

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশেষ ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম। গতকাল শুক্রবার তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তিনি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের শহীদ ও পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদদের জন্য বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন এবং সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য করেন। এরপর আওয়ামী লীগ ওমান শাখার সভাপতি এসএম সফি ও সাধারণ সম্পাদক এসএম নুরুল আফসারের নেতৃত্বে নেতারা জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া শ্রদ্ধা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস ও খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন।
মন্তব্য করুন