ফ্রেমলেস ডিজাইনের ২৭ ইঞ্চির মনিটর বাজারে আনল ওয়ালটন
নতুন মডেলের মনিটর বাজারে নিয়ে এলো ওয়ালটন। ২৭ ইঞ্চির মনিটরটি এন্টি-গ্লেয়ার এবং তিন দিকে ফ্রেমলেস ডিজাইন থাকায় প্রযুক্তিপ্রেমীদের সহজে নজর কাড়বে। ওয়ালটন জানায়, উন্নতমানের আইপিএস প্যানেলযুক্ত নতুন মডেলের মনিটরটিতে আল্ট্রা এইচডি এলইডি ব্যাকলাইট ডিসপ্লেস সংযোজন করা হয়েছে। ব্যবহারকারী এটিতে প্রিমিয়াম ফিল পাবেন। এর মডেল সিনেডি ডব্লিউডি২৭ইউআই০৮। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের নতুন এই মনিটর উন্মোচন করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এটি উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী। বাণিজ্য মেলার ওয়ালটন মেগা স্টলে আয়োজিত মনিটর উন্মোচন অনুষ্ঠানে ভোক্তা-অধিকারের মহাপচিালক বলেন, ওয়ালটন দেশীয় পণ্যের প্রতীক। বাংলাদেশের জন্য ওয়ালটন যুগান্তকারী পরিবর্তন এনেছে। এক সময়ের আমদানি-নির্ভর ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য খাততে ওয়ালটন পুরোপুরি পাল্টে দিয়েছে। ফলে এসব পণ্যে বিদেশি নির্ভরতা কমেছে। এমনকি দেশীয় চাহিদার সিংহভাগ মিটিয়ে ওয়ালটন অনেকগুলো দেশে তাদের পণ্য রপ্তানি করছে। এতে প্রযুক্তিগত উৎকর্ষতা, ভ্যালু অ্যাডিশন এবং কর্মসংস্থান বাড়ছে। আমদের দেশে তরুণ প্রকৌশলী ও দক্ষ কর্মী তৈরি হচ্ছে। ওয়ালটন সূত্রে জানা গেছে, ৪০০ নিটস ব্রাইটনেস ফিচারযুক্ত এই মনিটরের ডিসপ্লের রেজুলেশন ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল আর এসপেক্ট রেশিও ১৬:৯। মনিটরটিতে রয়েছে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল। ফলে ক্রিটিক্যাল এঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাবেন। একুরেট কালার রিপ্রোডাকশনের সুবিধার্থে এতে ১০০০:১ কনট্রাস্ট রেশিও রাখা হয়েছে। যার কালার কোয়ালিটি ৭২% এনটিএসসি। ৬০ হার্জ রিফ্রেশ রেটের কারণে এই মনিটরে জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা। ওয়ালনের নতুন এই মনিটরে দুটি এইচডিএমআই ২.০, একটি ডিপি ১.২, ইউএসবি টাইপ-সি, অডিও আউট ইত্যাদি ইনপুট পোর্ট রয়েছে। এতে মাইনাস ৫ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি টিল্ট অপশন থাকায় ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী মনিটর সেট করে নিতে পারবেন। নতুন এই মনিটর ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে ২১.৪৫ ইঞ্চি থেকে ২৭ ইঞ্চির আরও ১০ মডেলের এলইডি ব্যাকলাইট, প্রোফেশনাল এবং গেমিং মনিটর। দাম ৯,৫৫০ টাকা থেকে ৩৮,৭৫০ টাকার মধ্যে। পাশাপাশি নানান মডেল ও ফিচারের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার, ইলেকট্রিক বাইক ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। নজরকাড়া ডিজাইনের মনিটরটি নিজের করে নিতে খরচ করতে হবে ৩৪ হাজার ৫৫০ টাকা। এ ছাড়া ওয়ালটন মনিটরসহ বিভিন্ন কম্পিউটার পণ্যে চলছে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। সঙ্গে বিক্রয়োত্তর সেবাতো থাকছেই।
১৪ ফেব্রুয়ারি, ২০২৪

গাজায় মৃতের সংখ্যা ২১ শতকের সব সংঘাতকে ছাড়িয়েছে : অক্সফাম
গাজায় ইতিহাসের সবচেয়ে নৃশংসতম হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলায় সাড়ে ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের এ হামলায় সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিতসংখ্যক বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়ার মনিটর অক্সফাম। শুক্রবার (১২ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ব্রিটেনভিত্তিক চ্যারিটি অক্সফাম বৃহস্পতিবার জানিয়েছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ২১ শতকে ঘটে যাওয়া সব সংঘাতে নিহতের সংখ্যা অতিক্রম করেছে। এ ছাড়া যুদ্ধে বেঁচে যাওয়া বাকিরা তীব্র ক্ষুধা ও রোগব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরও সেখানে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।  