জাবির সঙ্গে এনআইএলএমআরসি’র সমঝোতা স্মারক চুক্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এবং রেফারেল সেন্টার (এনআইএলএমআরসি) এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক চুক্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং এনআইএলএমআরসি’র পক্ষে পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদ আলী জিন্নাহ স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ শিক্ষা, গবেষণা-প্রকাশনা ও সায়েন্টিফিক মেথডলজিতে পারস্পরিক সহযোগিতা করার সুযোগ পাবেন। এ ছাড়া মাইক্রোবায়োলজি, হেমাটোলজি, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রিসহ হেলথ সায়েন্সের বিভিন্ন সেক্টরে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার এবং সিম্পোজিয়াম আয়োজন করবেন। একইসঙ্গে উভয় পক্ষ তাদের মধ্যে বিভিন্ন তথ্য, গবেষণা উপকরণ এবং প্রকাশনা আদান-প্রদান করবেন। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নিহাদ আদনান, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ, অধ্যাপক ড. মো. ফিরোজ আহমেদ, সহযোগী অধ্যাপক ড. সালমা আক্তার এবং এনআইএলএমআরসি উপপরিচালক ডা. নাজমুন নাহার, সহযোগী অধ্যাপক (হেমাটোলজি) ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আয যুবায়ের খান প্রমুখ উপস্থিত ছিলেন।
১৭ মে, ২০২৪

প্রাইম ইউনিভার্সিটি ওয়াশিংটন ইউনিভার্সিটি সমঝোতা
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার প্রাইম ইউনিভার্সিটির কনফারেন্স রুমে বিশ্ববিদ্যারয়ের সেন্টার ফর রিসার্চ, এইচআরডি অ্যান্ড পাবলিকেশন্স এবং আইকিউএসির উদ্যোগে একটি সেমিনার হয়। সেমিনার শেষে এই চুক্তি হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর আবু বকর হানিপ। এ সময় ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান তৌহিদুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সেক্রেটারি জেনারেল আশরাফ আলী ও আইসিটি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম।
১৭ মে, ২০২৪

চায়না বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা চুক্তি
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির (ওয়াইএমইউ) মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। গত বুধবার বিকেএসপিতেেএ চুক্তি হয়। বিকেএসপির পক্ষে প্রতিষ্ঠানের ডিজি ব্রি. জে. সৈয়দ মো. মোতাহের হোসেন এবং ইউনান মিনজু ইউনিভার্সিটির পক্ষে ভাইস প্রেসিডেন্ট শাও ওয়েকুইং চুক্তিতে স্বাক্ষর করেন। সমঝোতা চুক্তিতে আছে ওয়াইএমইউ বিকেএসপিতে বাংলাদেশ-চীন তাই চি সেন্টার প্রতিষ্ঠা করবে, বিকেএসপি ওয়াইএমইউতে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ক্রিকেট সেন্টার প্রতিষ্ঠা করবে, ওয়াইএমইউ এবং বিকেএসপি বাংলাদেশ-চীন ইয়ুথ ক্যাম্প সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান চালু করবে, শিক্ষক-প্রশিক্ষক বিনিময়, স্কলারশিপ প্রদান করবে, যৌথ উন্নয়ন এবং বিনিময়, গবেষণা উপকরণ বিনিময় ইত্যাদি।
১৭ মে, ২০২৪

