

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী রফিকুল আলম, কণ্ঠশিল্পী আবিদা সুলতানাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতি কর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড তাদের প্রদান করে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর কাকরাইল আইডিইবি ভবন মিলনায়তনে দিয়ামনি ই কমিউনিকেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের স্বাগত বক্তব্যে এবং তমা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের ডিআইজি মুহাম্মদ ইকবাল হোসেন, সংগীতশিল্পী খান আসিফুর রহমান আগুন, রবি চৌধুরী, হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম কিরন, ম্যারেজ সলিউশন বিডির ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন শুভসহ সংগঠনের সদস্যরা।
দিয়ামনি ই কমিউনিকেশন সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে। গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আত্মপ্রকাশের পর থেকেই সংগঠনটি তাদের সু-সংগঠিত নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে জনপ্রিয়তা কুড়াচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে ‘‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ” প্রকল্প নামে সারা দেশে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে শত শত উদ্যোক্তাকে। নির্যাতিত, নিপীড়ত নারীদের জন্য নানামুখী উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন করে যাচ্ছে।
যাদের দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়-
কামরুল হাসান দর্পন (সভাপতি-বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), মো. রাহাম মিয়া রাহাত সাইফুল (সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), ফিচার এডিটর রাইজিং বিডি ডট কম, রিমন মাহফুজ, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সংবাদ প্রতিদিন, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), তামিম হাসান (জার্নালিস্ট কমিউনিটি লিডার), এএইচ মুরাদ, সিনিয়র রিপোর্টার, দৈনিক কালবেলা, অচিন্ত চয়ন, ফিচার এডিটর, দৈনিক মানবকণ্ঠ, রুহুল আমিন ইয়া, চিফ অব এন্টারটেইনমেন্ট, দৈনিক রূপালি বাংলাদেশ, এটিএম মাকসুদুল হক ইমু, সিনিয়র রিপোর্টার, ডিবিসি নিউজ, এসকে সাকির নিজাম, বেস্ট অনলাইন এন্টারটেনমেন্ট নিউজ পোর্টাল, স্টার গল্প, মো. রাসেল, সিনিয়র ক্যামেরাম্যান, চ্যানেল আই, মো. আশরাফুল আলম আসিফ, কালচারাল রিপোর্টার, আরটিভি, শাহরিয়ার হাসান, সিনিয়র রিপোর্টার, গাজী টিভি, হাসনাত জুবায়ের, রিপোর্টার অ্যান্ড প্রেজেন্টার, বাংলা ভিশন, উজমা হাসান, নিউজ প্রেজেন্টার, এটিএন নিউজ, এএইচ মুরাদ, সিনিয়র জার্নালিস্ট, দৈনিক কালবেলা, শাহীন শুভ, রিপোর্টার, নিউজ টোয়েন্টিফোর, নাজমুল আলম রানা, স্পেশাল করসপনডেন্ট, চ্যানেল টোয়েন্টফোর, সুকন্যা আমির, ব্রডকাস্ট জার্নালিস্ট, চ্যানেল ওয়ান, রনজু সরকার, রিপোর্টার, দৈনিক মানবকণ্ঠ, রোমান রায়, রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন, মাহি মেহেদী, কালচারাল রিপোর্টার, ডিজিটাল খবর, শওকত আলী ইমন, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শাকিল খান, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা, রোমানা ইসলাম মুক্তি, চলচ্চিত্র অভিনেত্রী ও সমাজসেবী, কুসুম সিকদার, শ্রেষ্ঠ অভিনেত্রী, শরতের জবা, অ্যাডভোকেট নার্গিস আহমেদ সেতু, রত্নগর্ভা মা, আরজুমান বানু চৈতি, রত্নগর্ভা মা, মিষ্টি জান্নাত, চলচ্চিত্র অভিনেত্রী, দেবাশীষ বিশ্বাস, শ্রেষ্ঠ উপস্থাপক, তমা রশিদ, উপস্থাপিকা, সাদিয়া আফরা (সংগীত শিল্পী), ইকবাল বাহার জাহিদ (আউট স্টাডিং কন্টিভিউশন্স ফর এন্টারপ্রেনারশিপ (প্রতিষ্ঠাতা সভাপতি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন), ইভান শাহরিয়ার সোহাগ, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, এডলফ খান, ফ্যাশন ডিরেক্টর, বেস্ট ফ্যাশন হাউজ মেঘ, এসকে জাহিদ, ড্যান্স আর্টিস্ট অ্যান্ড ডিরেক্টর, মো. মামুন, নৃত্য পরিচালক ইত্যাদি, সৈয়দ রুমা, বেস্ট মডেল অ্যান্ড মডেল কোরিগ্রাফার, সুমন হোসেন, ইন্টারন্যাশনাল ফ্যাশন শো ডিরেক্টর অ্যান্ড বেস্ট ফ্যাশন ফটোগ্রাফার, হিরা সরকার, কোরিওগ্রাফার, মুরশিদ উজ জামান, পোয়েট, তামান্না হক, প্লেব্যাক অ্যান্ড ফোক সিঙ্গার, কবি দেওয়ান মারুফ, কবি, মো. ফারুক হোসেন, প্রফেশনাল ফটোগ্রাফার অ্যান্ড ইন্টারন্যাশনাল শো অর্গানাইজার, তোহিদুল ইসলাম তাইফ, বেস্ট চাইন্ড আর্টিস্ট, মাহবুবা মাহি, বেস্ট চাইন্ড আর্টিস্টসহ আরও বিভিন্ন সেক্টরে কাজ করা আলোকিত উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়।
দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, ‘আমাদের এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ মেধাবী উদ্যোক্তাদের আত্মনিভর্রশীলভাবে গড়ে তুলতে সবসময় বদ্ধপরিকর। আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে ইতোমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি, যা এখনো কার্যক্রম চলমান। ঢাকাসহ ৬৪ জেলা এবং উপজেলাগুলোতে দিয়ামনি ই কমিউনিকশনের মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম হাতে নিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছি। আমরা শুধু প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের ছেড়ে দেই না, সবসময় তাদের খবরাখবর রাখি। তাদের বিপদে-আপদে সংগঠনের মাধ্যমে পাশে থাকি।’
এছাড়া অনুষ্ঠানটির সহযোগিতা করা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি, হেলথ কেয়ার পার্টনার ইউনিকো হসপিটাল, পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন, একুশে টেলিভিশন, দৈনিক কালবেলা, স্টার গল্প, স্টুডিও ভিসেজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাদের সবসময় পাশে থাকার আহ্বান জানান। অ্যাওয়ার্ড প্রদান শেষে তারকা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভনেত্রী আনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী রফিকুল আলম, কণ্ঠশিল্পী আবিদা সুলতানাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতি কর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই কমিউনিকেশন আইকনকি স্টার অ্যাওয়ার্ড তাদের প্রদান করে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর কাকরাইল আইডিইবি ভবন মিলনায়তনে দিয়ামনি ই কমিউনিকেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
মন্তব্য করুন