স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তবে কি মাঠে না নেমেই শিরোপা লেভারকুসেনের?

জাভি আলোনসোর ছোঁয়ায় পুরোপুরি বদলে গেছে লেভারকুসেন। ছবি : সংগৃহীত
জাভি আলোনসোর ছোঁয়ায় পুরোপুরি বদলে গেছে লেভারকুসেন। ছবি : সংগৃহীত

জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগাকে একেবারে বলতে গেলে নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিল বায়ার্ন মিউনিখ। টানা ১১ বছর ধরে ব্যাভারিয়ান জায়ান্টদের শিরোপা উৎসবে বুন্দেসলিগার কৃষক লীগ হিসেবে কুখ্যাতিও ছড়িয়ে পড়েছিল। তবে সবকিছু ঠিক থাকলে রোববার (১৪ এপ্রিল) বায়ার্নের ১১ বছরের রাজত্বের ইতি ঘটতে চলছে। আর নতুন রাজা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বায়ার লেভারকুসেন। তবে লেভারকুসেনের আগামীকাল পর্যন্ত অপেক্ষা নাও করা লাগতে পারে।

বুন্দেসলিগায় এর আগে লেভারকুসেনের সর্বোচ্চ সাফল্য পাঁচবার রানার্সআপ হওয়া। বারবার কাছে গিয়েও শিরোপা হাত ছাড়া হওয়া লেভারকুসেন এবার অধরা শিরোপা থেকে আর মাত্র ৩ পয়েন্ট দূরে। আগামীকালে ব্রেমেনের সঙ্গে ম্যাচে জিতলেই বায়ার্ন মিউনিখের আধিপত্যের ইতি টেনে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতবে তারা। অবশ্য আজ শনিবারই হয়ে যেতে পারে লেভারকুসেনের শিরোপা উৎসব তবে এর জন্য জাভি আলোনসোর দলের তাকিয়ে থাকতে হবে বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্টের ম্যাচের দিকে।

শনিবার (১৩ এপ্রিল) জার্মান বুন্দেসলিগার ২৯তম রাউন্ডের পৃথক পৃথক ম্যাচ মাঠে নামবে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দল বায়ার্ন মিউনিখ ও ভিএফবি স্টুটগার্ট। ম্যাচে নামার আগেই দল দুটি বুন্দেসলিগার লিডার লেভারকুসেনের থেকে ১৬ পয়েন্ট পেছনে। লিগে ম্যাচ বাকি আর মাত্র ৬টি। তাই আজকের ম্যাচে তাদের পরাজয়ে আগামীকাল লেভারকুসেনের মাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে।

এদিকে এবার দুর্দান্ত খেলে একের পর এক রেকর্ড ভাঙছে জাভি আলোনসোর লেভারকুসেন। চলতি মৌসুমে টানা ৪২ ম্যাচ ধরে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে জার্মান ক্লাবটি।

তবে পরাজয় হলেও লেভারকুসেনের শিরোপায় কারো হাত পড়া অসম্ভব প্রায়। টেবিলে ২৮ ম্যাচে ৭৬ পয়েন্ট তাদের, সমানসংখ্যাক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন, একই পয়েন্টে। অর্থাৎ লেভারকুসেন ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে জিতলে পয়েন্ট হবে ৭৯, তখন বায়ার্ন বাকি থাকা সব কটি ম্যাচে জিতলেও লেভারকুসেনকে ধরা হবে না।

জাভি আলোনসোর দল পুরো মৌসুমজুড়েই ইউরোপের দলগুলোর ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে একমাত্র তারাই এখন পর্যন্ত হারেনি। সবশেষ ওয়েস্টহ্যামকে ২-০ গোলে হারিয়ে ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে আলোনসোর শিষ্যরা। ২০১১-১২ মৌসুমে শেষবার এই কীর্তি গড়েছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস। পরের ম্যাচে না হারলে তুরিনের বুড়িদের রেকর্ডটাও এককভাবে চলে যাবে জার্মান ক্লাবটির দখলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

বুধবার টানা ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : আমিনুল হক

ঢাকা-১৮ আসনে ধানের শীষের পক্ষে গণমিছিল

জবিতে সংঘর্ষের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

হাসারাঙ্গার লড়াই টপকে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে রশিদ খান

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে ঢাকায় সামিত সোম

১০

মানবপাচার মামলা বায়রার নেতাকে গ্রেপ্তারের পর জিম্মায় মুক্তি

১১

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইম মাদারীপুর থেকে উদ্ধার

১২

বাংলাদেশে এসেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি ফজলুর রহমান 

১৩

আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

১৪

নির্বাচনের পর বিনিয়োগের খরা কাটবে

১৫

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার 

১৬

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

১৭

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

১৮

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১৯

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

২০
X