টাঙ্গাইলে ভুয়া সেনা সদস্য আটক
টাঙ্গাইলের  ভূঞাপুরে হাসান আলী (২২) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করছে থানা পুলিশ।  মঙ্গলবার (৩০ এপ্রিল)  রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী গ্রামের গোলজার হোসেনের ছেলে। ভুক্তভোগী উপজেলার বরকতপুর গ্রামের শামছুল হকের ছেলে মাহবুবুর সেখ বলেন, হাসান নিজেকে সেনাবাহিনীর এক সদস্য হিসেবে পরিচয় দেয়। সে জানায়, তার সঙ্গে বড় অফিসারের যোগাযোগ আছে। সে আমার বোন হোসনে আরা খাতুনকে সেনাবাহিনীতে চাকরি দিতে পারবে বলে দেনদরবার করতে আসে। পরে আমি সেনা বাহিনীতে চাকরিরত আমার এক আত্মীয়র মাধ্যমে জানতে পারি সে ভুয়া সেনা সদস্য। একপর্যায়ে ভূঞাপুর থানায় ফোন দিলে পুলিশ এসে তাকে আটক করে। তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, সেনাবাহিনীর ইউনিফর্ম ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ জানান, প্রতারণার মামলা দিয়ে তাকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
০১ মে, ২০২৪

বাসচাপায় সাবেক সেনা সদস্য নিহত
পরিবহন ও মোটরসাইকেল সংঘর্ষে আব্দুল গফফার নামের সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।  রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের মনিরামপুর সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফফার (৫০) মোহনপুর গ্রামের বাঁকা আলী বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আব্দুল গফফার বাড়ি থেকে মোটরসাইকেলে মনিরামপুর বাজারের উদ্দেশে রওনা হন। সকাল ৯টা ২০ মিনিটে মনিরামপুর সার্কেল অফিসের সামনে পৌঁছলে পেছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান আব্দুল গফফার। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ফরিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং কুয়াদা বাজার থেকে ঘাতক বাসটিকে আটক করে। এ সময় বাসচালক আলমগীর হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, আব্দুল গফফার সাবেক সেনা সদস্য। মরদেহ হাসপাতালে রয়েছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বাসটি থানায় আনা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত
পূর্ব ভূমধ্যসাগরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। গত শুক্রবার রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসেবে হেলিকপ্টারে জ্বালানি ভরার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রথমে এই ঘটনায় হতাহতের তথ্য না দিলেও পরে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। বিবৃতিতে হেলিকপ্টারটি কোন এলাকায় উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সহায়তায় মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমাদের সেনা সদস্যরা প্রতিদিন আমাদের দেশের জন্য তাদের জীবন ঝুঁকির মুখে রাখছেন। নিহত যোদ্ধাদের পরিবারের প্রতি সব সময় দোয়া। গত ৭ অক্টোবর হামাসের হামালার পরপর ইসরায়েলের সহায়তায় বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেছে ওয়াশিংটন। এর মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও অন্যান্য যুদ্ধজাহাজ রয়েছে। মূলত ইসরায়েল ও হামাসের যুদ্ধে যেন ইরানপন্থি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ না জড়ায়, তা নিশ্চিতে সামরিক শক্তি জোরদার করেছে পেন্টাগন।
১৩ নভেম্বর, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় জসীম উদ্দিন (২৭) নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধায় কসবা-আখাউড়া সড়কের ফুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  জানা গেছে, নিহত জসীম উদ্দিন কসবা উপজেলার আদ্রা-অনন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। আহত সুমন মিয়া উপজেলার শাহপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। সুমন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, জসীম উদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কসবা যাচ্ছিলেন। পথে কসবা-আখাউড়া রোডে ফুলতলী নামক স্থানের ভাঙা গর্ত পাস কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ পড়ে যান। ওই সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল আরোহী সুমন নিয়ন্ত্রণ হারিয়ে জসীম উদ্দিনের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই জসীম উদ্দিন মারা যায় এবং সুমন গুরুতর আহত হয়। নিহত জসীম উদ্দিনের পরিবার জানান, জসীম উদ্দিন সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি ৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। কসবা থানার ওসি (তদন্ত) আবদুল বাতেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 
২৬ সেপ্টেম্বর, ২০২৩
X