এসএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।  রোববার (১২ মে) সকাল ১০টার পর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।  কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। বেলা ১১টার পর থেকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।  গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে সারা দেশের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। ফলাফল দেখবেন যেভাবে- ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাসার স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানানো হয়েছে। এসএমএসের মাধ্যমে ফল জানার জন্য, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) অ্যান্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
১২ মে, ২০২৪

২৮৮ সেনা-বিজিপি সদস্যদের মিয়ানমারে হস্তান্তর
বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের মিয়ানমারে হস্তান্তর করা হয়েছে। দেশটিতে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের সময় তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে কক্সবাজারে বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয়। এ বিষয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বিজিপি সদস্য, চার সেনা সদস্য, ইমিগ্রেশন সদস্যসহ মোট ২৮৮ জনকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, আজ ভোরে বিজিপি সদস্যদের হস্তান্তর উপলক্ষে কক্সবাজারে বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে কোস্টগার্ডদের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চিন ডুইনের উদ্দেশে কক্সবাজারে বিআইডব্লিউটিএর ঘাট ত্যাগ করে। এর আগে জাহাজে করে আগত মিয়ানমারের প্রতিনিধিরা ১১ বিজিবির নাইক্ষ্যংছড়ি ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপি ও অন্যান্য সদস্যদের দ্রুত শনাক্তকরণ ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করে। সেখানে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে জাহাজে করে আগত বিজিপি সদস্যদের কাছে আশ্রয়প্রাপ্তদের হস্তান্তর করা হয়।
২৫ এপ্রিল, ২০২৪

গবেষকদের সঙ্গে এআইইউবি’র চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ‘অফিস অব রিসার্চ’ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের গবেষকদের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গবেষকদের হাতে চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর, ডিন, ডিরেক্টর, রিসার্চ অফিসের ইনচার্জ ও ফ্যাকাল্টি রিসার্চ কমিটির প্রতিনিধিরা। অনুষ্ঠানে ড. লামাগনা গবেষকদের জন্য তার মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন অনুষদের ডিনরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এআইইউবি-এর চারটি অনুষদ থেকে সাতটি প্রকল্পে মোট ১৫ জন গবেষক ও সহ-গবেষককে গবেষণার জন্য অনুদান প্রদান করা হয়। এআইইউবির গবেষকরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বিশেষ করে এসডিজি ৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি ৪ (গুণমান শিক্ষা), এসডিজি ৯ (শিল্প, উদ্ভাবন, এবং অবকাঠামো) ও এসডিজি ১৭ (লক্ষ্যের জন্য অংশীদারিত্ব) এর ওপর গবেষণাকে গুরুত্ব প্রদান করেন।
২৩ এপ্রিল, ২০২৪

সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কানাইপুর হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের দ্বীপনগর এলাকায় লাশ হস্তান্তর করা হয়। দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪ সদস্যরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের বাসিন্দা তারা মোল্লার ছেলে মিলন মোল্লা (৩৫), তার স্ত্রী সুমী বেগম (২৩), দুই ছেলে রুহান মোল্লা (৬) ও আবু স্নান মোল্লা (৩)। এ ছাড়া মিলন মোল্লার মা হুবাইয়া বেগম হুরি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একই গ্রামের মর্জিনা বেগম (৭০) এবং একই উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়ন রূপপাতের কুমরুল গ্রামের ইকবাল হোসেনকে (২৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে একই দুর্ঘটনায় পার্শ্ববর্তী উপজেলা আলফাডাঙ্গার এক পরিবারের মা মেয়ে ও নাতিসহ তিনজন মারা গেছে। নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের জাহানারা বেগম (৫৫), সনিয়া বেগম (৩২), নাতি নূরানি (১)।  নিহত অন্যরা হলেন আলফাডাঙ্গা পৌরসভার হিদাডাঙ্গা গ্রামের মনিরা বেগম (৪৮), শুকুরণ বেগম (৮০), কোহিনূর বেগম (৬০)। পিকআপভ্যানচালক কুসুমদি গ্রামের নজরুল মোল্যা (৩০), সদর ইউনিয়নের তবিবুর খান (৬০)।  নিহতদের প্রত্যেকের বাড়ি ভিন্ন উপজেলায় হলেও সবাই পাশাপাশি গ্রামের বাসিন্দা। তারা সবাই জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারি বরাদ্দের ত্রাণের টিন আনতে ফরিদপুর যাচ্ছিলেন। মিলন ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষের আগে তিনি মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পিকআপে করে ফরিদপুর থেকে ত্রাণের টিন আনতে ফরিদপুর যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় পুরো পরিবার একসঙ্গে নিঃশেষ হয়ে গেলেন। করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী কালবেলাকে জানান, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে ১৪টি লাশ হস্তান্তর করা হয়েছে। দুপুর দেড়টার দিকে অ্যাম্বুলেন্সে একে একে লাশ এসে পৌঁছায়। এরপর স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। তবে এর আগে লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়।
১৬ এপ্রিল, ২০২৪

খালেদা জিয়ার কাছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ হস্তান্তর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে গুলশানের বাসভবনে গিয়ে বাংলায় ভাষান্তর করা বইটির একটি কপি তার কাছে হস্তান্তর করেন সংশ্লিষ্টরা। প্রয়াত সাংবাদিক মাহফুজউল্লাহর ইংরেজিতে লেখা বইটি বাংলায় ভাষান্তর করেছেন শাহরিয়ার সুলতান। বইটি হস্তান্তরের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, দিনারজাদী বেগম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আফরোজা খানম রিতা, গ্রন্থটির ভাষান্তরকারী শাহরিয়ার সুলতান ও প্রকাশক জহির দীপ্তি উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
০৭ এপ্রিল, ২০২৪

জমি-ফ্ল্যাট হস্তান্তর ফি বাড়ছে
সম্পত্তি বিক্রির ক্ষেত্রে হস্তান্তরের সেবা ফি বাড়ানো হচ্ছে। স্থানভেদে ৬৩ থেকে ২০০ শতাংশ পর্যন্ত বাড়ছে এ ফি। এরই মধ্যে ফি বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচনের ঠিক এক মাস আগে জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশনে উৎসে কর কমানো হয়েছিল। কর কমানোর তিন মাসের ব্যবধানে জমি বা ফ্ল্যাট হস্তান্তর ফি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলো। পাশাপাশি প্রথমবারের মতো দেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ফিও নির্ধারণ করা হবে। আগে দেশে এ-সংক্রান্ত কোনো ফি ছিল না। সরকারের নন ট্যাক্স রেভিনিউ (এনটিআর) বৃদ্ধিসহ অর্থ সংকট কমানোর জন্য জমি এবং প্লট, ফ্লোর স্পেসে কর বাড়ানোর পরিকল্পনা করছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি প্রস্তাব মতামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এসব তথ্য জানান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উন্নয়ন অধিশাখা-৭ থেকে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে, ঢাকা শহরের ধানমন্ডি আবাসিক এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, শেরবাংলা নগর, আগারগাঁও প্রশাসনিক এলাকা, খিলগাঁও, রাজারবাগ, বাসাবো, ওহাব কলোনি পুনর্বাসন এলাকা, মতিঝিল বাণিজ্যিক এলাকা, হাজারীবাগ শিল্প এলাকা, নবাবপুর বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম শহরের আবাসিক বা বাণিজ্যিক বা শিল্প এলাকা, কক্সবাজার শহরের সমুদ্রসৈকত আবাসিক এলাকার জমি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে লিজ দেওয়া হয়েছে। লিজ দলিলের শর্ত অনুসারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ওই আবাসিক বা শিল্প বা প্রশাসনিক এলাকার প্লট, উপ-প্লট, খণ্ড, জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টস, ফ্লোর স্পেস, দোকান প্রভৃতির হস্তান্তর অনুমতি, নামজারির অনুমতি, আবাসিক, শিল্প প্লট বাণিজ্যিক হিসেবে ব্যবহারের সেবা প্রদান ফি আদায় সাপেক্ষে অনুমতি দিয়ে থাকে। এতে বলা হয়েছে, ২০১৬ সালের ১২ জুলাই সেবা প্রদান ফি এনটিআর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এই ফি পুনর্নির্ধারণের জন্য মন্ত্রণালয় থেকে গত বছরের ৮ অক্টোবর একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় গত বছরের ২০ ডিসেম্বর এবং দ্বিতীয় বৈঠক হয়েছে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি। এই দুই সভায় বিগত বছরের মূল্যস্ফীতি, জমি, ফ্ল্যাটের বাজার দর এবং সরকারের বাজেট ব্যবস্থাপনা বিবেচনা করে কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে হস্তান্তর অনুমতি, নামজারির অনুমতি, বাণিজ্যিক ব্যবহারের অনুমতি ফি এনটিআর পুনর্নির্ধারণে সুপারিশ করে, যা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অনুমোদন দিয়েছেন। প্রস্তাব অনুসারে, ধানমন্ডি এলাকার প্লট বা জমির বাণিজ্যিক ফি ধরা হয়েছে ৫ লাখ টাকা। আর ধানমন্ডির আবাসিক এলাকায় বর্তমান ফি থেকে ১ লাখ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা, শতকরা হারে বেড়েছে প্রায় ৬৩ শতাংশ। ধানমন্ডি এলাকার ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট-ফ্লোর স্পেস-দোকান প্রতি বর্গফুট ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ২৬০ টাকা। ওই এলাকার বাণিজ্যিক হার নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা, যা আগে ছিল ৪০০ টাকা, অর্থাৎ ১৫০ শতাংশ বাড়ানো হয়েছে। এ ছাড়া তেজগাঁও শিল্প এলাকার শিল্প প্লট বা জমির ফি ধরা হয়েছে ৩ লাখ টাকা। আর বাণিজ্যিক প্লটের ক্ষেত্রে বর্তমান ফি থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে, যা বেড়েছে প্রায় ১০০ শতাংশ। অন্যদিকে বাণিজ্যিক প্লট ফি ৫ লাখ টাকা করা হয়েছে। তেজগাঁও এলাকার ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট-ফ্লোর স্পেস-দোকান প্রতি বর্গফুট ৪০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ হাজার টাকা। শতকরা হারে বেড়েছে ১৫০ শতাংশ। শিল্প প্লটের ফি হবে ৮০০ টাকা। প্রস্তাবে আরও বলা হয়েছে, খিলগাঁও পুনর্বাসন এলাকায় (১০০ ফুট রাস্তার পাশে) প্লট বা জমির আবাসিক ফি হবে ১ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ ওই এলাকায় বর্তমান ফি থেকে ৮৭ দশমিক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। সেখানকার বর্তমান ফি ৮০ হাজার টাকা। বাণিজ্যিক এলাকার ফি ধরা হয়েছে ২ লাখ টাকা। একই এলাকার ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট-ফ্লোর স্পেস-দোকানে প্রতি বর্গফুটের ফি ধরা হয়েছে ২০০ টাকা। বাণিজ্যিক হার করা হয়েছে ৫০০ টাকা। এদিকে মতিঝিল বাণিজ্যিক এলাকায় প্লট বা জমির বাণিজ্যিক ফি ধরা হয়েছে ২০ লাখ টাকা। এ এলাকায় বর্তমান ফি থেকে ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। বর্তমানে ফি ১০ লাখ টাকা। একই এলাকার ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট-ফ্লোর