স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৩:২৩ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কেইনে ডুবল বায়ার্নের শিরোপা ভাগ্য!

রিয়ালের কাছে হারের পর হতাশ বায়ার্নের হ্যারি কেইন। ছবি : সংগৃহীত
রিয়ালের কাছে হারের পর হতাশ বায়ার্নের হ্যারি কেইন। ছবি : সংগৃহীত

অভাগা যেদিকে যায়, সাগরও শুকিয়ে যায়... বাংলার বহুল প্রচলতি এই প্রবাদ বাক্যটির সঙ্গে পুরোপুরি মিল রয়েছে ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইনের। বড় স্বপ্ন নিয়ে ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে পাড়ি জমান তিনি।

শিরোপা জয়ের আশায় শৈশবের প্রিয় ক্লাব টটেনহ্যামকে বিদায় বলে, গায়ে তোলেন বায়ার্ন মিউনিখের জার্সি। কিন্তু বদলাতে পারলেন না নিজের শিরোপাখরার ভাগ্য। উল্টো তার সঙ্গে বদলে গেছে বায়ার্নের ভাগ্য।

গত প্রায় এক যুগের বেশি সময় পর ট্রফিহীন থাকছে জার্মান জায়ান্টরা। আর বায়ার্ন মিউনিখে নিজের প্রথম মৌসুমে শিরোপা ছাড়া থাকতে হচ্ছে ইংলিশ এ স্টাইকারকে।

বায়ার্নের রাজত্বের অবসান ঘটিয়ে এবার জার্মান লিগ বুন্দেসলিগার শিরোপা জিতেছে বেয়ার লেভারকুসেন। আগেই বাভারিয়ানরা বিদায় নিয়েছে জার্মান কাপ থেকে। এবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় থমাস টুখেলের দল। ফলে দীর্ঘসময় পর শিরোপাখরা থাকতে হচ্ছে বায়ার্ন মিউনিখকে।

যুবদল থেকে ২০১১ সাল টটেনহ্যামের মূল দলে সুযোগ পান কেইন। প্রথম দুই মৌসুমে ধারে অন্য ক্লাবে খেললেও ২০১৩ সাল থেকে নিয়মিত হন স্পার্সের দলে। তবে ইংলিশ ক্লাবটির হয়ে জেতা হয়নি কোনো শিরোপা। ভাগ্য বদলের আশায় চলতি মৌসুমের দলবদলে যোগ দেন বায়ার্নে।

কিন্তু তা তো হলোই না, বরং তার মতোই শিরোপাহীন থাকতে হচ্ছে বায়ার্ন মিউনিখকেও। তবে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন কেইন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে করেছেন ৪৪ গোল। এরপরও শিরোপাহীন থাকতে হচ্ছে ইংলিশ এই তারকাকে। অথচ কেইন যোগ দেওয়ার আগে লিগ শিরোপাকে নিজেদের সম্পতি বানিয়ে ফেলেছিল বায়ার্ন। তবে টানা ১১ বছর পর লিগ শিরোপা হাতছাড়া হলো জার্মান জায়ান্টদের।

এ নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। তাদের দাবি, নিজের ভাগ্য বদলাতে এসে বায়ার্নের ভাগ্য বদলে দিলেন কেইন। তবে অনেককেই নিজের পাশে পাচ্ছেন ইংলিশ তারকা।

কেইনের পক্ষ নিয়ে সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্দিনান্দ বলেছেন, ‘কেইন মৌসুমজুড়ে নিজের কাজটা ঠিকভাবেই করেছে। বায়ার্ন কেইনকে এনেছিল শিরোপার ধারা বজায় রাখতে। কিন্তু আমি মনে করি বাকিরা কেইনকে হতাশ করেছে।’

প্রায় একই সুরে কথা বলেন বায়ার্নের সাবেক মিডফিল্ডার ওয়েন হারগ্রিভস। তিনি বলেন, ‘কেইনের জন্য কষ্ট লাগছে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলতে পারল না। চলতি মৌসুমে কেইন দুর্দান্ত ছিল, শুধু ম্যাচের শেষ দশ মিনিট পরিকল্পনা মতো হলো না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

১০

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১১

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১৩

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৪

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৫

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৬

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৭

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১৮

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১৯

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

২০
X