২৫০ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
নতুন করে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি এবার উত্তর আমেরকিার দেশ নিকারাগুয়ার ২৫০ সরকারি কর্মকর্তার ও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।  প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদের ওপর দমনমূলক কর্মকাণ্ড এবং অবৈধ উপায়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে দেশটির ২৫০ সরকারি কর্মকর্তার ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ ছাড়া একইসঙ্গে দেশটির সরকারি তিন সংস্থার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে পুলিশ এবং আধাসামরিক কর্মকর্তা, প্রসিকিউটর, বিচারক এবং সরকারি উচ্চশিক্ষা কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। একই সময়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়, হোমল্যান্ড সিকিউরিটি, এবং অর্থবিভাগ নিকারাগুয়া হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সুবিধার্থে চোরাচালান এবং মানব পাচার নেটওয়ার্কগুলো বৈধ পরিবহন পরিষেবাগুলিকে কীভাবে ব্যবহার করছে সে সম্পর্কে বিমান সংস্থা এবং ট্রাভেল এজেন্টদের অবহিত করার জন্য একটি যৌথ সতর্কতা জারি করেছে৷ হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, নিকারাগুয়া সরকারের পদক্ষেপগুলো অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর  গৃহীত অভিবাসন নীতিমালা অীবধ অভিবাসনের জন্য অনুমতিমূলক।  বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিকারাগুয়া সরকার বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মন্তব্যের বিষয়ে সাড়া দেয়নি।  এর আগে ৩৭ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির ওপর দিয়ে গোয়েন্দা বেলুন ওড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আসা সব কোম্পানি চীনের। গত বছর যুক্তরাষ্ট্রের আকাশে কয়েকটি গোয়েন্দা বেলুন শনাক্ত হয়। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলে আসছে।  রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা এসব চীনা কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি মার্কিন কোয়ান্টাম প্রযুক্তি খাতের সহায়তা নিয়ে চীনের সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করেছে। এছাড়া ১১টি কোম্পানি নজরদারি বেলুন তৈরি করেছে এবং বাকিরা ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে বিভিন্ন উপকরণ সরবরাহ করেছে। মার্কিন নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। ফলে তারা এবং তারা আমেরিকায় কোনো ব্যবস্যা পরিচালনা করতে পারবেন না। 
১৬ মে, ২০২৪

তীব্র গরমে ক্লাসেই অসুস্থ ৩০ শিক্ষার্থী
কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসুস্থ ১ শিক্ষার্থীকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল। এ ছাড়াও ঘটনাস্থলে আসেন উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার সালমা আক্তার।  জানা যায়, তীব্র গরম থাকায় এ দিন ১ম শ্রেণির একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থতা অনুভব করতে থাকেন। পরে অন্য শ্রেণিগুলোতে গিয়ে একই চিত্র দেখা যায়। অসুস্থ এসব শিক্ষার্থীদের স্কুলের অফিস রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, হঠাৎই তীব্র গরমে একটি ক্লাসের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। পরে অন্যান্য শ্রেণিতে গিয়ে একই অবস্থা দেখা যায়। কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের নিয়ে যায়। পরে আমরা প্রতিষ্ঠানটি ছুটি দিয়ে দেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান, গরম কিছুটা বেশি। ঘটনাস্থলে এসে দেখেছি কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে। স্কুল ছুটি দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
১৬ মে, ২০২৪

দশ পদে ২৯ জনকে নিয়োগ দেবে রাজশাহী বিভাগীয় কমিশন
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। প্রতিষ্ঠানটি তাদের ১০টি শূন্যপদে বিভিন্ন গ্রেডে মোট ২৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৫ জুন পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় পদ ও জনবল : ১০টি ও ২৯ জন চাকরির ধরন : স্থায়ী/অস্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মস্থল : রাজশাহী আবেদন শুরুর তারিখ : ২০ মে, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ১৫ জুন, ২০২৪ ১. পদের নাম : উপপ্রশাসনিক কর্মকর্তা (পূবর্তন সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর) পদসংখ্যা : ১টি বেতন : ১১,০০০- ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি ২. পদের নাম : সহকারী প্রশাসনিক কর্মকর্তা (পূবর্তন সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর) পদসংখ্যা : ১টি বেতন : ১০,২০০- ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি ৩. পদের নাম : হিসাবরক্ষক পদসংখ্যা : ১টি বেতন : ১০,২০০- ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি ৪. পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ১৪টি  বেতন : ৯,৩০০- ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৫. পদের নাম : ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদসংখ্যা : ২টি বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৬. পদের নাম : ডেসপাস রাইডার পদসংখ্যা : ১টি বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মোটরসাইকেল চালনায় বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে। ৭. পদের নাম : অফিস সহায়ক পদসংখ্যা : ৬টি বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৮. পদের নাম : নিরাপত্তা প্রহরী পদসংখ্যা : ১টি  বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৯. পদের নাম : মালি পদসংখ্যা : ১টি বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১০. পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা : ১টি বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন ফি : ১ থেকে ৫নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৬ থেকে ১০নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
১৬ মে, ২০২৪

নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করায় সরকারি আইনজীবীর নামে মামলা
শরীয়তপুর জজ আদালতের সরকারি আইনজীবী (জিপি) আলমগীর মুন্সীর বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা হয়েছে। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বাদী হয়ে পালং মডেল থানায় মামলাটি করেন। পালং মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহম্মেদ কালবেলাকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।  বুধবার (১৫ মে) রাতে মামলাটি দায়ের করা হয়। শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মে) বিকেলে নির্বাচন সংক্রান্ত একটি নথি নিয়ে সদর উপজেলা নির্বাচন অফিসার বিকাশ চন্দ্র দে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকতা ও অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াসের রুমে বসে আলোচনা করছিলেন। এ সময় ওই রুমে জিপি আলমগীর মুন্সী প্রবেশ করলে নথিটি উল্টিয়ে রাখেন নির্বাচন অফিসার বিকাশ চন্দ্র দে। এ ঘটনার একদিন পর বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্ব পাশ দিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার সময় জিপি আলমগীর মুন্সী নির্বাচন অফিসার বিকাশ চন্দ্রকে ডাক দিয়ে থামান। এরপর কেন তিনি নথিটি উল্টিয়ে রাখলেন এমন প্রশ্ন তুলে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে, এমনকি মারধর করতে উদ্যত হোন। বিকাশ চন্দ্র দে এ ঘটনার প্রতিবাদ না করে চলে যাওয়ার সময় সিঁড়িতেই দেখা হয়ে যায় রিটানিং কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাইনউদ্দিন, এনডিসি সোহেল রানা ও ম্যাজিস্ট্রেট অভিজিৎ সূত্রধরের সঙ্গে। রিটার্নিং কর্মকর্তাদের সিঁড়িতে পেয়ে নিচে নেমে বিষয়টি তাদের জানালে পাশে দাঁড়িয়ে থাকা জিপি আলমগীর মুন্সী আবারও খেপে ওঠেন। পরে বিষয়টির বিস্তারিত জেলা নির্বাচনকে অফিসারকে জানান বিকাশ চন্দ্র দে। এরই মধ্যে জেলা নির্বাচন অফিসার বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন।  ভুক্তভোগী শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিসার বিকাশ চন্দ্র দে বলেন, বুধবার বিকেলে নির্বাচনসংক্রান্ত কাজে রিটার্নিং কর্মকর্তার রুমে যাওয়ার পথে আলমগীর মুন্সী আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে মারতে উদ্যত হোন। পরে রিটার্নিং কর্মকর্তাসহ অন্যদের সামনে আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। বিষয়টি আমি আমার সিনিয়রদের জানিয়েছি। তারা মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান বলেন, বিষয়টি সারা বাংলাদেশের অফিসারদের জন্য দুঃখজনক। এ ঘটনায় মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বিষয়টি নিয়ে কালবেলাকে বলেন, বিষয়টি আমি সম্পূর্ণ অবগত, যা ঘটেছে, তা দুঃখজনক। এ বিষয়ে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হবে। পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ কালবেলাকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জিপি আলমগীর মুন্সীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন অফিসারকে গালাগাল ও মারধর করতে উদ্যত হওয়ার বিষয়টি নিয়ে শরীয়তপুর জেলা জজ আদালতের সরকারি আইনজীবী (জিপি) আলমগীর মুন্সী কালবেলাকে বলেন, আপনি যে অভিযোগের কথা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওনার সঙ্গে আমার এমনিতেই কথা হয়েছে। যারা উপস্থিত ছিল বলতেছেন, তারাও জানেন ওনার সঙ্গে আমি কী কথা বলেছি।
১৬ মে, ২০২৪

স্কুলে ভর্তির ফি সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির ফি থেকে আয় করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে আগামী চার কর্মদিবসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বুধবার (১৫ মে) মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৩-২৪ অর্থবছরে নেওয়া ভর্তি ফির টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার চালানের কপিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা আগামী চার কর্মদিবসের মধ্যে ই-মেইলে অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ বিষয়ে জানতে চাইলে জিয়াউল হায়দার হেনরী কালবেলাকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। স্কুলগুলোর বেতনের টাকা সরকারি কোষাগারে রাখতে হয়। স্কুলের থাকে সেশন ফি। যতটুকু জানি সরকারি স্কুলগুলো বেতনের টাকা সরকারি কোষাগারে রাখলেও বেসরকারি স্কুল সেটি রাখছে না। সে কারণেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
১৫ মে, ২০২৪

জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ
এসএসসি পাসেই ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে চাকরির সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ। প্রতিষ্ঠানটির ০১টি শূন্য পদে মোট ৮৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৬ জুন পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ পদ ও জনবল : ০১টি ও ৮৬ জন চাকরির ধরন : অস্থায়ী কর্মস্থল : ময়মনসিংহ আবেদন শুরুর তারিখ : ১৬ মে, ২০২৪ আবেদনের শেষ সময় : ০৬ জুন, ২০২৪ ১. পদের নাম : অফিস সহায়ক বেতন : ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০তম) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর, তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
৩০ নভেম্বর, ০০০১

এসএসসি পাসেই ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে চাকরির সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ। প্রতিষ্ঠানটির ১টি শূন্যপদে মোট ৮৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৬ জুন পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ পদ ও জনবল : ১টি ও ৮৬ জন চাকরির ধরন : অস্থায়ী কর্মস্থল : ময়মনসিংহ আবেদন শুরুর তারিখ : ১৬ মে, ২০২৪ আবেদনের শেষ সময় : ৬ জুন, ২০২৪ ১. পদের নাম : অফিস সহায়ক বেতন : ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০তম) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর, তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
১৫ মে, ২০২৪

নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, থাকছে না বয়সসীমা
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। দেশসেরা এ প্রতিষ্ঠানটি তাদের দুটি হল এবং একটি বিভাগে তিন পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন আগামী ০৬ জুন পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : ঢাকা বিশ্ববিদ্যালয় পদ ও জনবল : ৩টি ও ৪ জন বয়স : নির্ধারিত নয় প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)  চাকরির ধরন : স্থায়ী কর্মস্থল : ঢাকা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১৪ মে, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ০৬ জুন, ২০২৪ ১. শামসুন নাহার হল পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা : ০১টি বেতন স্কেল : ৯৩০০-২২,৪৯০ টাকা (মাসিক) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সমমান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ২য় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ০৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ২. স্যার এ. এফ. রহমান হল পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা : ০১টি বেতন স্কেল : ৯৩০০-২২,৪৯০ টাকা (মাসিক) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সমমান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ২য় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)- এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ০৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ৩. রসায়ন বিভাগ (ক) পদের নাম : ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ সংখ্যা : ০১টি বেতন স্কেল : ১২,৫০০-৩০,২৩০ টাকা (মাসিক) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীর ল্যাবরেটরি কাজের ওপর ন্যূনতম ৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং উল্লিখিত কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিল করা যেতে পারে। প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সমমান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ২য় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)- এর নিচে গ্রহণযোগ্য নয়। (খ) গ্লাস ব্লেয়ার পদ সংখ্যা : ০১টি বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (মাসিক) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ০৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। প্রার্থীর গ্লাস বেলয়ারিং কাজের ওপর ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং উল্লিখিত কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিল করা যেতে পারে। আবেদনের ঠিকানা : ক্রমিক-১ এর আবেদনপত্র প্রাধ্যক্ষ, শামসুন নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ এর অফিসে, ক্রমিক-২ এর আবেদনপত্র প্রাধ্যক্ষ, স্যার এ. এফ. রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ এর অফিসে এবং ক্রমিক-৩ এর আবেদনপত্র চেয়ারম্যান, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ এর অফিসে জমা দিতে হবে। আবেদন ফি : রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৩০০ টাকা পাঠাতে হবে।
১৪ মে, ২০২৪

ছয় পদে ৮২ জনকে নিয়োগ দিচ্ছে কর অঞ্চল-২৫ ঢাকা
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-২৫ ঢাকা)। প্রতিষ্ঠানটি তাদের ছয়টি শূন্য পদে ১৩ থেকে ২০তম গ্রেডে মোট ৮২ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-২৫ ঢাকা) পদ ও জনবল : ০৬টি ও ৮২ জন চাকরির ধরন : অস্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মস্থল : পুরানা পল্টন, ঢাকা আবেদন শুরুর তারিখ : ১৬ মে, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ৩০ মে, ২০২৪ ১. পদের নাম : কম্পিউটার অপারেটর পদসংখ্যা : ০১টি বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি ২. পদের নাম : প্রধান সহকারী পদসংখ্যা : ১৭টি বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি ৩. পদের নাম : উচ্চমান সহকারী পদসংখ্যা : ১১টি বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি ৪. পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদসংখ্যা : ১৯টি বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি ৫. পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ১৫টি বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৬. পদের নাম : অফিস সহায়ক পদসংখ্যা : ২৯টি বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
১৪ মে, ২০২৪

