তাইওয়ানের আকাশে ৪৫ চীনা যুদ্ধবিমান
তাইওয়ানের আকাশসীমায় চীনের ৪৫ যুদ্ধবিমান শনাক্ত হয়েছে। এতে করে চীন তাইওয়ানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৫ মে) রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ান নিজেদের আশপাশে চীনের ৪৫টি যুদ্ধবিমান ও ছয়টি রণতরীর উপস্থিতি শনাক্ত করেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের আকাশে এটি একদিনে সর্বোচ্চ বিমানের উপস্থিতি। স্বায়ত্বশাসিত এ দ্বীপটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে চীনের এমন আচরণ নতুন করে উত্তেজনা জন্ম দিয়েছে।  তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই আগামী ২০ মে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি তাওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন।  প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব যুদ্ধবিমানের মধ্যে অন্তত ২৬টি তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে।  মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়া এ ঘটনার যথাযথ প্রতিক্রিয়া জানানো হয়েছে বলেও জানিয়েছে তারা।  চীন স্বশাসিত এ দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে থাকে। দেশটি এ দ্বীপের চারপাশে গত চার বছর ধরে নিয়মিত সামরিক মহড়া ও টহল পরিচালনা করে আসছে বলে অভিযোগ করছে তাইওয়ান। এর আগে গত এপ্রিলে তাইওয়ানের আশপাশে চীনের ৩০টির মতো সামরিক বিমানের উপস্থিতি ধরা পড়ে। এছাড়া গত সেপ্টেম্বরে দ্বীপটিতে ১০৩টি চীনা যুদ্ধবিমানের উপস্থিতি শনাক্ত হয়। যার মথ্যে অন্তত ৪০টি প্রণালির মধ্যরেখা অতিক্রম করে।   
১৫ মে, ২০২৪

সিঙ্গাপুরে অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত
সিঙ্গাপুরে অত্যাধুনিক প্রযুক্তির একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (০৮ মে) দেশটির পশ্চিমাঞ্চলীয় সামরিক বিমানঘাঁটিতে বিমানটি বিধ্বস্ত হয়। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পশ্চিমাঞ্চলীয় সামরিক বিমানঘাঁটিতে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। এটি সিঙ্গাপুরের টেঙ্গাই বিমানঘাঁটিতে বিধ্বস্ত হয়।  বিবৃতিতে বলা হয়েছে, পাইলটের এখনো জ্ঞান রয়েছে। তিনি হাঁটতে পারছেন। তবে তার চিকিৎসা চলছে। তিনি ছাড়া অন্য কেউ দুর্ঘটনায় আহত হননি।  মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি উড্ডয়নের সময় সমস্যার মুখোমুখি হয়েছিল। এরপর পাইলট জরুরি পদ্ধতি অবলম্বন করে পদক্ষেপ নেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।   দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম উন্নত বিমানবাহিনী রয়েছে সিঙ্গাপুরের। দেশটিতে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল।  এর আগে ২০১০ সালে দেশটির একটি সামরিক হেলিকপ্টার ইঞ্জিনের সমস্যার কারণে একটি আবাসিক এলাকার কাছে খোলা মাঠে জরুরি অবতরণ করেছিল।
০৮ মে, ২০২৪

রাশিয়ার ৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেন সেনাবাহিনীর
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রস্তভে একটি ঘাঁটিতে হামলা চালিয়ে রাশিয়ার ছয়টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। শুক্রবার কিয়েভের একটি নিরাপত্তা সূত্র সংবাদমাধ্যম এএফপিকে এ তথ্য জানায়। সূত্রটি জানিয়েছে, ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা সার্ভিস ও সামরিক বাহিনীর হামলায় মোরোজোভস্ক বিমানঘাঁটিতে থাকা অন্তত ছয়টি রাশিয়ান সামরিক উড়োজাহাজ ধ্বংস ও আরও আটটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক দিন আগে রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল শোধনাগারে হামলা চালায় ইউক্রেন। ফ্রন্টলাইন থেকে ৮০০ মাইল দূরের ওই তেল শোধনাগারটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। যে ইউনিটে ড্রোনটি আঘাত হানে সেটিতে দৈনিক প্রায় এক লাখ ৫৫ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাত করা যায়।
০৬ এপ্রিল, ২০২৪

