পৃথিবীর সেরা ৫ সেনাবাহিনী
কালবেলা ডেস্ক
০৭ জুলাই ২০২৩, ০৫:১১ পিএম

আধুনিক সমরাস্ত্রে সজ্জিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের এক নম্বর সেনাবাহিনী। তাদের সেনাবহরে ১০ লাখের বেশি সদস্য রয়েছে।

প্রায় ৫০০ বছর আগে প্রতিষ্ঠিত রাশিয়ার সেনাবাহিনী এ তালিকায় দ্বিতীয়। ইউক্রেন যুদ্ধে অনেক সেনা প্রাণ হারালেও চির শত্রু যুক্তরাষ্ট্রের পরই তাদের অবস্থান।

পিপলস লিবারেশন আর্মি নামে পরিচিত চীনের সেনাবাহিনী বিশ্বের তৃতীয় সেরা বাহিনী। তাদের সেনাবহরে রয়েছে ২০ লাখের বেশি সৈনিক।

পৃথিবীর চার নম্বর শক্তিশালী সেনাবাহিনী হলো ভারতীয় সেনারা। তাদের ১২ লাখ ৩৭ হাজারের বেশি সেনা অ্যাকটিভ রয়েছে। এ ছাড়া রিজার্ভ আছে আরও ৯ লাখ ৬০ হাজার।

আড়াই লাখ সক্রিয় সৈনিক নিয়ে বিশ্বের সেরা সেনাবাহিনীর পাঁচ নম্বরে জাপানি আর্মি। অত্যাধুনিক যুদ্ধযান ও যুদ্ধাস্ত্র সজ্জিত জাপানি সেনারা বিশ্বের যে কোনো দেশকে টক্কর দেওয়া সক্ষমতা রাখে।

মন্তব্য করুন

X