রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০২:০৮ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত ইন্টারের

শিরোপা নিশ্চিত হওয়ার পর ইন্টারের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত
শিরোপা নিশ্চিত হওয়ার পর ইন্টারের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

ইতালির প্রথম সারির ফুটবল প্রতিযোগিতা সিরি’আর শিরোপা যে এবার ইন্টার ঘরে তুলছে তা এবার একপ্রকার নিশ্চিতই ছিল। পুরো মৌসুমে মাত্র এক ম্যাচ হারা দলটির শিরোপা ঘরে তোলার শুধু আনুষ্ঠানিকতার বাকি ছিল। সেই আনুষ্ঠানিকতাও গতরাতে সম্পন্ন করল মার্তিনেজ-থুরামরা,তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ঘরের মাঠে হারিয়ে।

সোমবার (২২ এপ্রিল) মিলানের সান সিরোতে সিরি আর শিরোপা নিশ্চিতের লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় থাকা ইন্টার মিলান। ঐতিহাসিক মিলান ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলেই শিরোপা পাঁচ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হবে ইন্টার মিলানের। শেষ পর্যন্ত হয়েছেও তাই, এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান লিগের শিরোপা জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে ইন্টার মিলান। মিলানের বিখ্যাত এই ক্লাবটির এটি ২০তম লিগ শিরোপা।

মাত্র দুই বছর আগে দলের দায়িত্ব নিয়ে কোচ হিসেবে প্রথম সিরি আ জয়ের স্বাদ পেলেন ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার সিমোনে ইনজাগি। এর আগে খেলোয়াড়ি জীবনে ২০০০ সালে লাৎসিওর হয়ে সিরি আ জিতেছিলেন তিনি।

মৌসুমের শুরু থেকেই দাপুটে খেলা ইন্টার মিলানের সামনে সমীকরণ ছিল সহজ। মিলান ডার্বিতে জয় পাও শিরোপা তোমাদের আর অন্য কিছু হলে বাড়বে অপেক্ষা। অবশ্য অপেক্ষা বাড়ানোর ধারে কাছেও যায়নি মার্তিনেজ-মিখতারিয়ানরা।

ম্যাচ শুরুর ১৮ মিনিটের মধ্যেই এই মৌসুমে বায়ার্ন থেকে ইন্টারে যোগ দেওয়া বেঞ্জামিন পাভার্ডের অ্যাসিস্টে এসি মিলানের সাবেক খেলোয়াড় ফ্র্যানসেস্কো অ্যাসেরবি লিড এনে দেয় ইন্টারকে। ৪৯ মিনিটে মার্কাস থুরামের গোলে শিরোপা উৎসবের প্রস্তুতি শুরু করে ইন্টারের সমর্থকরা। তবে ৮০ মিনিটে তোমোরির গোলে ব্যবধান কমিয়ে সেই উৎসব মাটি করার ইঙ্গিত দেয় এসি মিলান। তবে শেষ পর্যন্ত তারা ইন্টারের শিরোপা জয় বিলম্বিত করতে পারেনি।

স্বাভাবিকভাবেই যেকোন ডার্বি ম্যাচেই খেলোয়াড়দের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করে, যার কারণে অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার সুযোগ থাকে। মিলান ডার্বিও এর ব্যতিক্রম ছিল না। স্টপেজ টাইমে বেশ উত্তেজনা ছড়ায় মাঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় রেফারির। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টারের ডেনজেল ডামফ্রিস ও মিলানের থিও হের্নান্দেস। কয়েক মিনিট বাদে ৯ জনের দলে পরিণত হয় মিলান। উগ্র আচরণের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কালাব্রিয়া। তবে আর কোন গোল না হওয়ায় নিজেদের ২০তম লিগ শিরোপ নিশ্চিত করার আনন্দে মাতে ইন্টার।

সিরি আ শিরোপা জিতে ৪৮ বছর বয়সী ইনজাগি বলেন, ‘তিন বছরে ছয়টি ট্রফি জয় এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা, এতটা সাফল্য পাওয়ার কল্পনা করা কঠিনই। আপনাকে পুরো তিন বছরকে একসঙ্গে দেখতে হবে। এ বছর আমাদের ভালো কেটেছে। কিন্তু এই জয়ের পথ অনেক লম্বা সময় নিয়ে তৈরি করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা গ্রেপ্তার

একযোগে পদত্যাগ করলেন ভিসি, ডিন ও বিভাগীয় প্রধানরা  

ঝিলাম নদীর পানি ছেড়ে দিল ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা

জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরও ১৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

দিনাজপুরে ২০০ বছরের পুরোনো ঘোড়ার মেলা শুরু

ইরানের বন্দরে বিস্ফোরণ : নেপথ্যে কি ইসরায়েল?

ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

কাশ্মীর হামলাকে ‘ষড়যন্ত্র’ বলায় গ্রেপ্তার বিধায়ক

পুলিশ-রিকশাচালক সংঘর্ষে গ্রেপ্তার ১

১০

চীন সব সময় শক্তিশালী বাংলাদেশ দেখতে চায় : মির্জা ফখরুল

১১

ঢাবিতে ছাত্রদল নেতার পরিচ্ছন্নতা অভিযান

১২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চতুর্থ অর্থনীতি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

১৩

আবারও শাস্তির মুখে হৃদয়

১৪

কাভার্ডভ্যানচাপায় ছাত্রদল নেতার স্ত্রী নিহত

১৫

পারমাণবিক অস্ত্রে কে এগিয়ে, পাকিস্তান নাকি ভারত?

১৬

কুমিল্লায় তিন স্থানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২০

১৭

উত্তপ্ত পরিস্থিতিতে সেনাদের ‘গতিবিধি’ সম্প্রচারে কড়াকড়ি আনল ভারত

১৮

লাহোরের একাদশ থেকে বাদ পড়লেন রিশাদ

১৯

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফলে হেফাজতের প্রস্তুতি সভা

২০
X