মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
সাকিববিহীন শেখ জামাল হারাল তামিমদের
ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে বোধহয় ভুলই করলেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির অধিনায়ক গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম। মাত্র ১২ ওভারেই লজ্জায় ডুবল তার দল। মোহামেডানের পেসার আবু হায়দার রনির তোপে ১০ ব্যাটারের ফিরতে লেগেছে ১২ ওভার। মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যায় ১০০ ওভারের ম্যাচটি। ৬.২ ওভারে জিতে পয়েন্ট টেবিলের তিনে জায়গা করে নিয়েছে মোহামেডান। দিনের অন্য দুই ম্যাচে বড় জয় পেয়েছে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গাজী টায়ার্স। দ্বিতীয় ওভারেই ২ উইকেট হারায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১২ ওভার টেকে তাদের ইনিংস। ৪০ রান করে রেকর্ড লজ্জায় ডুবেছে তারা। ৬ ওভার করে একাই ৭ উইকেট নেন আবু হায়দার রনি। জবাবে ৬.২ ওভারেই জয় নিশ্চিত করে মোহামেডান। বাংলাদেশের ঘরোয়া ‘লিস্ট এ’ ক্রিকেটে গাজী টায়ার্সের চেয়েও কম রানে আউটের রেকর্ড আছে দুটি। ২০০২ সালে জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে সিলেট বিভাগের বিপক্ষে ৩০ রানে গুটিয়ে গিয়েছিল চট্টগ্রাম। ‘লিস্ট এ’ হওয়ার পর ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগের এমন একটি রেকর্ড লজ্জায় ডুবেছিল ক্রিকেট কোচিং স্কুল। ১১ বছর পর এবার সেই তালিকায় গাজী টায়ার্স। লিগে টানা দুই ম্যাচে ১০০-এর নিচে থামল ক্লাবটি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে সাকিব আল হাসানের খেলার কথা শোনা গেলেও বাঁহাতি অলরাউন্ডারকে ছাড়াই মাঠে নেমেছিল শেখ জামাল। ওমরাহ হজ করতে সৌদি আবরে গিয়েছেন সাকিব। তবে অভিজ্ঞ অলরাউন্ডার না থাকলেও জিততে কষ্ট হয়নি শেখ জামালের। তামিম ইকবালের দলকে ৭৩ রানে হারিয়েছে শেখ জামাল। আগে ব্যাটিং করা শেখ জামালকে ২৯২ রানের পুঁজি এনে দেওয়ার পথে সেঞ্চুরি করেন সাইফ হাসান। রানতাড়ায় ফিফটি করেন তামিমও। তবে শেষ পর্যন্ত আর জিততে পারেনি তারা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখেন সাইফ। তার ২ উইকেটের মধ্যে তামিমও ছিলেন। ১১৫ রান ও ২ উইকেটে ম্যাচসেরা হন সাইফ। ফতুল্লায় মাশরাফী বিন মোর্ত্তজাদের বিপক্ষে বড় জয় পেয়েছে আবাহনী। আগে ব্যাটিং করা লিজেন্ডস অব রূপগঞ্জ মাত্র ৯৯ রানে গুটিয়ে যায়। জবাবে ২ উইকেটে লক্ষ্য পেরিয়ে গেছে আবাহনী। ৭.৩ ওভারে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা আবাহনীর তানজিম হাসান সাকিব। ৯ ম্যাচের সবকটিতে জিতে শিরোপার দৌড়ে ঐতিহ্যবাহী ক্লাবটি।
০৭ এপ্রিল, ২০২৪

শেখ রাসেলের হার জিতল শেখ জামাল