সরকারি গাছ কেটে মামলা খেলেন বিএনপি নেতা!
বগুড়ার গাবতলীতে সড়কের পাশের সরকারি ১০টি ফলজ গাছ কেটে ফেলার অভিযোগে বিএনপি নেতা আহম্মেদ সুমন ও তার চাচার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।  রোববার (১২ মে) মধ্যরাতে গাবতলী মডেল থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের নায়েব আনিছুর রহমান বাদী হয়ে ওই বিএনপি নেতা ও তার চাচার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।  মামলায় অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। তবে গত সোমবার (১৩ মে) পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  আহম্মেদ সুমন গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নেপালতলী ইউনিয়নের শাহাবাজপুর কালুডাঙ্গা গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি দুর্বা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে এলাকায় নিজের পরিচয় দিয়ে থাকেন। এরআগে শনিবার দুপুরে প্রায় শতাধিক লোকজন নিয়ে উপজেলার নেপালতলী ইউনিয়নের শাহাবাজপুর কালুডাঙ্গা গ্রামে বুরুজ ভিটাপাড়া সড়কের ধারে ১০টি গাছ কেটে ফেলেন সুমন।  গ্রামবাসীরা বলছেন, দূর থেকে ওই নেতার হেলিপ্যাডসহ বিলাসবহুল বহুতল বাড়ির আলোকসজ্জা দেখা যায় না। এছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচল নিয়ে সুমনের বিরক্তির কারণ হয়ে উঠেছিল গাছগুলো। এজন্য দলবল নিয়ে গাছগুলো কেটে ফেলেছেন তিনি। গাছ কাটতে বাধা দিতে গেলে গ্রামবাসীদের হেনস্তাও করা হয়। গাবতলী পৌর এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটর দূরে শাহাবাজপুর কালুডাঙ্গা গ্রামে বুরুজ ভিটাপাড়া সড়ক। প্রায় ২০ বছর আগে ওই সড়কে নিজ বাড়ির সামনে স্কুল শিক্ষক আব্দুর রহমান প্রামানিক ১০টি ফলজ গাছ রোপণ করেছিলেন। বছর পাঁচেক আগে গাছগুলো রেখেই বিএনপি নেতা সুমনের বাড়ি পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করে দেয় এলজিইডি। খোঁজ নিয়ে জানা যায়, কালুডাঙ্গা গ্রামে বুরুজ ভিটাপাড়ায় আট ফিট পাকা সড়কের ধারে ১০টি ফলজ গাছ কেটে রাখা হয়েছে। এরমধ্যে আম, বেল, চালতা ও জলপাই গাছ আছে। পাঁচটি গাছে অসংখ্য আম ধরেছিল।  স্কুল শিক্ষক আব্দুর রহমান জানান, গেলো বেশ কিছুদিন ধরেই গাছগুলো কেটে ফেলতে নানাভাবে চাপ দিয়ে আসছিলো সুমন। শনিবার দুপুরে বহিরাগতদের সঙ্গে নিয়ে গাছগুলো কেটে ফেলে রেখে চলে যান তিনি। আব্দুর রহমান বলেন, গাছগুলো আমি লাগিয়েছিলাম ঠিকই তবে গাছের ফল গ্রামের সবাই যার যার ইচ্ছে মতো নিয়ে যায়। সড়কের পাশে গাছ হওয়ায় সবাই সুবিধা পেতো। জানতে চাইলে বিএনপি নেতা আহম্মেদ সুমন বলেন, গ্রামের ওই সড়কটি আমার বাবা হারুনুর রশিদ মাস্টারের নামে করা। পরিচিতদের মাধ্যমে গ্রামের ওই সড়কটির বরাদ্দও আমি এনেছিলাম। সম্প্রতি আবারও সড়কটি সংস্কার ও প্রসস্ত করতে একটি বরাদ্দ এসেছে। তাই সড়ক সংস্কারের জন্য গ্রামবাসীরা গাছগুলো কেটেছেন। আমি সেখানে উপস্থিত ছিলাম।  তিনি আরও বলেন, আমার ও চাচার বিরুদ্ধে মামলা হয়েছে শুনেছি। এখন আইনিভাবে বিষয়টি মোকাবিলা করা হবে।  গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গাছগুলো যেহেতু সড়কের ধারে ছিল তাই এর মালিকানাও সরকারের। এজন্য ইউএনও অফিসের নায়েব বাদী হয়ে মামলা করেছেন। গাছগুলো সেখানে ইউপি সদস্যর জিম্মায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে ব্যবস্থা নেওয়া হবে।
১৪ মে, ২০২৪
X