স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৯:৫৬ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘কঠিন দিন’ পেরিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ব্যাটে এবং বলে কঠিন একদিন পার করেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ব্যাটে এবং বলে কঠিন একদিন পার করেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার ব্যাটিং দাপটে রীতিমতো কোণঠাসা বাংলাদেশ। ব্যাট হাতে জুটি গড়তে ব্যর্থতা, বল হাতে ধারহীন—সব মিলিয়ে হতাশাজনক পারফরম্যান্সের দিন শেষে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স অকপটে স্বীকার করেছেন, ‘এটা ছিল সত্যিই কঠিন দিন।’

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা করতে পারেননি একটি ফিফটিও। সর্বোচ্চ রান এসেছে উদ্বোধনী ব্যাটার সাদমান ইসলামের ব্যাট থেকে—৪৬। দলের সর্বোচ্চ জুটি ছিল মাত্র ৬৭ রানের, সেটিও পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও লিটন দাসের মধ্যে। অথচ গল টেস্টে যেখানে ব্যাটিং নিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরেছিল, সেখানে কলম্বোতে যেন সব এলোমেলো।

এর বিপরীতে শ্রীলঙ্কার ব্যাটিং ছিল নিখুঁত ছন্দে। উদ্বোধনী জুটিতেই আসে ৮৮ রান। এরপর পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমালের ব্যাটে গড়ে ওঠে ১৯৪ রানের দ্বিতীয় উইকেট জুটি। দিন শেষ করে মাত্র ২ উইকেট হারিয়ে ২৯০ রান তুলে নেয় স্বাগতিকরা, বাংলাদেশ পিছিয়ে পড়ে ৪৩ রানে।

সন্ধ্যার সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘গতকাল আমরা বড় কোনো জুটি গড়তে পারিনি। তাই আজ সকালে হাতে মাত্র দু-তিন উইকেট নিয়ে খেলতে নেমেছি। টেস্ট ম্যাচে ভালো জায়গায় যেতে হলে অন্তত দু-তিন ব্যাটারকে লম্বা ইনিংস খেলতে হয়। এটা আমাদের মনে রাখতে হবে। নিশাঙ্কা যেভাবে ব্যাট করেছে, সেটি পরের ইনিংসের জন্য আমাদের শিক্ষার বিষয় হওয়া উচিত।’

তবে ব্যর্থতা ছিল কেবল ব্যাটিংয়ে নয়, বোলারদের কাছ থেকেও কাঙ্ক্ষিত সাড়া আসেনি। একপ্রান্তে তাইজুল ইসলাম চাপ তৈরি করলেও অন্য প্রান্তে কেউ সেই চাপ ধরে রাখতে পারেননি। বিশেষ করে নতুন বলের বোলাররা শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারদের সহজে খেলতে দিয়েছেন।

‘বোলারদের জন্য দিনটা ছিল কঠিন। উইকেট অনেকটাই সহজ হয়ে গিয়েছিল, ব্যাট করার পক্ষে অনুকূল। আমরা উইকেট পেতে অনেকটা সংগ্রাম করেছি। এটা টেস্ট ক্রিকেটে হয়, তবে আমাদের আরও সুশৃঙ্খল বোলিং দরকার ছিল,’ বলেন সিমন্স।

প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন উইকেট ছিল ব্যাটিংয়ের পক্ষে সহজ—এটি মেনেই নিয়েছেন কোচ। তার ভাষায়, ‘প্রথম দিন উইকেট ছিল স্টিকি, কিছু বল থেমে আসছিল। আজকের দিনে সে সমস্যা ছিল না। বল ভালোভাবে ব্যাটে এসেছে, টার্নও ছিল না। শ্রীলঙ্কার ব্যাটাররা তা ভালোভাবেই কাজে লাগিয়েছে।’

এখন প্রশ্ন, তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানোর উপায় কী? বাংলাদেশের বোলারদের হাতে এখনো নতুন বল রয়েছে। প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলার শেষ সুযোগ এটিই।

সিমন্স আশাবাদী হলেও সতর্ক, ‘কাল সকালে আমাদের শুরুটা অনেক ভালো হতে হবে। উইকেট থেকে কেমন আচরণ পাই, তা বোঝার চেষ্টা করব। তারপর চেষ্টা করব এমন জায়গায় বল করতে, যেখান থেকে উইকেট আদায় সম্ভব। আজকের মতো ঢিলেঢালা বোলিং হলে সেটা আর হবে না।’

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে নিশাঙ্কা আছেন ১৪৬ রানে অপরাজিত। দিনেশ চান্দিমাল ফিরে গেছেন শতক হাতছাড়া করে। তবে হাতে এখনো ৮ উইকেট, লিড মাত্র শুরু—তৃতীয় দিনে সেই ব্যবধান কতটা বাড়ে, আর বাংলাদেশ কতটা লড়াইয়ে ফিরে আসে, সেটিই এখন দেখার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কাদের, কত জামানত লাগবে

১৪তম বর্ষে পদার্পণে টিকিটে বড় ছাড় দিল নভোএয়ার

শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ

ঘুমের আগে কোন খাবার ও পানীয় খেলে ভালো ঘুম হবে

হাফেজি পাগড়ি পরা হলো না ওসমানের

গুলিতে নিহত মুসাব্বিরের মরদেহ নেওয়া হবে নয়াপল্টনে, বাদ জোহর জানাজা

চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

বিলবাওকে ৫ গোলে উড়িয়ে ফাইনালে বার্সা

ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা কী করা হবে, জানাল যুক্তরাষ্ট্র

উত্তর আটলান্টিকে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

১০

জয় দিয়েই খাজাকে বিদায় বলল অস্ট্রেলিয়া

১১

মুড়ি পার্টিতে নিয়ে স্কুলছাত্র নিহত

১২

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

১৩

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৪

নাম প্রকাশের পর শুভেচ্ছায় ভাসছে ক্যাটরিনার ছেলে

১৫

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর জানাজায় কবীর ভূঁইয়া

১৬

উচ্চ রক্তচাপ কোনো রোগ নয়, এটি একটি সতর্ক সংকেত

১৭

আলোচিত রুবেল হত্যা মামলা / ১৯ বছর পর রায়, ৪ আসামির মৃত্যুদণ্ড

১৮

আমিরাতে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি

১৯

খালেদা জিয়া কর্মের জন্য অমর হয়ে থাকবেন : দুলু

২০
X