হকি লিগ শিরোপা ইস্যুতে সভা কাল
প্রিমিয়ার হকি লিগ শিরোপাভাগ্য ঝুলে আছে। মেরিনার ইয়াংস ক্লাব ও আবাহনীর মধ্যেকার প্লে-অফ ম্যাচে যার ভাগ্য নির্ধারিত হওয়ার কথা। ম্যাচ আয়োজনে দুই ক্লাবকে চিঠিও দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ক্লাব দুটি নানা সমস্যার কথা উল্লেখ করে চিঠির জবাবও দিয়েছে। লিগের শিরোপাভাগ্য নির্ধারণে আগামীকাল সভার আহ্বান করা হয়েছে। ওই সভায় দুই ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে প্লে-অফ ম্যাচের আয়োজন নিয়ে কথা বলবেন হকি নিয়ন্তারা। ক্লাব দুটির প্রতিনিধিরাও নিজেদের ভাবনার বিষয় জানাবেন। ওই আলোচনায় হকি লিগের শিরোপা ভাগ্যের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১১ মে, ২০২৪

কেইনে ডুবল বায়ার্নের শিরোপা ভাগ্য!
অভাগা যেদিকে যায়, সাগরও শুকিয়ে যায়... বাংলার বহুল প্রচলতি এই প্রবাদ বাক্যটির সঙ্গে পুরোপুরি মিল রয়েছে ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইনের। বড় স্বপ্ন নিয়ে ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে পাড়ি জমান তিনি। শিরোপা জয়ের আশায় শৈশবের প্রিয় ক্লাব টটেনহ্যামকে বিদায় বলে, গায়ে তোলেন বায়ার্ন মিউনিখের জার্সি। কিন্তু বদলাতে পারলেন না নিজের শিরোপাখরার ভাগ্য। উল্টো তার সঙ্গে বদলে গেছে বায়ার্নের ভাগ্য। গত প্রায় এক যুগের বেশি সময় পর ট্রফিহীন থাকছে জার্মান জায়ান্টরা। আর বায়ার্ন মিউনিখে নিজের প্রথম মৌসুমে শিরোপা ছাড়া থাকতে হচ্ছে ইংলিশ এ স্টাইকারকে। বায়ার্নের রাজত্বের অবসান ঘটিয়ে এবার জার্মান লিগ বুন্দেসলিগার শিরোপা জিতেছে বেয়ার লেভারকুসেন। আগেই বাভারিয়ানরা বিদায় নিয়েছে জার্মান কাপ থেকে। এবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় থমাস টুখেলের দল। ফলে দীর্ঘসময় পর শিরোপাখরা থাকতে হচ্ছে বায়ার্ন মিউনিখকে। যুবদল থেকে ২০১১ সাল টটেনহ্যামের মূল দলে সুযোগ পান কেইন। প্রথম দুই মৌসুমে ধারে অন্য ক্লাবে খেললেও ২০১৩ সাল থেকে নিয়মিত হন স্পার্সের দলে। তবে ইংলিশ ক্লাবটির হয়ে জেতা হয়নি কোনো শিরোপা। ভাগ্য বদলের আশায় চলতি মৌসুমের দলবদলে যোগ দেন বায়ার্নে। কিন্তু তা তো হলোই না, বরং তার মতোই শিরোপাহীন থাকতে হচ্ছে বায়ার্ন মিউনিখকেও। তবে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন কেইন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে করেছেন ৪৪ গোল। এরপরও শিরোপাহীন থাকতে হচ্ছে ইংলিশ এই তারকাকে। অথচ কেইন যোগ দেওয়ার আগে লিগ শিরোপাকে নিজেদের সম্পতি বানিয়ে ফেলেছিল বায়ার্ন। তবে টানা ১১ বছর পর লিগ শিরোপা হাতছাড়া হলো জার্মান জায়ান্টদের। এ নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। তাদের দাবি, নিজের ভাগ্য বদলাতে এসে বায়ার্নের ভাগ্য বদলে দিলেন কেইন। তবে অনেককেই নিজের পাশে পাচ্ছেন ইংলিশ তারকা। কেইনের পক্ষ নিয়ে সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্দিনান্দ বলেছেন, ‘কেইন মৌসুমজুড়ে নিজের কাজটা ঠিকভাবেই করেছে। বায়ার্ন কেইনকে এনেছিল শিরোপার ধারা বজায় রাখতে। কিন্তু আমি মনে করি বাকিরা কেইনকে হতাশ করেছে।’ প্রায় একই সুরে কথা বলেন বায়ার্নের সাবেক মিডফিল্ডার ওয়েন হারগ্রিভস। তিনি বলেন, ‘কেইনের জন্য কষ্ট লাগছে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলতে পারল না। চলতি মৌসুমে কেইন দুর্দান্ত ছিল, শুধু ম্যাচের শেষ দশ মিনিট পরিকল্পনা মতো হলো না।’
