কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী মোটরসাইকেল শোডাউনে দুর্ঘটনার শিকার হয়ে ইয়াসিন আহমেদ সজল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন উপজেলার শিদলাই ইউনিয়নের উত্তর শিদলাই এলাকার আবদুল আলীমের ছেলে।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাসুক সরকারের সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউনে অংশ নেন ইয়াসিন। পরে শোডাউনটি উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় পৌঁছলে ইয়াসিন দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, শোডাউনে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
মন্তব্য করুন