স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১০:৫০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে নিয়ে ডকুমেন্টারি সিরিজ আনছে অ্যাপল

লিওনেল মেসির মায়ামি অধ্যায় নিয়ে ডকুমেন্টারি সিরিজ আনছে অ্যাপল। ছবি : সংগৃহীত
লিওনেল মেসির মায়ামি অধ্যায় নিয়ে ডকুমেন্টারি সিরিজ আনছে অ্যাপল। ছবি : সংগৃহীত

এই মৌসুমের শুরুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির দলবদল নিয়ে কম জলঘোলা হয়নি। ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি ছাড়ার পর সাত বারের ব্যালন ডি’অর জয়ীর পরবর্তী ঠিকানা কোথায় হবে এই নিয়ে জল্পনা-কল্পনা চলছিল পুরো ফুটবল বিশ্বে। আরবের বড় অঙ্কের চুক্তি ও ঘরের মাঠ বার্সায় ফেরার সুযোগ রেখে মেসি বেছে নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। মেসির এই দলবদলের গল্প নিয়ে ‘মেসি মিটস আমেরিকা’ নামে ছয় পর্বের ডকুমেন্টারি সিরিজ নিয়ে আসছে অ্যাপল টিভি+।

লিওনেল মেসির ইন্টার মায়ামিতে দলবদল নিয়ে করা এই ডকুমেন্টারির প্রথম তিন পর্ব ১১ অক্টোবর প্রিমিয়ার হবে, মার্কিন টেক জায়ান্ট কোম্পানি সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। বাকি তিন পর্ব পরবর্তীতে মেজর লিগ সকারের মৌসুম শেষে দেখা যাবে, সংস্থাটি জানায়।

অ্যাপল টিভি+ জানায় এই সিরিজটি "মেসির রেকর্ড-ব্রেকিং ক্যারিয়ারের এই নতুন অধ্যায়ের প্রথম এবং একমাত্র নেপথ্য বিবরণ"। ৩৬ বছর বয়সী মেসি এই গ্রীষ্মের দলবদলের মৌসুমে এমএলএস-এ চলে আসেন। প্যারিস থেকে ফ্লোরিডার নতুন ক্লাবে এসেই ধুকতে থাকা ক্লাবটির ভাগ্যের পরিবর্তন করেন এই ক্ষুদে জাদুকর।

তিনি আগস্ট মাসে মায়ামিকে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জেতান। লিগ কাপ জয়ের পথে তিনি ফ্লোরিডার ক্লাবের হয়ে ছয় ম্যাচে নয় গোল করেন। অ্যাপল টিভি+ আগস্টে মায়ামির লিগ কাপ মিশন চলমান থাকার মধ্যেই সিরিজটির ঘোষণা করে এবং মায়ামিতে মেসির আগমনের পর্দার পিছনের গল্পে দর্শকদের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

“মেসি মিটস আমেরিকা” শিরোনামের সিরিজের একটি টিজার প্রকাশ করেছে অ্যাপল টিভি । মেসি এবং প্রাক্তন আন্তর্জাতিক ফুটবল তারকা ও ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যামের কখনো প্রকাশ হয়নি এরকম সাক্ষাৎকার দেখা যাবে এই ডকুমেন্টারিতে।

উল্লেখ্য যে অ্যাপল হল এমএলএস-এর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার, টেক কোম্পানিটি গত বছরের জুনে পরবর্তী এক দশকে ন্যূনতম ২.৫ বিলিয়ন ডলার ব্যায় করবে এমএলএসের জন্য। কোম্পানিটি মায়ামিতে চুক্তি সাক্ষরের সময় মেসিকে অ্যাপল টিভি+ নতুন গ্রাহক থেকে যা আয় হয় তার একটি অংশ অফার করেছিল।

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর বলেন “মায়ামিতে আসা এবং এত ভালো লোকদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি।”

“আমি প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নিয়েই এই দলে যোগ দিচ্ছি, জেতাতে এবং ক্লাবের বৃদ্ধি অব্যাহত রাখতে সাহায্য করাই আমার লক্ষ্য। আমি আরও মনে করি আমরা সত্যিই নিজেদেরকে উপভোগ করতে যাচ্ছি, একটি ভাল সময় কাটাতে যাচ্ছি এবং খুব বিশেষ কিছু ঘটতে চলেছে।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

ভারতীয় পরিবারের সংগ্রহে ৫০০ বছর পুরোনো স্বর্ণ মোড়ানো কোরআন

‘দিল্লির ফাঁদে পা দিয়েছে জামায়াতে ইসলামী’ 

সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

কুমার নদে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, নেপথ্যে কী

অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ, সোনাগাজী থানার ওসি বদলি

বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?

ফোন ভালো রাখতে সপ্তাহে কতবার রিস্টার্ট করবেন?

মার্কিন পুলিশের গুলিতে ভারতীয় প্রযুক্তিবিদ নিহত 

কোলেস্টেরল কমবে মাত্র ৩০ দিনে, জেনে নিন সহজ উপায়

১০

কনস্টেবল স্ত্রীকে খুন করে জঙ্গলে ফেলে দিলেন স্বামী 

১১

বন্ধ হচ্ছে ৪২ বছর আগের ‘মণিহার’, নেপথ্যে যত কারণ

১২

খাওয়ার সময় কথা বললে কি গোনাহ হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

১৩

স্ত্রীর মৃত্যুর ২২ দিন পর রিয়াদের প্রাণ গেল ডাকাতের হাতে

১৪

গহিন পাহাড়ে ৫ ঘণ্টার অভিযান, নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

১৫

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৬

৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা 

১৭

খেজুর খাওয়ার সেরা সময় কখন, খালি পেটে নাকি রাতে ঘুমানোর আগে?

১৮

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

জুমার দিন মসজিদে সামনের কাতারে জায়গাজুড়ে রাখা কি জায়েজ?

২০
X