হেরোইনসহ মাদককারবারি আটক
বরগুনার আমতলী থেকে জেসমিন নামে এক নারী মাদক কারবারিকে হেরোইনসহ আটক করেছে ডিবি পুলিশ। আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বশিরুল আলম। সোমবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে আমতলীর সদর ইউনিয়নের লোচা (দক্ষিণ আমতলী) এলাকায় তার স্বামীর বাড়ি থেকে তাকে আটক করে বলে জানিয়েছে ডিবি। জেসমিন লোচা এলাকার জনৈক রাসেলের স্ত্রী। বরগুনা ডিবি পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, আটক মাদক কারবারি জেসমিন ও তার স্বামী রাসেল দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন। এই দম্পতির বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। গোপনে জেসমিন ও রাসেলের মাদক কারবারের কথা জানতে পেরে ডিবি ওসি বশিরুল আলম, এসআই জ্ঞান কুমার ও এসআই বশিরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রী জেসমিনকে আটক করে ও স্বামী রাসেল পালিয়ে যায়। এ সময় জেসমিনের দখলে থাকা ২৫ পিন হেরোইন (ওজন সাত গ্রাম) উদ্ধার করে ডিবি। পরে জেসমিনকে আটক করে বরগুনা ডিবি কার্যালয়ে নিয়ে যান। বরগুনা ডিবি পুলিশের ওসি বশিরুল আলম কালবেলাকে বলেন, গোপনে জানতে পেরে অভিযান চালিয়ে জেসমিনকে আটক করি। এ সময় জেসমিনের কাছ থেকে ২৫ পিন হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন সাত গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা।
২৭ মিনিট আগে

নারী, মাদক ও অস্ত্রসহ যুবলীগ নেতা আটক
ঢাকার সাভারে ইয়াবাসহ যুবলীগের এক নেতাকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ। সোমবার (১৩ মে) বিকেলে সাভারের খনিজনগর এলাকা থেকে নারী, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ বিরুলিয়া ইউপি যুবলীগের সভাপতি আব্দুল হামিদকে আটক করে ডিবি। অভিযানের সময় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত যুবলীগ সভাপতি আব্দুল হামিদের এক সহকারীর বাসায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই শুভ মণ্ডল ও এসআই মো. আনোয়ার হোসেনের একটি টিম সাভার থানাধীন বিরুলিয়া খনিজনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ ও মাদক সম্রাজ্ঞী মোসা. পপি আক্তারকে আটক করে। ডিবি পুলিশ জানায়, আসামিদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সরবরাহ করে সাভারের বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করে। আসামিদের বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসম্রাজ্ঞী পপি আক্তার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর গ্রামের মৃত হানিফ মিয়ার বড় মেয়ে আর মো. আব্দুল হামিদ বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের আ. ওহাবের বড় ছেলে। স্থানীয়রা জানান, বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হামিদ একজন নারী দেহ ব্যবসায়ীকে নিয়ে অবৈধ কাজ করছিলেন। তিনি বিভিন্ন সময় বাইরে থেকে নারী ভাড়া করে এনে এলাকায় অনৈতিক কাজ করেন। প্রায় সময়ই মদের ও ইয়াবার আসর বসান। হামিদ প্রভাবশালী হওয়ায় তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। আব্দুল হামিদের গ্রেপ্তারে স্থানীয়দের উচ্ছ্বাস করতে দেখা যায়। এসময় তারা ডিবি পুলিশকে ধন্যবাদ জানায়। এ ছাড়াও আব্দুল হামিদ এর আগেও র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হলেও আবার জামিনে বেরিয়ে এসে একই রকম অপকর্ম চালিয়ে যাচ্ছে। বিরুলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল হামিদের গ্রেপ্তার ও তার অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জি এস মিজানুর রহমান মিজান কালবেলাকে বলেন, ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। বিস্তারিত আমি কেন্দ্রীয় কমিটিকে জানাব। সে যদি আইনশৃঙ্খলা ও সংগঠনের পরিপন্থি কোনোরকম কার্যক্রম করে থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। আব্দুল হামিদের আগেও এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে স্থানীয়ভাবে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের বদনাম করেছে এ বিষয়ে প্রশ্ন করা হলে জি এস মিজানুর রহমান মিজান বলেন, আমরা স্থানীয় পর্যায়ে খোঁজখবর নিয়ে সত্যতা পেলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।
৫ ঘণ্টা আগে

