গরমে স্বপ্ন-তে পথচারীদের জন্য ফ্রি শরবত বিতরণ
চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি ও পুদিনা পাতা মিশ্রিত)  বিতরণ করছে বাংলাদেশের শীর্ষ রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। শনিবার (২৭ এপ্রিল) থেকে সারা দেশে স্বপ্ন আউটলেটের সামনে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। এ বিষয়ে স্বপ্ন-এর নির্বাহী পরিচালক সাব্বির নাসির বলেন, ঢাকাবাসীসহ সমগ্র দেশবাসী এখন প্রচণ্ড তাপদাহের মধ্যে অবস্থান করছেন। এমন সময় স্বপ্ন থেকে আজ উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদের ভুলে গেলে চলবে না। তাই তাদের উদ্দেশ্যে মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও কিছু দিন এ কার্যক্রম চলমান থাকবে। ২০২২-২৩ অর্থবছরে ১৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে দেশের অন্যতম রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। এর আগে ২০২১-২২ অর্থবছরে প্রায় ২০ লাখ টাকা পরিচালন মুনাফা করে প্রতিষ্ঠানটি এবং অবচয় খরচ ব্যতীত গত ৫ বছর টানা পরিচালন মুনাফা করে স্বপ্ন। সুপারমার্কেট ক্যাটাগরিতে টানা ৮ বছর টানা বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে স্বপ্ন। এ বছর সমস্ত ক্যাটাগরির মধ্যে ষষ্ঠ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে স্বপ্ন। ব্র্যান্ড লেভেলে বাংলাদেশের গ্রাহকদের কাছে স্বপ্ন এখন একটি গ্রহণযোগ্য নাম।  
২৭ এপ্রিল, ২০২৪

ঢাকায় অনার স্মার্টফোনের আরও দুটি আউটলেট উদ্বোধন
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অনার যমুনা ফিউচার পার্কে নতুন দুটি আউটলেট চালু করেছে। সম্প্রতি নতুন এ ফ্ল্যাগশিপ আউটলেটগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশে অনারের একমাত্র পরিবেশক ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম, জিএম আবদুল্লাহ আল মামুন, ডিজিএম শুভংকর গোলদারসহ আরও অনেকে। একইদিনে আরও চার জেলা টাঙ্গাইল, খুলনা, কক্সবাজার এবং কুষ্টিয়ায় অনারের ব্র্যান্ড আউটলেটের উদ্বোধন হয়। এরইমধ্যে ব্র্যান্ডটি দ্রুত সময়ে ২০টি আউটলেটের মাইলফলক স্পর্শ করল। অনার তাদের আউটলেটগুলো থেকে গ্রাহকদের অফিসিয়াল ডিভাইস সরবরাহ এবং সেবা প্রদানে ভূমিকা রাখবে। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, একইদিনে ঢাকায় দুটি এবং চার জেলায় ব্র্যান্ড আউটলেট চালু করা অনারের জন্য রোমাঞ্চকর মাইলফলক। আমরা আমাদের গ্রাহকদের কাছে সেরা পণ্য ও সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্র্যান্ড আউটলেটগুলোর মাধ্যমে এমন অনন্য সেবা অব্যাহত রাখা হবে। এখন থেকে সারাদেশে চালু হওয়া আউটলেটগুলোতে বাংলাদেশের বাজারে আসা অনারের সব অফিসিয়াল পণ্য পাওয়া যাবে। প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা সরবরাহ করবে স্মার্টফোন ব্র্যান্ড অনার। কারণ অনার একটি নির্ভরযোগ্য এবং প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড। অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং বলেন, বাংলাদেশের বাজারে দ্রুত এগিয়ে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড অনার। প্রযুক্তিপ্রেমিরা অনার ব্র্যান্ডকে এগিয়েও রেখেছে নির্ভরযোগ্য ব্র্যান্ড, প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম অভিজ্ঞতা এবং উন্নত পারফর্মেন্সের দিক থেকে। ঢাকার যমুনা ফিউচার পার্কে নতুন দুটি আউটলেট যাত্রা শুরু করল। সারাদেশে মোট আউটলেটের সংখ্যা হলো ২০টি। এ সংখ্যা বাড়তেই থাকবে এবং ভবিষ্যতে দেশের প্রতিটি জেলাতেই থাকবে অনারের ব্র্যান্ড আউটলেট। সেখানে গ্রাহকেরা নতুন নতুন ডিভাইস কেনার পাশাপাশি এক্সপেরিয়েন্সও নিতে পারবেন।
০৫ এপ্রিল, ২০২৪

ময়মনসিংহে আন্তর্জাতিক মানসম্পন্ন ব্র্যান্ড বিটুর পঞ্চম আউটলেট উদ্বোধন
আন্তর্জাতিক মানসম্পন্ন ব্র্যান্ড বিটুর পঞ্চম আউটলেট ময়মনসিংহে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকেলে ফিতা কাটার মাধ্যমে এই সুবিশাল আউটলেট উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। পরে তিনি এই পুরো আউটলেটটি ঘুরে দেখেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিটু ব্র্যান্ডের স্বত্বাধিকারী সুশ্রীতা পোদ্দার বিথী, স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। বিটু-তে রয়েছে জেন্টস, লেডিস, কিডসের এক্সপোর্ট কোয়ালিটির সব আইটেম। রয়েছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট। বিটুর নিজস্ব ডিজাইন করা লেডিস ড্রেস থ্রি এঞ্জেল ব্র্যান্ডের প্রোডাক্ট এবং ঈদের পাঞ্জাবি রয়েছে, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ক্রেতাদের কাছে। বিটুর স্বত্বাধিকারী সুশ্রীতা পোদ্দার বিথী বলেন, ক্রোতাদের চাহিদা ও ভালোবাসার কারণেই আমাদের এই আউটলেটের যাত্রা। ভবিষ্যতে চেষ্টা অব্যাহত থাকবে। প্রধান অতিথি হাবিবুল বাশার সুমন বলেন, বিটুর অন্যান্য আউটলেটগুলোর মতো এই আউটলেটটিও ময়মনসিংহবাসীর ফ্যাশন চাহিদা মিটাবে এবং প্রিয় হয়ে উঠবে। উদ্বোধন উপলক্ষে সোমবার (১১ মার্চ) থেকে বুধবার (১৩ মার্চ) পর্যন্ত ২০ শতাংশ বিশেষ জিসকাউন্ট থাকছে এই আউটলেটে।
১৩ মার্চ, ২০২৪

ক্যাটালগ / আর্টিজানের নতুন আউটলেট উদ্বোধন
ফ্যাশন ব্র্যান্ড আর্টিজানের নতুন আউটলেট উদ্বোধন করলেন চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিচতলায় তিনি নতুন এ আউটলেট উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্টিজানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসাইন, লেখক-সাংবাদিক ও পরিব্রাজক গাজী মুনছুর আজিজ, গণমাধ্যমকর্মী ও আর্টিজানের শুভাকাঙ্ক্ষীরা। জায়েদ খান বলেন, আমাদের সবারই উচিত দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের পোশাক ব্যবহার করা। কারণ, নিজেরা দেশীয় ব্র্যান্ড ব্যবহার করলে তবেই আমাদের ফ্যাশন শিল্প এগিয়ে যাবে। এ ছাড়া ফ্যাশন ব্র্যান্ড আর্টিজান এরই মধ্যে দেশীয় ব্র্যান্ড হিসেবে সুনাম অর্জন করেছে। আমার গায়ের পোলো শার্টটিও আর্টিজানের এবং এটি খুবই আরামদায়ক ও কালারফুল। আর্টিজানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসাইন বলেন, একটি টেইলার্স দিয়ে আর্টিজানের যাত্রা। