মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি মো. ইলিয়াসকে ঘর থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৩ মে) ভোরে উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের এক্সটেনশনের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে এ ঘটনা ঘটে। নিহত মো. ইলিয়াস রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ‘সি’ ব্লকের আবুল কাশেমের ছেলে। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, উখিয়ার আশ্রয়শিবিরের ক্যাম্প-৪ এক্সটেনশনের ‘সি’-এর ৩ নম্বর ব্লকে থাকতেন রোহিঙ্গাদের হেড মাঝি মো. ইলিয়াস। ভোরের দিকে তার ঘরের দরজা ভেঙে অজ্ঞাতনামা ১০/১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী প্রবেশ করে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে যায়। সেখানেই ইলিয়াসকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় তারা। ওসি আরও বলেন, খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মো. ইলিয়াসের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আলম নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়। উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলম টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
১২ ঘণ্টা আগে

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা
বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে আরাকান আর্মির গুলিতে আবুল কালাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (১২ মে) সকালে ৯টায় মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (২৮) উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে। স্থানীয়রা জানান, আবুল কালামসহ স্থানীয় কয়েকজন যুবক ভোরের দিকে গরু আনতে অবৈধভাবে মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন। সকালে ফেরার পথে গুলিতে মৃত্যু হয় আবুল তার। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন ও  ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শামশুল আলম। তিনি জানান, আমার ওয়ার্ডের বামহাতির ছড়া এলাকার এক ব্যক্তিকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তার লাশ দেশে ফেরত আনার চেষ্টা চলছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও কল রিসিভ হয়নি।
১২ মে, ২০২৪

গভীর রাতে ঘুম থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
কুমিল্লা সদরে ঘর থেকে ডেকে নিয়ে জনু মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ মে) গভীর রাতে নগরীর সংরাইশ এলাকার গোমতী নদীর বাঁধে এ ঘটনা ঘটে।  কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, নগরীর সংরাইশ এলাকার বাসিন্দা জনু মিয়া রাতে বাসায় ফিরে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে কয়েকজন লোক এসে দরজার কড়া নাড়ে। এ সময় তার সঙ্গে কথা আছে বলে ঘর থেকে ডেকে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হন একজন। দীর্ঘক্ষণ জনু মিয়া ঘরে না ফেরায় পরিবারের লোকজন বের হয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় তার রক্তাক্ত মরদেহ পায়। ওসি ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে নিহত জনু মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্তসাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
১২ মে, ২০২৪

বালুতে পুঁতে শিশুকে হত্যা
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীরে বালুতে পুঁতে সাকিবুল ইসলাম নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ২৩ দিন পর পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন- মোদেরগাঁও গ্রামের আব্দুল লতিফ, তার স্ত্রী ফিরোজা খাতুন ও তার ছেলে মোশাররফ হোসেন খোকা, একই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম ও আব্দুল লতিফের ছেলে মোশাহিদ আহমেদ। শিশু সাকিবুল ইসলাম একই গ্রামের হারুন মিয়ার ছেলে। সে স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তাহিরপুর থানার ওসি মোহাম্মাদ নাজিম উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বুধবার (১৭ এপ্রিল) শিশু সাকিবুল তার মাকে স্কুলে যাবে না বলে বাড়ি থেকে বের হয়। রাত পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির করে। পরের দিন বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে জানতে পারেন যাদুকাটা নদীর তীরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে সাকিবুলকে। খবর পেয়ে শিশুর পরিবার ও পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। ওসি মোহাম্মাদ নাজিম উদ্দিন বলেন, গত ১৮ এপ্রিল শিশুটির গ্রামের পাশের জাদুকাটা নদীর তীরে বালুচাপা অবস্থায় তার লাশ পাওয়া যায়। এর দুদিন পর হারুন মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। শিশু সাকিবুলের হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১২ মে, ২০২৪

