দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
রেকর্ডসংখক ২০ দল নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। সহ-আয়োজক হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ গ্রুপে রয়েছে ৫টি করে দল। নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে উত্তর আমেরিকার দুটি দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। টেক্সাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। যুক্তরাষ্ট্রের ৩ আর ওয়েস্ট ইন্ডিজের ৬ ভেন্যুতে হবে বিশ্বকাপের ৫৫ ম্যাচ। ১৪টি ম্যাচের আয়োজক মার্কিনিরা। আর ৪১টি ম্যাচের আয়োজক ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। বাংলাদেশ সময় ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ৫ গ্রুপ : গ্রুপ-এ: ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা গ্রুপ-বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান গ্রুপ-সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি, উগান্ডা গ্রুপ-ডি: বাংলাদেশ, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্নাঙ্গ সূচি : গ্রুপ পর্ব (প্রথম রাউন্ড) তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময় ২ জুন যুক্তরাষ্ট্র-কানাডা ডালাস সকাল সাড়ে ৬টা ২ জুন ওয়েস্ট ইন্ডিজ-পাপুয়া নিউগিনি গায়ানা রাত সাড়ে ৮টা ৩ জুন নামিবিয়া-ওমান বার্বাডোজ সকাল সাড়ে ৬টা ৩ জুন শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা নিউইয়র্ক রাত সাড়ে ৮টা ৪ জুন আফগানিস্তান-উগান্ডা গায়ানা সকাল সাড়ে ৬টা ৪ জুন ইংল্যান্ড-স্কটল্যান্ড বার্বাডোজ রাত সাড়ে ৮টা ৪ জুন নেদারল্যান্ডস-নেপাল ডালাস রাত সাড়ে ৯টা ৫ জুন ভারত-আয়ারল্যান্ড নিউইয়র্ক রাত সাড়ে ৮টা ৬ জুন পাপুয়া নিউগিনি-উগান্ডা গায়ানা রাত সাড়ে ৮টা ৬ জুন অস্ট্রেলিয়া-ওমান বার্বাডোজ সকাল সাড়ে ৬টা ৬ জুন যুক্তরাষ্ট্র-পাকিস্তান ডালাস রাত সাড়ে ৯টা ৭ জুন নামিবিয়া-স্কটল্যান্ড বার্বাডোজ রাত ১টা ৭ জুন কানাডা-আয়ারল্যান্ড নিউইয়র্ক রাত সাড়ে ৮টা ৮ জুন নিউজিল্যান্ড-আফগানিস্তান গায়ানা ভোর সাড়ে ৫টা ৮ জুন বাংলাদেশ-শ্রীলংকা ডালাস সকাল সাড়ে ৬টা ৮ জুন নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা নিউইয়র্ক রাত সাড়ে ৮টা ৮ জুন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বার্বাডোজ রাত ১১টা ৯ জুন ওয়েস্ট ইন্ডিজ-উগান্ডা গায়ানা সকাল সাড়ে ৬টা ৯ জুন ভারত-পাকিস্তান নিউইয়র্ক রাত সাড়ে ৮টা ৯ জুন ওমান-স্কটল্যান্ড