চায়না বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা চুক্তি
বিকেএসপিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটি (ওয়াইএমইউ)-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকেএসপির পক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এবং চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির পক্ষে ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. শাও ওয়েকুইং সমঝোতা চুক্তি করেন।  সমঝোতা চুক্তি অনুষ্ঠানে ইউনান মিনজু ইউনিভার্সিটির পক্ষে আরও উপস্থিত ছিলেন স্কুল অব লিটেরেচার অ্যান্ড মিডিয়া স্টাডিজের ডিন ওয়াং গুক্সো, বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল একচেঞ্জ অ্যান্ড কোঅপারেশনের ডিরেক্টর লিউ চ্যাং, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফিজিক্যাল এডুকেশনের ভাইস ডিন হু ইয়াঙ্গু, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব দ্য ইন্টারন্যাশনাল এডুকেশনের ভাইস ডিন ইয়ান বিং এবং ডিপার্টমেন্ট অব ব্যাঙালি ল্যাঙ্গুয়েজের ফ্যাকাল্টি জাও রুইহং।  বিকেএসপির পক্ষে ছিলেন, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. মিজানুর রহমান ও অধ্যক্ষ লে. কর্নেল মহাম্মদ ইকবাল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সমঝোতা চুক্তিতে নিম্নোক্ত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে- ক. ওয়াইএমইউ বিকেএসপিতে ‘বাংলাদেশ-চীন তাই চি সেন্টার’ প্রতিষ্ঠা করবে খ. বিকেএসপি ওয়াইএমইউতে ‘বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ক্রিকেট সেন্টার’ প্রতিষ্ঠা করবে গ. ওয়াইএমইউ এবং বিকেএসপি যৌথভাবে ‘বাংলাদেশ-চীন ইয়ুথ ক্যাম্প’ সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান চালু করেবে ঘ.  দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক/ প্রশিক্ষক বিনিময়  ঙ. উভয় অনুষদ এবং ছাত্রদের জন্য স্কলারশিপ প্রদান করবে চ.  ছাত্রদের জন্য যৌথ উন্নয়ন এবং বিনিময় ছ. গবেষণা উপকরণ, প্রকাশনা, প্রতিবেদন এবং অন্যান্য একাডেমিক তথ্য বিনিময় জ. যৌথ গবেষণা প্রকল্পের আয়োজন ঝ. শিল্পকলার পাঠদান কোর্সে সহায়তা করা ঞ.  এ চুক্তির বাইরেও অন্য কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ফেকাল্টি সদস্যদের সুযোগ করে দেওয়া হবে।
১৬ মে, ২০২৪

গ্রামীণফোন-টিভিএস অটোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
গ্রামীণফোন এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ইস্কাটন শোরুমে এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এ চুক্তির আওতায় টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত শোরুমে গ্রামীণফোনের আলো ভেহিক্যাল ট্র্যাকার পাওয়া যাবে। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায় ও গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. আসিফ নাইমুর রাশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের বিজনেস হেড অভিজিৎ দে, হেড অব মাকেটিং আশরাফুল হাসান এবং গ্রামীণফোনের হেড অফ লার্জ একাউন্টস এম শাওন আজাদ, প্রোডাক্ট,পার্টনারশিপ এবং অপারেশনের প্রধান আরবিদ চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা।
১৫ মে, ২০২৪

মামলা নয়, সমঝোতা করে খেলাপি ঋণ আদায়ের নির্দেশ
নানা অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনায় যাচাই-বাছাই ছাড়া বিতরণ করা ঋণ আদায় করতে পারছে না ব্যাংকগুলো। ফলে দেশে লাগামহীনভাবে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। এমন পরিস্থিতিতে খেলাপিদের বিরুদ্ধে মামলা না করে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ঋণ আদায়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য একটি লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছে আর্থিক খাতের এ নিয়ন্ত্রক সংস্থা। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে প্রত্যেক ব্যাংকের খেলাপি ঋণস্থিতির ন্যূনতম ১ শতাংশ নগদ আদায় এডিআরের মাধ্যমে করতে হবে। এই লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে ব্যাংকগুলোর সর্বোচ্চ পর্যায় থেকে মনিটরিং ব্যবস্থা জোরদার করতেও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, অর্থঋণ আদালত আইন, ২০০৩ এ ব্যাংকের খেলাপি ঋণ দ্রুত আদায়ে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এই আইন অনুসারে আদালত রায় বা আদেশ প্রদানের আগে মামলার যে কোনো পর্যায়ে উভয় পক্ষ আদালতের অনুমতিক্রমে বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তি করতে পারবে। খেলাপি ঋণ আদায়ের জন্য জারি করা নোটিশে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা বা সদিচ্ছাকে বিবেচনায় নিয়ে কেস টু কেস ভিত্তিতে মধ্যস্থতার প্রস্তাব অন্তর্ভুক্ত করার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। যাদের মধ্যস্থতাকারী হিসেবে সফলতার রেকর্ড রয়েছে তাদের মধ্যস্থতাকারী হিসেবে নির্বাচন করার কথাও বলা হয়েছে। গত বছরের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা দাঁড়িয়েছে। এক বছর আগে ২০২২ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা।
১৩ মে, ২০২৪