স্পেস-দোকানে প্রতি বর্গফুটের ফি হবে ১২০০ টাকা। আগে এই হার ছিল ৪০০ টাকা। শতকরা হারে মতিঝিল এলাকার ফি বেড়েছে ২০০ শতাংশ। রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রামের আবাসিক এলাকার প্লট বা জমির আবাসিক ফি ধরা হয়েছে ২ লাখ টাকা। বর্তমান ফি ১ লাখ টাকা। অর্থাৎ ফি বেড়েছে ১০০ শতাংশ। এ ছাড়া বাণিজ্যিক এলাকার ফি ধরা হয়েছে ৬ লাখ টাকা। একই এলাকার ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট-ফ্লোর স্পেস-দোকানের প্রতি বর্গফুটে ফি হবে ২০০ টাকা। কক্সবাজার আবাসিক এলাকায় প্লট বা জমির ফি ১৫০ শতাংশ বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। বাণিজ্যিক এলাকার ফি ধরা হয়েছে ২ লাখ টাকা। একই এলাকার ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট-ফ্লোর স্পেস বা দোকানের প্রতি বর্গফুটের ফি হবে ৪০০ টাকা। এদিকে গত বছরের ডিসেম্বরে গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম জেলার যেসব এলাকায় সরকারি বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, সেসব এলাকার জন্য জমির নিবন্ধনে উৎসে কর কাঠাপ্রতি ৩০ হাজার টাকা কমায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঢাকার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার সব মৌজায় কাঠাপ্রতি সর্বোচ্চ উৎসে কর এখন ৫০ হাজারের পরিবর্তে হবে ২০ হাজার টাকা। চট্টগ্রামের খুলশী, পাঁচলাইশ, পাহাড়তলী, হালিশহর ও কোতোয়ালি মৌজায় একই শ্রেণির জমির জন্য সর্বোচ্চ উৎসে কর প্রতি কাঠায় ৫০ হাজার টাকায় নেমে এসেছে।
৩১ মার্চ, ২০২৪

জেসিআই ঢাকা ওয়েস্টের চেইন হস্তান্তর ও জিএমএম অনুষ্ঠিত
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের নতুন কমিটির প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে চেইন হস্তান্তর করা হয়েছে। ২০২৪ সালের নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিনের কাছে চেইন হস্তান্তর করেন ২০২৩ সালের লোকাল প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমান। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বারিধারার এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ ২০২৪ ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, ন্যাশনাল ট্রেনিং কমিশনার মুহাম্মাদ আলতামিশ নাবিল এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও জেসিআই ঢাকা ওয়েস্টের মেন্টর এম আসিফ রহমানসহ জাতীয় কমিটির সদস্যরা। চেইন হস্তান্তরের আগে সাধারণ সদস্যদের উপস্থিতিতে জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৪ সালের প্রথম জেনারেল মেম্বারস মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বেশকিছু প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির প্রতি জোর দিয়ে জেসিআই বাংলাদেশ ২০২৪ ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির বলেন, চলতি বছর আমরা দারুণ কিছু উদ্যোগ নিয়েছি, যা তরুণদের উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমার প্রত্যাশা থাকবে প্রতিটি কাজে জেসিআই ঢাকা ওয়েস্টের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। ২০২৪ সালের নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিন বলেন, ‘এ বছর আমরা তরুণদের তথ্য ও প্রযুক্তিনির্ভর জ্ঞানে সমৃদ্ধ করে উদ্যোক্তা তৈরিতে কাজ করছি। এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।’ এই আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল বোর্ড মেম্বারসহ চ্যাপ্টারটির অর্ধশতাধিক সদস্য। উল্লেখ্য, জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক সংগঠন, যারা সমাজে সক্রিয় থেকে সমাজকে মানসম্মত করতে ও বদলে দিতে বিশেষ ভূমিকা রাখছে। জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞান ও বুদ্ধি বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে, যার মাধ্যমে সমাজের সঠিক নাগরিক হিসেবে তরুণ সমাজ তার দায়িত্ব পালন করতে পারে।
