স্পেন ফুটবলে সংকট আসন্ন!
স্পেন ফুটবল সংস্থার কার্যক্রম মনিটরিং করার জন্য একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার, যার অর্থ স্প্যানিশ ফুটবল সংস্থার কার্যক্রমে হস্তক্ষেপ করবে সরকার। বিশ্বের কোথাও এমন ঘটলে সে দেশকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবল সংস্থা (ফিফা)। স্প্যানের ভাগ্যেও কি নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে! স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, ‘ফুটবল ফেডারেশনের চলমান সংকট ও স্পেনের স্বার্থ রক্ষায় সরকার একটি কমিটি গঠন করেছে। ফুটবল সংস্থার আগামী নির্বাচন পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে।’ কিন্তু কোনো দেশের ফুটবল ফেডারেশনের ওপর তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ ফিফার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অতীতে এমন কর্মকাণ্ডের কারণে বিভিন্ন দেশের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। স্পেনের ক্ষেত্রেও পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সম্প্রতি দেশটির ফুটবল কার্যক্রম নিয়ে ফিফা ও ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা) জানিয়েছে, স্পেন ফুটবল সংস্থার কর্মকাণ্ড মূল্যায়ন করা হচ্ছে। চুমুকাণ্ড দিয়ে স্পেন ফুটবল সংস্থায় অস্থিরতার শুরু। যে কারণে দেশটির ফুটবল সংস্থার শীর্ষ পদ হারান লুইস রুবিয়ালেস, যিনি সম্প্রতি দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন। এসব ঘটনায় দেশটির ক্রীড়া নিয়ন্তারা ফুটবল কর্মকাণ্ড দেখভালের জন্য একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে, ‘স্পেন ফুটবল সংস্থার কার্যক্রম বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সে কার্যক্রম স্বাভাবিক করতেই এ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।’ দাবি করা হচ্ছে, কমিটির মনিটরিংয়ের পরও স্পেনের ফুটবল সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারবে, যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না; কিন্তু ফিফা ও উয়েফার বিবৃতিতে স্পেন ফুটবল সংস্থার ওপর সরকারি হস্তক্ষেপের আশঙ্কা করা হচ্ছে। যার চূড়ান্ত পরিণতি হিসেবে স্পেনের ফুটবলের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।
২৭ এপ্রিল, ২০২৪

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত স্পেন
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে স্পেন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী কয়েক মাসের মধ্যে এ স্বীকৃতি মিলতে পারে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  সানচেজ বলেন, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক এই স্বীকৃতি আগামী জুলাই মাসের আগেই দেওয়া হবে। ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে অন্য দেশগুলোকে রাজি করানোর জন্য ইউরোপ সফরও শুরু করতে চলেছেন তিনি।  সংসদীয় বিতর্কের সময় সানচেজ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব স্বীকৃতি না দিলে তারা ফিলিস্তিনকে সাহায্য করতে পারে না। ইউরোপের ভূরাজনৈতিক স্বার্থেই আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।   প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সরকারের প্রস্তাব সংসদে সংখ্যাগরিষ্ঠদের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দেশটির প্রধান বিরোধী দলের এ প্রস্তাব সমর্থনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।  দেশটির পপুরার পার্টির নেতা আলবার্তো নুনেজ বুধবার বলেন, তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করেন। তবে সানচেজ যে পদ্ধতিতে এগিয়ে চলেছেন তার সঙ্গে দ্বিমতের কথা জানিয়েছেন তিনি।  স্পেন সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানালেও এর আগে আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া একই ধরনের ইচ্ছার কথা জানিয়েছে।  আনাদোলু জানিয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শুক্রবার সানচেজ নরওয়ে, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, পর্তুগাল এবং বেলজিয়ামের নেতাদের সঙ্গে আলোচনা এবং আরও দেশকে তার সঙ্গে যোগ দিতে রাজি করানোর চেষ্টায় যোগাযোগ শুরু করবেন।  এর আগে তিনি গত সপ্তাহে ফিলিস্তিন ও ইসরায়েলে টেকসই শান্তি অর্জনের উপায় নিয়ে আলোচনা করতে জর্ডান, সৌদি আরব এবং কাতারের নেতাদের সঙ্গে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফর করেছিলেন। 
১১ এপ্রিল, ২০২৪

ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের কর্মকর্তা নিহত
রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের পিঙ্ক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে ইসমাইল গিল সেরেনো (৫৮) নামে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই ভবনটিতে গত ছয়-সাত মাস ধরে স্পেনের এই নাগরিক ভাড়া ছিলেন; কিন্তু চার-পাঁচ দিন ধরে তিনি অস্বাভাবিক আচরণ করে আসছিলেন। রাস্তায় মানুষকে মারধর ও ফোন ছিনিয়ে নেওয়ার মতোও ঘটনা ঘটিয়েছেন তিনি। ওই ভবনের কেয়ারটেকার জানান, এসব ঘটনায় গত শনিবার তাকে গুলশান থানা পুলিশ নিয়ে যায়। পড়ে ছেড়ে দেয়। গতকাল দুপুরের দিকে তালা ভেঙে তিনি ছাদে যান। এরপর সেখান থেকে লাফ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্পেনের এই নাগরিক আত্মহত্যা করেছেন। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০৪ মার্চ, ২০২৪

গুলশানে ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের কর্মকর্তা নিহত
রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে ইসমাইল গিল সেরেনো (৫৮) নামে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।  রোববার (৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, রোববার বিকেলের দিকে গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  পু‌লিশ জানায়, ওই ভবন‌টি‌তে গত ছয় সাত মাস ধ‌রে তি‌নি ভাড়া ছি‌লেন। কিন্তু গত চার-পাঁচ দিন ধ‌রে তি‌নি অস্বাভা‌বিক আচরণ ক‌রে আস‌ছি‌লেন। রাস্তার মানুষকে মারধর ও ফোন ছি‌নি‌য়ে নেওয়ার ম‌তোও ঘটনা ঘ‌টি‌য়ে‌ছেন তি‌নি।  ওই ভবনের কেয়ার‌টেকার জানান, এই সব ঘটনায় শ‌নিবার তা‌কে গুলশান থানা পু‌লিশ নি‌য়ে যায় এবং ছে‌ড়ে দেয়। প‌রে রোববার দুপু‌রের দি‌কে ছাদের তালা ভে‌ঙে সেখা‌ন থে‌কে লাফ দেন তি‌নি, প‌রে ঘটনাস্থলেই তার মৃত‌্যু হয়।
০৩ মার্চ, ২০২৪

সোনাগাজীতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন স্পেন প্রবাসী যুবক
ঘোড়ায় চড়ে স্বপ্নের রাজপুত্র এসে নিয়ে যাবে রাজকন্যাকে গল্প কথায় এমন উপমা হরহামেশাই দেখা মেলে। তবে যুগের সঙ্গে পাল্লা দিয়ে একালের রাজকন্যাদের বিয়ের গল্পেরও আধুনিকায়ন হয়েছে। এখন রাজকন্যাদের স্বপ্নের রাজপুত্র আর ঘোড়ায় চড়ে নয়, আসেন হেলিকপ্টারে চড়ে। এ কালের এমনই এক রাজপুত্রের দেখা মিলল ফেনী জেলার সোনাগাজী পৌরসভার তুলাতলি গ্রামে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডের তুলাতলি গ্রামের ফসলের মাঠে এসে নামল একটি হেলিকপ্টার। চারপাশে ততক্ষণে শতশত মানুষের ভিড় জমে উঠেছে। কিছুক্ষণ পর আকাশযান থেকে নেমে এলেন বর স্পেন প্রবাসী ইসরাফুল আলম। লালগালিছা অতিক্রম করে পাশেই অপেক্ষা করা ফুল দিয়ে সাজানো বিয়ের গাড়িতে ওঠেন বর। তাতে চড়েই রাজকন্যাকে আনতে পৌর শহরের জারা কমিউনিটি সেন্টারে গেলেন স্বপ্নের রাজপুত্র।  