ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হিজবুত তাহরীর নামে ছাত্রলীগ বিদ্বেষী বার্তা 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ই-মেইলে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নামে সরকার ও ছাত্রলীগের বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত এ বার্তা পাঠানো হয়।

‘হিযবুত তাহরীর উলাই’য়াহ্ বাংলাদেশ-এর মিডিয়া অফিসের সৌজন্যে এবং ‘সুবাল দাস’ নামে মেইল অ্যাকাউন্ট থেকে ‘ছাত্রলীগের আগ্রাসন থেকে আমাদের মেধাবী সন্তানদের কে নিরাপত্তা দিবে?’ শীর্ষক এই বার্তা পাঠানোর ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়েও চলছে তোলপাড়।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এক বিবৃতিতে বলছেন, হিজবুত তাহরীর এমন বার্তা দলীয় স্বার্থ হাসিল এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করছি এবং তাদের বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক নিরাপত্তা দেওয়ার দাবিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

তারা বলছেন, হিজবুত তাহরীরের মতো নিষিদ্ধ মৌলবাদী সংগঠনের অস্তিত্বকেই আমরা সমর্থন করি না। সেখানে এরূপ নিষিদ্ধ সংগঠনের সমর্থন বা সহানুভূতি গ্রহণ করার প্রশ্নই আসে না। নিষিদ্ধ মৌলবাদী ও জঙ্গি সংগঠনের কোনো স্থান এ বুয়েটে হবে না এবং আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা তা সর্বোচ্চ কঠোর অবস্থানে থেকে প্রতিহত করার চেষ্টা করব।

যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবিও জানান তারা।

শিক্ষার্থীরা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, রাত ১২ টায় ‘সুবাল দাস’ নামে্র একটি ([email protected]) ই-মেইল থেকে বুয়েটের সব বর্ষের অনেক সাধারণ শিক্ষার্থীর ইনস্টিটিউশনাল ই-মেইলে হিযবুত তাহরীর নামক নিষিদ্ধ ছাত্রসংগঠন থেকে একটি পিডিএফ প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাদের প্রেস বিজ্ঞপ্তির টাইটেল ছিল ‘ছাত্রলীগের আগ্রাসন থেকে আমাদের মেধাবী সন্তানদের কে নিরাপত্তা দিবে?’ এবং তারা সাধারণ ছাত্রদের এ নিষিদ্ধ সংগঠনের দিকে আহ্বান করে। আজ এবং এর আগেও আলাদা আলাদা ই-মেইল ব্যবহার করে এ জাতীয় পিডিএফ পাঠানো হয়। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বেনামি স্টিকারে কিউ-আর কোড দেওয়া থাকে, যা স্ক্যান করলে হিজবুত তাহরীর প্রচারমুখী লেখা দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, কৌশলে নিষিদ্ধ সংগঠনের এমন তৎপরতায় শঙ্কিত হয়ে আমরা বিভিন্ন সময় উপাচার্য এবং ছাত্রকল্যাণ পরিষদ বরাবর অভিযোগ করি। কে বা কারা গোপনে এরূপ কর্মকাণ্ড চালাচ্ছে তা নিয়ে তদন্ত চলমান বলে আমাদের জানানো হয়। নির্দেশনা দেওয়া হয় যে, আমরা যেন উপাচার্য স্যার, এডিএসডব্লিও স্যার এবং আইআইসিটি বরাবর অনলাইনে অভিযোগ দাখিল করি। বিশেষ করে, আজ (বৃহস্পতিবার) রাতে গণহারে মেইল আসার পর আমরা সবাই অনতিবিলম্বে কর্তৃপক্ষকে অভিযোগ আনাই। পাশাপাশি আমাদের মধ্যে অনেকে এদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিতে জিডি করছে।

শিক্ষার্থীরা আরও বলেন, যখনই আমরা এরূপ সন্দেহজনক কোনো কার্যকলাপ প্রত্যক্ষ করেছি বা করব, তৎক্ষণাৎ তা কর্তৃপক্ষকে জানাতে সর্বদা সচেতন আছি। পাশাপাশি আমরা নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার বিরুদ্ধে দেশের আইনশৃঙ্খলাবিষয়ক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সোচ্চার ভূমিকার প্রতি সর্বদাই আস্থাশীল এবং সহযোগিতাপূর্ণ। আমরা কোনো নিষিদ্ধ মৌলবাদী ও জঙ্গি সংগঠনকে কোনোদিন বরদাশত করিনি, করি না, করব না এবং আমরা আমাদের উপাচার্য মহোদয়কে আহ্বান জানাচ্ছি যতদ্রুত সম্ভব এর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে। প্রয়োজনে দেশের অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির সহযোগিতায় আইসিটি সেল গঠন করে ওই মেইলসমূহের আইপি এড্রেস শনাক্ত করে এবং অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসে সেই আহ্বান আনাই।

সার্বিক বিষয়ে বক্তব্য জানতে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানকে কল দিয়ে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালে রোজা শুরু হতে পারে যেদিন থেকে

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের শুনানি ফের আজ

সকালে উঠে ভুলেও করবেন না এই ৫ কাজ

উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল : রিজভী

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ, কচুরিপানার নিচে মিলল লাশ

সপ্তাহের ব্যবধানে সাড়ে ৪ হাজার সেনা হারাল ইউক্রেন

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে আড়ং

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

১২

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

১৩

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

১৪

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

১৫

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

১৭

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

১৮

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৯

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X