সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৯ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মাতামুহুরি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মহাবুবুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার মৌলভীচরের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ (২২) ও একই গ্রামের বাসিন্দা জিয়াউদ্দিনের ছেলে মোহাম্মদ মোস্তফা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে মোটরসাইকেলযোগে তারা পৌর শহরে ফিরছিল। ফেরার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইলের মুখোমুখী সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে দুজন যুবক নিহত হয়। এ ব্যাপারে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২৩ ঘণ্টা আগে

যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গোপালগঞ্জ শহরতলী হরিদাসপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। এ সময় দুই আরোহী আহত হয়। নিহত মোটরসাইকেল চালক কাশিয়ানী উপজেলার পুইশূর ইউনিয়নের পুইশুর গ্রামের আ. আলী মোল্লা ছেলে জুয়েল মোল্লা। শনিবার (১৮ মে) রাত সাড়ে আটটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের হরিদাসপুর নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী শহরের গোহাটা বটতলা এলাকার কানাইলাল দাসের ছেলে পিনাকী রঞ্জন দাস ও কাশিয়ানী উপজেলা কুড়িগ্রাম এলাকার   রেপতি সরকারের ছেলে বাবুল সরকার আহত হয়। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল যোগে জুয়েল দুই আরোহী পিনাকি ও বাবুলকে সঙ্গে কাশিয়ানী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো তারা। শহরতলী হরিদাসপুর নামক এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা সেতু ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ  ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক  মোটরসাইকেল চালক জুয়েলকে মৃত ঘোষণা করেন। এবং ওপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠিয়ে দেন। গোপালগঞ্জ ভাটিয়া পাড়ার হাইওয়ে থানার এসআই মাহমুদ জানান, ঘটনাস্থলে পরিদর্শন করে জানতে পারি দ্রুত গতিতে দুইটি যাত্রীবাহী বাস পাল্লা দিয়ে চলছিল। এমন সময় হরিদাসপুর নামক স্থানে আসলে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নিহত জুয়েল মোল্লা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৯ মে, ২০২৪

নির্বাচনী শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী মোটরসাইকেল শোডাউনে দুর্ঘটনার শিকার হয়ে ইয়াসিন আহমেদ সজল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন উপজেলার শিদলাই ইউনিয়নের উত্তর শিদলাই এলাকার আবদুল আলীমের ছেলে। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাসুক সরকারের সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউনে অংশ নেন ইয়াসিন। পরে শোডাউনটি উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় পৌঁছলে ইয়াসিন দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, শোডাউনে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
১৭ মে, ২০২৪

মোটরসাইকেল চালক হত‍্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল চালক মঞ্জু শেখ হত‍্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত‍্যককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।  বুধবার (১৫ মে) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। হত্যা মামলায় আরেক আসামি রুবেল ব‍্যাপারীকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তিন হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সোহরাব মন্ডল পাড়ার মো. শাহাদাত মৃধা লাভলু, আব্দুল আজিজ মৃধা পাড়ার মো. মনোয়ার হোসেন মনু, মো. রিপন সরদার ও মিনাজ উদ্দিন শেখ পাড়ার মো. কোবাদ শেখ। রায়ের সময় মো. শাহাদাৎ মৃধা ছাড়া সবাই উপস্থিত ছিলেন। পলাতক আসামি শাহাদাত মৃধা লাভলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬ অক্টোবর দুপুরে একটি ফোন পেয়ে মোটরসাইকেল নিয়ে বের হন মঞ্জু শেখ। ওইদিন রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরের দিন ২৭ অক্টোবর সকালে চরদৌলতদিয়া আইনদ্দিন বেপারিপাড়ার খালের পানিতে একটি লাশ পাওয়ার খবর পায় মঞ্জুর পরিবার। পরে সেখানে গিয়ে মঞ্জুর লাশ শনাক্ত করেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় ওইদিন নিহত মঞ্জু শেখের বাবা মো. বাবলু শেখ অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলা করেন। রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে এ মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। বিচারপ্রার্থী ন্যায়বিচার পেয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।
১৫ মে, ২০২৪

মোটরসাইকেল চালানোর সময় ফোনে কথা, ট্রাকের নিচে কলেজছাত্র
মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে গিয়ে নাটোরে ট্রাকচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছে। রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের পিটিআই বটতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রিয়াদ রায়হান (২২) রামাইগাছি এলাকার শরিফ মিয়ার ছেলে। সে দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রিয়াদ দয়ারামপুর রোড থেকে মোটরসাইকেলযোগে পিটিআই বটতলা এলাকায় নাটোর রাজশাহী মহাসড়কে উঠছিলেন। এ সময় হরিশপুরের দিক থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার কারণে রিয়াদ ট্রাক আসার ঘটনা লক্ষ্য করেনি। মহাসড়কে ওঠার সঙ্গেই ট্রাকটি তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই রিয়াদ নিহত হয়। পুলিশ ট্রাকটি আটক করে মরদেহ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। মরদেহ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১৪ মে, ২০২৪

মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দত্তখোলা এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। মঙ্গলবার (১৪ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর (শেখ হাসিনা) সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার কয়লান মিয়ার ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। জিতুর বাবা কয়লান মিয়া জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ছেলে জিতু মিয়াকে নিয়ে অটোরিকশায় ওঠেন। দত্তখোলা এলাকায় আসার পর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে অবগত আছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
১৪ মে, ২০২৪

গরু চুরি করতে এসে মোটরসাইকেল রেখে গেল চোর
কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরের দল একটি মোটরসাইকেল রেখে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ মে) রাতে উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির ঘোড়াময়দান সিরাজ ড্রাইভারের বাড়িতে।  মঙ্গলবার (১৪ মে) সকালে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে চোর ও গরু উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, সোমবার রাতে ঘোড়াময়দান গ্রামের আলম নামের এক ব্যক্তির ঘরে ঢুকে দুটি গাভি গরুর একটি নিয়ে যায় চোরের দল। চোররা একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত আলম বলেন, ভোর রাতে তার স্ত্রীর ঘুম ভাঙলে গরু ঘরে গিয়ে দেখেন দরজা খোলা। দুটি গরুর মধ্যে একটি নেই। চুরি হওয়া গরুটির দাম প্রায় ১ লাখ টাকা। চোররা টয়লেটের দেওয়াল টপকে গরু ঘরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়। পরে জানতে পারে সিরাজ ড্রাইভারের বাড়িতে চোররা একটি মোটরসাইকেল রেখে পালিয়েছে। সিরাজ ড্রাইভার বলেন, রাতে গরু ঘরে গিয়ে দেখতে পান তার ঘরের পাশে একটি মোটরসাইকেল পড়ে আছে। বিষয়টি চেয়ারম্যানকে জানান তিনি। মনে হয় চোরের দল টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে গেছে। এ বিষয়ে মঙ্গলবার সকালে নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী কালবেলাকে বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেলটি নাথেরপেটুয়া থেকে চুরি করে এনেছে বলে জানা গেছে। হয়তো তেল শেষ হয়ে যাওয়ায় মোটরসাইকেলটি নিয়ে যেতে পারেনি তারা। গরু চুরির বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।
১৪ মে, ২০২৪

চবিতে বহিরাগতদের মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিরাগতদের মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।  সোমবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. অহিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত কিছু মোটরসাইকেল আরোহী বিনা অনুমতিতে প্রবেশ করার অভিযোগ পাওয়া গেছে। ট্রাফিক আইন অমান্য করে এসব মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে প্রক্টর অফিসের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তির মোটরসাইকেল ছাড়া বহিরাগতদের মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো।  এতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অমান্যকারীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সহায়তায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সিদ্ধান্ত অদ্য ১৩ মে থেকে কার্যকর হবে। এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, বহিরাগতদের বেপরোয়া মোটরসাইকেলের কারণে ক্যাম্পাসে নানা দুর্ঘটনা ঘটতেছে। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি৷ এক্ষেত্রে আমরা কারও অনুরোধ শুনব না। তবে মোটরসাইকেল ব্যতিত কেউ চাইলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসতে পারবেন। এর আগে গত রোববার (৫ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩০টি বহিরাগত মোটরসাইকেল জব্দ করে প্রক্টরিয়াল বডি। 
১৪ মে, ২০২৪

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মামুন সমাদ্দার (২২) নামে একজন নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়। শনিবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামে। মামুন ওই গ্রামের বাবুল সমাদ্দারের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্সের প্রথম বর্ষের ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন সমাদ্দার সকালে খুলনা যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী কাজেম আলীকে (৩৬) ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষনা করেন। আহত কাজেম আলীকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি উজিরপুর গ্রামের আজিজ মন্ডলের ছেলে। সদর থানার ওসি সাইফুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  
১১ মে, ২০২৪

গাজীপুরে পিকআপচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের কড্ডা বাইমাইল এলাকায় পিকআপভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।  শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মোয়াজ্জেমপুর থানার মারফত আলীর ছেলে মনজুর সরকার (৩৮), বগুড়ার মোকামতলা এলাকার এহসান হাসান (৪২)। নিহত মনজুর গাজীপুরের কোনাবাড়ীর এশরারনগর হাউজিং এলাকায় ও এহসান হাসান হরিণাচালার এলাকায় বসবাস করতেন। আহত আব্দুল হামিদের (৪৫) বাড়ি পাবনায়। তিনি হরিণাচালায় বসবাস করতেন। তারা তিনজনই এলাকায় ঝুট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। কোনাবাড়ী থানার ওসি একেএম আশরাফ উদ্দিন বলেন, রাতে কোনাবাড়ী থেকে ঝুট গুদাম ব্যবসায়ী মঞ্জুর হোসেন, হাসানসহ তিনজন একটি মোটরসাইকেলে চড়ে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা বাইমাইল ব্রিজ এলাকায় ময়লার ভাগাড়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ সজোরে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মঞ্জূর হোসেন ও হাসান নিহত হন আর গুরুতর আহত হন হামিদ মিয়া। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ছাড়া আহত হামিদকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা কোনাবাড়ী এলাকায় ঝুট গুদামের ব্যবসা করতেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
১০ মে, ২০২৪
X