স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তবে কি মাঠে না নেমেই শিরোপা লেভারকুসেনের?

জাভি আলোনসোর ছোঁয়ায় পুরোপুরি বদলে গেছে লেভারকুসেন। ছবি : সংগৃহীত
জাভি আলোনসোর ছোঁয়ায় পুরোপুরি বদলে গেছে লেভারকুসেন। ছবি : সংগৃহীত

জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগাকে একেবারে বলতে গেলে নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিল বায়ার্ন মিউনিখ। টানা ১১ বছর ধরে ব্যাভারিয়ান জায়ান্টদের শিরোপা উৎসবে বুন্দেসলিগার কৃষক লীগ হিসেবে কুখ্যাতিও ছড়িয়ে পড়েছিল। তবে সবকিছু ঠিক থাকলে রোববার (১৪ এপ্রিল) বায়ার্নের ১১ বছরের রাজত্বের ইতি ঘটতে চলছে। আর নতুন রাজা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বায়ার লেভারকুসেন। তবে লেভারকুসেনের আগামীকাল পর্যন্ত অপেক্ষা নাও করা লাগতে পারে।

বুন্দেসলিগায় এর আগে লেভারকুসেনের সর্বোচ্চ সাফল্য পাঁচবার রানার্সআপ হওয়া। বারবার কাছে গিয়েও শিরোপা হাত ছাড়া হওয়া লেভারকুসেন এবার অধরা শিরোপা থেকে আর মাত্র ৩ পয়েন্ট দূরে। আগামীকালে ব্রেমেনের সঙ্গে ম্যাচে জিতলেই বায়ার্ন মিউনিখের আধিপত্যের ইতি টেনে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতবে তারা। অবশ্য আজ শনিবারই হয়ে যেতে পারে লেভারকুসেনের শিরোপা উৎসব তবে এর জন্য জাভি আলোনসোর দলের তাকিয়ে থাকতে হবে বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্টের ম্যাচের দিকে।

শনিবার (১৩ এপ্রিল) জার্মান বুন্দেসলিগার ২৯তম রাউন্ডের পৃথক পৃথক ম্যাচ মাঠে নামবে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দল বায়ার্ন মিউনিখ ও ভিএফবি স্টুটগার্ট। ম্যাচে নামার আগেই দল দুটি বুন্দেসলিগার লিডার লেভারকুসেনের থেকে ১৬ পয়েন্ট পেছনে। লিগে ম্যাচ বাকি আর মাত্র ৬টি। তাই আজকের ম্যাচে তাদের পরাজয়ে আগামীকাল লেভারকুসেনের মাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে।

এদিকে এবার দুর্দান্ত খেলে একের পর এক রেকর্ড ভাঙছে জাভি আলোনসোর লেভারকুসেন। চলতি মৌসুমে টানা ৪২ ম্যাচ ধরে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে জার্মান ক্লাবটি।

তবে পরাজয় হলেও লেভারকুসেনের শিরোপায় কারো হাত পড়া অসম্ভব প্রায়। টেবিলে ২৮ ম্যাচে ৭৬ পয়েন্ট তাদের, সমানসংখ্যাক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন, একই পয়েন্টে। অর্থাৎ লেভারকুসেন ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে জিতলে পয়েন্ট হবে ৭৯, তখন বায়ার্ন বাকি থাকা সব কটি ম্যাচে জিতলেও লেভারকুসেনকে ধরা হবে না।

জাভি আলোনসোর দল পুরো মৌসুমজুড়েই ইউরোপের দলগুলোর ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে একমাত্র তারাই এখন পর্যন্ত হারেনি। সবশেষ ওয়েস্টহ্যামকে ২-০ গোলে হারিয়ে ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে আলোনসোর শিষ্যরা। ২০১১-১২ মৌসুমে শেষবার এই কীর্তি গড়েছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস। পরের ম্যাচে না হারলে তুরিনের বুড়িদের রেকর্ডটাও এককভাবে চলে যাবে জার্মান ক্লাবটির দখলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলবাহী ট্রাকের চাপায় ওয়ার্ড ছাত্রদল সভাপতিসহ নিহত ২

স্বাস্থ্য পরামর্শ / গ্লুকোমিটারে রক্তের গ্লুকোজ পরিমাপের প্রয়োজনীয়তা ও পদ্ধতি

ট্রাম্পের হুঁশিয়ারিতে পিছু হটল ভারত, রুশ তেল কেনা বন্ধ

খুলনায় ড্যাব এর প্যানেল পরিচিতি সভা

টানা জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার বাংলাদেশের

১৯টি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ

ঢাকায় আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ২২, এক সেনা কর্মকর্তা হেফাজতে

হাসপাতালে গিয়ে বদরুদ্দীন উমরের খোঁজ নিলেন নাহিদ

কুয়েতে ১৩০ বাংলাদেশি শ্রমিক বিপাকে

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

১০

দেশ গড়তে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

১১

‘এই এদের ধরেন তো’, সেই ওসিকে প্রত্যাহারের দাবি

১২

চট্টগ্রামে ভূমিকম্প, আতঙ্কে ছোটেন অনেকে

১৩

শেষ সময়ে ঐকমত্য কমিশনের সভা বর্জন করল বাম দলগুলো

১৪

বিশ্রাম চান না মেসি

১৫

পল্লবী এলাকায় চাঁদাবাজদের তালিকা তৈরির নির্দেশ আদালতের

১৬

‘আমি তোকে বিয়ে করিনি, এতদিন অভিনয় করেছি মাত্র’

১৭

ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না : রাশেদ প্রধান

১৮

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সম্পর্ক আর দৃঢ় করার সুযোগ রয়েছে

১৯

তালিকাভুক্তিতে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ কোম্পানিগুলোর সঙ্গে আইসিবির সভা

২০
X