কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩২ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় টাইটানের নতুন এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট

উত্তরায় টাইটানের নতুন আউটলেট উদ্বোধন। ছবি : সংগৃহীত
উত্তরায় টাইটানের নতুন আউটলেট উদ্বোধন। ছবি : সংগৃহীত

বিশ্বের ৫ম বৃহত্তম ঘড়ি প্রস্তুতকারক টাইটান কোম্পানি লিমিটেড বিশ্বজুড়ে ৩০টিরও বেশি দেশে গ্রাহকদের মন জয় করে চলেছে। বাংলাদেশে নতুন একটি আউটলেট খোলার মাধ্যমে টাইটান গ্রাহকদের এক্সক্লুসিভ ও অথেনটিক ঘড়ির অভিজ্ঞতা দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

টাইটান ১৯৯৬ সাল থেকেই বাংলাদেশে সুনামের সঙ্গে গ্রাহকদের ঘড়ির চাহিদা মিটিয়ে আসছে। দীর্ঘসময়ের এই পথ চলা সম্ভব হয়েছে কল্লোল গ্রুপের সঙ্গে সফল, দীর্ঘস্থায়ী পার্টনারশিপের জন্য। এই পার্টনারশিপকে আরও এগিয়ে নিয়ে যাবে টাইটানের ৬ষ্ঠ এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট যা ঢাকার উত্তরার মাসকট প্লাজায় অবস্থিত।

গ্রাহকদের জন্য নতুনত্ব এবং অনন্য ডিজাইন নিয়ে আসার যে প্রতিশ্রুতি, এই নতুন আউটলেটটি টাইটানের সেই প্রতিশ্রুতিরই প্রতিনিধিত্ব করে।

সবার রুচি ও পছন্দের কথা চিন্তা করে টাইটানে আছে অসংখ্য ঘড়ির কালেকশন, যেখান থেকে গ্রাহকদের পছন্দের শীর্ষে আছে-

টাইটান : বিশ্বমানের ডিজাইন এবং নির্ভুল ইঞ্জিনিয়ারিং এর জন্য পরিচিত। রাগা বাই টাইটান : আধুনিক নারীদের জন্য সূক্ষ্ম কারুকাজ করা এবং সুরুচিসম্মত সংগ্রহ।

এজ বাই টাইটান : সবচেয়ে স্লিম টাইমপিস যা নতুনত্বের নতুন সীমানা নির্ধারণ করে। ফাসট্র্যাক : মডার্ন এবং ফ্যাশন-ফরোয়ার্ড তরুণদের জন্য ট্রেন্ডি ঘড়ি। সোনাটা : সাশ্রয়ী মূল্যের ফ্যাশনেবল ঘড়ি যা গুণমানের সঙ্গে আপস করে না। জুপ : বাচ্চারা যেমন কালারফুল, স্টাইলিশ ও ভাইব্রেন্ট ঘড়ি পছন্দ করে; জুপের ঘড়িগুলো ঠিক এমনই।

এ ছাড়া গ্রাহকরা এখানে উপরোক্ত ঘড়িগুলোর পাশাপাশি অন্যান্য ব্র্যান্ড ও লুকের ঘড়ি এবং সানগ্লাস খুঁজে পাবেন।

আউটলেটে ২০০০ টাকা থেকে শুরু করে ৭৫০০০ টাকা পর্যন্ত মূল্যের ঘড়ি আছে। আর ঘড়ির এত বিশাল সমারোহ সবার চাহিদা পূরণের ব্যাপারটি নিশ্চিত করে। এই আউটলেটের সঙ্গে টাইটানের অফিসিয়াল উপস্থিতি এবং গুণমানের নিশ্চয়তা প্রতিটি পণ্যের ওয়ারেন্টিসহ গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করে।

গ্রান্ড ওপেনিং উদযাপন উপলক্ষে গ্রাহকরা উদ্বোধনের প্রথম তিন দিন অর্থাৎ ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি এক্সক্লুসিভ ২০ শতাংশ ছাড় পাবেন।

