গৌরীপুরে ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা-মারধর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী এনামুল হাসান অনয়ের (২২) ওপর হামলা করে তাকে মারধর করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। অনয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক। তার বাড়ি গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লায়। জানা গেছে, অনয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে তিনি নিজ বাড়ি গৌরীপুর চলে আসেন। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে পৌর শহরের নিমতলী এলাকার গৌরীপুর গণগ্রন্থাগারের সামনে দুর্বৃত্তরা অনয়ের ওপর হামলা চালিয়ে মারধর করে। আত্মরক্ষায় অনয় দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে পেছন থেকে ছুরিকাঘাতেরও চেষ্টা করে। এনামুল হাসান অনয় বলেন, ঢাকায় আমি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ছিলাম। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের পর বাড়ি চলে আসি। রাতে বাসায় ফেরার পথে ১০-১২ জনের একটি দল আমার ওপর হামলা চালিয়ে মারধর ও লাঠি পেটা করে। আমি পালানোর চেষ্টা করলে তারা আমাকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শামীম আক্তার নোমান জানান, অনয়ের ডান হাতের কনুইয়ের নিচে একটি ও ডান পিঠের ওপরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। গৌরীপুর থানার ওসি মো. হাসান আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৪ ঘণ্টা আগে

ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হল পরিদর্শন ঢাবি উপাচার্যের
কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া এবং স্যার এ এফ রহমান হল পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল । গতকাল শুক্রবার দুপুরে তিনি হল দুটি পরিদর্শন করেন। সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান এবং সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ড. মাকসুদ কামাল বলেন, কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রায় ৩০০টি কক্ষ ভাঙচুর করা হয়েছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হলগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আর্থিক বরাদ্দ চাইব। পরে সে বরাদ্দ সাপেক্ষে ক্ষতিগ্রস্ত কক্ষগুলো সংস্কার করব। পাশাপাশি আরও কিছু স্থাপনায় আঘাত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু রিপেয়ার করার জন্য কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। সব সংস্কারকাজ শেষে বিশ্ববিদ্যালয় প্রস্তুত হলে এবং শান্তিশৃঙ্খলা ফিরলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেব। তিনি আরও বলেন, আবাসিক হলগুলোর সংস্কারে আর্থিক বরাদ্দের জন্য অতিদ্রুত মঞ্জুরি কমিশনের কাছে চিঠি পাঠাব। টেন্ডারের মাধ্যমেই এ কাজ সম্পন্ন করতে হবে। সেজন্য যে সময়ের প্রয়োজন তা আমরা নেব। কাজ কবে নাগাদ শেষ হতে পারে তা টেন্ডার দেওয়ার পর সুনির্দিষ্টভাবে বলতে পারব।
৪ ঘণ্টা আগে

ছাত্র রাজনীতি বিষয়ে মন্তব্য করিনি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে : ঢাবি উপাচার্য
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি বন্ধ হবে না’- শুক্রবার (২৬ জুলাই) বেসরকারি একটি টিভি চ্যানেলে এমন শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এমনটি বলেছেন বলে সে সংবাদে জানানো হয়েছে। এর পরপরই বিষয়টি স্যোশাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এরই মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ঢাবি উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ছাত্র রাজনীতিবিষয়ক কোনো কথা আমি কোথাও বলিনি। ছাত্র রাজনীতিবিষয়ক কোনো প্রশ্নও আমাকে করা হয়নি এবং আমি মন্তব্যও করিনি। একটি টেলিভিশনের প্রতিবেদকের মুখ দিয়ে প্রকাশিত বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং অসত্য। সবাইকে অপপ্রচার ও গুজব থেকে সাবধানে থাকার অনুরোধ রইল। বিষয়টি নিয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল কালবেলাকে বলেন, আমি এ ধরনের (ছাত্র রাজনীতি বিষয়ে) কোনো মন্তব্যই করিনি। কোনো টিভি কিংবা অনলাইন মিডিয়ার সঙ্গে আমার আলাদা করে কোনো কথাও হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার কথাকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে ভাঙচুর ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোকেয়া ও এফ রহমান হল পরিদর্শনে গিয়েছিলেন উপাচার্য। এ সময় তিনি বিভিন্ন হলের ৩০০টি কক্ষ ভাঙচুর হয়েছে বলে জানান। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান এবং সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগে

ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হল পরিদর্শন করলেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রোকেয়া হল এবং স্যার এ এফ রহমান হল পরিদর্শন করেছেন। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে তিনি হলগুলো পরিদর্শন করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান এবং সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রায় ৩০০টি কক্ষ ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হলসমূহের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে আর্থিক বরাদ্ধ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে হলসমূহ সংস্কার করে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
১৬ ঘণ্টা আগে

দুর্বৃত্তের হামলায় ঢাবি ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আহত
ময়মনসিংহের গৌরীপুরে এনামুল হাসান অনয় নামে এক ছাত্র ইউনিয়ন নেতার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে পৌর শহরের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এনামুল হাসান অনয় ঢাকা বিশ্বিবদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক। তিনি গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লার বাসিন্দা। জানা গেছে, অনয় ঢাকা বিশ্বিবদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে তিনি নিজ বাড়ি গৌরীপুর চলে আসেন। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে পৌর শহরের নিমতলী এলাকার গৌরীপুর গণপাঠাগারের সামনে দুর্বৃত্তরা অনয়ের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য অনয় দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে। আহত এনামুল হাসান অনয় বলেন, রাতে বাসায় ফেরার পথে ১০-১২ জনের একটি দল আমার ওপর হামলা চালিয়ে মারধর করে ও লাঠি দিয়ে পেটায়। আমি পালানোর চেষ্টা করলে তারা আমাকে ছুরিকাঘাত করার চেষ্টাও করে। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শামীম আক্তার নোমান বলেন, অনয়ের ডানহাতের কনুর নিচে একটি ও ডানপিঠের উপরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। গৌরীপুর থানার ওসি মো. হাসান আল মামুন কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
২৬ জুলাই, ২০২৪