০৯ মে, ২০২৪

শিরোপা উৎসবে আবাহনী
‘চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি কত?—সিসিডিএম-এর এক কর্মকর্তাকে প্রশ্নটি করেছিলেন বিসিবিরই একজন পরিচালক। উত্তরে জানানো হলো, ১২ লাখ টাকা! টাকার অঙ্কটা শুনতে বোধহয় প্রস্তুত ছিলেন না তিনি। এত কম হবে, সেটাও হয়তো ভাবেননি। প্রাইজমানি অন্তত ৫০ লাখ হলে ভালো হতো বলে মনে করেন তিনি। অবশ্য প্রাইজমানি যাই হোক না কেন, এবারের প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছে আবাহনী। লিগের ২৩তম শিরোপা ঘরে তোলার পথে শেষ ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়েছে তারা। পুরো মৌসুমে একক আধিপত্য দেখিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান জয়রা। তবে আবাহনীর শিরোপা উৎসবের দিনে আলো কেড়েছেন প্রাইম ব্যাংকের পেসার রেজাউর রহমান রাজা। ডিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি নিজের করে নিয়েছেন ডানহাতি এ পেসার। তার রেকর্ড বোলিংয়ে শেখ জামালের বিপক্ষে সহজ জয় পেয়েছে প্রাইম ব্যাংক। অন্যদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে রানার্সআপ থেকে লিগ শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ২৩৪ রান তোলে শাইনপুকুর। জবাবে এনামুল হক বিজয়ের অপরাজিত ১১০ রানের ইনিংসে জয় তুলে নেয় আবাহনী। দারুণ জয়ের পর যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়। ঘটনাবহুল দিন কেটেছে ফতুল্লায়। আগে ব্যাটিং করে স্কোর বোর্ডে ২৭০ রান তোলে প্রাইম ব্যাংক। রান তাড়ায় মাত্র ৭১ রানে থেমে যায় শেখ জামাল। ১৯৯ রানের জয়ের পথে প্রাইম ব্যাংকের জার্সিতে রেকর্ড গড়েছেন রেজাউর রহমান রাজা। ৬.৩ ওভার বোলিং করে মাত্র ২৩ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট। শেখ জামালের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে রেখে দলকে দারুণ জয় এনে দেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা এখন বাংলাদেশের সেরা বোলিং ফিগার। আগের রেকর্ডটি ছিল ইয়াসিন আরাফাতের। ২০১৮ সালে আবাহনীর বিপক্ষে ৪০ রান খরুচে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলা এ পেসার। এ দিন বিকেএসপিতে সহজ জয় পেয়েছে মোহামেডান। আগে ব্যাটিং করে ১৭৬ রান তোলে তারা। জবাবে ১২৩ রানে থেমে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। রানার্সআপের সঙ্গে এবারের লিগের সেরা ব্যাটার হয়েছেন মোহামেডানের মাহিদুল ইসলাম অঙ্কন। ১৬ ইনিংসে ৪৬.২১ গড়ে ৬৪৭ রান করেন তিনি। লিগের সেরা বোলারও একই ক্লাবের আবু হায়দার রনি। ১৬ ইনিংসে ১৯.০৬ গড়ে নেন ৩১ উইকেট।
০৭ মে, ২০২৪

আজ জিতলেই শিরোপা আবাহনীর
আজ বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জিতলেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে আবাহনী। আগের বছরও লিগ শিরোপা জিতেছিল তারা। ১৩ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৬। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের পয়েন্ট ২০। দুই দলের পয়েন্ট ব্যবধান ৬। আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জিতলেই আবাহনীর পয়েন্ট দাঁড়াবে ২৮। অন্যদিকে মোহামেডান শাইনপুকুরের বিপক্ষে জিতলে পয়েন্ট হবে ২২। ফলে আবাহনী শেষ দুই খেলায় হারলেও লিগ টেবিলের শীর্ষেই থেকে যাবে। কারণ মোহামেডান শেষ ২ ম্যাচ জিতলেও ২৬ পয়েন্টের বেশি হওয়া সম্ভব নয়। তাই আজ জিতলে আবাহনী লিগ চ্যাম্পিয়ন এটা এক প্রকার নিশ্চিত।