টাইটান কোম্পানি লিমিটেড-বাংলাদেশের বিজনেস হেড সঞ্জয় ভট্টাচার্য বলেন, আমাদের ৬ষ্ঠ এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট খোলার মাধ্যমে আমরা বাংলাদেশে আমাদের পদচিহ্ন প্রসারিত করে অনুকরণীয় ডিজাইন ও অভিজ্ঞতা তৈরি করতে পেরে যারপরনাই আনন্দিত।

তিনি আরও বলেন, আউটলেট এবং সার্ভিস সেন্টার খোলার লক্ষ্য হলো- আপনার সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করা। সামনের সুযোগগুলো নিয়ে আমরা আশাবাদী এবং বাংলাদেশে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে আগ্রহে অপেক্ষা করছি। আমরা সামনের সুযোগগুলি নিয়ে উচ্ছ্বসিত এবং বাংলাদেশে আমাদের যাত্রা অব্যাহত রাখার জন্য উন্মুখ।

টাইটান ঘড়ির অন্যান্য অফিসিয়াল আউটলেট

ঢাকা : বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ঢাকা নিউ মার্কেট, ইকবাল সেন্টার, পলওয়েল কারনেশন শপিং সেন্টার, মাসকট প্লাজা। খুলনা : খুলনা নিউ মার্কেট

টাইটান কোম্পানি লিমিটেড তাদের যাত্রা শুরু করেছিল ১৯৮৪ সালে যা বর্তমানে ২ দশমিক ৮ বিলিয়ন ডলার মূল্যের একটি বড় কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত। টাইটান প্রতি বছর ১৫ মিলিয়নেরও বেশি ঘড়ি তৈরি করে এবং বিশ্বের ৩২টি দেশে ২০০ মিলিয়নেরও বেশি বিক্রি করে। টাইটানের ঘড়ি খুঁজে পাবেন বিশ্বের ১১ হাজার আউটলেটে। বিশ্বের সবচেয়ে স্লিম ঘড়ি হিসেবে প্রসিদ্ধ ‘টাইটান এজ’ এর জন্য ‘রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড’ এর গর্বিত বিজয়ী টাইটান।

টাইটান ঘড়ি উৎপাদনে গুণমানের সঙ্গে কখনই আপস করে না। আর এই নির্মাণযজ্ঞ যেখানে চলে সেটি ৪ লাখ ৫০ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত এবং অত্যাধুনিক উৎপাদন সুবিধা সম্বলিত। ঘড়ির গুণমান এবং পরিবেশ ব্যবস্থাপনা সিস্টেমের জন্য টাইটানের ঘড়ি উৎপাদন ফ্যাসালাইটি ISO সার্টিফিকেশন প্রাপ্ত।

টাইটান বিশ্বের পঞ্চম বৃহত্তম সমন্বিত নিজস্ব ব্র্যান্ড ঘড়ি প্রস্তুতকারক। গত তিন দশকে, টাইটান দেশজুড়ে মার্কেট প্রসারিত করেছে এবং বিভিন্ন পণ্যের শ্রেণিতে লাইফস্টাইল ব্র্যান্ড তৈরি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরের শোকজ প্রসঙ্গে যা বলছে বাংলাদেশ খেলাফত মজলিস

মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা

আলোচনায় রাফসানের সাবেক স্ত্রী 

নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল ভারত

কুমিল্লায় তারেক রহমানের নির্বাচনী জনসভা ২৪ জানুয়ারি

নির্বাচন করতে পারবেন কি না বিএনপির মঞ্জুরুল, জানালেন আইনজীবী

সুখবর পেলেন বিএনপির আরও এক নেতা

জামায়াতের সেই প্রভাবশালী নেতাকে শোকজ

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সাজুকে বিএনপি থেকে বহিষ্কার

ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার

১০

বাথরুমে একদম খোলামেলা গোসল করা কি জায়েজ?

১১

অদৃশ্য ক্ষমতার বলয়ে মেহেরপুর গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী

১২

ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন : খেলাফত মজলিস

১৩

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

১৪

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

আইনি বিপাকে শহিদের ‘ও রোমিও’

১৬

মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব!

১৭

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক সমাধানে জোর দিতে চসিক মেয়রের আহ্বান

১৮

ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

১৯

বৈচিত্র্যময় খাবারে ‘টেস্টি ট্রিট’ ও ‘মিঠাই’র স্টলে দর্শনার্থীদের আগ্রহ

২০
X