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে আর্টিজানের একাধিক আউটলেট রয়েছে। এর সবই হয়েছে আমাদের শ্রম, মেধা ও ক্রেতাদের ভালোবাসায়। তিনি বলেন, আসছে ঈদ উপলক্ষে আর্টিজান নিয়ে এসেছে এক্সক্লুসিভ ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, পোলো শার্ট ও টি-শার্ট। বর্তমান আবহাওয়া উপযোগী কালারফুল ডিজাইনের এসব কালেকশন তৈরি করা হয়েছে সুতিসহ আরামদায়ক কাপড়ে। কাটিং ও প্যাটার্নে আনা হয়েছে বৈচিত্র্য।
০৯ মার্চ, ২০২৪

ক্যাটালগ / নতুন ঠিকানায় আড়ং কুমিল্লা আউটলেট
আরও বড় পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর হয়ে গেল দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের কুমিল্লা আউটলেট। আগের আউটলেট থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে, অত্যাধুনিক নির্মাণশৈলীর ১৪ হাজার বর্গফুটের দোতলাবিশিষ্ট নতুন এ আউটলেটটি কুমিল্লায় আড়ংয়ের গ্রাহকদের একটি নতুন কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করবে। ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ আড়ংয়ের নতুন কুমিল্লা আউটলেটটির উদ্বোধন করেন। এ সময় আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। ‘কুমিল্লার গ্রাহকদের জন্য কেনাকাটার আরও উন্নতর একটি পরিবেশ তৈরি করতে পেরে আমরা আনন্দিত। কুমিল্লায় আমাদের এই নতুন করে শুরু করার পেছনে রয়েছে সমাজের প্রতি আড়ংয়ের অঙ্গীকার, কুমিল্লায় আমাদের গ্রাহকদের কাছে আরও উন্নতর সেবা পৌঁছে দেওয়া এবং একই সঙ্গে স্থানীয় কারুশিল্পীদের সার্বিক উন্নয়ন।’ মন্তব্য করেন তামারা আবেদ। সীমিত সময়ের জন্য এ নতুন আউটলেটে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর নিবন্ধিত সদস্যরা প্রতি কেনাকাটায় তিনগুণ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এ বিশেষ অফার ১৩ মার্চ পর্যন্ত চলবে। আড়ং বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ। আউটলেটের ঠিকানা: সিলভার রহমান ভিলা, ৫৬৭ নজরুল অ্যাভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা সদর।
০৯ মার্চ, ২০২৪

ঢাকায় টাইটানের নতুন এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট
বিশ্বের ৫ম বৃহত্তম ঘড়ি প্রস্তুতকারক টাইটান কোম্পানি লিমিটেড বিশ্বজুড়ে ৩০টিরও বেশি দেশে গ্রাহকদের মন জয় করে চলেছে। বাংলাদেশে নতুন একটি আউটলেট খোলার মাধ্যমে টাইটান গ্রাহকদের এক্সক্লুসিভ ও অথেনটিক ঘড়ির অভিজ্ঞতা দিতে দৃঢ়প্রতিজ্ঞ।  টাইটান ১৯৯৬ সাল থেকেই বাংলাদেশে সুনামের সঙ্গে গ্রাহকদের ঘড়ির চাহিদা মিটিয়ে আসছে। দীর্ঘসময়ের এই পথ চলা সম্ভব হয়েছে কল্লোল গ্রুপের সঙ্গে সফল, দীর্ঘস্থায়ী পার্টনারশিপের জন্য। এই পার্টনারশিপকে আরও এগিয়ে নিয়ে যাবে টাইটানের ৬ষ্ঠ এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট যা ঢাকার উত্তরার মাসকট প্লাজায় অবস্থিত।  