২৭ মার্চ, ২০২৪

পুকুরপাড়ে পড়ে ছিল অসুস্থ ঈগল, বন বিভাগে হস্তান্তর
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি অসুস্থ ঈগল পাখি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলার জোরারগঞ্জ মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদ্রাসা থেকে পাখিটি উদ্ধার করা হয়। মাদ্রাসা শিক্ষক নাছির উদ্দিন জানান, মাদ্রাসার পুকুর পাড়ের জঙ্গলে কয়েকদিন যাবত অসুস্থ হয়ে ঈগল পাখিটি পড়ে ছিল। বুধবার মাদ্রাসার এক ছাত্র পাখিটি ধরে শিক্ষকদের জানালে পাখিটাকে নিরাপদ স্থানে রেখে মিরসরাই রেঞ্জ কর্মকর্তাকে জানানো হয়। পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তারা এসে পাখিটা উদ্ধার করে নিয়ে যায়। মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ বলেন, জোরারগঞ্জ মৌলভী নজির আহমদ মাদ্রাসায় অসুস্থ একটি ঈগল পাখি উদ্ধারের খবর পেয়ে উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে, পাখিটা সুস্থ হলে মহামায়া ইকো পার্কের বনে ছেড়ে দেওয়া হয়েছে।
২০ মার্চ, ২০২৪

বেইলি রোড ট্র্যাজেডি / অভিশ্রুতির লাশ হস্তান্তর ডিএনএ পরীক্ষার পর
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের লাশ পরিচয়-সংক্রান্ত ধোঁয়াশার কারণে গতকাল শনিবার পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, ডিএনএ পরীক্ষার পর তার লাশ হস্তান্তর করা হবে। দ্য রিপোর্ট ডট লাইভ ছেড়ে সম্প্রতি কেস্টারটেক নামে একটি অনলাইন মাল্টিমিডিয়া কোম্পানিতে যোগ দেওয়া তুষার হাওলাদারের সঙ্গে গত বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের কাচ্চি ভাই রেস্টুরেন্টে গিয়েছিলেন অভিশ্রুতি। ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে মোট ৪৬ জনের। অভিশ্রুতি আর তুষারও রয়েছেন তাদের মধ্যে। তবে এ নারীর পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় তার লাশ হস্তান্তর নিয়ে জটিলতা দেখা দেয়। তার মৃত্যুর খবর পেয়ে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে আসা সাবরুল আলম সবুজ দাবি করেন, তার মেয়ের নাম বৃষ্টি খাতুন। ওই সাংবাদিককে অভিশ্রুতি শাস্ত্রী নামে চিনতেন তার সহকর্মীরা; ফেসবুকেও তার ওই নাম পাওয়া যায়। মন্দিরে গিয়ে নিয়মিত পূজা-অর্চনাও করতেন তিনি। লাশ গ্রহণ করতে এসে সাবরুল আলম বলেন, অভিশ্রুতি আমার মেয়ে। ওর ডাক নাম বৃষ্টি খাতুন। গ্রামে নাম বৃষ্টি, স্কুলে নাম বৃষ্টি, কুষ্টিয়া গভর্নমেন্ট মহিলা কলেজে যখন পড়েছে, তখনো বৃষ্টি, ঢাকাতে যখন ভর্তি হয়েছে ইডেন কলেজে, তখনো বৃষ্টি, দর্শনে পড়াশোনা করে রোল নম্বর ২৭৬, তখনো বৃষ্টি। অভিশ্রুতি বা বৃষ্টির জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, ইডেন কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার প্রবেশপত্র এবং চাকরির জন্মবৃত্তান্তে বাবা-মায়ের নামে বিভিন্ন রকম তথ্য পাওয়া গেছে। তবে, স্থায়ী ঠিকানা সব জায়গায় একই। ২০২১ সালের ৬ জুলাই ইস্যু করা জাতীয় পরিচয়পত্রে নাম বৃষ্টি খাতুন হিসেবেই রয়েছে। সেখানে পিতার নাম সবুজ শেখ এবং মাতার নাম বিউটি বেগম। কলেজের প্রবেশপত্রেও তার একই রকম তথ্য আছে। সাবরুল আলম সবুজ যে এনআইডি কার্ড দেখিয়েছিলেন, তাতে বৃষ্টি খাতুন নাম দেখে গত শুক্রবার প্রতারক ভেবে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পরিচয় নিশ্চিত না হওয়ায় শনিবারও মেয়ের লাশ বুঝে পাননি সাবরুল আলম সবুজ। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, অভিশ্রুতির পরিচয়-সংক্রান্ত জটিলতার কারণে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে ডিএনএ করার আগে লাশ হস্তান্তর করবে না। তার লাশ আমাদের ইনস্টিটিউট মর্গের ডিপ ফ্রিজারে রয়েছে। এদিকে গতকাল অভিশ্রুতি ওরফে বৃষ্টির বাড়িতে গিয়ে তার মা, বোন, প্রতিবেশীর সঙ্গে কথা বলেছেন কালবেলার কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস। সে সময় এ প্রতিবেদককে বৃষ্টির (অভিশ্রুতি) মা বিউটি পারভীন বলেন, বৃষ্টি আমার মেয়ে। সে অন্য কারও মেয়ে হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন মা। আমি তার কাছে আমার মেয়েকে ফেরত চাওয়ার আকুতি জানাচ্ছি। দয়া করে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। বিষয়টি নিয়ে বোন বর্ষা, ঝর্ণা ও প্রতিবেশীরাও দাবি করেন, অভিশ্রুতিই তাদের বৃষ্টি। বৃষ্টি প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন বনগ্রাম ব্র্যাক স্কুলে। ২০০৯ সালে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হন। এমনটিই জানান শিক্ষক মিলিয়া পারভীন। কথা হয় বেদবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সঙ্গে। তিনি জানান, রাজধানী ঢাকায় বেইলি রোডে একটি ভবনে যে আগুনের ঘটনা ঘটেছে, সেখানে মারা গেছেন আমাদের মেয়ে বৃষ্টি। চেয়ারম্যান শফিকুল ইসলাম আরও জানান, মাস তিনেক আগেও বৃষ্টির সঙ্গে ঢাকার ফার্মগেট এলাকায় তার দেখা হয়। আমি তার সঙ্গে ছবিও তুলি। যে ছবি আমার কাছে রয়েছে।
০৩ মার্চ, ২০২৪

বেইলি রোডে আগুন, মরদেহ হস্তান্তর শুরু
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। শুক্রবার (১ মার্চ) ভোর ৫টা ৪১ মিনিটে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ২টার পর থেকে মরদেহ হস্তান্তরের জন্য স্বজনদের তথ্য চায় ঢাকা জেলা প্রশাসন। তথ্য সংগ্রহ করে মরদেহ শনাক্তের পর হস্তান্তর শুরু হয়। মরদেহ হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন জেলা প্রশাসন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর তথ্য রয়েছে ঢাকা জেলা প্রশাসনের কাছে। পুলিশ রাতেই ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে কলাবাগান থানার উপপরিদর্শক (এএসআই) গোলাম হোসেন গণমাধ্যমকে জানান, স্বজনরা যাদের শনাক্ত করতে পেরেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনটি সাততলা। ওপরের তলাগুলোতেও রেস্তোরাঁ এবং তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন ওপরের দিকে উঠে যায়। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনে আগুনের ঘটনায় অন্তত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন ৪৩ জনের মৃত্যুর তথ্য জানান। আর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, এই অগ্নিকাণ্ডে রাজারবাগ পুলিশ হাসপাতালে আরও একজন মারা গেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি সংবাদ পেয়ে আমি দ্রুত চলে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে দ্রুত আসতে বললেন। এখানে এসে যা দেখলাম তা ভয়াবহ অবস্থা। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপর দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন মারা গেছে।’ মন্ত্রী আরও বলেন, যারা এখন পর্যন্ত বেঁচে আছেন। তাদের বেশির ভাগের শ্বাসনালি পুড়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। যারা বেঁচে আছে তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইউনিটে ভর্তি আছেন। বাইরে কেউ আছে কি না এখনো তথ্য পাওয়া যায়নি। ঢামেক ১৪ জন ও বার্নে আহতের সংখ্যা ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবাইকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো হয় ৪২ জনকে। তাদের মধ্যে চার শিশু ও ২১ নারী ছিলেন। বাকিরা পুরুষ। এ ছাড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।
০১ মার্চ, ২০২৪
X