অ্যান্টিগা রাত ১১টা ১০ জুন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নিউইয়র্ক রাত সাড়ে ৮টা ১১ জুন পাকিস্তান-কানাডা নিউইয়র্ক রাত সাড়ে ৮টা ১২ জুন শ্রীলংকা-নেপাল ফ্লোরিডা ভোর সাড়ে ৫টা ১২ জুন অস্ট্রেলিয়া-নামিবিয়া অ্যান্টিগা সকাল সাড়ে ৬টা ১২ জুন যুক্তরাষ্ট্র-ভারত নিউইয়র্ক রাত সাড়ে ৮টা ১৩ জুন ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড ত্রিনিদাদ সকাল সাড়ে ৬টা ১৩ জুন বাংলাদেশ-নেদারল্যান্ডস সেন্ট ভিনসেন্ট রাত সাড়ে ৮টা ১৪ জুন ইংল্যান্ড-ওমান অ্যান্টিগা রাত ১টা ১৪ জুন আফগানিস্তান-পাপুয়া নিউগিনি ত্রিনিদাদ সকাল সাড়ে ৬টা ১৪ জুন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ফ্লোরিডা রাত সাড়ে ৮টা ১৫ জুন দক্ষিণ আফ্রিকা-নেপাল সেন্ট ভিনসেন্ট ভোর সাড়ে ৫টা ১৫ জুন নিউজিল্যান্ড-উগান্ডা ত্রিনিদাদ সকাল সাড়ে ৬টা ১৫ জুন ভারত-কানাডা ফ্লোরিডা রাত সাড়ে ৮টা ১৫ জুন নামিবিয়া-ইংল্যান্ড অ্যান্টিগা রাত ১১টা ১৬ জুন অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড সেন্ট লুসিয়া সকাল সাড়ে ৬টা ১৬ জুন পাকিস্তান-আয়ারল্যান্ড ফ্লোরিডা রাত সাড়ে ৮টা ১৭ জুন বাংলাদেশ-নেপাল সেন্ট ভিনসেন্ট ভোর সাড়ে ৫টা ১৭ জুন শ্রীলংকা-নেদারল্যান্ডস সেন্ট লুসিয়া সকাল সাড়ে ৬টা ১৭ জুন নিউজিল্যান্ড-পাপুয়া নিউগিনি ত্রিনিদাদ রাত সাড়ে ৮টা ১৮ জুন ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান সেন্ট লুসিয়া সকাল সাড়ে ৬টা সুপার এইট পর্ব : তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময় ১৯ জুন এ২-ডি১ অ্যান্টিগা রাত সাড়ে ৮টা ২০ জুন বি১-সি২ সেন্ট লুসিয়া সকাল সাড়ে ৬টা ২০ জুন সি১-এ১ বার্বাডোজ রাত সাড়ে ৮টা ২১ জুন বি২-ডি২ অ্যান্টিগা সকাল সাড়ে ৬টা ২১ জুন বি১-ডি১ সেন্ট লুসিয়া রাত সাড়ে ৮টা ২২ জুন এ২-সি২ বার্বাডোজ সকাল সাড়ে ৬টা ২২ জুন এ১-ডি২ অ্যান্টিগা রাত সাড়ে ৮টা ২৩ জুন সি১-বি২ সেন্ট ভিনসেন্ট সকাল সাড়ে ৬টা ২৩ জুন এ২-বি১ বার্বাডোজ রাত সাড়ে ৮টা ২৪ জুন সি২-ডি১ অ্যান্টিগা সকাল সাড়ে ৬টা ২৪ জুন বি২-এ১ সেন্ট লুসিয়া রাত সাড়ে ৮টা ২৫ জুন সি১-ডি২ সেন্ট ভিনসেন্ট সকাল সাড়ে ৬টা সেমিফাইনাল তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময় ২৭ জুন প্রথম সেমিফাইনাল গায়ানা সকাল সাড়ে ৬টা ২৭ জুন দ্বিতীয় সেমিফাইনাল ত্রিনিদাদ রাত সাড়ে ৮টা ফাইনাল : তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময় ২৯ জুন ফাইনাল বার্বাডোজ রাত সাড়ে ৮টা
৭ ঘণ্টা আগে

