ঘরোয়া শীর্ষ লিগে ফিরে আসার মৌসুমের প্রথম আসর সুখকর হলো না ব্রাদার্স ইউনিয়নের জন্য। স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশের কাছে হার দিয়ে মৌসুম শুরু হয়েছিল গোপীবাগের দলটির।
সোমবার (৩০ অক্টোবর) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৪-০ গোলে হারল কমলা রঙের জার্সিধারীরা। এদিন আরেক ম্যাচে গোল মিসের মহড়া দিয়ে বিমানবাহিনীর বিপক্ষে ন্যূনতম ব্যবধানে জিতল শেখ রাসেল ক্রীড়াচক্র।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ জামালের কাছে হারের মাধ্যমে স্বাধীনতা কাপের গ্রুপপর্ব থেকেই ছিটকে গেল ব্রাদার্স ইউনিয়ন। জয়ের ফলে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ড নিশ্চিত হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। ২ নভেম্বর পুলিশ-শেখ জামাল ম্যাচটি গ্রুপ সেরা নির্ধারক হয়ে দাঁড়িয়েছে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ জামালের সহজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার হিগোর রদ্রিগেজ বারবোসা। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সাবেক এ ফুটবলার ১১ মিনিটে স্কোরিং চার্ট খোলেন। ৩৬ মিনিটে ৩০ বছর বয়সী এ ফুটবলারই স্কোরলাইন দ্বিগুণ করেন। কলাম্বিয়ান ফরোয়ার্ড ব্লাদিমির দিয়াজের গোলে ব্যবধান বড় হয়। ৭৩ মিনিটে সাজ্জাদ হোসেন প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের চতুর্থ গোল করেছেন।
মুন্সীগঞ্জ স্টেডিয়ামে শুরু থেকেই তারুণ্য নির্ভর শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে রুখে দাঁড়ায় বিমানবাহিনী। প্রতিরোধ ভেঙে একের পর এক আক্রমণ করেছে ২০১২-১৩ মৌসুমের ট্রেবল জয়ী শেখ রাসেল। নিয়মিত বিরতিতে গোল করার মতো সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারছিল না ব্লুজরা। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিরতির পর, ৬১ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণী একমাত্র গোলটি করেন দীপক রায়।
কষ্টার্জিত জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। আগের ম্যাচে রহমতগঞ্জ ক্লাবের সঙ্গে ড্র করা ব্লুজদের সংগ্রহ ৪ পয়েন্ট। বিমানবাহিনীকে ২-০ গোলে হারিয়ে মৌসুম শুরু করা আবাহনী ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে।
মন্তব্য করুন