গ্রাহকদের জন্য নতুনত্ব এবং অনন্য ডিজাইন নিয়ে আসার যে প্রতিশ্রুতি, এই নতুন আউটলেটটি টাইটানের সেই প্রতিশ্রুতিরই প্রতিনিধিত্ব করে। সবার রুচি ও পছন্দের কথা চিন্তা করে টাইটানে আছে অসংখ্য ঘড়ির কালেকশন, যেখান থেকে গ্রাহকদের পছন্দের শীর্ষে আছে- টাইটান : বিশ্বমানের ডিজাইন এবং নির্ভুল ইঞ্জিনিয়ারিং এর জন্য পরিচিত। রাগা বাই টাইটান : আধুনিক নারীদের জন্য সূক্ষ্ম কারুকাজ করা এবং সুরুচিসম্মত সংগ্রহ। এজ বাই টাইটান : সবচেয়ে স্লিম টাইমপিস যা নতুনত্বের নতুন সীমানা নির্ধারণ করে। ফাসট্র্যাক : মডার্ন এবং ফ্যাশন-ফরোয়ার্ড তরুণদের জন্য ট্রেন্ডি ঘড়ি। সোনাটা : সাশ্রয়ী মূল্যের ফ্যাশনেবল ঘড়ি যা গুণমানের সঙ্গে আপস করে না। জুপ : বাচ্চারা যেমন কালারফুল, স্টাইলিশ ও ভাইব্রেন্ট ঘড়ি পছন্দ করে; জুপের ঘড়িগুলো ঠিক এমনই। এ ছাড়া গ্রাহকরা এখানে উপরোক্ত ঘড়িগুলোর পাশাপাশি অন্যান্য ব্র্যান্ড ও লুকের ঘড়ি এবং সানগ্লাস খুঁজে পাবেন। আউটলেটে ২০০০ টাকা থেকে শুরু করে ৭৫০০০ টাকা পর্যন্ত মূল্যের ঘড়ি আছে। আর ঘড়ির এত বিশাল সমারোহ সবার চাহিদা পূরণের ব্যাপারটি নিশ্চিত করে। এই আউটলেটের সঙ্গে টাইটানের অফিসিয়াল উপস্থিতি এবং গুণমানের নিশ্চয়তা প্রতিটি পণ্যের ওয়ারেন্টিসহ গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করে। গ্রান্ড ওপেনিং উদযাপন উপলক্ষে গ্রাহকরা উদ্বোধনের প্রথম তিন দিন অর্থাৎ ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি এক্সক্লুসিভ ২০ শতাংশ ছাড় পাবেন। টাইটান কোম্পানি লিমিটেড-বাংলাদেশের বিজনেস হেড সঞ্জয় ভট্টাচার্য বলেন, আমাদের ৬ষ্ঠ এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট খোলার মাধ্যমে আমরা বাংলাদেশে আমাদের পদচিহ্ন প্রসারিত করে অনুকরণীয় ডিজাইন ও অভিজ্ঞতা তৈরি করতে পেরে যারপরনাই আনন্দিত।  তিনি আরও বলেন, আউটলেট এবং সার্ভিস সেন্টার খোলার লক্ষ্য হলো- আপনার সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করা। সামনের সুযোগগুলো নিয়ে আমরা আশাবাদী এবং বাংলাদেশে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে আগ্রহে অপেক্ষা করছি। আমরা সামনের সুযোগগুলি নিয়ে উচ্ছ্বসিত এবং বাংলাদেশে আমাদের যাত্রা অব্যাহত রাখার জন্য উন্মুখ। টাইটান ঘড়ির অন্যান্য অফিসিয়াল আউটলেট  ঢাকা : বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ঢাকা নিউ মার্কেট, ইকবাল সেন্টার, পলওয়েল কারনেশন শপিং সেন্টার, মাসকট প্লাজা। খুলনা : খুলনা নিউ মার্কেট টাইটান কোম্পানি লিমিটেড তাদের যাত্রা শুরু করেছিল ১৯৮৪ সালে যা বর্তমানে ২ দশমিক ৮ বিলিয়ন ডলার মূল্যের একটি বড় কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত। টাইটান প্রতি বছর ১৫ মিলিয়নেরও বেশি ঘড়ি তৈরি করে এবং বিশ্বের ৩২টি দেশে ২০০ মিলিয়নেরও বেশি বিক্রি করে। টাইটানের ঘড়ি খুঁজে পাবেন বিশ্বের ১১ হাজার আউটলেটে। বিশ্বের সবচেয়ে স্লিম ঘড়ি হিসেবে প্রসিদ্ধ ‘টাইটান এজ’ এর জন্য ‘রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড’ এর গর্বিত বিজয়ী টাইটান।  