ভিডিও দেখে যুদ্ধবিমান বানালেন স্কুলছাত্র
ইউটিউবে ভিডিও দেখে বিমান বানিয়ে এবং উড়িয়ে সবাইকে চমকে দিয়েছেন দশম শ্রেণির ছাত্র মো. সিয়াম।  তার বাবা হাবিবুর রহমান পেশায় একজন কৃষক। সিয়াম টাঙ্গাইলের সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ছাত্র। জানা গেছে, ছোটবেলা থেকেই কারিগরি কাজের প্রতি ঝোঁক সিয়ামের। বাবার মোবাইলে ইউটিউবে ভিডিও দেখেই ইচ্ছা জাগে বিমান বানানোর। ৫ বছর ধরে টিফিনের টাকা জমিয়ে যন্ত্রপাতি কেনেন সিয়াম।  উৎসাহ দেখে তার বাবাও আর্থিক সহযোগিতা করতে থাকে। আমেরিকান যুদ্ধবিমান এফ-২২ র‍্যাপ্টরের আদলে বানানো বিমানটির নাম দিয়েছেন বঙ্গবন্ধু এফ-২২ র‍্যাপ্টর।  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  উপজেলা ও গোপালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এবং সূতি ভি এম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সামনে পরিষদ সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে বিমানটি শুধু প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।  সিয়াম জানান, পর্যাপ্ত অর্থ সহায়তা পেলে আরও এগিয়ে যাব। নতুন কিছু তৈরির চেষ্টা চালিয়ে যাব। কারিগরি ও বৈজ্ঞানিক কাজে পারদর্শিতার কথা অনেক আগেই বিদ্যালয়ের এক শিক্ষককে জানিয়েছিলাম। তিনি অগ্রাহ্য করেছেন। ঐ শিক্ষকের কারণেই বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এ আমি যেতে পারিনি। সিয়ামের বাবা হাবিবুর রহমান বলেন, আমি কৃষক মানুষ এতকিছু বুঝি না। ওর এসব কাজের প্রতি আগ্রহ দেখে টাকা চাইলে চেষ্টা করতাম টাকা দিতে। সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান বলেন, সিয়াম এ ব্যাপারে আমাকে আগে কিছু জানায়নি। আজকে ওর মেধা দেখে আশ্চর্য হয়েছি। ওর প্রতিভার কথা এমপি ও ইউএনওকে জানাব। আজ থেকে ওর গবেষণায় যা দরকার হবে বিদ্যালয়ের মাধ্যমে ব্যবস্থা করা হবে এবং আর্থিক সহায়তার জন্য ইউএনও মহোদয়কে অনুরোধ করব। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার বলেন, সিয়ামের প্রতিভা দেখে আমি বিস্মিত। ওর বানানো জেট বিমানটি চমৎকার লেগেছে। নিজের টাকায় এ রকম একটি প্রকল্প হাতে নিয়ে ও যে স্বার্থক হয়েছে এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে ওকে আর্থিক সহায়তা করার চেষ্টা করব।
৩০ মার্চ, ২০২৪