প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে যেসব সমঝোতা স্মারক
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে পাঁচ কূটনৈতিক দলিলে সই হয়েছে। এর মধ্যে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক এবং একটি লেটার অব ইনটেন্ট বা অভিপ্রায়পত্র। গত ২৬ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব দলিলে সই করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (২ মে) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২ মে) সকাল ১০টায় গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, গত ২৪ এপ্রিল থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফরে যান প্রধানমন্ত্রী এবং সফর শেষে ২৯ এপ্রিল দেশে ফিরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড পৌঁছালে তাকে গার্ড অব অনার জানায় দেশটির সশস্ত্র বাহিনী। এরপর থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।   বৈঠক শেষে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের কাছে থাইল্যান্ড একটি সম্ভাবনাময় অংশীদার। দেশটির সঙ্গে বাংলাদেশের সরাসরি সমুদ্রবন্দর কেন্দ্রিক যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।   বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেকপার্কে বিনিয়োগে থাইল্যান্ডকে প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি বছরই দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সই হবে বলেও জানান প্রধানমন্ত্রী।   রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য থাইল্যান্ডের সহযোগিতা চেয়েছেন বলেও জানান শেখ হাসিনা। এ ছাড়া বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির প্রতি।
০১ মে, ২০২৪

ফরেন সার্ভিস একাডেমি ও ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে প্রশিক্ষণ এবং গবেষণা সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশ্‌ফী বিন্‌তে শাম্‌স্‌ এবং ফরেন ট্রেড ইনস্টিটিউটের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. মো জাফর উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকটি স্বাক্ষর করেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকটির আওতায় দুই প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রশিক্ষণ পদ্ধতি, প্রশিক্ষক, ও প্রশিক্ষণার্থী আদান প্রদান করতে পারবে। এ ছাড়া দুই প্রতিষ্ঠান গবেষণাসংক্রান্ত বিভিন্ন ধাপে এবং কার্যক্রমে একে অপরের সহযোগিতা গ্রহণ করতে সক্ষম হবে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাশ্‌ফী বিন্‌তে শাম্‌স্‌, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. মো জাফর উদ্দীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফাইয়াজ মুর্শিদ কাজী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ বক্তব্য দেন। তারা স্মারকের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ফরেন সার্ভিস একাডেমি ও ফরেন ট্রেড ইনস্টিটিউট পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে এই স্মারক বলিষ্ঠ ভূমিকা রাখবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩০ এপ্রিল, ২০২৪

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও বিডব্লিউএবির মধ্যে সমঝোতা স্মারক সই
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (বিডব্লিউএবি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারের একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আইএসইউ ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ ও বিডব্লিউএবি এর পক্ষে সংগঠনের সভাপতি কাজী মো. শফিকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশিপ সুবিধা পাবেন । উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ডিরেক্টর এডমিশন গিয়াস উদ্দিন, জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, বিডব্লিউএবি এর সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইএসইউতে জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর বছরে দুটি সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে মোট ৪টি বিভাগ চালু রয়েছে। এর মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)।  ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ ও এম এ ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ।
২৭ এপ্রিল, ২০২৪
X