মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
রাবি শিক্ষার্থীকে মারধর করে হল থেকে বের করে দিল ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাড়া করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী ওই শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার রাতে হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী। অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন হল শাখার সহসভাপতি আতিকুর রহমান আতিক। মারধরের সময় ছাত্রলীগের আরও ৮-১০ জন ছিলেন। তবে তাদের পরিচয় জানাতে পারেননি ওই শিক্ষার্থী। তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম সবুজ বিশ্বাস। তিনি বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার রাতে তিনি নির্যাতনের শিকার হন। লিখিত অভিযোগ সবুজ উল্লেখ করেন, বুধবার রাত ২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান আতিকের নেতৃত্বে ৮-১০ জন আমাকে কক্ষ থেকে বের করে হলের ছাদে নিয়ে বেধড়ক মারধর করেন এবং শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি দেন। আমি প্রাণ রক্ষায় হল ত্যাগ করি। ছাত্রলীগ নেতা আতিকুর রহমান বলেন, আমি গত কয়েকদিন সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণে হলেই যেতে পারি না। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি। সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের যে তদন্ত কমিটি গঠন হয়েছে তারা বিষয়টি দেখবে। কমিটির রিপোর্টে এটি না এলে তখন আমরা আলাদা করে দেখব। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না। কারণ ওই শিক্ষার্থী রাজনৈতিকভাবে হলে উঠেছিলেন। এ ছাড়া তিনি এ হলের আবাসিক শিক্ষার্থী না।
১৮ মে, ২০২৪
X