পশ্চিমাদের যুদ্ধবিমান এফ-১৬ ভূপাতিত করার হুমকি পুতিনের
রাশিয়ার ইউক্রেনের আক্রমণের পর থেকে দেশটির সমর্থন জানিয়ে আসছে পশ্চিমা বিশ্ব। তারা ইউক্রেনকে একের পর এক অস্ত্র সহায়তা দিয়ে আসছে। তবে পশ্চিমাদের জঙ্গিবিমান এফ-১৬ ভূপাতিতের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  পুতিন জানান, কিয়েভকে সরবরাহ করা এফ-১৬ জঙ্গিবিমানগুলো রুশ বাহিনীর জন্য বৈধ্য লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইউক্রেনের স্থল, জল অথবা আকাশসীমার যেখানেই থাকুক না কেন সেগুলোকে খুঁজে খুঁজে ধ্বংস করবে রুশ বাহিনী। বুধবার বিমানবাহিনীর কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে এক বৈঠক শেষে এমন হুমকি দেন তিনি।  এদিন রুশ প্রেসিডেন্ট পুতিন ৩৪৪তম রাশিয়ান আর্মি এভিয়েশন সেন্টার অব এয়ারক্রুদের যুদ্ধ প্রশিক্ষণ এবং ট্রানজিশন পরিদর্শন করেন। সেখানে তাকে একটি এমআই-২৮এন হেলিকপ্টার ফ্লাইট সিমুলেশন ট্রেনিং ডিভাইস এবং খ্রিজান্তেমা ও এস-৮ ক্ষেপণাস্ত্রের নমুনা দেখানো হয়েছে।  রুশ প্রেসিডেন্ট বলেন, যদি তারা ইউক্রেনকে এফ-১৬ সরবরাহ করে আর পাইলটদের প্রশিক্ষণ দেয় তাহলে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিন্দুমাত্র পাল্টে যাবে না। আমরা এসব জঙ্গিবিমান সেভাবেই ধ্বংস করব যেভাবে পশ্চিমাদের সরবরাহ করা ট্যাংক, সাঁজোয়া যান, মাল্টিপল রকেট লঞ্চারসহ অন্যান্য সমরাস্ত্র ধ্বংস করেছি পরিদর্শনকালে রাশিয়া ন্যাটোভুক্ত দেশে আক্রমণ করতে পারে পশ্চিমাদের এমন দাবি অস্বীকার করেছেন পুতিন। জানান, পশ্চিমাদের এমন দাবি একেবারেই নির্বোধের প্রলাপ। তারা শুধু নিজেদের লোকজন থেকে আরও বেশি অর্থ আদায়ের লক্ষ্যে ভয় দেখানোর জন্য এমনটা বলে বেড়াচ্ছে, যেখানে তাদের অর্থনীতি ধসে পড়ছে আর জীবনযাত্রার মান আরও নিচে নামছে।  ২০২২ সালের ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো। ক্রেমলিনের দাবি, কিয়েভ ২০১৪ সালের মিনস্ক চুক্তির অধীনে দোনেৎস্ক ও লুহানস্কের বিশেষ মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। এমনকি ইউক্রেন নিজেকে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ থাকা এবং কখনই ন্যাটোতে যোগ না দেয়ার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।  
২৮ মার্চ, ২০২৪

ভারতে প্রথম তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত
ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) রাজস্থানের জয়সালমের একটি এলাকায় প্রশিক্ষণ চলাকালে এটি বিধ্বস্ত হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এটি রাজস্থানে একটি ছাত্র হোস্টেলের কাছে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি থেকে পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন।  ২০০১ সালে প্রথমবার তেজসের পরীক্ষামূলক উড্ডয়নের এটাই প্রথম কোনো বিধ্বস্ত হওয়ার ঘটনা। এটি ছিল হালকা ধরনের যুদ্ধবিমান। ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান বহরে ২০১৬ সালে এটি যুক্ত হয়।  বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি একটি ছাত্রাবাসের মাঠে বিধ্বস্ত হয়। জয়সালমের লক্ষ্মী চাঁদ সানওয়াল কলোনির কাছাকাছি এলাকায় দুপুর ২টার দিকে এটি বিধ্বস্ত হয়। এ সময় পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। ইতোমধ্যে এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  One Tejas aircraft of the Indian Air Force met with an accident at Jaisalmer, today during an operational training sortie. The pilot ejected safely. A Court of Inquiry has been constituted to find out the cause of the accident. — Indian Air Force (@IAF_MCC) March 12, 2024 সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, জয়সালমের এলাকায় তাদের একটি তেজস বিমান দুর্ঘটনায় পড়েছে। আজ প্রশিক্ষণ চলাকালে এটি বিধ্বস্ত হয়। এ সময় পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে জানান, আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। পাইলট ইজেক্টের মাধ্যমে বিমান থেকে বের হয়ে আসেন। এরপর তিনি নিজের প্যারাস্যুট খুলে নেন। বিমানটি একটি মাঠে বিধ্বস্ত হয়েছে। এ সময় সেখানে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। 
১২ মার্চ, ২০২৪

