চট্টগ্রামের মিরসরাইয়ে একটি অসুস্থ ঈগল পাখি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলার জোরারগঞ্জ মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদ্রাসা থেকে পাখিটি উদ্ধার করা হয়।
মাদ্রাসা শিক্ষক নাছির উদ্দিন জানান, মাদ্রাসার পুকুর পাড়ের জঙ্গলে কয়েকদিন যাবত অসুস্থ হয়ে ঈগল পাখিটি পড়ে ছিল। বুধবার মাদ্রাসার এক ছাত্র পাখিটি ধরে শিক্ষকদের জানালে পাখিটাকে নিরাপদ স্থানে রেখে মিরসরাই রেঞ্জ কর্মকর্তাকে জানানো হয়। পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তারা এসে পাখিটা উদ্ধার করে নিয়ে যায়।
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ বলেন, জোরারগঞ্জ মৌলভী নজির আহমদ মাদ্রাসায় অসুস্থ একটি ঈগল পাখি উদ্ধারের খবর পেয়ে উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে, পাখিটা সুস্থ হলে মহামায়া ইকো পার্কের বনে ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন