স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তবে কি মাঠে না নেমেই শিরোপা লেভারকুসেনের?

জাভি আলোনসোর ছোঁয়ায় পুরোপুরি বদলে গেছে লেভারকুসেন। ছবি : সংগৃহীত
জাভি আলোনসোর ছোঁয়ায় পুরোপুরি বদলে গেছে লেভারকুসেন। ছবি : সংগৃহীত

জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগাকে একেবারে বলতে গেলে নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিল বায়ার্ন মিউনিখ। টানা ১১ বছর ধরে ব্যাভারিয়ান জায়ান্টদের শিরোপা উৎসবে বুন্দেসলিগার কৃষক লীগ হিসেবে কুখ্যাতিও ছড়িয়ে পড়েছিল। তবে সবকিছু ঠিক থাকলে রোববার (১৪ এপ্রিল) বায়ার্নের ১১ বছরের রাজত্বের ইতি ঘটতে চলছে। আর নতুন রাজা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বায়ার লেভারকুসেন। তবে লেভারকুসেনের আগামীকাল পর্যন্ত অপেক্ষা নাও করা লাগতে পারে।

বুন্দেসলিগায় এর আগে লেভারকুসেনের সর্বোচ্চ সাফল্য পাঁচবার রানার্সআপ হওয়া। বারবার কাছে গিয়েও শিরোপা হাত ছাড়া হওয়া লেভারকুসেন এবার অধরা শিরোপা থেকে আর মাত্র ৩ পয়েন্ট দূরে। আগামীকালে ব্রেমেনের সঙ্গে ম্যাচে জিতলেই বায়ার্ন মিউনিখের আধিপত্যের ইতি টেনে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতবে তারা। অবশ্য আজ শনিবারই হয়ে যেতে পারে লেভারকুসেনের শিরোপা উৎসব তবে এর জন্য জাভি আলোনসোর দলের তাকিয়ে থাকতে হবে বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্টের ম্যাচের দিকে।

শনিবার (১৩ এপ্রিল) জার্মান বুন্দেসলিগার ২৯তম রাউন্ডের পৃথক পৃথক ম্যাচ মাঠে নামবে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দল বায়ার্ন মিউনিখ ও ভিএফবি স্টুটগার্ট। ম্যাচে নামার আগেই দল দুটি বুন্দেসলিগার লিডার লেভারকুসেনের থেকে ১৬ পয়েন্ট পেছনে। লিগে ম্যাচ বাকি আর মাত্র ৬টি। তাই আজকের ম্যাচে তাদের পরাজয়ে আগামীকাল লেভারকুসেনের মাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে।

এদিকে এবার দুর্দান্ত খেলে একের পর এক রেকর্ড ভাঙছে জাভি আলোনসোর লেভারকুসেন। চলতি মৌসুমে টানা ৪২ ম্যাচ ধরে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে জার্মান ক্লাবটি।

তবে পরাজয় হলেও লেভারকুসেনের শিরোপায় কারো হাত পড়া অসম্ভব প্রায়। টেবিলে ২৮ ম্যাচে ৭৬ পয়েন্ট তাদের, সমানসংখ্যাক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন, একই পয়েন্টে। অর্থাৎ লেভারকুসেন ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে জিতলে পয়েন্ট হবে ৭৯, তখন বায়ার্ন বাকি থাকা সব কটি ম্যাচে জিতলেও লেভারকুসেনকে ধরা হবে না।

জাভি আলোনসোর দল পুরো মৌসুমজুড়েই ইউরোপের দলগুলোর ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে একমাত্র তারাই এখন পর্যন্ত হারেনি। সবশেষ ওয়েস্টহ্যামকে ২-০ গোলে হারিয়ে ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে আলোনসোর শিষ্যরা। ২০১১-১২ মৌসুমে শেষবার এই কীর্তি গড়েছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস। পরের ম্যাচে না হারলে তুরিনের বুড়িদের রেকর্ডটাও এককভাবে চলে যাবে জার্মান ক্লাবটির দখলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা 

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

যে কারণে আলিয়ার সঙ্গে অভিনয়ে আগ্রহী ইমরান হাশমি

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক

১০

ঢাবির বাসে হামলা, ৫ জন গ্রেপ্তার 

১১

চীন সফর করেছেন খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা

১২

টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৩

আপিল বিভাগের রায় / সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড

১৪

চট্টগ্রামে টাইগারদের দাপট, বৃষ্টির আগেই বাংলাদেশ নিয়ন্ত্রণে ম্যাচ!

১৫

আনিসুল, সালমান ও চৌধুরী মামুন ফের রিমান্ডে 

১৬

অল্পতেই পার পেলেন রুডিগার!

১৭

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে 

১৮

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

১৯

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান

২০
X