কুমিল্লা সদরে ঘর থেকে ডেকে নিয়ে জনু মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ মে) গভীর রাতে নগরীর সংরাইশ এলাকার গোমতী নদীর বাঁধে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নগরীর সংরাইশ এলাকার বাসিন্দা জনু মিয়া রাতে বাসায় ফিরে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে কয়েকজন লোক এসে দরজার কড়া নাড়ে। এ সময় তার সঙ্গে কথা আছে বলে ঘর থেকে ডেকে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হন একজন। দীর্ঘক্ষণ জনু মিয়া ঘরে না ফেরায় পরিবারের লোকজন বের হয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় তার রক্তাক্ত মরদেহ পায়।
ওসি ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে নিহত জনু মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্তসাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন