স্মার্টফোন সরবরাহে শীর্ষে অ্যাপল
বৈশ্বিক স্মার্টফোন সরবরাহে ১২ বছরের মধ্যে প্রথমবার স্যামসাংকে পেছনে ফেলল অ্যাপল। ২০২৩ সালে স্মার্টফোন সরবরাহের দিক থেকে স্যামসাংকে টপকে শীর্ষস্থান দখল করেছে অ্যাপল। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার’ এই তথ্য প্রকাশ করেছে। আন্তর্জাতিক প্রযুক্তি বাজার বিশ্লেষক ক্যানালিসের প্রকাশিত তথ্যেও একই চিত্র দেখা গেছে। উল্লেখ্য, সরবরাহ (শিপমেন্ট) এবং বিক্রি এক বিষয় নয়। সরবরাহ অর্থ হচ্ছে শোরুম, ডিলার বা বিক্রেতার কাছে পণ্য পাঠানো। সরবরাহকৃত সব পণ্য বিক্রি নাও হতে পারে। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রেতার কাছে পণ্য সরবরাহ করে থাকে। আইডিসির তথ্য মতে, গত বছর অ্যাপল বিশ্বে ২৩ কোটি ৪৬ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে, আর স্যামসাংয়ের ক্ষেত্রে এ সংখ্যাটি ২২ কোটি ৬৬ লাখ ইউনিট। শীর্ষ পাঁচটির মধ্যে বাকি তিন প্রতিষ্ঠান হচ্ছে শাওমি, ওপো ও ট্রান্সশন। যাদের সরবরাহের পরিমাণ ছিল যথাক্রমে ১৪ কোটি ৫৯ লাখ, ১০ কোটি ৩১ লাখ ও ৯ কোটি ৪৯ লাখ ইউনিট। এই তিনটিই চীনা প্রতিষ্ঠান। আইডিসি উল্লেখ করেছে, বৈশ্বিক স্মার্টফোন সরবরাহের দিক থেকে স্যামসাং টানা ১৩ বছর শীর্ষস্থান ধরে রেখেছিল। ২০১০ সালের আগে এই মুকুট ছিল নোকিয়ার দখলে। সে সময় নোকিয়ার পরের স্থানে ছিল যথাক্রমে স্যামসাং, এলজি, জেটিই ও ব্ল্যাকবেরির উৎপাদনকারী প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন। অ্যাপলের কাছে স্যামসাংয়ের শীর্ষস্থান হারানোর ঘটনাকে প্রযুক্তি বিশ্বে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্যামসাংকে টপকে শীর্ষস্থান দখল করলেও হুয়াওয়ে, অনার, ওয়ানপ্লাস ও গুগলের মতো অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন উৎপাদনকারীদের কাছ থেকে প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে অ্যাপল। ক্যানালিস জানিয়েছে, চীনে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে হুয়াওয়ে, যা দেশটির বাজারে অ্যাপলের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলতে পারে। হুয়াওয়ের উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় প্রতিষ্ঠানটি বিদেশ থেকে চিপ আমদানি করতে পারে না। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তাদের মেট ৬০ প্রো স্মার্টফোনে চীনা চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসএমআইসির তৈরি সেভেন ন্যানোমিটার চিপ ব্যবহার করেছে, যা স্মার্টফোনটিকে ফাইভজি সক্ষমতা দিয়েছে।
১৯ জানুয়ারি, ২০২৪

মেসিকে নিয়ে ডকুমেন্টারি সিরিজ আনছে অ্যাপল
এই মৌসুমের শুরুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির দলবদল নিয়ে কম জলঘোলা হয়নি। ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি ছাড়ার পর সাত বারের ব্যালন ডি’অর জয়ীর পরবর্তী ঠিকানা কোথায় হবে এই নিয়ে জল্পনা-কল্পনা চলছিল পুরো ফুটবল বিশ্বে। আরবের বড় অঙ্কের চুক্তি ও ঘরের মাঠ বার্সায় ফেরার সুযোগ রেখে মেসি বেছে নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। মেসির এই দলবদলের গল্প নিয়ে ‘মেসি মিটস আমেরিকা’ নামে ছয় পর্বের ডকুমেন্টারি সিরিজ নিয়ে আসছে অ্যাপল টিভি+।  লিওনেল মেসির ইন্টার মায়ামিতে দলবদল নিয়ে করা এই ডকুমেন্টারির প্রথম তিন পর্ব ১১ অক্টোবর প্রিমিয়ার হবে, মার্কিন টেক জায়ান্ট কোম্পানি সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। বাকি তিন পর্ব পরবর্তীতে মেজর লিগ সকারের মৌসুম শেষে দেখা যাবে, সংস্থাটি জানায়। অ্যাপল টিভি+ জানায় এই সিরিজটি "মেসির রেকর্ড-ব্রেকিং ক্যারিয়ারের এই নতুন অধ্যায়ের প্রথম এবং একমাত্র নেপথ্য বিবরণ"। ৩৬ বছর বয়সী মেসি এই গ্রীষ্মের দলবদলের মৌসুমে এমএলএস-এ চলে আসেন। প্যারিস থেকে ফ্লোরিডার নতুন ক্লাবে এসেই ধুকতে থাকা ক্লাবটির ভাগ্যের পরিবর্তন করেন এই ক্ষুদে জাদুকর।  তিনি আগস্ট মাসে মায়ামিকে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জেতান। লিগ কাপ জয়ের পথে তিনি ফ্লোরিডার ক্লাবের হয়ে ছয় ম্যাচে নয় গোল করেন। অ্যাপল টিভি+ আগস্টে মায়ামির লিগ কাপ মিশন চলমান থাকার মধ্যেই সিরিজটির ঘোষণা করে এবং মায়ামিতে মেসির আগমনের পর্দার পিছনের গল্পে দর্শকদের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। “মেসি মিটস আমেরিকা” শিরোনামের সিরিজের একটি টিজার প্রকাশ করেছে অ্যাপল টিভি । মেসি এবং প্রাক্তন আন্তর্জাতিক ফুটবল তারকা ও ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যামের কখনো প্রকাশ হয়নি এরকম সাক্ষাৎকার দেখা যাবে এই ডকুমেন্টারিতে।  উল্লেখ্য যে অ্যাপল হল এমএলএস-এর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার, টেক কোম্পানিটি গত বছরের জুনে পরবর্তী এক দশকে ন্যূনতম ২.৫ বিলিয়ন ডলার ব্যায় করবে এমএলএসের জন্য। কোম্পানিটি মায়ামিতে চুক্তি সাক্ষরের সময় মেসিকে অ্যাপল টিভি+ নতুন গ্রাহক থেকে যা আয় হয় তার একটি অংশ অফার করেছিল। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর বলেন “মায়ামিতে আসা এবং এত ভালো লোকদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি।” “আমি প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নিয়েই এই দলে যোগ দিচ্ছি, জেতাতে এবং ক্লাবের বৃদ্ধি অব্যাহত রাখতে সাহায্য করাই আমার লক্ষ্য। আমি আরও মনে করি আমরা সত্যিই নিজেদেরকে উপভোগ করতে যাচ্ছি, একটি ভাল সময় কাটাতে যাচ্ছি এবং খুব বিশেষ কিছু ঘটতে চলেছে।”    
০২ অক্টোবর, ২০২৩

আইফোন ১৫ প্রো দ্রুত গরম হচ্ছে কেন, কারণ জানাল অ্যাপল
সম্প্রতি বাজারে এসেছে আইফোন ১৫ সিরিজের ফোনগুলো। অ্যাপল গত ২২ সেপ্টেম্বর ১৫ সিরিজের ফোনগুলো বাজারে ছাড়ে। তবে এই ফোন ব্যবহারের কিছুদিনের মধ্যেই ক্রেতারা অভিযোগ করছেন, সিরিজটির আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেল দুটি খুবই দ্রুত গরম হয়ে যাচ্ছে। অ্যাপল জানিয়েছে, ফোনগুলো গরম হওয়ার পেছনের কারণটি চিহ্নিত করতে পেরেছে তারা।  শনিবার (৩০ সেপ্টেম্বর) অ্যাপলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফোনের অপারেটিং সিস্টেম আইওএস ১৭'র একটি ত্রুটি এর পেছনে অন্যতম কারণ, যা শিগগির আপডেটের মাধ্যমে ঠিক করা হবে। এর আগে ব্যবহারকারীদের নতুন আইফোন মাত্রাতিরিক্ত গরম হওয়ার কারণ হিসেবে অ্যাপল বলেছিল, এই ডিভাইসগুলো প্রথম কয়েকদিন বেশি গরম হতে পারে। সেটআপ ও রিস্টোর করার পর ব্যাকগ্রাউন্ডে অনেক প্রক্রিয়া চলতে থাকে। এর ফলে এ রকম হতে পারে বলেও জানায় তারা। অ্যাপল আরও জানিয়েছে, কিছু থার্ড পার্টি অ্যাপের সাম্প্রতিক আপডেটের কারণেও সিস্টেমের ওপর বাড়তি চাপ পড়ছে। এ সমস্যাগুলো দূর করার জন্য অ্যাপ নির্মাতাদের সঙ্গে আলাদা করে কাজ করছে অ্যাপল। এ ধরনের কয়েকটি অ্যাপ হলো অ্যাসফল্ট ৯ নামের একটি গাড়ির গেম, মেটার ইনস্টাগ্রাম ও উবার। ইতোমধ্যে এ সমস্যার সমাধান করে নতুন আপডেট দিয়েছে ইনস্টাগ্রাম। এদিকে আইওএস ১৭-এর নতুন সংস্করণে বাগ দূর করা হলেও এর পারফরম্যান্সে কোনো ঘাটতি দেখা যাবে না বলে নিশ্চিত করেছে অ্যাপল। অ্যাপল আরও দাবি করেছে, ফোন একটু বেশি গরম হলেও এতে নিরাপত্তাঝুঁকি নেই বা শারীরিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই। এতে দীর্ঘমেয়াদে ফোনের টিকে থাকার ওপরও কোনো প্রভাব পড়বে না।
০১ অক্টোবর, ২০২৩

নতুন আইফোনসহ আরও যেসব পণ্য আনছে অ্যাপল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। ১২ সেপ্টেম্বর এ আয়োজন হবে।  অনুষ্ঠানে প্রতিবছরের মতো নতুন সব পণ্যের ঘোষণা আসবে। সম্ভাব্য পণ্যের তালিকা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। প্রতিষ্ঠানটি বাজারে আনার ঘোষণা দিতে পারে এমন কিছু পণ্য দেখে নেওয়া যাক- আইফোন ১৫ ও ১৫ প্লাস এবার আইফোন ১৫-তে থাকবে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সুবিধা, এমনটাই শোনা যাচ্ছে। কালো, নীল, সবুজ, গোলাপি ও হলুদ রঙে ফোনটি পাওয়া যেতে পারে। দুটি