টেকনাফে রোহিঙ্গাকে গুলি করে হত্যা
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে কথা কাটাকাটির জেরে মাথায় গুলি করে মোহাম্মদ আলম (৪০) নামে এক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের ই-ব্লকের বাসিন্দা। গতকাল সকালে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বটতলীতে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় রোহিঙ্গারা জানান, গতকাল সকালে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ডি-ব্লকের বটতলী এলাকায় রোহিঙ্গা ডাকাত কামাল গ্রুপের সদস্য শফি এবং ই-ব্লকের মোহাম্মদ আলমের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ডাকাত শফি উত্তেজিত হয়ে সঙ্গে থাকা অস্ত্র দিয়ে আলমের মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মে, ২০২৪

হবিগঞ্জে ট্রিপল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় প্রধান আসামি বদরুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (১১ মে) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বা‌নিয়াচং-আজ‌মিরীগঞ্জ সা‌র্কেল) পলাশ রঞ্জন দে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তি‌নি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি অন্য আসামিদের আইনের আওতায় চেষ্টা করা হচ্ছে। রোববার (১২ মে) গ্রেপ্তার বদরুলের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। এর আগে বৃহস্পতিবার (৯ মে) বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে স্ট্যান্ডের ত্বত্তাবধায়ক বদরুল আলমের সঙ্গে কথাকাটাকাটি হয় অটোরিকশাচালক কাদির মিয়ার। এ কথাকাটাকাটির খবর আগুয়া গ্রামে পৌঁছালে ব‌দরুলের প‌ক্ষের আত্মীয়স্বজনরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা, বল্লম ও ইটপাটকেল ব্যবহার করে। একপর্যায়ে বদরুলের পক্ষের লোকজনের বল্লমের আঘাতে অটোরিকশাচালক কাদির মিয়া, তার আত্মীয় সিরাজ মিয়া ও লিলু মিয়া নিহত হন।
১১ মে, ২০২৪

জামাতাকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে রবিউল ইসলাম (২৮) নামে এক জামাতাকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী ও শ্বশুরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান। নিহত রবিউল ইসলাম টঙ্গী পূর্ব থানাধীন ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদনগর এলাকার তুহিন তালুকদারের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুরের শ্রীবর্দী থানার বালুঘাট গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে ও নিহত রবিউলের শ্বশুর মো. আবুল কালাম আজাদ (৪৫), তার ছেলে হুমায়ুন কবির (১৯), নিহতের স্ত্রী মোসা. কারিমা (২২) ও শরীয়তপুরের নড়ীয়া থানার আইটপাড়া গ্রামের মো. বাবুলের ছেলে মো. লিটন (৪৬)। তারা সবাই পূবাইল থানার সাতানিপাড়া এলাকায় বসবাস করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে পূবাইলের সাতানিপাড়া এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে কারিমাকে বিয়ে করেন রবিউল ইসলাম। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে ঝগড়া হতো। গত ৫ মে রোববার রাতে টঙ্গী থেকে এসে রবিউল তার শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন। এ সময় স্ত্রীর সঙ্গে আবারও ঝগড়া হয় রবিউলের। পরে শ্বশুরবাড়ির লোকজন রবিউলকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে নির্যাতন করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা রবিউলকে বৃহস্পতিবার টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে শুক্রবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিউল ইসলাম মারা যান। পূবাইল থানার ওসি কামরুজ্জামান জানান, মৃত  রবিউলের বাবা ৪ জনকে অভিযুক্ত করে ও অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। শনিবার সকালে নিহত রবিউলের স্ত্রী, শ্বশুর, শ্যালক ও প্রতিবেশী লিটনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের ধরতে পুলিশ কাজ করছে। পরে নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১১ মে, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আলম নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলম টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি। টেকনাফ থানার ওসি বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ আলম নামে এক রোহিঙ্গা যুববকে মাথায় গুলি করে হত্যা করেছে শফি গ্রুপের সদস্যরা। সকালে আলম ঘরে ফেরার পথে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১১ মে, ২০২৪

কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে গুলি করে হত্যা মার্কিন পুলিশের
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ অ্যাপার্টমেন্টে গুলি করে বিমানবাহিনীর এক কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে হত্যা করেছে পুলিশ। নিহতের নাম রজার ফোর্টসন। তিনি ফ্লোরিডার হার্লবার্ট ফিল্ডের স্পেশল অপারেশন্স উইংয়ের সিনিয়র এয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। ২৩ বছর বয়সী ফোর্টসনকে গুলির পর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। হার্লবার্ট ফিল্ড বিমানঘাঁটি থেকে ৮ কিলোমিটার দূরের ওই অ্যাপার্টমেন্টে থাকতেন ফোর্টসন। ২০১৯ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে যোগ দেন তিনি। গত বৃহস্পতিবার ফ্লোরিডা পুলিশ একটি বডি ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশ করে। যেখানে দেখা যায়, ফোর্টসনকে তারই বাড়িতে গুলি করছেন একজন ডেপুটি শেরিফ। বিবিসি জানায়, গত ৩ মে গুলির ওই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে প্রায় পুলিশের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের নির্যাতন ও গুলি করে হত্যার অভিযোগ ওঠে। গত মাসের শেষ দিকে দেশটির কন্টন পুলিশের নির্যাতনে ৫৩ বছর বয়সী ফ্র্যাঙ্ক টাইসন মারা যান। ২০২০ সালে দেশটিতে পুলিশের অত্যাচারে মারা যান জর্জ ফ্লয়েড। ওই হত্যার প্রতিবাদে সারা দেশে সেসময় বিক্ষোভ-প্রতিবাদ হয়েছিল। ফোর্টসনের পরিবারের আইনজীবী এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বৃহস্পতিবার বলেছেন, পুলিশ ভুল বাড়িতে অভিযান চালিয়েছিল। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, তাদের ডেপুটি শেরিফ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। ফোর্টসনের কাছে একটি বন্দুক ছিল এবং পুলিশ দেখে তিনি সেটি বের করেছিলেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পুলিশ অপরিচিত একটি নম্বর থেকে বারবার ফোন পেয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওই অ্যাপার্টমেন্টে যায়। তবে ভুলে তারা ওই কৃষ্ণাঙ্গ কর্মকর্তার ইউনিটে ঢুকে পড়েন আর তার হাতে বন্দুক দেখে গুলি করেন। যে ডেপুটি শেরিফ তাকে গুলি করেছেন তার নাম প্রকাশ করা হয়নি। ওই ঘটনার পর থেকে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে। ওকালুসা কাউন্টি শেরিফ এরিক অ্যাডেন বলেন, ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্ট এবং স্টেট অ্যাটর্নির কার্যালয় থেকে ঘটনাটি তদন্ত করছে। চার মিনিটের ওই ভিডিওতে ওই ডেপুটি শেরিফকে ফোর্টসনের অ্যাপার্টমেন্টের সদর দরজা সামনে দেখা যায়। তিনি দরজায় নক করেন এবং দুইবার চিৎকার করে বলেন, তিনি শেরিফের অফিস থেকে এসেছেন। তারপর ফোর্টসনকে দরজা খুলতে দেখা যায়। তার ডান হাতে একটি বন্দুক তাক করা। সেটা দেখে সঙ্গে সঙ্গে ডেপুটি শেরিফ কয়েক রাউন্ড গুলি ছোড়েন এবং বন্দুক ফেলে দিতে বলতেন। মেঝেতে পড়ে যাওয়ার সময় ফোর্টসনকে বলতে শোনা যায়, ‘এটা ওখানে। এটা আমার কাছে নেই।’ পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
১১ মে, ২০২৪

আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলার আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তের গুলিতে আহত হন তিনি। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে লোহাগড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সমির সিকদারের বাড়ির সামনে থেকে সিকদার মোস্তফা কামালকে একদল দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এ সময় উপস্থিত জনগণ আহত সিকদার মোস্তফা কামালকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। লোহাগড়া থেকে ঢাকা যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নড়াইল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই এলাকায় পুলিশের একাধিক টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে।  তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত জানতে পেরেছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০ মে, ২০২৪
X