শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
নতুন কৌশলে হোয়াটসঅ্যাপে প্রতারণা, যেভাবে নিরাপদ থাকবেন 
অনলাইনে আর্থিক প্রতারণা থেকে প্রেমের ফাঁদ, নানাবিধ ডিজিটাল প্রতারণার ফাঁদে পড়ে প্রতিনিয়তই বাড়ছে সর্বস্বান্ত হয়ে যাওয়ার ঘটনা। প্রতারকরা এমনভাবে ফাঁদ সাজায় যে তাতে পা দিয়ে ফেলেন অনেকেই। এর মধ্যে জালিয়াতির একটি অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। কেননা অনেকেই সামাজিক বা কাজের প্রয়োজনে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে এ অ্যাপটিতে প্রতারণা ও জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে। ব্যবহারকারীদের বোকা বানাতে সাইবার অপরাধীরা বার্তা পাঠানোর পাশাপাশি কলও করে থাকে। তবে কয়েকটি কৌশল অবলম্বন করে হোয়াটসঅ্যাপে নিরাপদ থাকা যায়। অপরিচিত নাম্বার থেকে সতর্ক থাকতে হবে হোয়াটসঅ্যাপে যদি অপরিচিত কোনো ব্যক্তি ভিডিও কল বা মেসেজ করে, তাহলে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। প্রথমে তার নম্বরটি চেক করুন। যদি দেখেন তিনি কারো কাজের কথা বলছেন না। তাহলে তাকে ব্লক করে দিন। অনেক সময় দরকারি কথা শুরু করেই তারপরে স্ক্যাম করা হয়। ফিশিং অ্যাটাক সাইবার জালিয়াতরা সাধারণত ব্যাংক, ডেলিভারি সার্ভিস ও সরকারি সংস্থার নামে লোকেদের কাছে মেসেজ পাঠায় এবং তাদের ভয় দেখানোর চেষ্টা করে। এছাড়াও তাদের মেসেজে লেখা থাকে, অনেক মানুষের সঙ্গে এই ওয়েব লিংক শেয়ার করুন। এমন কোনও মেসেজ পেলে ভুলেও তাতে ক্লিক করবেন না। ব্যক্তিগত তথ্য শেয়ার না করা কোনো ব্যক্তির সঙ্গে কখনোই ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের বিবরণ ইত্যাদি তথ্য কাউকেই জানাবেন না। ক্লিক করার আগে ভাবুন হোয়াটসঅ্যাপে কোনো মেসেজের সঙ্গে যদি লিংক দেখতে পান, ভুলেও তাতে ক্লিক করবেন না। আপনার বিশ্বস্ত কেউ যদি লিংকটি শেয়ার করে, তবে আপনি এটি দেখতে পারেন, কিন্তু অপরিচিত নম্বর থেকে আসা মেসেজে ক্লিক করবেন না। এই লিংকগুলোর সাহায্যে ফোনে ম্যালওয়্যার বা ভাইরাস ডাউনলোড করা হয়।
০৫ মার্চ, ২০২৪

প্রবাসীদের লোকেশন জানাবে ‘ইমো’
লোকেশনভিত্তিক শেয়ারিং ও ইন্টার‍্যাকশন ফিচার ‘ইমো নাও’ নিয়ে এলো বিশ্বের শীর্ষস্থানীয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। যার মাধ্যেমে প্রবাসে বসবাসরত পরিবারের সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা যাবে। জানা যাবে লাইভ লোকেশন।     এটি ব্যবহারে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা ব্যবহারকারীরা পরিবারের সদস্যদের সাথে লোকেশন ও নিজেদের তথ্য আদান প্রদান করতে পারবেন। প্রিয়জনেরা দূরে থেকেও কাছে থাকতে পারবেন। কমাবে দুশ্চিন্তা।  নতুন এ ফিচার ব্যবহারে কোন ব্যক্তি পথ হারিয়ে যাওয়া কিংবা বাড়ি ফিরতে এ ‘ইমো নাও’ থেকে রুট শেয়ার করার সুযোগ পাবেন। পরিবারের সদস্যারাও দেখেতে পারবেন তিনি বাসায় ফিরেছেন কিনা। এ ছাড়া লোকেশন শেয়ারিং, রুট শেয়ারিং, স্ট্যাটাস নোটিশ ও জিপিএস নেভিগেশনের মতো ফিচার ব্যবহার করে পরিবারের সদস্যদের সাথে লোকেশন শেয়ার ও যোগাযোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারী। এছাড়া হাঠাৎ কোনো বিপদের কবলে পড়লেও স্বয়ংক্রিয়ভাবে স্ট্যাটাস নোটিশ পাবেন। এ ছাড়া প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও হোমসিকনেসের উদ্বিগ্ন কমাবে এ ‘ইমো নাও’। আত্মীয়স্বজনদের কমবে নিশ্চিন্ত। একইসাথে, প্রবাসে থাকা সদস্যটিও বাড়িতে থাকা তার সন্তান, সঙ্গী বা পরিবারের বয়স্ক সদস্যরা একটি ভার্চুয়াল ম্যাপের মাধ্যমে যুক্ত থাকার সুযোগ পাবেন।  এ বিষয়ে ইমোর বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ইমো’র কার্যকরী ভয়েস ও ভিডিও কলিং সেবার মাধ্যমে দূরত্ব কমিয়ে পরিবারগুলোকে কাছাকাছি রাখতে পেরে আমরা আনন্দিত। পরিবারের সকল সদস্যকে কানেক্টেড রাখতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সদস্যদের দুশ্চিন্তা কমাতে নতুন এই ইমো নাও লোকেশন শেয়ারিং ফিচার নিয়ে এসেছি আমরা। এই ফিচারের সাহায্যে পরিবারের সদস্যরা একে অপরের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে পরিবারকেন্দ্রিক চেতনা অটুট রাখতে পারবেন।
২৮ ডিসেম্বর, ২০২৩
X