টাইটান ঘড়ি উৎপাদনে গুণমানের সঙ্গে কখনই আপস করে না। আর এই নির্মাণযজ্ঞ যেখানে চলে সেটি ৪ লাখ ৫০ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত এবং অত্যাধুনিক উৎপাদন সুবিধা সম্বলিত। ঘড়ির গুণমান এবং পরিবেশ ব্যবস্থাপনা সিস্টেমের জন্য টাইটানের ঘড়ি উৎপাদন ফ্যাসালাইটি ISO সার্টিফিকেশন প্রাপ্ত। টাইটান বিশ্বের পঞ্চম বৃহত্তম সমন্বিত নিজস্ব ব্র্যান্ড ঘড়ি প্রস্তুতকারক। গত তিন দশকে, টাইটান দেশজুড়ে মার্কেট প্রসারিত করেছে এবং বিভিন্ন পণ্যের শ্রেণিতে লাইফস্টাইল ব্র্যান্ড তৈরি করেছে।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

বরিশালের বিবির পুকুর পাড়ে সারা’র নতুন আউটলেট
রাজধানী ঢাকাসহ দেশের বেশকিছু জেলা শহর ছাড়িয়ে এবার বরিশালে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ । আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বরিশালের বিবির পুকুর পাড়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে সারা’র এই নতুন আউটলেটটি । ফকির কমপ্লেক্স, ১১২ সদর রোড, বিবির পুকুর পাড়, বরিশাল-৮২০০ এই ঠিকানায় পাওয়া যাবে বরিশালের ‘সারা’ আউটলেটটি।  বরিশালে ‘সারা’ লাইফস্টাইলের এই আউটলেটে থাকছে সকল বয়সী ক্রেতাদের জন্য পোশাক। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি সারা’তে পাবেন শিশুদের জন্যও বিশেষ কালেকশন। প্রায় সহস্রাধিক কালার এবং ডিজাইনের ভিন্নতা থাকছে সারা’ র পোশাকের আয়োজনে। শীতের হাওয়া বইছে এখনো। তাই হালকা এবং ভারি শীতে পরার জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক সারা’র বিবির পুকুর পাড়ে অবস্থিত নতুন আউটলেটটিতে পাওয়া যাবে। এ ছাড়া সময়োপযোগী ব্যতিক্রম ডিজাইন, ফ্যাশন, গুণগত মান, স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়ী মূল্যের পোশাকের চমৎকার সম্ভার পাওয়া যাবে সারার বরিশাল আউটলেটে। বরিশালের বিবির পুকুর পাড়ে অবস্থিত সারা’র নতুন আউটলেটটিতে পুরুষদের জন্য রয়েছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম, চিনোস, ডেনিম প্যান্ট, পোলো টি-শার্ট, পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট এবং ফরমাল শার্ট-প্যান্ট। নারীদের জন্য থাকছে নিট ফ্যাশন টপস, লন থ্রি পিস, এথনিক থ্রি পিস, ট্যাঙ্ক টপম, এথনিক শর্ট, ফ্যাশন টপস, নিট লেগিংস, এথনিক টু পিস, বটম, ডেনিম, কুর্তি ও পালাজো ফর লেডিস অ্যান্ড গার্লস। মেয়ে শিশুদের জন্য থাকছে ফ্রক, পার্টি ফ্রক, প্যান্ট, গার্লস থ্রি পিস, গার্লস সেট, লেগিংস, টপস, নিমা সেট ও বটম। ছেলে শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, বয়েজ সেট, ডেনিম প্যান্ট, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, কাবলি সেট, নিমা সেট এবং টি-শার্ট। সারা’র শীত আয়োজনে পুরুষদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ফুল স্লিভস ডেনিম শার্ট, ডেনিম শাল। একইসঙ্গে নারীদের জন্য ‘সারা এবার নিয়ে এসেছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম টপস, শাল ও কুর্তি। তাছাড়া প্রবাসীদের জন্য শীতপ্রধান দেশে পরার মতো বিশেষ বোম্বার জ্যাকেটও পাওয়া যাচ্ছে সারার বিবির পুকুর পাড়ের আউটলেটে।  শিশুদের জন্য আরামদায়ক সব শীতকালীন পোশাকের সংগ্রহ। যার মধ্যে ছেলে শিশুদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট, টুইল প্যান্ট ও টি-শার্ট। একইসঙ্গে মেয়ে শিশুদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম টপস ও কুর্তি। কেনাকাটার পাশাপাশি শিশুদের খেলার জন্য আউটলেটটিতে রয়েছে কিডস প্লে জোন। অভিভাবকরা বাচ্চাদের রেখে নির্বিঘ্নে নিজেদের কেনাকাটা করতে পারবেন। মাত্র ৩০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকার মধ্যে ‘সারার বিভিন্ন পোশাক কিনতে পারবেন ক্রেতারা। এ ছাড়া নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে প্রস্তুত করা পোশাকের সমারোহ রয়েছে ‘সারা’ লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’র কালেকশনে। সারার আউটলেটেই পাওয়া যায় ‘ঢেউ’র কালেকশনের সকল পোশাক। ‘ঢেউ’-এর সংগ্রহে পুরুষদের জন্য থাকছে ডেনিম শার্ট, করড শার্ট, ওভারসাইজড টি-শার্ট, ডেনিম প্যান্ট, জগার্স, কারগো প্যান্ট ও বিভিন্ন ডিজাইনের জ্যাকেট।  নারীদের জন্য ‘ঢেউ’-এর সংগ্রহে থাকছে ফ্যাশন টপস, মিডি ড্রেস, ওয়েস্টার্ন শার্ট, টু পিস, বডিকন, ওভারকোট, ক্রপ টপ ও ব্লেজার। কিশোর-কিশোরী হতে শুরু করে তরুণ-তরুণীদের পছন্দের ‘ঢেউ’-এর এই পোশাকগুলো পেয়ে যাবেন ৫৯০ টাকা থেকে শুরু করে ৫৩৯০ টাকার মধ্যে। ঢেউ’এর ট্রেন্ডি ডিজাইনের পোশাকগুলো আপনাকে যেমন স্বাচ্ছন্দ্য দেবে, তেমনি আপনার ফ্যাশনে যোগ করবে নতুন এক মাত্রা।  বরিশালের এ আউটলেট চালুর মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে মোট ১৪টি আউটলেট হলো সারা’র। ঢাকায় সারা’র আউটলেট রয়েছে মিরপুর, বসুন্ধরা সিটি, উত্তরা, মোহাম্মদপুর, বারিধারা, বনশ্রী, ওয়ারি ও বাসাবোতে। ঢাকার বাইরে সারার আউটলেট রয়েছে রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী ও সর্বশেষ বরিশালে। উল্লেখ্য, স্নোটেক্স গ্রুপ-এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারার প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল-১, ব্লক-এ এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল ‘সারার দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি হলো বাড়ি-১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এ ঠিকানায়।  উত্তরায় ‘সারার পোশাক পাওয়া যাবে হাউস নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা এ ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে ‘সারার আরেকটি আউটলেট। বনশ্রী ই-ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে ‘সারার ষষ্ঠ আউটলেট। ঢাকার বাইরে ‘সারার প্রথম আউটলেট রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই।  রাজধানী ঢাকার ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নম্বর, র‌্যাঙ্কিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩) রয়েছে ‘সারার অষ্টম আউটলেট। ‘সারার নবম আউটলেট রাজশাহীতে (বাড়ি- ৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানি বাজার, রাজশাহী-৬০০০) ও রাজধানী ঢাকার বাসাবোতে (বাড়ি- ৯৬/২, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪) রয়েছে সারার দশম আউটলেট।  