যুদ্ধবিমান তৈরিতে অবিশ্বাস্য সাফল্য তুরস্কের
সফলভাবে আকাশে উড়েছে তুরস্কের নিজেদের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার কান। বুধবার দেশটির রাজধানী আঙ্কারার মুর্টেড এয়ারফিল্ড থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি উড্ডয়ন করে। ১৩ মিনিট উড্ডয়ন শেষে সফলভাবে অবতরণ করে স্টিলথ ফাইটারটি। পৃথক পৃথক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স এবং আনাদোলু।  সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য দেশ তুরস্ক দীর্ঘদিন ধরেই নিজেদের বিমানবাহিনীকে উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে গৃহীত প্রকল্পের অধীনে এই যুদ্ধবিমান তৈরি ও ফ্লাইট পরিচালনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টিএআই বুধবার রাজধানী আঙ্কারার মুর্টেড এয়ারফিল্ডে নিজেদের তৈরি ফাইটার জেট কান-এর ১৩ মিনিটের প্রথম ফ্লাইট পরিচালনা করেছে। তুর্কি সেনাবাহিনীর পুরোনো হয়ে যাওয়া বিমানবহরকে প্রতিস্থাপন করার লক্ষ্যে প্রথমবারের মতো দেশীয়ভাবে পঞ্চম প্রজন্মের এই ফাইটার জেট তৈরি করা হলো।  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, দেশীয়ভাবে নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট তৈরির মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ পার করল তুরস্ক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে আমরা প্রতিরক্ষা শিল্পে আমাদের জাতিকে নতুন সুসংবাদ দিতে থাকব।’ প্রথম দিনের উড্ডয়নে ১৩ মিনিটের জন্য আকাশে ছিল যুদ্ধবিমান কান। এই উড্ডয়নের সময় যুদ্ধবিমানটি ৮ হাজার ফুট উচ্চতায় ২৩০ নট গতিতে উড়ার সক্ষমতা দেখিয়েছে। ২১ মিটার বা ৬৯ ফুট লম্বা যুদ্ধবিমানটি সর্বোচ্চ ২ হাজার ২২২ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। এটিতে রয়েছে দুটি ইঞ্জিন। আর এ ইঞ্জিনগুলো বিমানটিকে আকাশে উড়াতে ২৯ হাজার পাউন্ড শক্তি সঞ্চার করতে পারে। আনাদোলু বলছে, নতুন প্রজন্মের অস্ত্রের সঙ্গে কান যুদ্ধবিমান এয়ার-টু-এয়ার যুদ্ধে সক্ষম। এ ছাড়া সুপারসনিক গতিতে অভ্যন্তরীণ অস্ত্রভাণ্ডার থেকে নির্ভুল হামলা করতে সক্ষম এই কান।  বর্তমানে জেনারেল ইলেকট্রিক এফ-১১০ ইঞ্জিন দিয়ে চললেও তার্কিশ ইঞ্জিন নিয়ে ২০২৮ সালে আকাশে উড়াল দেবে কান যুদ্ধবিমান। ২০১৬ সালে এই যুদ্ধবিমান তৈরির এ প্রজেক্ট শুরু হয়। তখন বলা হয়েছিল, ২০২৮ সালে তার্কিশ বিমানবাহিনীর কাছে প্রথম বিমানটি বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু তার অনেক আগেই বিমানগুলো আকাশে উড্ডয়নের জন্য তৈরি হয়ে গেছে।   
২২ ফেব্রুয়ারি, ২০২৪

