বঙ্গবন্ধুর জন্মদিনে সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। শনিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  ১৯২০ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু তৎকালীন গোপালগঞ্জ মহকুমা ও বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শেখ লুৎফুর রহমান ও সায়রা খাতুনের চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তৃতীয়। ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জাতি ধুমধাম ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে। কর্মসূচি অনুযায়ী, সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকবেন। এই সময়ে বিউগলে করুণ সুর বাজানো হবে। বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি চৌকস দল ‘রাষ্ট্রীয় সম্মান’ প্রদান করবেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সেখানে ফাতেহা ও দোয়া পাঠ করবেন। রাষ্ট্রপতি সমাধি সৌধ প্রাঙ্গণে রক্ষিত দর্শনার্থী বইতেও স্বাক্ষর করবেন। পরে বিকেলে বঙ্গভবনের দরবার হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বিপদগামী একদল সেনা কর্মকর্তার গুলিতে নির্মমভাবে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য। বঙ্গবন্ধুসহ পরিবারের শহীদ সদস্যদের চির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করেও দোয়া করা হবে। মিলাদ-মাহফিল ও মোনাজাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, সংশ্লিষ্ট সচিবগণ, বঙ্গভবনের বেসামরিক ও সামরিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন।
১৬ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে স্বাধীন বাংলাদেশের স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে বৈরী আবহাওয়া থাকার পরও প্রধানমন্ত্রী নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে চা চক্রে যোগ দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলি খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, পৌর মেয়র শেখ রকিব হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছিলেন। আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। জুমার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
০৮ ডিসেম্বর, ২০২৩

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা সিলেট মেয়র আনোয়ারুজ্জামানের
জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা। গতকাল শুক্রবার দুপুরে তারা টুঙ্গিপাড়া পৌঁছেন। এরপর তারা জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন। একই সঙ্গে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। নেতারা মাজার কমপ্লেক্সের মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। এ সময় নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগ নেতারা।
২৬ আগস্ট, ২০২৩

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ভারতীয় হাইকমিশনারের
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। গতকাল বুধবার দুপুরে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। এ সময় পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সব সদস্যের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারি ভাইভাভ গান্ধী, প্রটোকল অফিসার গায়েস্বর প্রসাদ মিশরা, গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম, জেলা সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিজানুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির, টুঙ্গিপাড়া থানা ওসি এসএম কামরুজ্জামান প্রমুখ।
১০ আগস্ট, ২০২৩

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নৌবাহিনী প্রধানের
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে তিনি সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ও নৌপ্রধানের সহধর্মিণী নাদিয়া সুলতানা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পবিত্র সুরা ফাতিহা পাঠ করে জাতির এ মহানায়কের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন নৌপ্রধান। পরে তিনি জাতির পিতার সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়া সফর শেষে নৌবাহিনী প্রধান খুলনা নৌ অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নৌবাহিনী।
২৮ জুলাই, ২০২৩

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন সচিব খাইরুল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশেষ ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম। গতকাল শুক্রবার তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের শহীদ ও পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদদের জন্য বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন এবং সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য করেন। এরপর আওয়ামী লীগ ওমান শাখার সভাপতি এসএম সফি ও সাধারণ সম্পাদক এসএম নুরুল আফসারের নেতৃত্বে নেতারা জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া শ্রদ্ধা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস ও খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন।
০৮ জুলাই, ২০২৩
X