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ উইন্ডিজের
বছরের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সফর সামনে রেখে সূচি প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট। একই সঙ্গে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে আতিথেয়তা দেবে তারা। সব সিরিজের জন্য গতকাল সূচি প্রকাশ করে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত সূচিতে দেখা যায়, উইন্ডিজের চারটি বিভিন্ন ভেন্যুতে খেলবেন নাজমুল হোসেন শান্তরা। নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজটি শুরু হবে ২২ নভেম্বর টেস্ট দিয়ে। প্রথম টেস্টের ভেন্যু রাখা হয়েছে অ্যান্টিগায়। আর ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে জ্যামাইকায়। এরপর ওয়ানডে দিয়ে শুরু হবে সাদা বলের সিরিজ। আগামী ৮ ডিসেম্বর সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১০ ও ১২ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেন্ট ভিনসেন্টের একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৭ ও ১৯ ডিসেম্বর। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশ যাবে ভারতে। সেখানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রোহিত শর্মাদের বিপক্ষে। তারপর উইন্ডিজ যাবেন সাকিব-শান্তরা।
১২ মে, ২০২৪

টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ ক্যারিবীয়দের
এই বছরের শুরুতেই জানা গিয়েছিল যে চলতি বছরটি বেশ ব্যস্ততার মধ্য দিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দলের। শ্রীলঙ্কার সাথে শুরু হওয়া হোম সিরিজ দিয়ে বছর শুরু করা টিম টাইগার্স বছর শেষ করবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অ্যাওয়ে সিরিজ দিয়ে। এতদিন সিরিজের সাম্ভাব্য সময়সূচি জানা গেলেও এবার জানা গেল বিস্তারিত সূচি। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এই বছরের শেষের দিকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাত্রা করবে নাজমুল হোসেন শান্তর দল।    আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি বছরের নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় এক মাসব্যাপী এই সিরিজ শেষ হবে ডিসেম্বর মাসে। শুক্রবার (১১ মে) টাইগারদের বিপক্ষে এই সিরিজের জন্য নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সূচি প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সিরিজের সূচিও প্রকাশ করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। ক্যারিবীয়দের প্রকাশিত এই সূচি অনুযায়ী, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ২২ নভেম্বর সাদা পোশাকের লড়াই দিয়ে সিরিজটি শুরু হবে। অ্যান্টিগা টেস্ট দিয়ে মাঠে গড়াবে প্রায় এক মাসব্যাপী এই সিরিজ। জ্যামাইকায় অনুষ্ঠিত হবে সিরিজের অন্য টেস্ট। টেস্টের পর ‍দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। সেন্ট কিটস ও নেভিসে হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে এই সিরিজ। এই সিরিজের তিনটি ম্যাচ হবে সেন্ট ভিনসেন্টে। টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় বাংলাদেশ একটি গা গরমের ম্যাচ খেলবে বলেও জানিয়েছে ক্রিকইনফো। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে শুরু হবে ক্যারিবীয় ক্রিকেটের গ্রীষ্মকাল। বিশ্বকাপ শুরুর আগে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। বিশ্বকাপ খেলে জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এরপর আবার ওয়েস্ট ইন্ডিজে ফিরবে তারা। এই পর্বে দুটি টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়া বাহিনী। অক্টোবরে সাদা বলের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজ শেষ করে দেশে ফিরে আবার ইংল্যান্ডের মুখোমুখি হবে দলটি। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশের মুখোমুখি হবে ক্যারিবীয়রা।    
১১ মে, ২০২৪

আজকের নামাজের সময়সূচি
ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ মঙ্গলবার, ৭ মে ২০২৪ ইংরেজি, ২৪ বৈশাখ ১৪৩১ বাংলা, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি- জোহর: ১১:৫৬ মিনিট আসর: ৪:৩২ মিনিট মাগরিব: ৬:৩২ মিনিট এশা: ৭:৫১ মিনিট বুধবার (৮ এপ্রিল) ফজর: ৩:৫৯ মিনিট সূর্যোদয়: ০৫:২১ মিনিট সূর্যাস্ত: ৬:২৯ মিনিট তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় ৩:৫৪ মিনিট ইশরাক: ৫:৩৭ মিনিট চাশত: ৫:৩৭ মিনিট বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে চট্টগ্রাম: ৫ মিনিট সিলেট: ৬ মিনিট যোগ করতে হবে খুলনা: ৩ মিনিট রাজশাহী: ৭ মিনিট রংপুর: ৮ মিনিট বরিশাল: ১ মিনিট
০৭ মে, ২০২৪