মিছিলে গুলি বন্ধের দাবি ঢাবি সাদা দলের
শিক্ষার্থীদের চলমান কোটা আন্দোলন ঘিরে হামলা ও প্রাণহানির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মৌন পদযাত্রা করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল শুক্রবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে সংগঠনটির শিক্ষকরা পদযাত্রা বের করেন, যা টিএসসিতে রাজু ভাস্কর্য পর্যন্ত ঘুরে আবারও অপরাজেয় বাংলার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও অধ্যাপক মহিউদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক ওসমান ইমাম প্রমুখ।
২৪ জুলাই, ২০২৪

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হলে খুলবে ঢাবি
কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাবিতে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, তা নিরূপণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ঢাবি প্রশাসন।  মঙ্গলবার (২৩ জুলাই) ঢাবির জনসংযোগ কর্মকর্তা মাহমুদ আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাবিতে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, তা নিরূপণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বের মতো নিয়োজিত থাকবে। এ ছাড়া হলগুলোয় মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়াসহ পাঁচটি নির্দেশনা দিয়েছে প্রশাসন। এগুলো হলো- ঢাবি ক্যাম্পাসে কোনো নিরাপরাধ শিক্ষার্থী যেন ভবিষ্যতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেটা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান করবেন, যাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বের মতো নিয়োজিত থাকবে। এতে আরও বলা হয়েছে, দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত হলের কক্ষগুলো সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে প্রশাসন সচেষ্ট রয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কাম্য। হলগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীরাই থাকবে। প্রশাসনের নিজস্ব নীতিমালা অনুযায়ী আবাসিক হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে।
২৪ জুলাই, ২০২৪

শিক্ষার্থীদের নিরাপত্তা দেবে ঢাবি প্রশাসন
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। গতকাল মঙ্গলবার ঢাবির জনসংযোগ কর্মকর্তা মাহমুদ আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, কোটাবিরোধী আন্দোলন কেন্দ্র করে ঢাবিতে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, তা নিরূপণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বের মতো নিয়োজিত থাকবে। এ ছাড়া হলগুলোয় মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়াসহ পাঁচটি নির্দেশনা দিয়েছে প্রশাসন। এগুলো হলো ঢাবি ক্যাম্পাসে কোনো নিরাপরাধ শিক্ষার্থী যেন ভবিষ্যতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেটা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান করবেন, যাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে। তবে গুরুত্বপূর্ণ স্থপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বের মতো নিয়োজিত থাকবে। দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত হলের কক্ষগুলো সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে প্রশাসন সচেষ্ট রয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কাম্য। হলগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীরাই থাকবে। প্রশাসনের নিজস্ব নীতিমালা অনুযায়ী আবাসিক হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে।
২৪ জুলাই, ২০২৪

পাঁচ নির্দেশনা দিল ঢাবি প্রশাসন
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।  মঙ্গলবার (২৩ জুলাই) ঢাবির জনসংযোগ কর্মকর্তা মাহমুদ আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটাবিরোধী আন্দোলন কেন্দ্র করে ঢাবিতে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, তা নিরূপণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বের মতো নিয়োজিত থাকবে। এ ছাড়া হলগুলোয় মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়াসহ পাঁচটি নির্দেশনা দিয়েছে প্রশাসন। এগুলো হলো ঢাবি ক্যাম্পাসে কোনো নিরাপরাধ শিক্ষার্থী যেন ভবিষ্যতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেটা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান করবেন, যাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে। তবে গুরুত্বপূর্ণ স্থপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বের মতো নিয়োজিত থাকবে। দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত হলের কক্ষগুলো সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে প্রশাসন সচেষ্ট রয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কাম্য। হলগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীরাই থাকবে। প্রশাসনের নিজস্ব নীতিমালা অনুযায়ী আবাসিক হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে।
২৩ জুলাই, ২০২৪

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি সাদা দলের কর্মসূচি ঘোষণা
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশ ও ছাত্রলীগের বর্বরোচিত হামলাসহ ছয়জনকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি শিক্ষক প্যানেল (সাদাদল) কর্মসূচি ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয় সাদাদলের আহবায়ক অধ্যাপক লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সর্বাত্মক আন্দোলনের আজকের পরিস্থিতি আমরা বিবেচনা করেছি। শিক্ষার্থীদের আন্দোলন দমনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ছয়জনকে হত্যা ও অসংখ্য আন্দোলনকারীকে আহত করার প্রতিবাদ করছি। একইসঙ্গে শিক্ষকদের অবমাননা এবং বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে সাদা দল আগামীকাল ১৯ জুলাই শুক্রবার সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করবে। এতে যথাসময়ে সকলকে উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে বলা হয়েছে।
১৮ জুলাই, ২০২৪
X