বছরের সেরা ফুটবলার নির্বাচনে এবার একই সিদ্ধান্তে পৌঁছাল ফিফা ও ফ্রান্স ফুটবল। ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফার ‘দ্য বেস্ট ২০২৫’ পুরস্কারও জিতে নিলেন পিএসজি তারকা উসমান ডেম্বেলে। ভিনিসিয়ুস জুনিয়রের উত্তরসূরি হিসেবে এই পুরস্কার জিতে ইতিহাসের প্রথম ফরাসি ফুটবলার হলেন তিনি।
কাতারের দোহায় ফেয়ারমন্ট হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ডেম্বেলের হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরার ট্রফি। আগের ব্যালন ডি’অর গালার সময় যেখানে ম্যাচের কারণে সতীর্থদের উপস্থিতি পাননি তিনি, সেখানে এবার সতীর্থদের সঙ্গেই মঞ্চে ওঠার সুযোগ পান পিএসজির এই আক্রমণভাগের নেতা।
পুরস্কার গ্রহণের সময় ডেম্বেলে বলেন, “এই সাফল্যের পেছনে আমার সতীর্থদের অবদান সবচেয়ে বেশি। কঠোর পরিশ্রমের ফল শেষ পর্যন্ত পাওয়া যায়। পরিবার ও পিএসজিকে ধন্যবাদ—আমরা দুর্দান্ত একটি বছর কাটিয়েছি।”
কয়েক বছর আগেও এমন দৃশ্য কল্পনা করা কঠিন ছিল। তবে কোচ লুইস এনরিকের অধীনে ডেম্বেলের ক্যারিয়ারে আসে বড় রূপান্তর। ‘ফলস নাইনে’ নতুন ভূমিকায় নিজেকে মানিয়ে নিয়ে তিনি হয়ে ওঠেন পিএসজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। গত মৌসুমে ফরাসি ক্লাবটির ট্রেবল জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন তিনি।
লিগ ওয়ানে ২১ গোল করে যৌথ সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন ডেম্বেলে। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বেও প্রায় প্রতিটি ম্যাচে গোল বা অ্যাসিস্টে অবদান রেখেছেন তিনি—ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে দুইটি অ্যাসিস্টও ছিল তার ঝুলিতে। সব মিলিয়ে ২০২৪–২৫ মৌসুমে ৩৩ গোল ও ১৫ অ্যাসিস্টসহ মোট ৪৮টি গোল অবদানে ক্যারিয়ারের সেরা সময় কাটান এই ফরাসি ফরোয়ার্ড।
একসময় চোট ও ফর্মহীনতায় প্রায় হারিয়ে যেতে বসেছিলেন ডেম্বেলে। কিন্তু সব সংশয় ছাপিয়ে ফিরে এসে নিজেকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠা করলেন তিনি।
‘দ্য বেস্ট’-এ পিএসজির আধিপত্য
এবারের আসরে ডেম্বেলে ছাড়াও পিএসজির আরও অনেকে পুরস্কৃত হয়েছেন। লুইস এনরিক নির্বাচিত হয়েছেন বর্ষসেরা কোচ। ফিফার ঘোষিত বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছেন পিএসজির একাধিক খেলোয়াড়, যা ক্লাবটির মৌসুমজুড়ে দাপটেরই প্রমাণ।
দ্য বেস্ট ২০২৫ (পুরুষ বিভাগ) – বিজয়ীরা
- বর্ষসেরা খেলোয়াড়: উসমান ডেম্বেলে
- বর্ষসেরা কোচ: লুইস এনরিক
- বর্ষসেরা গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুম্মা
- পুসকাস পুরস্কার: সান্তিয়াগো মনতিয়েল
ব্যালন ডি’অর ও ‘দ্য বেস্ট’—দুটি সর্বোচ্চ ব্যক্তিগত স্বীকৃতি জিতে ২০২৫ সালকে নিজের করে নিলেন উসমান ডেম্বেলে।


| ১৭ ডিসেম্বর ২০২৫ 