৩০ এপ্রিল, ২০২৪

শিরোপা লড়াই উন্মুক্ত: গার্দিওলা
আর্সেনাল ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে, দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৭৬। এক পয়েন্টে পিছিয়ে থাকলেও পেপ গার্দিওলার দল এক ম্যাচ কম খেলেছে। সে হিসেবে শিরোপার দৌড়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটিকেই এগিয়ে রাখা হচ্ছে। সর্বশেষ ম্যাচে ব্রাইটনকে ৪-০ গোলে হারিয়ে গার্দিওলা বলছেন, ‘এখনো অনেক নাটকীয়তার বাকি।’ ব্রাইটনের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ১৭ মিনিটে কেভিন ডি ব্রুইনা স্কোরিং চার্ট খোলেন। ২৬ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন ফিল ফোডেন। ৩৪ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন ইংলিশ এ উইঙ্গার। বিরতির পর ৬২ মিনিটে ম্যানসিটির চতুর্থ গোল করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। দারুণ জয়ে শিরোপা ভাগ্যটা নিজেদের হাতে রাখলেও পেপ গার্দিওলা মনে করেন, শিরোপা লড়াইটা এখনো উন্মুক্ত। স্প্যানিশ এ কোচের কথায়, ‘এখনো অনেক নাটকীয়তার বাকি। লিভারপুলের ক্ষেত্রে কী ঘটেছে, তা সবাই দেখেছেন। ক্রিস্টাল প্যালেসের পর এভারটনের কাছে হেরে শিরোপা রেস থেকে ছিটকে গেছে লিভারপুল। সেটা আমাদের ক্ষেত্রেও ঘটতে পারে; ঘটতে পারে আর্সেনালের ক্ষেত্রেও।’ ৩৪ ম্যাচ থেকে ৭৪ পয়েন্ট অর্জন করা লিভারপুলকে আপাতত রেসের বাইরেই রাখা হচ্ছে। কারণ শিরোপার রেসটা এখন ইয়ুর্গেন ক্লপের দলের হাতে নেই। শেষদিকে বড় ধরনের নাটকীয়তা অলরেডদের সম্ভাবনা জাগাতে পারে। সেক্ষেত্রে ম্যানসিটি ও আর্সেনালের বিস্ময়কর পতন দেখতে হবে। নাটকীয়তা ভরপুর ইংলিশ প্রিমিয়ার লিগে তেমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পেপ গার্দিওলার ভয়টা সেখানেই। নিজ দলের পরবর্তী ম্যাচগুলো সম্পর্কে ৫৩ বছর বয়সী সাবেক বার্সেলোনা কোচ বলেছেন, ‘আমাদের শান্ত থাকতে হবে। সর্বশেষ ম্যাচে পাওয়া জয়ে আমরা সন্তুষ্ট। খেলোয়াড়রা এখনো যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। এ অবস্থায় ম্যাচের ধকল কাটিয়ে পরের ম্যাচে দৃষ্টি দিতে হবে।’ গত মৌসুমের অধিকাংশ সময় লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল শেষদিকে এসে খেই হারিয়েছে। চলতি মৌসুমে লিভারপুল দাপটের সঙ্গে খেলে শিরোপার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটি হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নেওয়া দলটি প্রিমিয়ার লিগ শিরোপার পথটাও কঠিন করে তুলেছে। সেদিকে ইঙ্গিত করে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘অতীতেও আমরা এমন সুবিধাজনক অবস্থায় ছিলাম। কিন্তু তার অর্থ এই নয় যে, আমরা এ অবস্থায় আছি বলেই অতীতের মতো সবকিছু ঘটবে। ভালো কিছু অর্জন করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’ আর্সেনাল পরের ম্যাচে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে। টটেনহামের মাঠে ওই ম্যাচ খেলবে গানাররা। ম্যানসিটি পরের ম্যাচ খেলবে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হবে সিটিজেনদের। লন্ডন স্টেডিয়ামে লিভারপুলের প্রতিপক্ষ ওয়েস্টহাম ইউনাইটেড।