বর-কনের পারিবারিক সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে চড়ে আসা বর উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের স্পেন প্রবাসী মো. আলমগীর হোসেন ও রোকেয়া বেগম দম্পতির একমাত্র ছেলে মো. ইসরাফুল আলম রিফাত। আর কনে হলো সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের তুলাতলি গ্রামের কুয়েত প্রবাসী মাঈন উদ্দিন মানিক ও নুর নাহার বেগম দম্পতির মেয়ে খাদিজাতুল কোবরা নিঝুম। বিয়ের এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ও গ্রামবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়াতে দুই লাখ ২ হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেন বরপক্ষ। মাঠে হেলিকপ্টারটি যতক্ষণ ছিল, ততক্ষণই চারপাশে ছিল উৎসুক জনতার উপচেপড়া ভিড়। নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সোনাগাজী মডেল থানার একদল পুলিশ সদস্য। হেলিকপ্টারে করে আসা বরকে দেখার জন্য আশপাশের অনেকেই ভিড় জমান মাঠে। ২০ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন বর-কনের। বর ও কনে পক্ষের দুই হাজার ১০০ জন অতিথির ভোজন শেষে বিকাল সাড়ে ৪টায় কনেকে নিয়ে বর ফের চড়লেন হেলিকপ্টারে। কনের বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে ছিল বরের বাড়ি। সেখানে কনেকে বরণ করে নেন শ্বশুর-শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজন। বরের ভগ্নিপতি মো. শাহাদাত হোসেন বলেন, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে পিতামাতার এক মাত্র ছেলে হিসেবে বিয়েতে হেলিকপ্টার ভাড়া করা হয়।  কনের পিতা মাঈন উদ্দিন মানিক বলেন, বরের পক্ষ থেকে আমাকে বিষয়টি জানানো হলে আমিও গ্রামবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়াতে হেলিকপ্টার ভাড়ার ব্যাপারে সম্মত হই। নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চাই।
১৫ জানুয়ারি, ২০২৪

গাজায় গণহত্যার অভিযোগ স্পেন ও বেলজিয়ামের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতায় ক্ষোভে ফুঁসছে বিশ্ব। প্রতিবাদে বিশ্বের অনেক দেশ ইসরায়েল থেকে কূটনীতিক প্রত্যাহার করতে শুরু করেছে। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। আরও অনেক দেশ সে পথেই হাঁটছে। তবে এবার পশ্চিমা দুই দেশ ইসরায়েলি বর্বরতার জোরালো প্রতিবাদ জানিয়েছে। গাজায় পরিকল্পিতভাবে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে স্পেন। দেশটি এ গণহত্যার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে। একই ধরনের আহ্বান জানিয়েছে বেলজিয়াম। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে দেশটিতে। গত বুধবার এ দাবিতে শত শত মানুষ ইসরায়েলের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেন। খবর বিবিসি, আলজাজিরার ও দ্য টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলকে অবশ্যই অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন স্পেনের সামাজিক অধিকার বিষয়কমন্ত্রী আইওন বেলারা। সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে স্প্যানিশ ওই মন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দাবি জানান। স্পেনের সামাজিক অধিকার বিষয়ক এই মন্ত্রী দেশটির কট্টর-বামপন্থি পোডেমোস পার্টিরও নেতা। আইওন বেলারা বলেন, ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করা