কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের
সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছে ব্যাংক রিপোর্টাররা। বুধবার (৮ মে) দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়াকআউট করেন সাংবাদিকরা। দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীনভাবে প্রবেশাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে আসছেন ব্যাংক রিপোর্টাররা। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে বিভিন্ন সংগঠন। ইতোমধ্যে টিআইবি, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ, ইআরএফ, ডিআরইউ, ডিইউজে, বিএফইউজে নিন্দা জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে এমন অলিখিত এ নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থি বলে মনে করছে সংগঠনগুলো। এদিন দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা জানতে চান গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহে প্রবেশ ইস্যুর বিষয়ে সুরাহা হয়েছে কিনা। সন্তোষজনকে জবাব না পেয়ে সংবাদ সম্মেলনটি বর্জনের ঘোষণা দেন অর্থনৈতিক বিটের সাংবাদিকরা।
০৮ মে, ২০২৪

দেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে না : র‌্যাবের মহাপরিচালক
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, বান্দরবানে যৌথ অভিযান চলছে। স্বাধীন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এ দেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে এটা আমরা চাই না। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বান্দরবান সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন এসব কথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন, অতীতে সর্বহারা ও জলদস্যুরা আমাদের কাছে আত্মসমপর্ণ করেছে, তাদের পুনর্বাসন করা হয়েছে। যারা বিপথে গেছেন তারা সশস্ত্র পথ ছেড়ে দিয়ে, নিজেরা আত্মসমর্পণ করতে চাইলে আমরা তাদের স্বাগতম জানাব ও পুনর্বাসন করব। অবৈধ অস্ত্রধারীদের বিষয়ে তিনি বলেন, স্বাধীন দেশে অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থাতে মেনে নেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত শান্তির পথে ফিরে আসবে না ততক্ষণ এ পর্যন্ত অভিযান চলবে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে এম খুরশীদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য জেলায় শান্তি প্রতিষ্ঠা করেছেন। সরকার চেয়েছে এ এলাকায় যেসব জাতিগোষ্ঠী আছে তারা শান্তিতে থাকবে। তবে অশান্তি সৃষ্টি করলে সেটা মেনে নেওয়া হবে না। আলোচনার পথ খোলা আছে বলে জানিয়ে মহাপরিচালক আরও বলেন, এখানে শান্তি কমিটি আছে। কমিটির সঙ্গে আলোচনার পথ তো বন্ধ হয়নি। আলোচনার পথ খোলা আছে। আমরা সবদিক দিয়ে চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা সৎপথে চলে আসবে। এর আগে তিনি রুমা উপজেলা পরিষদ মসজিদ, ব্যাংক ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বান্দরবানে সার্কিট হাউসের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (র‌্যাব অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজা‌হিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান বিজিবির সেক্টর সদর দপ্তরের কর্নেল সোহেল আহমেদ, ডি‌জিএফআইয়ের কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদ প্রমুখ।
১৭ এপ্রিল, ২০২৪

হিজবুত তাহরীর নামে ছাত্রলীগ বিদ্বেষী বার্তা 
