এ এইচ মুরাদ
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

‘বন্দি’ হলেন অহনা!

‘বন্দি’ হলেন অহনা!
‘বন্দি’ হলেন অহনা!

রাত তখন ১০টা। কালো শাড়ি পরে সোফায় বসা জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। চোখের জল গড়িয়ে পড়ছে তার। কারণ যৌনকর্মীর জীবন থেকে বেরিয়ে এলেও বন্দি তিনি। ভালোবাসার মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছেন। অবিশ্বাসের দোলাচলে দানা বেঁধেছে সন্দেহের পাহাড়। রাতের রানিদের জীবনে সুখ স্থায়ী হয় না। ভালোবাসার মানুষ খুঁজে পেলেও অন্ধকার অতীত তাকে বারবার পেছনে টেনে নিয়ে যায়। এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন নাটক ইন্ডাস্ট্রির লেডি সুপারস্টারখ্যাত অহনা রহমান। বৃহস্পতিবার রাতে উত্তরার একটি শুটিং বাড়িতে এমন একটি দৃশ্যধারণের চিত্র ধরা পড়ল। পরিচালক কাট বলার পরেও অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। এতটাই চরিত্রের মধ্যে নিজেকে নিয়েছেন তিনি। আর এই দৃশ্যটি ‘বন্দি’ নাটকের। যেখানে অহনার বিপরীতে রয়েছেন আবু হুয়ায়রা তানভীর।

নাটকটি নিয়ে অহনা রহমান বলেন, আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই। যেন কিছু মানুষ হলেও যুক্ত থাকতে পারে। মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ঠিক তেমনি একটি গল্প বন্দি। গল্পটি একদমই ভিন্ন ঘরানার। এটাকে লাভ স্টোরি, সেড স্টোরি, একই সঙ্গে অতিরিক্ত সন্দেহ একজন মানুষের জীবনে কতটা কাল নেমে আসতে পারে তুলে ধরা হয়েছে। একজন মানুষ যখন কারও কাছে আশ্রয়ের জন্য যায়। আর সেই আশ্রয়ের জায়গাটা দুর্বল হয়ে পড়ে। সেই মেয়েটির কতটা খারাপ লাগে। পরিণতিতে একজন মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়ায়। সেটি দর্শকরা দেখতে পারেন। একটি সামাজিক বার্তা পাবেন সবাই। সময়ের আরেক সম্ভাবনাময়ী অভিনেতা তানভীরের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আমি সহশিল্পী হিসেবে এমন কাউকেই সব সময় চাই, যার অভিনয় ভালো। তানভীর এই সময়ে দারুণ অভিনয় করছে। ওর সঙ্গে আমার প্রথম কাজ। সুন্দর অভিনয় করে সে।

আবু হুয়ায়রা তানভীর বলেন, বন্দি নাটকে সামাজিক বার্তা রয়েছে। গল্পে ডোমেস্টিক ভায়োলেন্স দেখানো হয়েছে। গল্পটি আমাদের সচেতন করবে। অহনার সঙ্গে প্রথমবার এই নাটকে কাজ করলাম। আমি অভিনয়ের যুক্ত হওয়ার আগে থেকেই অহনার কাজ দেখি। তার অভিনয়ের ভক্ত আমি। একসঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে। জিয়া (পরিচালক) ভাইকে ধন্যবাদ। এত সুন্দর একটি গল্পে কাজের সুযোগ দেওয়ার জন্য। এ ধরনের গল্প খুব একটা হয় না।

নির্মাতা জিয়া উদ্দিন আলম বলেন, এই গল্পের কাহিনি আমার লেখা। দর্শকরা নতুন কিছু পাবেন গল্পে। অহনা দেশীয় নাটকের লেডি সুপারস্টার। তার অভিনয় দুর্দান্ত। এই নাটক দিয়ে অহনার সঙ্গে আমার ৯টি কাজ হচ্ছে। একজন নারী শিল্পী কতটা দর্শক টানতে পারে তার উদাহরণ অহনা। এই নাটকে নারী চরিত্র খুবই গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। গল্প শুনে অহনাও পছন্দ করে। এই গল্পে তার অভিনয় দেখানোর একটা সুযোগ রয়েছে। তানভীর ও অহনা প্রথমবার জুটি বেঁধে কাজ করেছে। আমার বিশ্বাস গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। নাটকে যৌনকর্মীর চরিত্রে অহনাকে দেখা যাবে কি না, এমন প্রশ্নে পরিচালক বলেন, অহনার যৌনকর্মীর চরিত্রের ব্যাপ্তি খুব একটা বেশি না। এখনই গল্প বলতে চাইছি না। নাটকটি মুক্তি পর্যন্ত দর্শক অপেক্ষায় থাকুক। অহনার চরিত্রে চমক রয়েছে।

অহনা-তানভীর ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন বাসার বাপ্পী, সাবিনা রনি, মেঘদূত বিপ্লব, রিয়াদ তালুকদারসহ অনেকে। রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ। চিত্রগ্রহণে ছিলেন সাখাওয়াত হোসাইন সাকিব। আসছে ভালোবাসা দিবসে মিনারা ফিল্মের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

এর আগে জিয়া উদ্দিন আলমের পরিচালনায় হাসো আনলিমিটেড, ভালো তো ভালো না, মফিজের সুন্দরী বউ, চিনি জামাই, বিয়ে বাড়ির আবদার, প্রবাসীর স্ত্রী, প্রবাসীর স্ত্রী-দুই, কুসুমের সংসার নাটকগুলোতে অভিনয় করেছেন অহনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরছেন দীপিকা 

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

নিজেই বাড়াচ্ছেন স্ট্রোকের ঝুঁকি, জানুন কীভাবে

ধর্ষণের অভিযোগের পর চাপের মুখে বিয়ে

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ বললেন ট্রাম্প

সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

মাছ চাষের নামে বাঁধ, পানির তলে শত বিঘা আমন ধান

ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা 

১০

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

১১

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে হত্যা, আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার

১২

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

১৩

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

১৪

ভক্তদের চমকে দিলেন হানিয়া আমির

১৫

রক্তের দাগ অনুসরণ করে মিলল অটোচালকের মরদেহ

১৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

১৭

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

১৮

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

১৯

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

২০
X