সাকিবের পক্ষে মাঠে থাকবে মাগুরা জেলা আ.লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসানের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৯ নভেম্বর) জেলা শহরের জামরুল তলায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে এ ঘোষণা দেন নেতারা। পাশে থাকার ঘোষণা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। মাগুরার দুটি আসনে প্রার্থী নিশ্চিত হওয়ার পরবর্তী করণীয় ঠিক করতে বর্ধিত সভা আহ্বান করে জেলা আওয়ামী লীগ। সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু। এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জি ও সাকিবের বাবা খন্দকার মশরুর রেজা উপস্থিত ছিলেন। শুরুতে সাকিব আল হাসান দলীয় মনোনয়ন পাওয়ায় জেলা আওয়ামী লীগের মধ্যে হতাশা তৈরি হয়েছিল জানিয়ে জেলার শীর্ষ নেতারা বলেছেন, স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা ছিল বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আবারও মনোনয়ন পাবেন। তবে শেষ মুহূর্তে সাকিব আল হাসানকে মনোনয়ন দেওয়ায় নেতাদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। তবে সাইফুজ্জামান শিখর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঐক্যবদ্ধভাবে সাকিবের পক্ষে নির্বাচন করার জন্য অনুরোধ করেন। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ জানিয়েছেন, দীর্ঘসময় মাগুরা জেলায় আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন সাইফুজ্জামান শিখর। নেতাকর্মীদের পাশাপাশি সবার আশা ছিল বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আবারও মনোনয়ন পাবেন। না পাওয়ায় কিছু নেতাকর্মীর মধ্যে মান-অভিমান ও ক্ষোভ জন্ম নেয়। তবে দলীয় সভানেত্রী যেহেতু সাকিবকে মনোনয়ন দিয়েছেন, আমরা নেত্রীর সম্মান রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এদিকে সাকিবের পারিবারিক সূত্রে জানাযায়- আজ বুধবার (২৯ নভেম্বর) মাগুরায় আসবেন সাকিব। প্রথমে যাবেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সেখান থেকে আত্মীয়স্বজন ও দলীয় নেতাদের কবর জিয়ারত করতে মাগুরা পৌর গোরস্তানে যাবেন। সেখান থেকে বাড়ি যাবেন সাকিব। এরপর শুরু হবে নির্বাচনী কার্যক্রম। 
২৯ নভেম্বর, ২০২৩

স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহে শীর্ষে মাগুরা
মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগ অন্যতম সদস্য সংগ্রহকারী জেলা হিসেবে স্বীকৃতি পেল। জেলা আহ্বায়ক কমিটি ১১ হাজার সদস্য সংগ্রহের মধ্য দিয়ে এই স্বীকৃতি অর্জন করে। গতকাল শুক্রবার মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্থানীয় নোমানী ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রিয়াজুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। এ ছাড়া মাগুরা-২ আসনের সাংসদ বীরেন শিকদার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জামির হোসেনসহ আরও অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত ও দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে বিএনপি ষড়যন্ত্রে ব্যস্ত। সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সম্মেলনে ২৮৭ জন প্রতিনিধি ও সহস্রাধিক পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
১৫ জুলাই, ২০২৩
X