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ই-মেইলে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নামে সরকার ও ছাত্রলীগের বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত এ বার্তা পাঠানো হয়। ‘হিযবুত তাহরীর উলাই’য়াহ্ বাংলাদেশ-এর মিডিয়া অফিসের সৌজন্যে এবং ‘সুবাল দাস’ নামে মেইল অ্যাকাউন্ট থেকে ‘ছাত্রলীগের আগ্রাসন থেকে আমাদের মেধাবী সন্তানদের কে নিরাপত্তা দিবে?’ শীর্ষক এই বার্তা পাঠানোর ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়েও চলছে তোলপাড়। শুক্রবার (৫ এপ্রিল) সকালে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এক বিবৃতিতে  বলছেন, হিজবুত তাহরীর এমন বার্তা দলীয় স্বার্থ হাসিল এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করছি এবং তাদের বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক নিরাপত্তা দেওয়ার দাবিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তারা বলছেন, হিজবুত তাহরীরের মতো নিষিদ্ধ মৌলবাদী সংগঠনের অস্তিত্বকেই আমরা সমর্থন করি না। সেখানে এরূপ নিষিদ্ধ সংগঠনের সমর্থন বা সহানুভূতি গ্রহণ করার প্রশ্নই আসে না। নিষিদ্ধ মৌলবাদী ও জঙ্গি সংগঠনের কোনো স্থান এ বুয়েটে হবে না এবং আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা তা সর্বোচ্চ কঠোর অবস্থানে থেকে প্রতিহত করার চেষ্টা করব। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবিও জানান তারা। শিক্ষার্থীরা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, রাত ১২ টায় ‘সুবাল দাস’ নামে্র একটি ([email protected]) ই-মেইল থেকে বুয়েটের সব বর্ষের অনেক সাধারণ শিক্ষার্থীর ইনস্টিটিউশনাল ই-মেইলে হিযবুত তাহরীর নামক নিষিদ্ধ ছাত্রসংগঠন থেকে একটি পিডিএফ প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাদের প্রেস বিজ্ঞপ্তির টাইটেল ছিল ‘ছাত্রলীগের আগ্রাসন থেকে আমাদের মেধাবী সন্তানদের কে নিরাপত্তা দিবে?’ এবং তারা সাধারণ ছাত্রদের এ নিষিদ্ধ সংগঠনের দিকে আহ্বান করে। আজ এবং এর আগেও আলাদা আলাদা ই-মেইল ব্যবহার করে এ জাতীয় পিডিএফ পাঠানো হয়। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বেনামি স্টিকারে কিউ-আর কোড দেওয়া থাকে, যা স্ক্যান করলে হিজবুত তাহরীর প্রচারমুখী লেখা দেখা যায়। শিক্ষার্থীরা বলেন, কৌশলে নিষিদ্ধ সংগঠনের এমন তৎপরতায় শঙ্কিত হয়ে আমরা বিভিন্ন সময় উপাচার্য এবং ছাত্রকল্যাণ পরিষদ বরাবর অভিযোগ করি। কে বা কারা গোপনে এরূপ কর্মকাণ্ড চালাচ্ছে তা নিয়ে তদন্ত চলমান বলে আমাদের জানানো হয়। নির্দেশনা দেওয়া হয় যে, আমরা যেন উপাচার্য স্যার, এডিএসডব্লিও স্যার এবং আইআইসিটি বরাবর অনলাইনে অভিযোগ দাখিল করি। বিশেষ করে, আজ (বৃহস্পতিবার) রাতে গণহারে মেইল আসার পর আমরা সবাই অনতিবিলম্বে কর্তৃপক্ষকে অভিযোগ আনাই। পাশাপাশি আমাদের মধ্যে অনেকে এদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিতে জিডি করছে। শিক্ষার্থীরা আরও বলেন, যখনই আমরা এরূপ সন্দেহজনক কোনো কার্যকলাপ প্রত্যক্ষ করেছি বা করব, তৎক্ষণাৎ তা কর্তৃপক্ষকে জানাতে সর্বদা সচেতন আছি। পাশাপাশি আমরা নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার বিরুদ্ধে দেশের আইনশৃঙ্খলাবিষয়ক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সোচ্চার ভূমিকার প্রতি সর্বদাই আস্থাশীল এবং সহযোগিতাপূর্ণ। আমরা কোনো নিষিদ্ধ মৌলবাদী ও জঙ্গি সংগঠনকে কোনোদিন বরদাশত করিনি, করি না, করব না এবং আমরা আমাদের উপাচার্য মহোদয়কে আহ্বান জানাচ্ছি যতদ্রুত সম্ভব এর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে। প্রয়োজনে দেশের অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির সহযোগিতায় আইসিটি সেল গঠন করে ওই মেইলসমূহের আইপি এড্রেস শনাক্ত করে এবং অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসে সেই আহ্বান আনাই। সার্বিক বিষয়ে বক্তব্য জানতে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানকে কল দিয়ে পাওয়া যায়নি।
০৫ এপ্রিল, ২০২৪

