স্বামী স্ত্রী মিলে তৈরি করছিলেন নকল চিপস, অতঃপর...
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নকল চিপস ও খাদ্যপণ্য তৈরি কারখানায় অভিযান চালিয়ে নারীসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৫ আগস্ট) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।  আটকরা হলেন- জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নাধীন পেঁচারকান্দা গ্রামের মৃত আনছার আলীর ছেলে নজরুল ইসলাম (৫২) ও তার স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩৮)।  জানা গেছে, পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘিওর উপজেলার পেঁচারকান্দা এলাকায় নকল চিপস কারখানার সন্ধান পাওয়া যায়। পরে ওই অবৈধ কারখানা থেকে বেগার, হাওয়া মেশিন, হ্যান্ড সিলিং, লেমিনেটেড রোল, চিপসের প্যাকেট, সাদা পলিপ্যাকে ভাঁজা চিপস, সাদা পলিথিনের ব্যাগে কাঁচা চিপস ও খেলনা (নন ফুড গ্রেড) জব্দ করা হয়।   ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান, অবৈধভাবে কারখানা পরিচালনার অপরাধে কারখানার যন্ত্রাংশ জব্দসহ নজরুল ইসলাম ও তার স্ত্রী আকলিমা আক্তার পাখিকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের হয়। আসামিদের কোর্টে পাঠানো হয়েছে।
২৫ আগস্ট, ২০২৩
X