ফোনেই নচের পরিবর্তে ‘ডায়নামিক আইল্যান্ড-পিল শেপ’ থাকতে পারে। দাম হতে পারে যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার। আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স টাইটানিয়াম ফ্রেমের হবে এ আইফোন। ফাস্ট চার্জিং সুবিধাসহ থাকবে ইউএসবি সি পোর্ট ও অ্যাকশন বাটন। এ দুটির দাম হতে পারে যথাক্রমে ১ হাজার ৯৯ এবং ১ হাজার ২৯৯ ডলার। অ্যাপল ওয়াচ আলট্রা ২ অ্যাপল ওয়াচ আলট্রা ২-এর নকশাতেও তেমন পরিবর্তন আসবে না। ওয়াচ সিরিজ ৯-এর মতো দ্বিতীয় প্রজন্মের এই স্মার্ট ঘড়িতেও যুক্ত ব্যবহার করা হবে এস ৯ চিপ। নতুন ডার্ক টাইটানিয়াম রঙে পাওয়া যাবে স্মার্ট ঘড়িটি। এস ৯ চিপসহ অ্যাপল ওয়াচ সিরিজ ৯ অ্যাপল ওয়াচ সিরিজ ৯-এর নকশায় তেমন পরিবর্তন আসবে না বলে জানা গেছে। তবে এই স্মার্ট ঘড়িতে থাকবে এস ৯ চিপ। ফলে আগের মডেলের থেকে বাড়তি সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার এই দুই সংস্করণে স্মার্ট ঘড়িটি পাওয়া যাবে। হালনাগাদ ভিশন প্রো অনুষ্ঠানে আইফোন, অ্যাপল ওয়াচ, এয়ারপডসের বাইরে তেমন গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা কম। তবে ধারণা করা হচ্ছে, ভিশন প্রো-এর হালনাগাদ কিছু সুবিধার ঘোষণা আসতে পারে এই আয়োজন থেকে। আইওএস ১৭, ওয়্যারওএস ৯, আইপ্যাড ওএস ১৭ এবারের আয়োজনে আইফোনের জন্য আইওএস ১৭, অ্যাপল ওয়াচের জন্য ওয়্যারওএস ৯ এবং আইপ্যাডের জন্য আইপ্যাড ওএস ১৭ আনার ঘোষণা দিতে পারে অ্যাপল। ইউএসবি সি পোর্ট সুবিধার এয়ারপডস প্রো ২ এয়ারপডস প্রো ২ গত বছর বাজারে আসে। এতে ব্যবহার করা হয় লাইটেনিং পোর্ট। এবার দ্বিতীয় প্রজন্মের এয়ারপডস প্রো ২-তে ইউএসবি সি পোর্ট সুবিধা যুক্ত করা হবে।
০৮ সেপ্টেম্বর, ২০২৩

অ্যাপল এর প্রথম স্পেশাল কম্পিউটার অ্যাপল ভিশন প্রো (পলাশ ভাই দেখবেন)
প্রায় এক দশক পর নতুন কোন উদ্ভাবন নিয়ে এল অ্যাপল। অ্যাপল ভিশন প্রো নামে একটি এআর হেডসেট উন্মোচন করেছে কোম্পানিটি। অ্যাপল যাকে বলছে অ্যাপল এর প্রথম স্পেশাল কম্পিউটার। অ্যাপল ভিশন প্রো একটি অগমেন্টেড রিয়েলিটি (এআর) ডিভাইস। অ্যাপলের সিইও টিম কুক বলেছেন, এটি এমন একটি হেডসেট যা বাস্তব এবং ভার্চুয়াল জগতের মেলবন্ধস তৈরি করবে।      কি এই অগমেন্টেড রিয়েলিটি? ভার্চুয়ল রিয়েলিটি বিষয়টার সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। ভার্চুয়ল রিয়েলিটির সাথে অগমেন্টেড রিয়েলিটির কিছুটা মিল থাকলেও দুইটি জিনিস এক নয়। ভার্চুয়ল রিয়েলিটি পুরোটাই একটি কাল্পনিক দুনিয়া। আর অগমেন্টেড রিয়েলিটি হল আমাদের আশেপাশের বাস্তব জগতেরই একটি উন্নত এবং বর্ধিত সংস্করণ।   আমাদের চারপাশে বাস্তবে যা কিছু আছে অগমেন্টেড রিয়েলিটি সে সব কিছুকে একটু ভিন্নভাবে দেখায়। এটি বাস্তব জগতে থাকা বস্তু ও পরিবেশ-এর সাথে কম্পিউটার দ্বারা তৈরি গ্রাফিকাল বস্তু ও পরিবেশ একত্র করে আমাদের চোখের সামনে একটি বর্ধতি এবং উন্নত জগৎ তৈরি করে।   কি রয়েছে এই অ্যাপল ভিশন প্রো এর মধ্যে?   অ্যাপল ভিশন প্রো দেখতে অনেকটা স্কিইং করার সময় পরা চশমার মতো। এটি কিছুটা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের মতো হলেও সেই তুলনায় অনেকটাই পাতলা। হেডসেটটির সামনে একটি গ্লাস এবং একটি অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে, যেখানে ৫টি সেন্সর এবং ১২ টি ক্যামেরা রয়েছে। প্রতিটি চোখের জন্য রয়েছে একটি করে ৪কে ডিসপ্লে এবং একটি কম্পিউটার।   অ্যাপল বলেছে, ডিভাইসটি ব্যবহারকারীকে তার চারপাশের লোকেদের থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এটি আইসাইট নামক একটি সিস্টেমের সাথে ব্যবহারকারীর চোখ সংযুক্ত করে এবং ব্যবহারকারী চাইলে তার সামনে একটি উজ্জ্বল ভার্চুয়াল স্ক্রিন প্রদর্শন করে। এটি কোন ব্যক্তির মুখকে স্ক্যান করে একটি ডিজিটাল "ব্যক্তিত্ব" - মূলত একটি হাইপাররিয়ালিস্টিক অবতার তৈরি করে৷ ডিভাইসটি পাসথ্রু ভিডিও ব্যবহার করে যা ব্যবহারকারীর সামনে বাস্তব বিশ্বকে সম্পূর্ণ রঙিন ভাবে উপস্থাপর করে। এমনকি এটি মহাকাশের বস্তুগুলিকে বাস্তব জগতে টেনে এনে ব্যবহারকারীকে বাস্তব মহাকাশে বিচরণ করার অনুভুতি দিতে পারে।   অ্যাপলের সিইও টিম কুক বলেছেন, হেডসেটটি পরে ব্যবহারকারীদেরা ডিজিটাল বিষয়বস্তু এমনভাবে দেখতে, শুনতে এবং অনুভব করতে পারবেন যাতে তাদের মনে হবে – তাদের সামনেই রয়েছে সম্পূর্ণ বাস্তব জগৎ।   আর কী কী ফিচার রয়েছে? অ্যাপল ভিশন প্রো তে আইফোন এবং অ্যাপল এর কম্পিউটারকেও সংযুক্ত করা যাবে।   ডিভাইসটি হাত, চোখ এবং ভয়েস কমান্ড-এর মাধ্যমে ব্যাবহার বা নিয়ন্ত্রণ করা যাবে। এটির নিচের দিকে মুখ করা ক্যামেরাগুলি ব্যবহারকারীর হাতকে ক্যাপচার করতে পারে এবং সে অনুযায়ী কমান্ড নিতে পারে। একবার চার্জ করার পর দুই ঘন্টা চলবে এটি।   কবে বাজারে আসবে অ্যাপল ভিশন প্রো? আগামী বছরের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ডিভাইসটি মুক্তি পাবে, এরপর ধীরে ধীরে অন্যান্য দেশের বাজারেও তা নিয়ে আসবে অ্যাপল।   অ্যাপল ভিশন প্রো-এর দাম কত হবে? বাংলাদেশি টাকায় অ্যাপল ভিশন প্রো এর দাম হবে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ বাজারে অন্যান্য ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের থেকে এই হেডসেটটির দাম অনেকগুন বেশি।
৩০ নভেম্বর, ০০০১
X