ঢাবিতে ফেনীর শিক্ষার্থীদের সংগঠন ডুসাফের নেতৃত্বে সাজিন-তুহিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনীর  (ডুসাফ) আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাজিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ তুহিন। সাজিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এবং ইউসুফ তুহিন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী। বুধবার (৩ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সম্মতিক্রমে সদ্য সাবেক সভাপতি লোকমান হোসেন তানান ও সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ (বাবু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়। নবঘোষিত এ কমিটিকে আগামী দুই (২) সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। ঘোষিত আংশিক কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন আবিদ রহমান ও ইফাজ আব্দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবির হাসান মোহাম্মাদ ফাহিম ও অপূর্ব দাস। এ ছাড়া মোহাম্মাদ আমির উদ্দিন ভুইয়া মাহি ও অপরাজিতা বণিককে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি সাজিন চৌধুরী বলেন, আমাদের ফেনী ছোট্ট একটি শহর। ফেনী থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়। আমাদের কমিটির লক্ষ্য থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনীর সব শিক্ষার্থীকে একসঙ্গে নিয়ে কাজ করা, তাদের সুবিধা-অসুবিধা দেখাশোনা করা। এ ছাড়া ফেনী থেকে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীরা চান্স পায়, এ ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য ফেনীতে কিছু কর্মসূচি গ্রহণ করার বিষয়েও চিন্তাভাবনা আছে বলে জানান সাজিন। সাধারণ সম্পাদক মো. ইউসুফ তুহিন বলেন, ডুসাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেনীর শিক্ষার্থীদের প্রাণের সংগঠন। ডুসাফের সাধারণ সম্পাদক হওয়া একই সঙ্গে আমার জন্য আনন্দের এবং গর্বের। অতীতের ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনীর শিক্ষার্থীদের যেকোনো বিপদে-আপদে পাশে থাকতে চাই। তুহিন আরও বলেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আমাদের। ফেনীর স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পদার্পণ করতে পারে সে জন্য ফেনীতে বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষা সেমিনার আয়োজন এবং ভর্তি পরীক্ষা সম্পর্কিত গাইডলাইন প্রদান কর্মসূচি প্রণয়ন করার পরিকল্পনাও আমাদের রয়েছে। যে কোনো সামাজিক অন্যায়, অবিচারের বিরুদ্ধে বরাবরের মতো ডুসাফ উচ্চকিত কণ্ঠস্বর হয়ে থাকবে।
০৪ এপ্রিল, ২০২৪

না ফেরার দেশে খেলাঘর সংগঠন নান্তু 
না ফেরার দেশে চলে গেলেন জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘরের সম্পাদকমণ্ডলীর সদস্য ও বাচিক শিল্পী আশরাফিয়া আলী আহমেদ নান্তু (৫০) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৫ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর দুদফা জানাজা শেষে যাত্রাবাড়ী এলাকায় তাকে দাফন করা হয়েছে। রোববার রাতে গোলাপবাগ নিজ বাসায় তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তার অকাল প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডাক্তার মাখদুমা নার্গিস রত্না ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা খেলাঘরের সব পর্যায়ের কর্মী সংগঠকসহ শিশু-কিশোরদের পক্ষ থেকে গভীর শোক ও বিদেহী আত্মার চির শান্তি কামনা করা হয়েছে। মৃত্যুকালে এক কন্যা, স্ত্রী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
২৫ মার্চ, ২০২৪

