তারাগঞ্জ থানার সেই ওসির জনস্বার্থে নিয়মিত বদলি, স্ট্যান্ড রিলিজ নয়
রংপুরের তারাগঞ্জ থানায় কর্মরত ওসি মুস্তাফিজুর রহমানের বদলিজনিত বিষয়ে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে স্ট্যান্ড রিলিজের বিষয়টি সত্য নয়। এটি অপপ্রচার এবং অপসংবাদিকতার পর্যায়ে পরে বলে মন্তব্য করেছেন দায়িত্বপ্রাপ্ত থানা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।  এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, রংপুর বিভাগের ভিন্ন ভিন্ন জেলার তিনিসহ মোট চারজন পুলিশ পরিদর্শক একই আদেশে জনস্বার্থে বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যান্ড রিলিজের বিষয়ে তিনি বলেন, সাংবাদিক জাতির বিবেক। সাংবাদিক সাধারণ জনগণের চোখ, এ চোখে একজন থানা কর্মকর্তার নামে দাপ্তরিকভাবে তথ্য সঠিকভাবে উদঘাটন না করেই মিথ্যে অপপ্রচার চালানো ব্যক্তির স্বার্থচরিতার্থ ছাড়া আর কিছুই নয়। বদলির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখায়েরুল ইসলাম বলেন, ওসি মোস্তাফিজুর রহমানের বদলি জনস্বার্থে নিয়মতান্ত্রিক। যা দাপ্তরিকভাবে আদেশপ্রাপ্ত। বদলি নিয়ে যারা অপপ্রচার করছে তারা ঠিক করছে না। দাপ্তরিকভাবে জেনে বুঝে সংবাদ পরিবেশন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ২০২২ সালে তারাগঞ্জ থানায় ওসি মুস্তাফিজুর রহমান যোগদান করেন। দায়িত্ব পালনকালে আইজি পদকপ্রাপ্ত হন এবং তারাগঞ্জ থানায় যোগদান পরবর্তী তিনি চলতি বছরে রংপুর জেলায় ৬ বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। তা ছাড়া একবার রংপুর রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন। 
১৩ সেপ্টেম্বর, ২০২৩
X