২৭ এপ্রিল, ২০২৪

চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত ইন্টারের
ইতালির প্রথম সারির ফুটবল প্রতিযোগিতা সিরি’আর শিরোপা যে এবার ইন্টার ঘরে তুলছে তা এবার একপ্রকার নিশ্চিতই ছিল। পুরো মৌসুমে মাত্র এক ম্যাচ হারা দলটির শিরোপা ঘরে তোলার শুধু আনুষ্ঠানিকতার বাকি ছিল। সেই আনুষ্ঠানিকতাও গতরাতে সম্পন্ন করল মার্তিনেজ-থুরামরা,তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ঘরের মাঠে হারিয়ে।    সোমবার (২২ এপ্রিল) মিলানের সান সিরোতে সিরি আর শিরোপা নিশ্চিতের লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় থাকা ইন্টার মিলান। ঐতিহাসিক মিলান ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলেই শিরোপা পাঁচ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হবে ইন্টার মিলানের। শেষ পর্যন্ত হয়েছেও তাই, এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান লিগের শিরোপা জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে ইন্টার মিলান। মিলানের বিখ্যাত এই ক্লাবটির এটি ২০তম লিগ শিরোপা। মাত্র দুই বছর আগে দলের দায়িত্ব নিয়ে কোচ হিসেবে প্রথম সিরি আ জয়ের স্বাদ পেলেন ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার সিমোনে ইনজাগি। এর আগে খেলোয়াড়ি জীবনে ২০০০ সালে লাৎসিওর হয়ে সিরি আ জিতেছিলেন তিনি। মৌসুমের শুরু থেকেই দাপুটে খেলা ইন্টার মিলানের সামনে সমীকরণ ছিল সহজ। মিলান ডার্বিতে জয় পাও শিরোপা তোমাদের আর অন্য কিছু হলে বাড়বে অপেক্ষা। অবশ্য অপেক্ষা বাড়ানোর ধারে কাছেও যায়নি মার্তিনেজ-মিখতারিয়ানরা। ম্যাচ শুরুর ১৮ মিনিটের মধ্যেই এই মৌসুমে বায়ার্ন থেকে ইন্টারে যোগ দেওয়া বেঞ্জামিন পাভার্ডের অ্যাসিস্টে এসি মিলানের সাবেক খেলোয়াড় ফ্র্যানসেস্কো অ্যাসেরবি লিড এনে দেয় ইন্টারকে। ৪৯ মিনিটে মার্কাস থুরামের গোলে শিরোপা উৎসবের প্রস্তুতি শুরু করে ইন্টারের সমর্থকরা। তবে ৮০ মিনিটে তোমোরির গোলে ব্যবধান কমিয়ে সেই উৎসব মাটি করার ইঙ্গিত দেয় এসি মিলান। তবে শেষ পর্যন্ত তারা ইন্টারের শিরোপা জয় বিলম্বিত করতে পারেনি। স্বাভাবিকভাবেই যেকোন ডার্বি ম্যাচেই খেলোয়াড়দের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করে, যার কারণে অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার সুযোগ থাকে। মিলান ডার্বিও এর ব্যতিক্রম ছিল না। স্টপেজ টাইমে বেশ উত্তেজনা ছড়ায় মাঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় রেফারির। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টারের ডেনজেল ডামফ্রিস ও মিলানের থিও হের্নান্দেস। কয়েক মিনিট বাদে ৯ জনের দলে পরিণত হয় মিলান। উগ্র আচরণের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কালাব্রিয়া। তবে আর কোন গোল না হওয়ায় নিজেদের ২০তম লিগ শিরোপ নিশ্চিত করার আনন্দে মাতে ইন্টার। সিরি আ শিরোপা জিতে ৪৮ বছর বয়সী ইনজাগি বলেন, ‘তিন বছরে ছয়টি ট্রফি জয় এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা, এতটা সাফল্য পাওয়ার কল্পনা করা কঠিনই। আপনাকে পুরো তিন বছরকে একসঙ্গে দেখতে হবে। এ বছর আমাদের ভালো কেটেছে। কিন্তু এই জয়ের পথ অনেক লম্বা সময় নিয়ে তৈরি করা হয়েছে।’
২৩ এপ্রিল, ২০২৪

শিরোপা নির্ধারণী ‘এল ক্ল্যাসিকো’ আজ!