চাঙ্গা করা হচ্ছে সহযোগী সংগঠন / দ্বন্দ্ব ঘোচাতে সংগঠন গতিশীল করার কৌশল আ.লীগের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। বিভেদের দেয়াল ভাঙতে প্রথমে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম গতিশীল করার কৌশল নিয়েছে ক্ষমতাসীন দল। এজন্য সারা দেশে সাংগঠনিক তৎপরতা বাড়াতে সহযোগী সব সংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে দলটি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কালবেলাকে বলেন, ‘জাতীয় নির্বাচন শেষে যেখানে যেখানে সমস্যা আছে, তাদের নিয়ে ধারাবাহিকভাবে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে আলোচনা করছি সমাধানের জন্য। সমন্বয় করা হচ্ছে দলকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে। কর্মকাণ্ডে গতিশীলতা আনতেই এই উদ্যোগ। এরই অংশ হিসেবে মেয়াদোত্তীর্ণ শাখার সম্মেলন, অসম্পূর্ণ পূর্ণাঙ্গ কমিটি করা, মতভেদ, মতদ্বৈধ দূর করে দলকে চাঙ্গা করতেই ধারাবাহিক বৈঠক।’ আওয়ামী লীগের গঠনতন্ত্রে যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়া হয়েছে। এ ছাড়া ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে রয়েছে ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ। জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরই মধ্যে বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক শুরু করেছেন। তিনি গত বৃহস্পতিবার যুব মহিলা লীগ এবং শুক্রবার ছাত্রলীগের সঙ্গে বৈঠক নানামুখী দিকনির্দেশনা দিয়েছেন। এ ছাড়া মহিলা আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আগামীকাল মঙ্গলবার তিনি কৃষক লীগ নেতাদের সঙ্গে বসবেন। এভাবে রোজার মাসের মধ্যেই পর্যায়ক্রমে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান কালবেলাকে বলেন, ‘সাংগঠনিক বিষয়ে নির্দেশনা দিতেই ধারাবাহিকভাবেই বৈঠক হচ্ছে। শিগগির অন্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গেও বৈঠক করবে আওয়ামী লীগ। আগামী মঙ্গলবার কৃষক লীগের সঙ্গেও বৈঠক রয়েছে।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে সহযোগী সংগঠনের নেতাদের রাজনৈতিক কর্মসূচির কলেবর বাড়ানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। এজন্য মেয়াদোত্তীর্ণ সব শাখা কমিটির নতুন সম্মেলন এবং যেখানে সম্মেলন হয়েছে সেখানে দ্রুততত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হচ্ছে। নানা জটিলতার কারণে যেসব জায়গায় দীর্ঘদিন সম্মেলন হয়নি, সেখানে সম্মেলনের উদ্যোগ নিতে বলা হয়েছে। প্রতিটি স্তরে সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে দেওয়া হচ্ছে একগুচ্ছ পরামর্শ। জানা গেছে, গত শুক্রবার সকালে ছাত্রলীগের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি সংগঠনটির বিভিন্ন শাখার সম্মেলন আয়োজনের মাধ্যমে সার্বিক কর্মকাণ্ড গতিশীল করার নির্দেশনা দেন। সংগঠনের অভ্যন্তরে সব রকম দ্বন্দ্ব নিরসের-কোন্দল দূর করতে শীর্ষ নেতাদের উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। এ সময় ছাত্রলীগ নেতারা সংগঠন চাঙ্গা করার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় স্বার্থে সব রকম কোন্দল ভুলে সংগঠনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে বলেন। তিনি ঢাকা মহানগর ছাত্রলীগের উত্তর ও দক্ষিণ শাখার নেতাদের দ্রুত কমিটি দিতে নির্দেশ দেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত কালবেলাকে বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের ডেকে বেশকিছু সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন। তিনি সংগঠনের বিভিন্ন শাখার সম্মেলন, কমিটি পূর্ণাঙ্গ করাসহ বিভেদ ভুলে কাজ করতে নির্দেশনা দেন।’ সূত্র জানায়, যুব মহিলা লীগের সঙ্গে বৈঠকে ওবায়দুল কাদের অভিমান ভুলে মিলেমিশে কাজ করতে সংগঠনটির নেত্রীদের নির্দেশ দেন। এ ছাড়া সংগঠনকে আরও গতিশীল করতে তিনি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি কালবেলাকে বলেন, ‘মূলত সাংগঠনিক তৎপরতা বাড়াতেই আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব জায়গায় সম্মেলন হয়নি, তা দ্রুত সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি দিতে বলা হয়েছে। যেখানে সম্মেলন হয়েছে সেসব শাখায় দ্রুত কমিটি দিয়ে দলকে চাঙ্গা করতে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সারা বাংলাদেশে সংগঠনের গতিশীলতা আনতে যা যা করণীয় তাই করতে বলা হয়েছে।’ জানা গেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবেন বলে আভাস দিয়েছেন। তবে কোন সংগঠনের সঙ্গে কবে বৈঠক হবে—তা চূড়ান্ত হয়নি। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু কালবেলাকে বলেন, ‘শুনেছি আমাদের সঙ্গেও বৈঠক হবে। তবে কবে হবে, তা জানানো হয়নি।’ এদিকে রোজার মাসে ইফতার পার্টি না করে মানবিক কাজে এগিয়ে আসতে দলের সব শাখা ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। এরই পরিপ্রেক্ষিতে সারা দেশে অসহায় দুস্থদের ইফতার বিতরণ ও খাদ্যসামগ্রী বিতরণ এমনকি অর্থ সহায়তা করছে দলটি।
১৮ মার্চ, ২০২৪

বস্ত্র খাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পাচ্ছে ১১ সংগঠন ও প্রতিষ্ঠান
জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে বস্ত্র খাতের উন্নয়ন, উৎকর্ষতা সাধন, বস্ত্র শিক্ষার সম্প্রসারণ ও রপ্তানি বাড়াতে ভূমিকা রাখায় সম্মাননা পাচ্ছে ১১টি সংগঠন ও প্রতিষ্ঠান। এমন তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় বস্ত্র দিবস উদযাপনের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।  এ সময় বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. নূরুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট টেক্সটাইলে সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’। সংবাদ সম্মেলনে নানক বলেন, বাংলাদেশের বস্ত্রশিল্পের ইতিহাস সুপ্রাচীন এবং গৌরবময়। বস্ত্র খাত দেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। বস্ত্র খাতের সক্ষমতা বৃদ্ধি, যুগোপযোগীকরণ ও বিনিয়োগে আকৃষ্টকরণ এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির ব্যাপক প্রচারের লক্ষ্যে প্রতিবছর ৪ ডিসেম্বর ‘জাতীয় বস্ত্র দিবস’ দেশব্যাপী উদ্যাপন করা হয়ে থাকে। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে বস্ত্র খাত থেকে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও বস্ত্র খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উদ্যোক্তা শ্রেণিকে আকৃষ্ট করার লক্ষ্যে যথোপযুক্ত নীতি প্রণয়ন ও কর্মসূচি গ্রহণ, প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা, উদ্ভাবনী প্রযুক্তি, উপযুক্ত ভৌত অবকাঠামো এবং অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ নীতিমালা সংবলিত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে মর্মে অঙ্গীকার করা হয়েছে। এ অঙ্গীকার বাস্তবায়নে সরকার বস্ত্র খাতের উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। এ ছাড়াও বর্তমান সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নের অঙ্গীকার মোতাবেক মিশন, ভিশন  প্রস্তুত ও কার্যাবলি নির্ধারণ করা হয়েছে।  মন্ত্রী জানান, দিবসটি উপলক্ষে আগামী ২৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বস্ত্র দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপাতি মোঃ সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে বস্ত্র খাতের উন্নয়ন, উৎকর্ষতা সাধন, বস্ত্র শিক্ষার সম্প্রসারণ ও রপ্তানি বাড়াতে ভূমিকা রাখায় ১১টি সংগঠন ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। তিনি বলেন, দেশের অর্থনীতিতে ‘বস্ত্র খাত’ দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। সরকার বস্ত্র খাতের অংশীজনদের সাথে সমন্বয় করে এ খাতের উন্নয়নকে গতিশীল রাখার পাশাপাশি বস্ত্র অধিদপ্তর পোষক কর্তৃপক্ষের সকল সেবা ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুততম সময়ে প্রদান করছে। বস্ত্রশিল্পের উন্নয়ন ও বিকশিত করার নিবন্ধিত বস্ত্রশিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে কমপ্লায়েন্স পর্যবেক্ষণ ও নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে তৈরি পোশাকশিল্পে উন্নতমানের ২০৬টি সবুজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) নিয়ে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ।  