হলেও গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের ঘটনায় ভুক্তভোগীদের বিষয়ে বিশ্ব নেতারা ‘বধিরের মতো নীরব’ রয়েছেন। ইসরায়েল রাষ্ট্রকে অবশ্যই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই পরিকল্পিত গণহত্যা বন্ধ করতে হবে। আমরা অন্যান্য সংঘাতে মানবাধিকার নিয়ে জ্ঞান দিতে পারলেও এখানে সেটি পারছি না। বরং বিশ্ব বসে বসে এই ভয়ংকর অবস্থা দেখছে? হাজার হাজার শিশুর মৃত্যু হচ্ছে, সন্তানদের হত্যার ঘটনা প্রত্যক্ষ করে গাজার মায়েরা মরিয়া হয়ে চিৎকার করছেন। গাজার এই ঘটনাবলির বিষয়ে অনেক দেশ এবং অনেক রাজনৈতিক নেতার বধিরের মতো নীরবতা লক্ষ করা যাচ্ছে, যারা সংকট সমাধানে সত্যিই কিছু করতে পারেন। আমি যা জানি সেটি নিয়েই কথা বলছি, ইউরোপীয় ইউনিয়ন মনে হচ্ছে ভন্ডামির প্রদর্শন করছে। ইউরোপীয় কমিশন যা দেখাচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, গাজায় হামলার প্রতিবাদে স্পেন ও অন্যান্য দেশের ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত। এদিকে গাজায় আগ্রাসন চালানোর কারণে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী পেট্রা ডি সাটার। একই সঙ্গে গাজার হাসপাতাল ও শরণার্থী শিবিরগুলোতে বোমাবর্ষণের ঘটনার তদন্ত করারও দাবি করেন তিনি। নিউজব্লাড সংবাদপত্রকে বেলজিয়ামের এই উপ-প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে। নির্বিচারে বোমা হামলা চালানো অমানবিক। এটা স্পষ্ট, গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক যে দাবি রয়েছে সেটির প্রতি কোনো গুরুত্ব দেয় না ইসরায়েল।’ প্রসঙ্গত, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে দেড় হাজার ইসরায়েলি। নিহতদের মধ্যে তিন শতাধিক সেনাসদস্য রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। হামাসের হামলায় আহত হয়েছেন আরও সাড়ে ৪ হাজার ইসরায়েলি। এ ছাড়া সেনা কর্মকর্তা, সৈনিকসহ কমপক্ষে আরও ২৪২ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী।
১০ নভেম্বর, ২০২৩

ইউরো বাছাই / উড়তে থাকা স্কটিশদের মাটিতে নামাল স্পেন
আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর টিকিট নিশ্চিত করার জন্য লড়ছে ইউরোপের দেশগুলো। দশ গ্রুপের প্রথম গ্রুপে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন থাকার পরেও রীতিমতো উড়ছিল পুঁচকে স্কটল্যান্ড। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ইউরোর টিকিট নিশ্চিতে দ্বারপ্রান্তে থাকা স্কটিশদের স্প্যানিশরা বুঝিয়ে দিল ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতা স্কটদের জন্য এখনো কতটা দূরে।     সেভিয়ার চেনা আঙিনায় বৃহস্পতিবার রাতে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্পেন। রাত একটায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ইউরো নেশন্স কাপ জয়ীরা। শুধু কাঙ্ক্ষিত গোলের দেখাই শুধু মিলছিল না। দ্বিতীয়ার্ধে আনন্দের উপলক্ষ এনে দিলেন স্পেন অধিনায়ক আলভারো মোরাতা। শেষ দিকে গোল মিলল আরেকটি। মোরাতা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর অভিষেকে জালের দেখা পান ওইয়ান সানসেত। বাছাইয়ে টানা পাঁচ জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ স্পেল স্কটল্যান্ড। গত মার্চে প্রথম দেখায় স্কটিশদের মাঠে ২-০ গোলে হেরেছিল স্পেন।  ৭৩তম মিনিটে দারুণ গোলে ‘ডেডলক’ ভাঙেন মোরাতা। ডান দিক থেকে হেসুস নাভাসের ক্রসে ছয় গজ বক্সে নিচু হয়ে হেডে লক্ষ্যভেদ করেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করেন সানসেত। বাঁদিকে আলগা বল পেয়ে বক্সে বাড়ান হোসেলু। দ্বিতীয়ার্ধে বদলি নামা সানচেসকে বাধা দেওয়ার চেষ্টায় স্লাইড করেন স্কটল্যান্ডের একজন। তবে বল চলে যায় জালে। এই ম্যাচে হার এড়ালেই প্রথম দল হিসেবে বাছাই পেরিয়ে আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর মূল পর্বের টিকিট পেত স্কটল্যান্ড। এই হারে অপেক্ষা বাড়ল তাদের।