এক বিবৃতিতে অক্সফাম জানিয়েছে, ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে ২৫০ ফিলিস্তিনি নিহত হচ্ছেন। এটি সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া যেকোনো সংঘাতে নিহতের সংখ্যা ভয়াবহ আকারে ছাড়িয়ে গিয়েছে।    অক্সফাম সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি সংঘাতের তুলনামূলক একটি চিত্রও তুলে ধরেছে। সেখানে দেখো গেছে, সিরিয়ার গড়ে প্রতিদিনি ৯৬ দশমিক পাঁচজন, সুদানে ৫১ দশমিক ছয়, ইরাকে ৫০ দশমিক আট, ইউক্রেনে ৪৩ দশমিক ৯, আফগানিস্তানে ২৩ দশমিক আট এবং ইয়েমেনে ১৫ দশমিক আটজন নিহত হয়েছেন।  প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাজায় ইসরায়েলের সহায়তা প্রবেশের নিষেধাজ্ঞার জন্যই এ সংকট আরও বেড়েছে। কেননা তারা গাজায় প্রতি সপ্তাহে প্রয়োজনীয় সংখ্যক খাবার সহায়তার মাত্র ১০ শতাংশ প্রবেশ করতে দিচ্ছে। এর ফলে বোমাবর্ষণ থেকে বেঁচে যাওয়া নাগরিকদের জন্য গুরুতর খাদ্যঝুঁকি সৃষ্টি হয়েছে।  এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেও ইসরায়েলের গাজায় বেসামরিক লোকদের ওপর নজিরবিহীন তাণ্ডবের বিষয়টি তুলে আনা হয়েছে।   
১২ জানুয়ারি, ২০২৪

আইপিএস প্যানেলযুক্ত নতুন দুই মডেলের ফুল এইচডি ফ্রেমলেস মনিটর বাজারে ছাড়ল ওয়ালটন
উন্নতমানের আইপিএস প্যানেলযুক্ত নতুন দুই মডেলের স্লিম মনিটর বাজারে এনেছে ওয়ালটন। ফুল এইচডি রেজ্যুলেশনের এলইডি ব্যাকলাইট ডিসপ্লেসমৃদ্ধ মনিটর দুটির তিন দিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন। বেজেল না থাকায় আকর্ষণীয় ডিজাইনের এই মনিটর দুটি সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। এতে ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন। সিনেডি ব্র্যান্ডে বাজারে আসা ২১.৪৫ ইঞ্চি ডিসপ্লের মনিটর দুটির মডেল ডব্লিউডি২১৫আই০৯ এবং ডব্লিউডি২১৫আই১০। যথাক্রমে দাম রাখা হয়েছে- ১০,৫৫০ এবং ৯,৭৫০ টাকা। উভয় মনিটরে থাকছে ৩ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি। দেশের সব ওয়ালটন শোরুমের পাশাপাশি অনলাইনের ই প্লাজা (eplaza.waltonbd.com) ও ডিজি-টেক (waltondigitech.com) ওয়েবসাইট থেকে মনিটর দুটি কিনতে পারবেন ক্রেতারা। ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের মনিটর দুটির এসপেক্ট রেশিও ১৬:৯। এতে রয়েছে ৩০০ সিডি/এম২ ব্রাইটনেস এবং ২৪৯.৩ বাই ২৪১ পিক্সেল পিচ। ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল, ১০০০:১ কনট্রাস্ট রেশিও, ৮৩% এনটিএসসি কালার কোয়ালিটি, ৭৫ হার্জ রিফ্রেশ রেট ইত্যাদি। ফলে মনিটর দুটিতে ক্রিটিক্যাল এঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাবেন। প্রয়োজনীয় কাজ কিংবা জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা। মনিটর দুটিতে এইচডিএমআই, ভিজিএ, ডিপি, ইউএসবি টাইপ-সি ইত্যাদি কানেকটিভিডি পোর্ট থাকায় আধুনিক কিংবা পুরাতন সব ধরনের কম্পিউটার ডিভাইসে সহজেই ব্যবহার করা যাবে। এতে রয়েছে ২ ওয়াটের দুটি বিল্ট ইন স্পিকার। ফলে আলাদা অডিও ডিভাইসের সংযোগ ছাড়াই ব্যবহারকারী প্রয়োজনীয় অডিও সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি রয়েছে অডিও আউট পোর্ট। ওয়ালটনের নতুন এই মনিটর দুটির আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে এর ভেসা মাউন্ট অপশন। ফলে শুধু ডেস্ক বা টেবিলেই নয়, প্রয়োজনে এটি যে কোনো সারফেসে স্থাপন করা যাবে। যারা নিয়মিত গেম খেলেন কিংবা অফিশিয়াল কাজে প্রেজেন্টেশন বা মিটিংয়ে ব্যবহারের প্রয়োজন হয়, তাদের জন্য এই অপশনটি বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে।  উল্লেখ্য, নতুন এই মনিটর দুটি ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে ২১.৪৫ ইঞ্চি থেকে ২৭ ইঞ্চির আরও ৫ মডেলের এলইডি ব্যাকলাইট, প্রোফেশনাল এবং গেমিং মনিটর। দাম ৯,৫৫০ টাকা থেকে ৩৮,৭৫০ টাকার মধ্যে। এ ছাড়াও ওয়ালটন মনিটরের নির্দিষ্ট মডেলে চলছে ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট।