সাম্প্রতিক ভারত সফরে তিস্তা ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিস্তা চুক্তির আগে দুই দেশের অনেক বড় বড় সমস্যা দুই সরকারের সদিচ্ছার কারণে, বন্ধত্বপূর্ণ সম্পর্কের কারণে বিষয়গুলো সমাধানও হয়েছে। ভারত আমাদের প্রতিবেশী বন্ধুদেশ। ভারতের সাথে আমাদের বন্ধুত্বের সীমারেখা দেওয়া যাবে না। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা। ভারতের সাথে যে সমস্যা রয়েছে আমরা মনে করি, সমগ্র ভারত এখন নির্বাচন উন্মুখ এবং নির্বাচনমুখী। আমি যে কথা বলতে চেয়েছি, আমাদের অপেক্ষা করতে হবে। ভারতের এ গুরুত্বপূর্ণ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবাইকেই আমি অপেক্ষার জন্য বলেছি। তিস্তা ইস্যু নিয়ে অনেক দূর আলোচনা এগিয়ে রয়েছে। এখন সমাপ্তির জন্য অপেক্ষা করছি আমার। সম্মাননার জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ও সংগঠনগুলো হলো- বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ), বাংলাদেশে গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমএ), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমএ), বাংলাদেশ এমব্রয়ডারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিইএমইএ) এবং বাংলাদেশ তাঁতী সমিতি।
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

ছাত্রলীগ নেতা বিন্দু সংগঠন থেকে বহিষ্কার
কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সদর উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দুকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার রাতে ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক বারেক হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদাপরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রেজভি কবির চৌধুরীকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। বিন্দুকে বহিষ্কারের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। শৃঙ্খলা ও মর্যাদাপরিপন্থি কাজ যে-ই করুক, তাদের সংগঠনে ঠাঁই নেই। এদিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা রেজভি কবির চৌধুরী বিন্দু ও ঝিনুক মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
১১ ফেব্রুয়ারি, ২০২৪

এফইআরবির নতুন চেয়ারম্যান শামীম, নির্বাহী পরিচালক সিরাজ
দেশের জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. শামীম জাহাঙ্গীর এবং নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সেরাজুল ইসলাম সিরাজ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিদ্যুৎ ভবনের বিজয় হলরুমে সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত হয়েছেন।   নির্বাচিত অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান কাকন, পরিচালক (উন্নয়ন ও অর্থ) হাসনাইন ইমতিয়াজ, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাজমুল হক লিখন, পরিচালক (ডাটা ব্যাংক) মো. ইয়ামিন, পরিচালক (বিনোদন ও কল্যাণ) মুজিব মাসুদ, পরিচালনা সদস্য আশরাফুল ইসলাম ও হাসান আজাদ।  নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার সাইফুল হাসান চৌধুরী ও দুই কমিশনার শামীম হাসান (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক) ও কমিশনার তারিকুল ইসলাম খান (পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক, জনসংযোগ)।  
৩০ জানুয়ারি, ২০২৪
X