১৩ অক্টোবর, ২০২৩

ইউরো বাছাই / অভিষেকেই ইয়ামালের গোলে স্পেনের বড় জয়  
মাত্র ১৬ বছর বয়সেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে লা লিগা মাতাচ্ছেন বিস্ময় বালক লামিনে ইয়ামাল। লা লিগায় তার ফুটবল প্রতিভা মুগ্ধ করেছে সবাইকে। বার্সার জার্সিতে চমৎকার শুরু সুযোগ এনে দিয়েছিল স্প্যানিশ ফুটবল দলের হয়ে খেলার। লা রোজাদের জার্সিতে নেমেই চমক দেখালেন লামিনে ইয়ামাল। স্পেনের জার্সিতে অভিষেক ম্যাচেই জোড়া রেকর্ড গড়লেন তরুণ এই ফরোয়ার্ড। ২০২৪ ইউরো বাছাইপর্বের খেলা শুরু হয়েছে ইউরোপে। শুক্রবার পঞ্চম রাউন্ডে জর্জিয়ার বিপক্ষে মাঠে নামে ২০১০ এর বিশ্ব চ্যাম্পিনয়রা। জর্জিয়ার চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে থাকা স্পেন মাঠের ফুটবলেও করেছে বাজিমাত। ম্যাচে ৭-১ গোলের বড় জয় পেয়েছে দলটি। ম্যাচে শুরু থেকেই জর্জিয়াকে চাপে রাখে স্পেন। তবে ম্যাচের প্রথম ২০ মিনিট গোলের দেখা পায়নি স্পেন। অবশেষে ম্যাচের ২২তম মিনিটে দলকে এগিয়ে নেন স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা। এরপর পাঁচ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে ০-২ ব্যবধানে পিছিয়ে পরে জর্জিয়া। আক্রমণে জর্জিয়াকে বিধ্বস্ত করতে থাকেন স্পেনের ফুটবলাররা। সাফল্যও পায়, দলীয় ৩৮তম মিনিতে তৃতীয়বারের মতো জর্জিয়ার জালে বড় জড়িয়ে উল্লাসে মাতে স্পেন। গোল করেন লাইপজিগ মিডফিল্ডার ডানি অলমো। সেখান থেকে ম্যাচের ৪০তম মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন মোরাতা। প্রথমার্ধের শেষ মুহূর্তে ইতিহাসের সাক্ষী হন ১৬ বছর বয়সী ইয়ালাম। ম্যাচের ৪৪তম মিনিটে ইনজুরির কারণে দানি ওলমো মাঠ ছাড়লে বদলি হিসেবে নামেন ইয়ামাল। আর এতেই স্পেনের জার্সি গায়ে দেওয়া সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড গড়েন ইয়ামাল। স্পেনের জার্সিতে অভিষেক ম্যাচে ইয়ামালের বয়স ১৬ বছর ৫৭ দিন। প্রথমার্ধে আর গোল না হলে ০-৪ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। বিরতির পর ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টা করে জর্জিয়া। সফলতাও পায় ম্যাচের ৪৯তম মিনিটে। কিন্তু সেটি যথেষ্ট ছিল না। ১৯ মিনিটের ব্যবধানে জর্জিয়ার জালে পঞ্চমবারের মতো বল জড়ায় স্পেন। এই গোলের মধ্য দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মোরাতা। মোরাতার হ্যাটট্রিক পূর্ণ হবার পর ৮ মিনিটের ব্যবধানে রেকর্ডবুকে নাম লেখান ইয়ামাল। ৭৪তম মিনিটে অসাধারণ এক গোল করেন ইয়ামাল। আর এতেই স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতা বনে যান তিনি। ম্যাচে সবমিলিয়ে সাতবার জর্জিয়ার জালে বড় জড়িয়েছে স্পেন। নির্ধারিত সময় শেষে ৭-১ গোলের বড় ব্যবধানে জিতে এ-গ্রুপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্পেন। অন্যদিকে ইউরো বাছাইপর্বের গ্রুপ ‘জে’ এর ম্যাচে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়েছে রোনালদোর পর্তুগাল। ম্যাচের একমাত্র গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। এই জয়ে গ্রুপে শীর্ষস্থান আরও সংহত করল রবার্তো মার্তিনেজের শিষ্যরা। ইউরো বাছাইয়ে এখন পর্যন্ত পর্তুগাল কোনো গোল খায়নি। 
০৯ সেপ্টেম্বর, ২০২৩
X