বিকেএসপিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটি (ওয়াইএমইউ)-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেএসপির পক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এবং চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির পক্ষে ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. শাও ওয়েকুইং সমঝোতা চুক্তি করেন।
সমঝোতা চুক্তি অনুষ্ঠানে ইউনান মিনজু ইউনিভার্সিটির পক্ষে আরও উপস্থিত ছিলেন স্কুল অব লিটেরেচার অ্যান্ড মিডিয়া স্টাডিজের ডিন ওয়াং গুক্সো, বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল একচেঞ্জ অ্যান্ড কোঅপারেশনের ডিরেক্টর লিউ চ্যাং, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফিজিক্যাল এডুকেশনের ভাইস ডিন হু ইয়াঙ্গু, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব দ্য ইন্টারন্যাশনাল এডুকেশনের ভাইস ডিন ইয়ান বিং এবং ডিপার্টমেন্ট অব ব্যাঙালি ল্যাঙ্গুয়েজের ফ্যাকাল্টি জাও রুইহং।
বিকেএসপির পক্ষে ছিলেন, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. মিজানুর রহমান ও অধ্যক্ষ লে. কর্নেল মহাম্মদ ইকবাল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সমঝোতা চুক্তিতে নিম্নোক্ত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে-
ক. ওয়াইএমইউ বিকেএসপিতে ‘বাংলাদেশ-চীন তাই চি সেন্টার’ প্রতিষ্ঠা করবে খ. বিকেএসপি ওয়াইএমইউতে ‘বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ক্রিকেট সেন্টার’ প্রতিষ্ঠা করবে গ. ওয়াইএমইউ এবং বিকেএসপি যৌথভাবে ‘বাংলাদেশ-চীন ইয়ুথ ক্যাম্প’ সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান চালু করেবে ঘ. দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক/ প্রশিক্ষক বিনিময় ঙ. উভয় অনুষদ এবং ছাত্রদের জন্য স্কলারশিপ প্রদান করবে চ. ছাত্রদের জন্য যৌথ উন্নয়ন এবং বিনিময় ছ. গবেষণা উপকরণ, প্রকাশনা, প্রতিবেদন এবং অন্যান্য একাডেমিক তথ্য বিনিময় জ. যৌথ গবেষণা প্রকল্পের আয়োজন ঝ. শিল্পকলার পাঠদান কোর্সে সহায়তা করা ঞ. এ চুক্তির বাইরেও অন্য কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ফেকাল্টি সদস্যদের সুযোগ করে দেওয়া হবে।
মন্তব্য করুন