কালেভদ্রে আইটেম গানে কোমর দোলান মালাইকা অরোরা। অভিনয়ে তাকে সেভাবে পাওয়া যায়নি। তবুও মাসে মাসে লাখ লাখ টাকা আয় করে যাচ্ছেন। এবার প্রশ্ন উঠেছে, তার উপার্জনের উৎস নিয়ে। খবর বেঙ্গলি ডট নিউজ এইটটিন ডট কমের। জানা গেছে, মালাইকা একটা আইটেম ড্যান্স করতে যা টাকা নেন, তা একজন নায়িকা গোটা ছবির জন্য পান না। এ জন্য ২ কোটি ভারতীয় টাকা নেন তিনি। মডেলিং ও ফ্যাশন শোয়ের জন্য নেন ৩ থেকে ৭ লাখ ভারতীয় টাকা। রিয়ালিটি শোর জন্য এপিসোড প্রতি লাখ টাকার বেশি নেন। এসব রোজগারের মাধ্যমে ২০২২ সালে মালাইকার সম্পত্তির পরিমাণ ভারতীয় ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মালাইকা এখনো যেভাবে নিজেকে গ্ল্যামারাস রেখেছেন তাতে অনেকেই তাকে ঈর্ষার চোখে দেখে থাকেন।
মন্তব্য করুন