লা লিগায় ৩১ রাউন্ড শেষে ৮ পয়েন্টে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। আজ ঘরের মাঠে রাতের এল ক্ল্যাসিকো জিতলে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে যাবে তারা। সেক্ষেত্রে বাকি ৬ ম্যাচে পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে জাভি হার্নান্দেজের দলের পক্ষে শিরোপা জয় প্রায় অসম্ভব। যদিও খাতায়-কলমে একটা সম্ভাবনা বেঁচে থাকবে। কিন্তু সেটা খাতা-কলমেই। কারণ রিয়াল মাদ্রিদ পরের ৬ ম্যাচের দুটিতে জিতলে আর বার্সা একটিতে হারলেই শিরোপা কার্লো আনচেলত্তির হাতে। তাই সব হিসাবেই আজকের এল ক্ল্যাসিকো শিরোপা নির্ধারণী। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ আজ সম্ভবত ফেভারিট হিসেবেই মাঠে নামবে। যদিও এল ক্ল্যাসিকোতে ফেভারিট বলে কিছু নেই। কিন্তু এখন পারিপার্শ্বিক পরিস্থিতি আলাদা। রিয়াল মাদ্রিদের সুসময় চলছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। এক দিন পর বুধবার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ের খেলা ১-১-এ শেষ হওয়ার পর টাইব্রেকারে জোড়া সেভ করে কোয়ার্টার ফাইনালের নায়ক ছিলেন রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিন। রিয়াল মাদ্রিদ টাইব্রেকার জেতে ৪-৩-এ। সিটির মাঠের সেই দুরন্ত জয়ের পর আনচেলত্তি বলেছিলেন, ‘মাদ্রিদ এমন একটা ক্লাব, যারা খাদের কিনারায় দাঁড়িয়ে সেরা লড়াইটা লড়তে পারে। যখন কোনো রাস্তা থাকে না, তখন মাদ্রিদ নিজেরাই রাস্তা খুঁজে নেয়।’ এই স্পিরিটের কারণেই আজ ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে রিয়াল ফেভারিট। কারণ তারা সিটির মাঠে গার্দিওলার কৌশলকে ভেস্তে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে ঘরের মাঠে পিএসজির সঙ্গে হেরে রেফারির ঘাড়ে দোষ চাপান বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। সেদিন ২৯ মিনিটের মাথায় রোনাল্ড আরাউহো লাল কার্ড দেখে উঠে যাওয়ায় বার্সা দশজনের দলে পরিণত হয়েছিল। ১২ মিনিটের মাথায় এগিয়ে যাওয়া বার্সেলোনার বিপক্ষে ৪০ মিনিটে পিএসজি সমতায় ফেরে। গোল করেন উসমান দেম্বেলে। দ্বিতীয়ার্ধে ২-১ করেন ভিতিনহা। ৫৮ মিনিটে কানসেলো ফাউল করেন দেম্বেলেকে। পেনাল্টি পায় পিএসজি। রেফারির পেনাল্টির নির্দেশকেও মেনে নিতে পারেননি জাভি। কিলিয়ান এমবাপ্পে ৩-১ করেন। ম্যাচের ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৪-১-এ দ্বিতীয় লেগ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে পিএসজি। সেদিন খুব হতাশাজনক ফুটবল খেলে জাভির দল। সেই তুলনায় রিয়াল অনেক গোছানো ফুটবল খেলছে চলতি মৌসুমে। পরিসংখ্যানও তাদের হয়ে কথা বলছে। মাদ্রিদ প্রতি ম্যাচে ২.২ গোল করেছে। বার্সা করেছে ম্যাচ প্রতি ২.০ গোল। রিয়াল ৩১ ম্যাচে প্রতিপক্ষের গোলে শট নিয়েছে ৪৮৭টি। ৩২৫ শট নিয়েছে বার্সা। তা ছাড়া রিয়াল তারকা বেলিংহ্যাম দারুণ ফর্মে আছেন। চলতি মৌসুমে ১৬টি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেছেন তিনি। রদ্রিগো করেছেন ১০ গোল। পিছিয়ে নেই ১২ গোল করা ভিনিসিয়ুস জুনিয়রও। বার্সার হয়ে ১৩ গোল করে ফর্মের জানান দিচ্ছেন লেভানডস্কি। রাফিনহা করেছেন ৫ গোল। গুন্দোগান ৫ ও ফেলিক্স ৭ গোল করেন। আজ বার্নাব্যুতে রিয়ালকে হারাতে হলে বার্সার তিন তারকাকে সেরা ফর্মে খেললেই হবে না, একাধিক গোলও করতে হবে।
২১ এপ্রিল, ২০২৪

টুকরো খবর / আইপিএলে শিরোপা জেতাবেন ব্যাটাররা!
এবারের আইপিএলকে একটু ভিন্ন করে দেখা যেতে পারে। কয়েক দিনের ব্যবধানে অতীতের সব রেকর্ডই যেন ভেঙে গেছে। এমনকি রেকর্ড গড়ে আবার সেটা ভেঙেও দেখিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেছিল ২৭৭ রান। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সেটা ছাপিয়ে তোলে ২৮৭ রান। একের পর এক ম্যাচে ব্যাটিং তাণ্ডব দেখাচ্ছে বাকি দলগুলোও। বেশিরভাগ ম্যাচেই ২০০-র বেশি রান করতে দেখা যাচ্ছে। এমন টুর্নামেন্টে একটু ভালো বোলিংই যেন বড় স্বস্তি বয়ে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। অবশ্য এমন ব্যাটিং তাণ্ডব দেখার পর শিরোপার দৌড়ে ব্যাটারদেরই এগিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, এবার শিরোপা জেতাবেন ব্যাটাররাই। এবারের আইপিএলে দিল্লির সঙ্গে আছেন পন্টিং। গতকাল টুর্নামেন্ট নিয়ে আলাপকালে তিনি ব্যাটারদের এগিয়ে রাখলেন, ‘আইপিএল কিংবা অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে প্রায়ই সেরা রক্ষণাত্মক বোলিং বিভাগের দলই জিতেছে। তবে এবার নতুন নিয়মে যেভাবে আইপিএল এগোচ্ছে, মনে হচ্ছে যারা বোলারদের ওপর বেশি আক্রমণ করতে চান, বড় সংগ্রহ তুলতে চান, তারাই জিতবে। আমার মনে হয়, এবার রক্ষণাত্মক বোলিংয়ের চেয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়েই আইপিএল জেতার সম্ভাবনা বেশি।’ প্রত্যেক ম্যাচেই রানের বন্যা বয়ে যাচ্ছে। এর পেছনে অন্যদের মতোই ইম্প্যাক্ট সাবে একমত পন্টিংও, ‘দু-একটা বড় সংগ্রহের কারণ সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা আমাদের বিপক্ষে ২৬০ (২৭২/৭)-এর মতো করেছিল। আমার মনে হয়, দলগুলো যেভাবে ব্যাটিং করছে এর পেছনে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বড় প্রভাব আছে। সোমবার দেখেছেন কীভাবে ট্রাভিস হেড ব্যাটিং করেছে। পরের ব্যাটসম্যানদের ওপর আত্মবিশ্বাস না থাকলে এভাবে ব্যাটিং করা যায় না।’ তবে ব্যাটারদের এমন তাণ্ডব বোলারদের ওপর চাপও বাড়াচ্ছে, এমন মত বিশ্লেষকদের।
১৮ এপ্রিল, ২০২৪

ইউরোপে মৌসুমের প্রথম লিগ চ্যাম্পিয়ন লেভারকুসেন / ১২০ বছরে প্রথম শিরোপা