সালাহউদ্দিনের চাওয়াতে বদলে গেল খেলার সূচি
নারীদের ফুটবল লিগ আয়োজন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তীব্র গরমের কারণে কমলাপুর স্টেডিয়ামে রাতে ফ্লাডলাইটের আলোয় ম্যাচ আয়োজনের পক্ষে মত দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। গতকাল লিগের উদ্বোধন অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন তিনি। সালাহউদ্দিন বলেছেন, ‘যখন আমি মাঠে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই বুঝেছি এই আবহাওয়ায় এখন মানুষের পক্ষে ফুটবল খেলা সম্ভব নয়।’ আসার পথে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের (ভারপ্রাপ্ত) সঙ্গে আলাপ করে প্রয়োজনী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলাম, কীভাবে এটি (ফ্লাডলাইটে ম্যাচ আয়োজন) করা যায়। সে বলল, বড় বাজেট লাগবে। ক্রীড়া পরিষদের সঙ্গে কথা বলতে হবে। আমি বললাম, বলো। বাজেট জোগাড় করে দিচ্ছি। খেলা রাতে হবে, খেলাও ভালো হবে।’ রাতের প্রতিটি ম্যাচ আয়োজনে ১৩ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হবে বাফুফেকে। কদিন আগেই চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সে হিসেবে ১৭ ম্যাচের জন্য বাফুফের গুণতে হবে ২ লাখ ২১ হাজার টাকা। শুক্রবার বাফুফে নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, ম্যাচপ্রতি ১৩ হাজার টাকা খরচ করার মতো অর্থ নেই তাদের। তবে সালাহউদ্দিন বলছেন ব্যবস্থা হয়ে যাবে, ‘দেখা যাক। গত দশ বছরে কোনো কিছু আটকে ছিল না। মেয়েদের দল জাপান-সৌদি আরবসহ সব জায়গায় গেছে। অনুশীলন করেছে। যেখান থেকে হোক বাজেট জোগাড় করব আমরা।’ ফেডারেশন সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী, সূচিতে বদলে বিকেল ৫টায় একটি ও সন্ধ্যা সাড়ে ৭টায় হবে দিনের দ্বিতীয় ম্যাচটি। গতকাল দিনের প্রথম ম্যাচে আতাউর রহমান ভূঁইয়া সিএসসিকে ১-০ গোলে হারিয়ে লিগে দারুণ শুরু পেয়েছে গোলাম রব্বানী ছোটনের দল বাংলাদেশ আর্মি।
২৮ এপ্রিল, ২০২৪

ভারতের সাথে জ্যোতিদের ম্যাচের সূচি চুড়ান্ত 
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে গত মাসেই বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া নারী দল। অ্যালিসা হিলি ও এলিস পেরিরা যাওয়ার পরও শেষ হচ্ছে না বাংলাদেশ নারী দলের ব্যস্ততা। চলতি এপ্রিলেই বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মাসের শেষের দিকে বাংলাদেশে আসছে শেফালি ভর্মা ও স্মৃতি মান্দানারা। সিরিজের সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে মাঠে গড়াতে যাচ্ছে নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নিতেই বাংলাদেশ সফরে আসতে আগ্রহ প্রকাশ করে ভারত নারী দল। গণমাধ্যমকে ব্যাপারটি নিশ্চিত করেছেন নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল। বিশ্বকাপ কন্ডিশনে মানিয়ে নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলও। একই সূত্রে এবার ভারত নারী দলও আসছে। বুধবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, চলতি মাসের ২৩ তারিখ বাংলাদেশে পা রাখবে ভারতীয় নারী দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী ২৮ এপ্রিল চায়ের শহর সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তৃতীয় এবং চতুর্থ ম্যাচটি আবার অনুষ্ঠিত হবে দিনের আলোতে। এই দুটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মে। ওই ম্যাচটি আবার দিবারাত্রির। তিনটি ম্যাচ মূল ভেন্যুতে এবং দুটি আউটারে হবে। বাংলাদেশ-ভারতের সিরিজের সূচি তারিখ                   ম্যাচ               ভেন্যু                সময় ২৮ এপ্রিল   ১ম টি-টোয়েন্টি     সিলেট (মূল ভেন্যু) সন্ধ্যা ৬.৩০ ৩০ এপ্রিল   ২য় টি-টোয়েন্টি    সিলেট (মূল ভেন্যু)  সন্ধ্যা ৬.৩০ ০২ মে        ৩য় টি-টোয়েন্টি    সিলেট (আউটার)  দুপুর ২.০০ ০৬ মে        ৪র্থ টি-টোয়েন্টি    সিলেট (আউটার)  দুপুর ২.০০ ০৯ মে        ৫ম টি-টোয়েন্টি    সিলেট (মূল ভেন্যু) সন্ধ্যা ৬.৩০
০৩ এপ্রিল, ২০২৪

