লোকেশনভিত্তিক শেয়ারিং ও ইন্টার্যাকশন ফিচার ‘ইমো নাও’ নিয়ে এলো বিশ্বের শীর্ষস্থানীয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। যার মাধ্যেমে প্রবাসে বসবাসরত পরিবারের সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা যাবে। জানা যাবে লাইভ লোকেশন। এটি ব্যবহারে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা ব্যবহারকারীরা পরিবারের সদস্যদের সাথে লোকেশন ও নিজেদের তথ্য আদান প্রদান করতে পারবেন। প্রিয়জনেরা দূরে থেকেও কাছে থাকতে পারবেন। কমাবে দুশ্চিন্তা।
নতুন এ ফিচার ব্যবহারে কোন ব্যক্তি পথ হারিয়ে যাওয়া কিংবা বাড়ি ফিরতে এ ‘ইমো নাও’ থেকে রুট শেয়ার করার সুযোগ পাবেন। পরিবারের সদস্যারাও দেখেতে পারবেন তিনি বাসায় ফিরেছেন কিনা। এ ছাড়া লোকেশন শেয়ারিং, রুট শেয়ারিং, স্ট্যাটাস নোটিশ ও জিপিএস নেভিগেশনের মতো ফিচার ব্যবহার করে পরিবারের সদস্যদের সাথে লোকেশন শেয়ার ও যোগাযোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারী। এছাড়া হাঠাৎ কোনো বিপদের কবলে পড়লেও স্বয়ংক্রিয়ভাবে স্ট্যাটাস নোটিশ পাবেন।
এ ছাড়া প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও হোমসিকনেসের উদ্বিগ্ন কমাবে এ ‘ইমো নাও’। আত্মীয়স্বজনদের কমবে নিশ্চিন্ত। একইসাথে, প্রবাসে থাকা সদস্যটিও বাড়িতে থাকা তার সন্তান, সঙ্গী বা পরিবারের বয়স্ক সদস্যরা একটি ভার্চুয়াল ম্যাপের মাধ্যমে যুক্ত থাকার সুযোগ পাবেন।
এ বিষয়ে ইমোর বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ইমো’র কার্যকরী ভয়েস ও ভিডিও কলিং সেবার মাধ্যমে দূরত্ব কমিয়ে পরিবারগুলোকে কাছাকাছি রাখতে পেরে আমরা আনন্দিত। পরিবারের সকল সদস্যকে কানেক্টেড রাখতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সদস্যদের দুশ্চিন্তা কমাতে নতুন এই ইমো নাও লোকেশন শেয়ারিং ফিচার নিয়ে এসেছি আমরা। এই ফিচারের সাহায্যে পরিবারের সদস্যরা একে অপরের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে পরিবারকেন্দ্রিক চেতনা অটুট রাখতে পারবেন।
মন্তব্য করুন