কিছুই জেতে না বলে তাচ্ছিল্য করে তাদের ডাকা হতো ‘নেভারকুসেন’ নামে। ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা জয়ের পর বায়ার লেভারকুসেন অপবাদটা ঝেড়ে ফেলেছে। সেইসঙ্গে বায়ার্ন মিউনিখের অধিপত্যের অবসান ঘটিয়ে উজ্জ্বল ভবিষ্যতেরও ইঙ্গিত দিয়েছে তারা। ফুটবলের ইতিহাসে ১২০ বছর কম সময় নয়। টানা এত বছর বুন্দেসলিগায় শিরোপা জয় থেকে দূরেই ছিল লেভারকুসেন। ১২০ বছরে কয়েকবার মাত্র বুন্দেসলিগা জেতার খুব কাছে পৌঁছে গিয়েছিল লেভারকুসেন। ২০০০ সালে লিগের শেষ ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়ন হতে পারত তারা। কিন্তু লেভারকুসেন সেটা করতে না পারায় ‘নেভারকুসেন’ বলে কটাক্ষ শুনেছিল। রোববার ম্যাচ জেতার পর হয়তো সেই ইতিহাস ঢাকা পড়ে যাবে। আনন্দটাও দ্বিগুণ হবে, কারণ ১২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে। মধুর সমাপ্তিতে আবেগ ধরে রাখতে পারেননি সমর্থকরা। তারা গ্যালারি থেকে মাঠে নেমে পড়েন। জড়িয়ে ধরেন প্রিয় ফুটবলারদের। নাচে-গানে একাকার ছিলেন সবাই। রোববার ওয়ার্ডার ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম বুন্দেসলিগা ট্রফি জয় নিশ্চিত করে লেভারকুসেন। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৭৯। সমসংখ্যক ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬৩। পরের সব ম্যাচ জিতলেও আর লেভারকুসেনকে ধরা তাদের পক্ষে সম্ভব নয়। শনিবার ব্রেমেনের বিরুদ্ধে চ্যাম্পিয়নের মতোই শুরু করেছিল লেভারকুসেন। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন ভিক্টর বনিফেস। ৬০ মিনিটে গ্রানিট জাকা দ্বিতীয় গোল করেন। তারপর হ্যাটট্রিক করেন ফ্লোরিয়ান উইটজ। ফলে ৫-০ গোলের বিশাল জয় পায় লেভারকুসেন। অথচ ১৮ মাস আগেও ক্লাবটির ইতিহাসে এমন সুখের দিন আসবে, তা কেউ কল্পনা করেনি। বুন্দেসলিগায় গত মৌসুমে প্রায় অবনমনের চলে গিয়েছিল তারা। সেখান থেকে ঘুরে দাঁড়ায়—এমন প্রত্যাবর্তন রূপকথার মতোই। জাবি আলোনসোর অধীনে ১২০ বছর পর প্রথমবার বুন্দেসলিগার শিরোপা জিতেছে লেভারকুসেন। বায়ার্নের একাধিপত্য খর্ব করেছে তারা। পাঁচ ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত করে লেভারকুসেন বুঝিয়ে দেয় দাপট। লিগে টানা ২৯টি ম্যাচে অপরাজিত আছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৪৩টি ম্যাচে কেউ লেভারকুসেনকে হারাতে পারেনি। চূড়ান্ত দাপট দেখিয়ে পাঁচ ম্যাচ বাকি থাকতে ১৬ পয়েন্টের লিড নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ঐতিহাসিক সাফল্যের রূপকার কোচ জাবি ম্যাচ শেষে বলেন, ‘এখনো সবকিছু পাওয়া শেষ হয়নি। দেখা যাক, আমরা কতদূর যেতে পারি। এটা ভেবে আমার খুব ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এখনো যা কিছু পাইনি, তা অর্জন করতে চাই। কিন্তু তা নিয়ে আমরা মঙ্গলবার ভাবতে পারি। আজ এবং আগামীকাল আমরা উদযাপন করতে চাই।’ আলন্সো আরও বলেন, ‘আমি খেলোয়াড়দের কাছাকাছি থাকতে চাই। ওদের সঙ্গে কথা বলি এবং আমি ওদের অনুভূতি সম্পর্কে জানি। তাদের প্রতি আমার সহমর্মিতা আর টান আছে। এ শিরোপা অনেক সমর্থকের। আমাদের এটা উপভোগ করতে হবে। লেভারকুসেনের শিরোপা জয় সম্ভবত বুন্দেসলিগা এবং জার্মান ফুটবলের জন্যই স্বাস্থ্যকর বিষয়।’
১৬ এপ্রিল, ২০২৪

তবে কি মাঠে না নেমেই শিরোপা লেভারকুসেনের?
জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগাকে একেবারে বলতে গেলে নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিল বায়ার্ন মিউনিখ। টানা ১১ বছর ধরে ব্যাভারিয়ান জায়ান্টদের শিরোপা উৎসবে বুন্দেসলিগার কৃষক লীগ হিসেবে কুখ্যাতিও ছড়িয়ে পড়েছিল। তবে সবকিছু ঠিক থাকলে রোববার (১৪ এপ্রিল) বায়ার্নের ১১ বছরের রাজত্বের ইতি ঘটতে চলছে। আর নতুন রাজা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বায়ার লেভারকুসেন। তবে লেভারকুসেনের আগামীকাল পর্যন্ত অপেক্ষা নাও করা লাগতে পারে।   বুন্দেসলিগায় এর আগে লেভারকুসেনের সর্বোচ্চ সাফল্য পাঁচবার রানার্সআপ হওয়া। বারবার কাছে গিয়েও শিরোপা হাত ছাড়া হওয়া লেভারকুসেন এবার অধরা শিরোপা থেকে আর মাত্র ৩ পয়েন্ট দূরে। আগামীকালে ব্রেমেনের সঙ্গে ম্যাচে জিতলেই বায়ার্ন মিউনিখের আধিপত্যের ইতি টেনে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতবে তারা। অবশ্য আজ শনিবারই হয়ে যেতে পারে লেভারকুসেনের শিরোপা উৎসব তবে এর জন্য জাভি আলোনসোর দলের তাকিয়ে থাকতে হবে বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্টের ম্যাচের দিকে। শনিবার (১৩ এপ্রিল) জার্মান বুন্দেসলিগার ২৯তম রাউন্ডের পৃথক পৃথক ম্যাচ মাঠে নামবে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দল বায়ার্ন মিউনিখ ও ভিএফবি স্টুটগার্ট। ম্যাচে নামার আগেই দল দুটি বুন্দেসলিগার লিডার লেভারকুসেনের থেকে ১৬ পয়েন্ট পেছনে। লিগে ম্যাচ বাকি আর মাত্র ৬টি। তাই আজকের ম্যাচে তাদের পরাজয়ে আগামীকাল লেভারকুসেনের মাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে।      এদিকে এবার দুর্দান্ত খেলে একের পর এক রেকর্ড ভাঙছে জাভি আলোনসোর লেভারকুসেন। চলতি মৌসুমে টানা ৪২ ম্যাচ ধরে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে জার্মান ক্লাবটি।   তবে পরাজয় হলেও লেভারকুসেনের শিরোপায় কারো হাত পড়া অসম্ভব প্রায়। টেবিলে ২৮ ম্যাচে ৭৬ পয়েন্ট তাদের, সমানসংখ্যাক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন, একই পয়েন্টে। অর্থাৎ লেভারকুসেন ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে জিতলে পয়েন্ট হবে ৭৯, তখন বায়ার্ন বাকি থাকা সব কটি ম্যাচে জিতলেও লেভারকুসেনকে ধরা হবে না। জাভি আলোনসোর দল পুরো মৌসুমজুড়েই ইউরোপের দলগুলোর ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে একমাত্র তারাই এখন পর্যন্ত হারেনি। সবশেষ ওয়েস্টহ্যামকে ২-০ গোলে হারিয়ে ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে আলোনসোর শিষ্যরা। ২০১১-১২ মৌসুমে শেষবার এই কীর্তি গড়েছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস। পরের ম্যাচে না হারলে তুরিনের বুড়িদের রেকর্ডটাও এককভাবে চলে যাবে জার্মান ক্লাবটির দখলে।  
১৩ এপ্রিল, ২০২৪
X