একসঙ্গে রাশিয়ার তিন যুদ্ধবিমান ভূপাতিত করল ইউক্রেন
রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। ভূপাতিত এই রুশ যুদ্ধবিমানগুলোর দুটি এসইউ-৩৪ এবং একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান। শনিবার পূর্ব ইউরোপের এই দেশটির পূর্বাঞ্চলে রুশ বিমানগুলো ভূপাতিত করা হয় বলে ইউক্রেনীয় কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী শনিবার পূর্ব ইউক্রেনের আকাশে দুটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার-বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটারকে গুলি করে ভূপাতিত করে বলে দেশটির বিমানবাহিনী প্রধান বলেছেন। মাইকোলা ওলেশচুক টেলিগ্রামে লিখেন, ‘১৭ ফেব্রুয়ারি সকালে পূর্বাঞ্চলীয় (সেক্টরে) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিমানবাহিনীর ইউনিটগুলো একসঙ্গে তিনটি শত্রু বিমান ধ্বংস করেছে। এর দুটি এসইউ-৩৪ ফাইটার-বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটার।’ রয়টার্স অবশ্য তার এই দাবিটি স্বাধীনভাবে যাচাই করতে সক্ষম হয়নি। তবে এই দাবি সত্য হলে অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো হারানোর ফলে মস্কোর আর্থিক ক্ষতি মোট ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি হবে বলে মনে করা হচ্ছে। মূলত উন্নত পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার পর থেকে যুদ্ধে সম্মুখ সারির কাছাকাছি অঞ্চলে রাশিয়ান বিমান চলাচলের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি সৃষ্টি করতে এই অস্ত্রগুলো মোতায়েন করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এর আগে গত বছরের ডিসেম্বরে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন। সে সময় জেলেনস্কি ও তার কর্মকর্তারা বলেছিলেন, দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে তাদের বাহিনীগুলো রাশিয়ার তিনটি এসইউ-৩৪ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের দেওয়া প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সম্ভবত এ সাফল্য পেয়েছিল ইউক্রেন। কিন্তু রয়টার্স সে সময় এসব প্রতিবেদনের কোনোটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

ভয়ংকর ৩ রুশ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রাশিয়ার ভয়ংকর তিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এ বিমান ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক এ দাবি করেছেন। খবর রয়টার্সের। বিমানবাহিনীর প্রধান বলেন, সেনারা রাশিয়ার এসইউ-৩৪ ফাইটার বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটার  ভূপাতিত করেছে।  টেলিগ্রামে তিনি বলেন, শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিমানবাহিনীর যোদ্ধারা একসঙ্গে শত্রুদের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এগুলোর মধ্যে দুটি এসইউ-৩৪ ফাইটার বোম্বার এবং একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান।  বিমানবাহিনীর প্রধান এ দাবি করলেও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে দেশটির এ বিমান বিধ্বস্তের ফলে রাশিয়ার ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  পশ্চিমা বিশ্বের কাছ থেকে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাওয়ার পর রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠেছে ইউক্রেন। দেশটি সম্মুখসারির কাছাকাছি অঞ্চলে রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করতে এমন মোতায়েন করে আসছে।  এর আগে গত ডিসেম্বরে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করে ইউক্রেন। ওই সময়ে প্রেসিডেন্ট জেলেনস্কি ও সামরিক কর্মকর্তারা বলেন, দক্ষিণাঞ্চলের যুদ্ধক্ষেত্রে তাদের সেনারা রাশিরার তিনটি এসইউ-৩৪ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।  যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা পাওয়ার পর এগুলো ব্যবহার করে ইউক্রেন এ সাফল্য পেয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। যদিও তখনও সেই দাবির সত্যতার যাচাই করতে পারেনি রয়টার্স।   
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

তাইওয়ান প্রণালিতে চীনের ৯ যুদ্ধবিমান
নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছিল চীন-তাইওয়ান সম্পর্ক। নির্বাচনের পরেও সেই সম্পর্কের রেশ এখনো রয়ে গেছে। তাইওয়ান প্রণালিতে ঢুকে পড়েছে চীনের ৯টি যুদ্ধবিমান। সোমবার (৫ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের ৯টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। মন্ত্রণালয় সোমবার এগুলো শনাক্ত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরেখা অতিক্রম করা এসব যুদ্ধবিমান চীনা যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল।  তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে চীন। অন্যদিকে স্বায়ত্তশাসিত এ অঞ্চলটি নিজেদের ভূখণ্ডের আশপাশে চীনের সামরিক কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে।   
০৫ ফেব্রুয়ারি, ২০২৪
X