১৯ নভেম্বর, ২০২৩

বাংলাদেশে ডাহুয়ার ছয়টি নতুন মনিটর
বাংলাদেশের বাজারে ছয়টি নতুন মনিটর এনেছে চীনভিত্তিক প্রযুক্তি ব্র্যান্ড ডাহুয়া। সিকিউরিটি সার্ভেলেন্স ক্যামেরা জগতে পরিচিত নাম ডাহুয়ার মনিটরগুলোর বাংলাদেশি পরিবেশক সুরভী এন্টারপ্রাইজ। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ন্যূনতম ১০০ হার্জ রিফ্রেশ রেটের এই মনিটরগুলো উন্মোচন করে ডাহুয়া ও সুরভী এন্টারপ্রাইজ। অনুষ্ঠানে জানানো হয়, একটি হোয়াইট বোর্ডসহ মনিটরগুলো আকারে ২১.৫ ইঞ্চি থেকে ২৮ ইঞ্চি পর্যন্ত। এর মাঝে আছে ২২ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ডিএইচআই-এলএম২২-বি২০১এসডব্লিউ মডেল, ২৪ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ডিএইচআই-এলএম২৪-বি২০১এস মডেল এবং ২৭ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৭-বি২০১এস মডেল। গেমিং মনিটরের মধ্যে ২৪ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৪-ই২৩১ মডেল এবং ২৭ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৭-ই২৩১ মডেল দেবে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট। এই পাঁচটি মডেলের রেজ্যুলেশন ১৯২০ *১০৮০। এ ছাড়া ২৮ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ডিএইচআই-এলএম২৮-এফ৪০০ মডেলটি হচ্ছে ফোরকে মনিটর। ফোরকে মনিটরের রেজ্যুলেশন ৩৮৪০ * ২১৬০। মনিটরগুলোতে রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা।
২৯ অক্টোবর, ২০২৩

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে - সিভিকাস মনিটর
বিরোধী দল ও সরকারের সমালোচকদের ওপর দমন-পীড়নের পরিপ্রেক্ষিতে নাগরিক স্বাধীনতা দ্রুত কমছে—এমন পরিস্থিতির মুখোমুখি দেশের তালিকায় বাংলাদেশকে যুক্ত করেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গভিত্তিক নাগরিক অধিকার সংস্থা সিভিকাস মনিটর। গত ২১ সেপ্টেম্বর নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, আগামী জানুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে বিরোধী দল বিএনপির সমর্থকদের টার্গেট করা এবং আইনিসহ নানা উপায়ে অধিকারকর্মী-সাংবাদিকদের চুপ করাতে উদ্যোগী হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সংস্থাটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গবেষক জোসেফ বেনেডিক্ট বলেন, বিপজ্জনক পথে এগোচ্ছে বাংলাদেশ। আমরা দেখেছি, বাংলাদেশের কর্তৃপক্ষ দায়মুক্তির সঙ্গে বিরোধী দল, অধিকারকর্মী ও সমালোচকদের ওপর দমন-পীড়ন বাড়াচ্ছে। জানুয়ারিতে বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অবশ্যই মানুষের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখানোর পাশাপাশি প্রতিবাদ ও মত প্রকাশের অধিকার এবং সব রাজনৈতিক দলের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার সরকার মানবাধিকারকর্মীদের হয়রানি বাড়িয়েছে। চলতি মাসে ঢাকার একটি আদালত মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান ও নাসির উদ্দিনকে কারাদণ্ড দিয়েছেন। কর্তৃপক্ষ সমালোচনাকারী সংবাদমাধ্যম বন্ধ, কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিচার, সাংবাদিকদের হয়রানি, নির্বিচারে আটকের মাধ্যমে গণমাধ্যমকে চুপ করার চেষ্টা করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে যে নতুন বিল আনা হয়েছে, তা আগের আইনের মতোই দমনমূলক। বিজ্ঞপ্তিতে আদিলুর ও নাসিরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির পাশাপাশি অধিকারকর্মী ও সাংবাদিকদের হয়রানি বন্ধের আহ্বান জানায় সিভিকাস মনিটর। সেইসঙ্গে সাইবার নিরাপত্তা আইনসহ সব নিয়ন্ত্রণমূলক আইন আন্তর্জাতিক আইন ও মান অনুযায়ী সংশোধনেরও আহ্বান জানানো হয়।
২৬ সেপ্টেম্বর, ২০২৩
X