মধুমাস জ্যৈষ্ঠর আগেই বাজারে সাতক্ষীরার আম
গাজী ফারহাদ, সাতক্ষীরা প্রতিনিধি
১২ মে ২০২৪, ১১:০৯ এএম

ভৌগলিক অবস্থানের কারণে প্রতি বছর আগেভাগেই বাজারে আসে সাতক্ষীরার আম।

বাগানগুলো থেকে সংগ্রহ করা হচ্ছে সুস্বাদু সব আম।

গাছ থেকে পাড়া সুস্বাদু বিষমুক্ত আমগুলো একত্র করেন শ্রমিকরা।

এগুলোর মধ্যে রয়েছে গোবিন্দভোগ, গোলাপখাস, সরিখাস, গোপালভোগ ও বোম্বাইসহ দেশি জাতের নানান আম।

বাগান থেকে আমগুলো ঝুঁড়ি বা ক্যারেট ভরে নেওয়া হয় বাজারে।

শহরের সুলতানপুর বড় বাজারে আম চাষি ও ব্যবসায়ীদের পদচারণায় পা রাখার জায়গা নেই।

মান হিসেবে ও শ্রেণিভেদে প্রতি মণ এই আম বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়।

ফলন কম হওয়ায় গত বছরের তুলনায় এবার আমের দাম দ্বিগুণ বলছেন ব্যবসায়ীরা।

গোবিন্দভোগ আম বাজারে এলেও সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম পেতে অপেক্ষা করতে হবে ২১ মে পর্যন্ত।

মন্তব্য করুন

X