প্রিমিয়ার লিগে ধুঁকছে শেখ রাসেল ক্রীড়াচক্র; ক্লাবটি ধুঁকছে ফেডারেশন কাপেও। ফরটিজ এফসির কাছে ৩-১ গোলের হারে স্বাধীনতা কাপের মতো ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় ২০১২-১৩ মৌসুমের ট্রেবল জয়ীরা। আরেক ম্যাচে রহমতগঞ্জকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে ফরটিজ এফসির গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমার বাবুউর জোড়া গোলের দিনে লক্ষ্যভেদ করেন আমির হাকিম বাপ্পি। দিকুমানা লেন্ড্রির গোলে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেও শেষ পর্যন্ত ওটা শেখ রাসেলের সান্ত্বনার উপলক্ষ হয়ে আছে। ফেডারেশন কাপে টিকে থাকতে হলে শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের মতো পরাশক্তিকে হারাতে হবে শেখ রাসেলকে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘এ’ গ্রুপের ম্যাচে স্ট্যানলে অগাস্টিন ও ফয়সাল আহমেদ ফাহিমের গোলে প্রথমার্ধেই ২-০ গোলে লিড পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিরতির পর ফয়সাল আহমেদ ফাহিম আরেক গোল করেন, গোল করেছেন সাজ্জাদ হোসেনও। গাম্বিয়ান দাওদা সিসে রহমতগঞ্জের পক্ষে একমাত্র গোলটি করেন।
২৪ জানুয়ারি, ২০২৪

শেখ জামাল ক্লাবকে ফিফার নিষেধাজ্ঞা
গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অন্যতম তারকা ছিলেন ওতাবেক ভালিজোনভ। দুই মাসের বকেয়া বেতন না পাওয়ায় ফিফার কাছে অভিযোগপত্র দেন উজবেকিস্তান ফরোয়ার্ড। সেই অভিযোগের ভিত্তিতে প্রিমিয়ার লিগের অন্যতম ক্লাবটিকে বিদেশি খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জানিয়েছে সংস্থাটি।  বর্তমান প্রিমিয়ার লিগের ব্রাদার্স ইউনিয়নে খেলছেন ওতাবেক। তিনি দাবি করেছেন দুই মাসের ১৭ হাজার ডলার বকেয়া রয়েছে শেখ জামালের কাছে। কিন্তু ক্লাবটি জানিয়েছে, ওতাবেক অগ্রিম সাড়ে ৮ হাজার ডলার দাবি করেছেন উজবেকিস্তান ফরোয়ার্ড। যে কারণে তিনি চলতি মৌসুমে ব্রাদার্সে যোগ দিয়েছেন।  ফিফার নিষেধাজ্ঞায় আপাতত বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে না শেখ জামাল ধানমন্ডি। ওতাবেক ভালিজোনভের সঙ্গে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশীয় ফুটবলার নিবন্ধন করতে পারবে। গত ১১ ডিসেম্বর শেখ জামালকে চিঠিযোগে নিষেধাজ্ঞার কথা জানায় ফিফা।   ফিফা চিঠিতে বলেছে, আগামী ৪৫ দিনের মধ্যে বকেয়া বেতন নিষ্পত্তির সুযোগ পাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই সময়ের মধ্যে কোনো বিদেশি ফুটবলার নিবন্ধন করতে পারবে না ক্লাবটি। কিন্তু মীমাংসা করতে ব্যর্থ হলে দেশি ও বিদেশি দুই ধরনের খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা পেতে পারে ক্লাবটি। অভিযোগকারী পুনরায় আবেদন না করলে আগের শাস্তিই বহাল থাকবে। শেখ জামালের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বিদেশি ফুটবলার নিবন্ধানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ফিফার কাছে পাঠিয়েছি। ওতাবেক গত জুনে মায়ের অসুস্থতার কারণ জানিয়ে ছুটি নিয়েছিলেন। তখন লিগের ৩টি ম্যাচ বাকি থাকলেও মানবিক কারণে তাকে ছুটি দিই আমরা। সেসময় ১ মাসের বেতন অগ্রিম চেয়েছিলেন ওতাবেক। কিন্তু ১০ দিনের ছুটি শেষে ক্লাবে আর ফেরত আসেননি উজবেকিস্তান ফরোয়ার্ড। তাহলে কেন তাকে আমরা টাকা দেব?’