বায়তুল মোকাররমে ঈদের জামাতের সূচি প্রকাশ
দুনিয়াজুড়ে মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি হবে সকাল ৭টায়। সোমবার (২৫ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঈদের জামাতের সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন । ঈদের দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা, তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। অপরদিকে চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। আর সবশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। আবু বক্কর সিদ্দিক জানান, ৫টি জামাতের ইমামতি কে কে করবেন, তা ইসলামিক ফাউন্ডেশন ঠিক করবে। এ ছাড়া ৫টি জামাতের ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও ঠিক করা হবে। এর আগে, ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে ঈদ হতে পারে ১০ বা ১১ এপ্রিল।  শবে কদর, পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে অন্যান্য বছরের চেয়ে এবার ঈদে বেশ কয়েকদিন বেশি ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।
২৬ মার্চ, ২০২৪

২০ মার্চ : নামাজের সময়সূচি
ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। বুধবার, ২০ মার্চ ২০২৪ খ্রি, ৬ চৈত্র ১৪৩০ বাংলা, ৯ রমজান ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- নামাজের সময়সূচি জোহর- ১২:১১ মিনিট। আসর- ৪:২৭ মিনিট। মাগরিব- ৬:১২ মিনিট। এশা- ৭:২৫ মিনিট। আগামীকাল বৃহস্পতিবার ফজর- ৪:৫৪ মিনিট। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো- বিয়োগ করতে হবে- চট্টগ্রাম : ০৫ মিনিট। সিলেট : ০৭ মিনিট। যোগ করতে হবে- খুলনা : ০৩ মিনিট। রাজশাহী : ০৭ মিনিট। রংপুর : ০৮ মিনিট। বরিশাল : ০১ মিনিট।
২০ মার্চ, ২০২৪

১৯ মার্চ : নামাজের সময়সূচি
ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইংরেজি, ৫ চৈত্র ১৪৩০ বাংলা, ৮ রমজান ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- নামাজের সময়সূচি জোহর- ১২:১১ মিনিট। আসর- ৪:২৭ মিনিট। মাগরিব- ৬:১২ মিনিট। এশা- ৭:২৫ মিনিট। আগামীকাল মঙ্গলবার (ফজর- ৪:৫৪ মিনিট)। বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো- বিয়োগ করতে হবে- চট্টগ্রাম : ০৫ মিনিট। সিলেট : ০৬ মিনিট। যোগ করতে হবে- খুলনা : ০৩ মিনিট। রাজশাহী : ০৭ মিনিট। রংপুর : ০৮ মিনিট। বরিশাল : ০১ মিনিট।
১৯ মার্চ, ২০২৪

১৮ মার্চ : নামাজের সময়সূচি
ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। সোমবার, ১৮ মার্চ ২০২৪ ইংরেজি, ৪ চৈত্র ১৪৩০ বাংলা, ৭ রমজান ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- নামাজের সময়সূচি জোহর- ১২:১১ মিনিট। আসর- ৪:২৬ মিনিট। মাগরিব- ৬:১২ মিনিট। এশা- ৭:২৪ মিনিট। আগামীকাল মঙ্গলবার (ফজর- ৪:৫৪ মিনিট)। বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো- বিয়োগ করতে হবে- চট্টগ্রাম : ০৫ মিনিট। সিলেট : ০৬ মিনিট। যোগ করতে হবে- খুলনা : ০৩ মিনিট। রাজশাহী : ০৭ মিনিট। রংপুর : ০৮ মিনিট। বরিশাল : ০১ মিনিট।
১৮ মার্চ, ২০২৪
X