সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহাকে বান্দরবানে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রাহেলা রহমত উল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রোববার (২৭ আগস্ট) তাকে সাতক্ষীরার কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়। অন্যথায় ২৭ আগস্ট অপরাহ্ণে তিনি তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে তার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করেন এক ব্যক্তি। এ কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে সংশ্লিষ্টদের মধ্যে গুঞ্জন উঠেছে।
এ বিষয়ে কথা বলতে উপপরিচালক দীপক কুমার সাহার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
মন্তব্য করুন