বগুড়ায় (হোল্ডিং নং-১১৩, ১০৯ সিটি সেন্টার, জলেশ্বরীতলা বগুড়া -৫৮০০) রয়েছে সারার একাদশতম আউটলেট। সিলেটে (হাউস-৩১ এ, কুমারপাড়া, ওয়ার্ড ১৮, ভিআইপি রোড, সদর, সিলেট-৩১০০) চালু হয়েছে ‘সারার আরও একটি আউটলেট। ফেনীতে ‘ওহাব টাওয়ার’, হোল্ডিং নং-৩১০, শহীদ শহীদুল্লাহ  কায়সার সড়ক, ওয়ার্ড নং-১৬, ফেনী শহরে কার্যক্রম শুরু হয়েছে সারার আউটলেট। সর্বশেষ বরিশালে ফকির কমপ্লেক্স, ১১২ সদর রোড, বিবির পুকুর পাড়, বরিশাল-৮২০০ এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সারার ১৪তম আউটলেট।
১১ ফেব্রুয়ারি, ২০২৪

সিলেটে আল হারামাইন পারফিউমস'র ১৫তম আউটলেট উদ্বোধন
আল হারামাইন পারফিউমস, বাংলাদেশ’র ১৫তম আউটলেট উদ্বোধন করা হয়েছে সিলেটের আম্বরখানায়। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে ইউনিমার্ট, আম্বরখানায় এ আউটলেটের জমকালো উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র  আনোয়ারুজ্জামান চৌধুরী, শফিউল আলম চৌধুরী নাদেল, এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মঈনউদ্দিন হাসান রশীদ, আল হারামাইন পারফিউমসের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান, মেঘনা গ্রুপের পরিচালক জনাব তানভীর আহমেদ মোস্তফা, আল হারামাইন পারফিউমস এল.এল.সির বিপণন এবং বিক্রয় পরিচালক সামিরা রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবর্গ ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। সিলেটে এই আউটলেটটি সাজানো হয়েছে পারফিউম, আতর ও বাখুরের পাশাপাশি ডিওডরেন্ট ও এয়ার ফ্রেশনারের মতো সুগন্ধি পণ্য দিয়ে। উদ্বোধন উপলক্ষে সিলেটের এই আউটলেটে সুগন্ধিপ্রেমীদের জন্য যাবতীয় সুগন্ধিজাত পণ্য কেনাকাটায় সকল পণ্যের ওপর থাকছে ৫ দিনব্যাপী ২৫ ভাগ পর্যন্ত মূল্যছাড়। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে প্রতিষ্ঠিত আল হারামাইন পারফিউমসের সুবিশাল ফ্যাক্টরিতে তৈরিকৃত সুগন্ধি পণ্য এখন থেকে পাওয়া যাবে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা,বগুড়া, রংপুরের পাশাপাশি সিলেটেও।
২২ জানুয়ারি, ২০২৪

আর্ট-এর আউটলেট উদ্বোধন করলেন তামিম
ফ্যাশন আউটলেট ‘আর্ট’ সবসময় চেষ্টা করে গ্রাহকদের নিত্যনতুন সেবা দিতে। এরই ধারাবাহিকতায় আর্ট ফ্যাশনের চেয়ারম্যান মামুন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে রাজধানী ঢাকার মিরপুর-১০ স্টেডিয়ামের বিপরীত পাশে, মমতা প্লাজার নিচতলায় আর্টের ২২তম শোরুমের উদ্বোধন করা হলো। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও মডেলসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তি। উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য সব পণ্যে ২০ শতাংশ ছাড় চলছে। বিস্তারিত জানতে ফোন করুন ০১৭৮২ ০০০০০০। ফেসবুক : www.facebook.com/artbd
২৩ সেপ্টেম্বর, ২০২৩
X