স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ
ইউরো বাছাই

অভিষেকেই ইয়ামালের গোলে স্পেনের বড় জয়  

গোল করে নিজের অভিষেক রাঙালেন ইয়ামাল। ছবি: সংগৃহীত
গোল করে নিজের অভিষেক রাঙালেন ইয়ামাল। ছবি: সংগৃহীত

মাত্র ১৬ বছর বয়সেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে লা লিগা মাতাচ্ছেন বিস্ময় বালক লামিনে ইয়ামাল। লা লিগায় তার ফুটবল প্রতিভা মুগ্ধ করেছে সবাইকে। বার্সার জার্সিতে চমৎকার শুরু সুযোগ এনে দিয়েছিল স্প্যানিশ ফুটবল দলের হয়ে খেলার।

লা রোজাদের জার্সিতে নেমেই চমক দেখালেন লামিনে ইয়ামাল। স্পেনের জার্সিতে অভিষেক ম্যাচেই জোড়া রেকর্ড গড়লেন তরুণ এই ফরোয়ার্ড।

২০২৪ ইউরো বাছাইপর্বের খেলা শুরু হয়েছে ইউরোপে। শুক্রবার পঞ্চম রাউন্ডে জর্জিয়ার বিপক্ষে মাঠে নামে ২০১০ এর বিশ্ব চ্যাম্পিনয়রা। জর্জিয়ার চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে থাকা স্পেন মাঠের ফুটবলেও করেছে বাজিমাত। ম্যাচে ৭-১ গোলের বড় জয় পেয়েছে দলটি।

ম্যাচে শুরু থেকেই জর্জিয়াকে চাপে রাখে স্পেন। তবে ম্যাচের প্রথম ২০ মিনিট গোলের দেখা পায়নি স্পেন। অবশেষে ম্যাচের ২২তম মিনিটে দলকে এগিয়ে নেন স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা। এরপর পাঁচ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে ০-২ ব্যবধানে পিছিয়ে পরে জর্জিয়া।

আক্রমণে জর্জিয়াকে বিধ্বস্ত করতে থাকেন স্পেনের ফুটবলাররা। সাফল্যও পায়, দলীয় ৩৮তম মিনিতে তৃতীয়বারের মতো জর্জিয়ার জালে বড় জড়িয়ে উল্লাসে মাতে স্পেন। গোল করেন লাইপজিগ মিডফিল্ডার ডানি অলমো। সেখান থেকে ম্যাচের ৪০তম মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন মোরাতা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ইতিহাসের সাক্ষী হন ১৬ বছর বয়সী ইয়ালাম। ম্যাচের ৪৪তম মিনিটে ইনজুরির কারণে দানি ওলমো মাঠ ছাড়লে বদলি হিসেবে নামেন ইয়ামাল। আর এতেই স্পেনের জার্সি গায়ে দেওয়া সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড গড়েন ইয়ামাল। স্পেনের জার্সিতে অভিষেক ম্যাচে ইয়ামালের বয়স ১৬ বছর ৫৭ দিন।

প্রথমার্ধে আর গোল না হলে ০-৪ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। বিরতির পর ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টা করে জর্জিয়া। সফলতাও পায় ম্যাচের ৪৯তম মিনিটে। কিন্তু সেটি যথেষ্ট ছিল না। ১৯ মিনিটের ব্যবধানে জর্জিয়ার জালে পঞ্চমবারের মতো বল জড়ায় স্পেন। এই গোলের মধ্য দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মোরাতা।

মোরাতার হ্যাটট্রিক পূর্ণ হবার পর ৮ মিনিটের ব্যবধানে রেকর্ডবুকে নাম লেখান ইয়ামাল। ৭৪তম মিনিটে অসাধারণ এক গোল করেন ইয়ামাল। আর এতেই স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতা বনে যান তিনি। ম্যাচে সবমিলিয়ে সাতবার জর্জিয়ার জালে বড় জড়িয়েছে স্পেন। নির্ধারিত সময় শেষে ৭-১ গোলের বড় ব্যবধানে জিতে এ-গ্রুপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্পেন।

অন্যদিকে ইউরো বাছাইপর্বের গ্রুপ ‘জে’ এর ম্যাচে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়েছে রোনালদোর পর্তুগাল। ম্যাচের একমাত্র গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। এই জয়ে গ্রুপে শীর্ষস্থান আরও সংহত করল রবার্তো মার্তিনেজের শিষ্যরা। ইউরো বাছাইয়ে এখন পর্যন্ত পর্তুগাল কোনো গোল খায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আজহারির উদ্বেগ

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

১০

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১১

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১২

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১৩

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৪

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৬

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৭

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৮

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৯

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

২০
X