা পাওয়া শফিউজ্জামান রানা দৈনিক দেশ রূপান্তরের নকলা উপজেলা সংবাদদাতা। ইউএনও সাদিয়া উম্মুল বানিন বলেন, অফিসে ঢুকে গোপন তথ্যের ফাইল নেওয়ার জন্য টানাটানি করেন ওই সাংবাদিক। বাধা দিলে অফিসের এক নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণ করেন। এ সময় এক বীর মুক্তিযোদ্ধাকেও ধাক্কা দেন তিনি। শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদও একই তথ্য জানান। তিনি বলেন, ওই সাংবাদিক ইউএনও অফিসে গিয়ে এক নারী কর্মীর সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন। তিনি অফিসের ডকুমেন্ট নিয়ে চলে যাওয়ার জন্য এসেছিলেন। এমন সময় তাকে আটক করা হয়। তবে ভুক্তভোগী সাংবাদিকের স্ত্রী বন্যা আক্তার ভিন্ন দাবি করছেন। তিনি সাংবাদিকদের কাছে বলেন, তথ্য চেয়ে ইউএনও কার্যালয়ে আবেদন জমা দেন তার স্বামী। আবেদন করার পর আবেদনের রিসিভ কপি চান তিনি। এ সময় ইউএনওর অনুমতি ছাড়া রিসিভ কপি দেবেন না বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) শিলা আক্তার। এ নিয়ে তর্কের জেরে তাকে সাজা দেওয়া হয়েছে।
০৮ মার্চ, ২০২৪

অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কলসকাঠি ইউনিয়নে অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট সানজিদা রিকতা। এ সময় অবৈধ ইটভাটাবিরোধী অভিযানে পূর্ব বাগদিয়া গ্রামের পাণ্ডব নদীর তীরে গড়ে ওঠা অবৈধ ড্রাম চিমনি ইটভাটা ‘এ ওয়ান ব্রিকস’, ‘বঙ্গ ব্রিকস’ ও ‘মৃধা ব্রিকস’ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সঙ্গে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা ভাটায় থাকা কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেন। এ ছাড়া তিন ইটভাটাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। 
২৯ জানুয়ারি, ২০২৪

তিন মাদকসেবীকে সাজা ও অর্থদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নে মাদক সেবনের সময় সেবন সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ। পরে ভ্র্যাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ছয় মাসের সাজা এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম।  ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জানুয়ারি) রাত সোয়া নয়টার দিকে জেলা গোয়ান্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম ও উপ-পুলিশ পরিদর্শক মারুফ রহমানসহ আরো কয়েকজন ডিবি সদস্য ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের তুলাতলা পনু আকনের বাড়ি থেকে মাদক সেবনের সময় দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মৃত তোজম্বর মৃধার ছেলে বাশার মৃধা (৪০), উত্তর ইটবাড়িয়া গ্রামের মৃত নুরু আকনের ছেলে পনু আকন ও উত্তর ইটবাড়িয়ার জুলফিকার খানের ছেলে সাগর খানকে (৪০) আটক করে। এ সময় তাদের সাথে থাকা সাত পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।  পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ আরমান ভুইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ছয় মাসের সাজা ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ইয়াবা সেবন করার সময় তিন মাদকসেবীকে আটক করতে সক্ষম হই। পরে নির্বাহী ম্যাজিট্রেট ভ্রাম্যমাণ আদালতে তাদের অর্থদণ্ডসহ সাজা প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
১৮ জানুয়ারি, ২০২৪

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় ব্যবসায়ীদের ধর্মঘট
রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩টি দোকানে জরিমানা করায় দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৩টার দিকে দুর্গাপুর থানা পুলিশ সমাধানের বিষয়ে আশ্বস্ত করলে ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যান। তবে ব্যবসায়ীরা এর সমাধান না হওয়া পর্যন্ত দোকান-পাট বন্ধ রাখার ঘোষণা দেন। ব্যবসায়ীদের অভিযোগ, বিজয় দিবস পালনে যেসব ব্যবসায়ীরা চাঁদা দেয়নি তাদের দোকানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র।  জানা গেছে, দুর্গাপুর বাজারে হাঠৎ করেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র। এ সময় বাজারের থানা মোড়ে ভাই ভাই গার্মেন্টসের মালিক কাজলের বিক্রিত মালামালের ক্রয়ের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ৭ হাজার, সরকার ফার্মেসি মালিক ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ২০ হাজারসহ ৩টি দোকানে জরিমানা করে। এ সময় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। পরে বিক্ষোভ করতে থাকেন তারা। এরপর বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ম্যাসেজে দুর্গাপুর থানার ওসি খায়রুল ইসলাম আশ্বস্ত করলে ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যান। এদিকে এমন ঘটনায় দোকানপাট বন্ধ থাকায় সাপ্তাহিক হাটবার হওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা। বিশেষ করে ফার্মেসির দোকান বন্ধ থাকায় বেশি বিপাকে পড়েছে রোগীরা। দুর্গাপুর কেমিস্ট অ্যান্ড ডায়াগনিস্ট সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, বারবার এ ধরনের অভিযান ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা আন্দোলন করছে। এর সুষ্ঠু সমাধান না হলে আন্দোলন চলবে। এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খায়রুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে গেছেন। ইউএনও স্যার বাইরে আছেন। স্যার এসে বিষয়টি দেখবেন।  এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র বলেন, মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখা ও কাগজপত্র সঠিক না থাকায় আইনগতভাবেই তাদের জরিমানা করা হয়েছে।
১৭ ডিসেম্বর, ২০২৩
X