১৮ জানুয়ারি, ২০২৪

শেষ আটে আবাহনী শেখ জামাল ও পুলিশ
স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ। এক ম্যাচ হাতে রেখেই পরের রাউন্ডের টিকিট পেয়েছে দল তিনটি। ‘এ’ গ্রুপে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। ‘বি’ গ্রুপে আবাহনী ২-০ গোলে রহমতগঞ্জ ক্লাবকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। গ্রুপের আরেক ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। ব্রাদার্সের বিপক্ষে শেখ জামালের জয়ে লেখা হয়ে গেছে ‘এ’ গ্রুপের তিন দলের ভাগ্য। পুলিশ এফসির কাছে ২-০ গোলে হার দিয়ে শীর্ষ লিগে ফেরার মৌসুম শুরু করেছিল ব্রাদার্স ইউনিয়ন। গতকাল টানা দ্বিতীয় হারে গ্রুপ পর্বেই দৌড় শেষ হয়েছে গোপীবাগের ক্লাবটির। তাতে শেখ জামালের সঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে পুলিশ এফসিও। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ জামালের সহজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার হিগোর রদ্রিগেজ বারবোসা। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সাবেক এ ফুটবলার ১১ মিনিটে স্কোরিং চার্ট খোলেন। ৩৬ মিনিটে ৩০ বছর বয়সী এ ফুটবলারই স্কোরলাইন দ্বিগুণ করেন। ৫৯ মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড ব্লাদিমির দিয়াজের গোলে ব্যবধান বড় হয়। ৭৩ মিনিটে সাজ্জাদ হোসেন প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের চতুর্থ গোল করেছেন। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে শুরু থেকেই শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে রুখে দাঁড়ায় বিমানবাহিনী। প্রতিরোধ ভেঙে একের পর এক আক্রমণ করেছে ২০১২-১৩ মৌসুমের ট্রেবলজয়ী দলটি। নিয়মিত বিরতিতে গোল করার সুযোগও সৃষ্টি হয়েছিল; কিন্তু তা কাজে লাগাতে পারছিল না ব্লুজরা। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিরতির পর ৬১ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণী একমাত্র গোলটি করেন দীপক রায়। বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জ ক্লাবের বিপক্ষে প্রথমার্ধে গোল করতে পারেনি আবাহনী। বিরতির পর ৭৬ মিনিটে ধানমন্ডির ক্লাবটিকে এগিয়ে দেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন ফার্নান্দেজ।
৩১ অক্টোবর, ২০২৩

স্বাধীনতা কাপ ফুটবল / দ্বিতীয় রাউন্ডে শেখ জামাল ও পুলিশ
ঘরোয়া শীর্ষ লিগে ফিরে আসার মৌসুমের প্রথম আসর সুখকর হলো না ব্রাদার্স ইউনিয়নের জন্য। স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশের কাছে হার দিয়ে মৌসুম শুরু হয়েছিল গোপীবাগের দলটির।  সোমবার (৩০ অক্টোবর) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৪-০ গোলে হারল কমলা রঙের জার্সিধারীরা। এদিন আরেক ম্যাচে গোল মিসের মহড়া দিয়ে বিমানবাহিনীর বিপক্ষে ন্যূনতম ব্যবধানে জিতল শেখ রাসেল ক্রীড়াচক্র। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ জামালের কাছে হারের মাধ্যমে স্বাধীনতা কাপের গ্রুপপর্ব থেকেই ছিটকে গেল ব্রাদার্স ইউনিয়ন। জয়ের ফলে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ড নিশ্চিত হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। ২ নভেম্বর পুলিশ-শেখ জামাল ম্যাচটি গ্রুপ সেরা নির্ধারক হয়ে দাঁড়িয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ জামালের সহজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার হিগোর রদ্রিগেজ বারবোসা। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সাবেক এ ফুটবলার ১১ মিনিটে স্কোরিং চার্ট খোলেন। ৩৬ মিনিটে ৩০ বছর বয়সী এ ফুটবলারই স্কোরলাইন দ্বিগুণ করেন। কলাম্বিয়ান ফরোয়ার্ড ব্লাদিমির দিয়াজের গোলে ব্যবধান বড় হয়। ৭৩ মিনিটে সাজ্জাদ হোসেন প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের চতুর্থ গোল করেছেন। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে শুরু থেকেই তারুণ্য নির্ভর শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে রুখে দাঁড়ায় বিমানবাহিনী। প্রতিরোধ ভেঙে একের পর এক আক্রমণ করেছে ২০১২-১৩ মৌসুমের ট্রেবল জয়ী শেখ রাসেল। নিয়মিত বিরতিতে গোল করার মতো সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারছিল না ব্লুজরা। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিরতির পর, ৬১ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণী একমাত্র গোলটি করেন দীপক রায়। কষ্টার্জিত জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। আগের ম্যাচে রহমতগঞ্জ ক্লাবের সঙ্গে ড্র করা ব্লুজদের সংগ্রহ ৪ পয়েন্ট। বিমানবাহিনীকে ২-০ গোলে হারিয়ে মৌসুম শুরু করা আবাহনী ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে।
৩০ অক্টোবর, ২০২৩

হকিতে আসছে শেখ জামাল ক্লাব
ফুটবল ও ক্রিকেটের পর হকিতেও কি দেখা যাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে? উত্তরটা এখনই দেওয়া কঠিন। কিন্তু হকি টার্ফে হলুদ-নীলদের দেখার সম্ভাবনা ক্রমেই প্রকট হচ্ছে। বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে আজ হকি ফাইভ খেলা নারী ও পুরুষ দলকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে হকি ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মিলিত হবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তারা। তিনবারের প্রিমিয়ার ফুটবল লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০ অভিষেক আসরের চ্যাম্পিয়নদের হকি দল গঠন সংক্রান্ত বিষয় প্রাধান্য পাবে সে আলোচনায়। ‘আমরা ফ্যালকন হলে আজ হকি ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে সভা করতে যাচ্ছি। সেখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে’—কালবেলাকে বলছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তা আসিফুল হাসান। হকি দল গঠন সংক্রান্ত বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমরা নানা ইস্যুতে আলোচনা করব। হকি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরই দল গঠন বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলা যাবে।’ ১৯৬২ সালে ‘ধানমন্ডি ক্লাব’ হিসেবে প্রতিষ্ঠিত হয় এ ক্লাব। পরে বঙ্গবন্ধুর পুত্র শেখ জামাল যুক্ত হন ক্লাবটির সঙ্গে। ২০১০-১১ মৌসুমে প্রিমিয়ার ফুটবল লিগে আত্মপ্রকাশ করে ক্লাবটি। অভিষেক আসরে শিরোপা জয় করা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২০১৩-১৪ ও ২০১৪-১৫ সালেও চ্যাম্পিয়ন হয়। ভুটানে কিংস কাপ, নেপালে সাফল পোখরা গোল্ড কাপ এবং বুদ্ধ সুব্বা গোল্ড কাপ শিরোপাও জিতেছে ক্লাবটি। একসময় নারী ফুটবল লিগে অংশগ্রহণ করলেও পরে কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ক্লাবটি। আগামী মৌসুমে সাকিব আল হাসান খেলবেন শেখ জামাল ক্লাবে। ক্লাবটির দায়িত্বশীল এক সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে, হকিতে এলে তারকাসমৃদ্ধ দল গড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ জন্য প্রিমিয়ার লিগের যে কোনো একটি ক্লাব কিনতে হবে। সে আলোচনাও চলমান বলে সূত্রটি নিশ্চিত করেছে।
১৪ সেপ্টেম্বর, ২০২৩
X