শিক্ষার্থীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, আটক ২
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার খলাগাঁও গ্রামে সরিষা ভাঙ্গানোর মিলে নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিও ধারণের ঘটনায় দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। টঙ্গীবাড়ী থানার এসআই আল মামুন জানায়, ভুক্তভোগী পাঁচগাও ওয়াহিদ আলী দেওয়ান আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সাথে প্রায় দুই মাস আগে সম্পর্ক গড়ে তোলে টঙ্গীবাড়ি উপজেলার খলাগাঁও গ্রামের মনির ব্যাপারীর ছেলে জিহাদ (১৯) ও উত্তর হাসাইল গ্রামের শাহজাহান খালাসীর ছেলে সিয়াম খালাসি ( ১৮)। পুলিশ আরও জানায়, গত ঈদুল ফিতরের ৪ দিন পরে সন্ধ্যার দিকে জিহাদ আর সিয়াম মিলে ভুক্তভোগীকে খলাগাঁও এলাকার রাস্তার পাশের সরিষা ভাঙানোর মিলে নিয়ে প্রথমে সিয়াম ধর্ষণ করে। পরে সিয়ামের বন্ধু জিহাদ ধর্ষণ করলে সিয়াম মুঠো ফোনে ভিডিও ধারণ করে। পরে সিয়াম তার মোবাইলে ধারণ করা ভিডিও ডিভাইসের মাধ্যমে অন্য একটি মোবাইলে হস্তান্তর করলে তা ধর্ষিতার মায়ের নজরে আসে। এই ঘটনায় ভিকটিমের মা রোববার বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে হাসাইল এলাকা হতে ওই দুই বন্ধুকে আটক করে পুলিশ। এসআই আল মামুন বলেন, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে আটক করা হয়েছে। তাদের মুঠোফোন জব্দ করে ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া যায়। তাদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।
১৬ ঘণ্টা আগে

অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক) ও বার্মিজ ৫ ইঞ্চি চাকুসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ মে) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচাপা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার নাম মাহমুদুল হাসান ওরফে মিলন (৫২)। তিনি ধামাচাপা উত্তরপাড়া গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। এ ছাড়াও তিনি ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- নিমগাছী ইউনিয়নের ধামাচাপা গ্রামের মাহমুদুল হাসান তার বাড়ির ভেতরের আঙিনায় ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজ হেফাজতে রেখে মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে- এমন খবরে রাতে ইউনিয়নের সোনাহাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ২০ পিস গোলাপি রঙের নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১টি বার্মিজ টিপ চাকু জব্দ করে পুলিশ। ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট নামক মাদক ও বার্মিজ ৫ ইঞ্চি টিপ চাকুসহ মাহমুদুল হাসান ওরফে মিলনকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনের ২টি ধারায় মামলা করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১৩ মে, ২০২৪

বিএসএফের পোশাকসহ সীমান্তে মাদক পাচারকারী আটক
সীমান্ত দিয়ে মাদক পাচারকারী এক ব্যক্তিকে বিএসএফের পোশাকসহ আটক করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা।  আটক ব্যক্তির নাম মো. রেন্টু (৪০)। তিনি রাজশাহীর কাটাখালী থানার মাসকাটাদীঘি এলাকার বাসিন্দা। এর আগে তার বাড়ি ছিল ভারতীয় সীমান্ত সংলগ্ন দুর্গম চর চরখিদিরপুরে।  রোববার (১২ মে) রাতে রেন্টুকে তার মাসকাটাদীঘির বাড়ি থেকে আটক করে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও এক সেট বিএসএফর পোশাক জব্দ করা হয়।  সোমবার (১৩ মে) দুপুরে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেন্টু একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে বালুর ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিলেন। আর কৌশল হিসেবে বিএসএফের পোশাক পরেই চোরাচালানের জন্য সীমান্তে যেতেন।  র‌্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভিনব এই কৌশলের কারণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কিংবা বিএসএফের কেউ তাকে দূর থেকে সহজে তাকে চিনতে পারতেন না। আটকের পর রেন্টু এ তথ্য জানিয়েছেন। তাই জিজ্ঞাসাবাদ শেষে তাকে কাটাখালী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার নামে মামলাও দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
১৩ মে, ২০২৪

তাহিরপুরে শিশু হত্যার ঘটনায় আটক ৫
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীরে বালুতে পুঁতে রাখা অবস্থায় শিশু সাকিবুল ইসলামের (৭) লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন মোদেরগাঁও গ্রামের আব্দুল লতিফ, তার স্ত্রী ফিরোজা খাতুন ও তার ছেলে মোশাররফ হোসেন খোকা, একই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম ও আব্দুল লতিফের ছেলে মোশাহিদ আহমেদ। শিশু সাকিবুল ইসলাম একই গ্রামের হারুন মিয়ার ছেলে। সে স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তাহিরপুর থানার ওসি মোহাম্মাদ নাজিম উদ্দিন বলেন, শিশু সাকিবুলের হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৩ মে, ২০২৪

নওগাঁয় পর্নোগ্রাফি বিক্রি চক্রের মূলহোতাসহ আটক ৭
নওগাঁর পত্নীতলা থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মূলহোতাসহ সাত ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।  রোববার (১২ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৫। এর আগে শনিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার বদলপুর গ্রামের বিরেন চন্দ্র মণ্ডলের ছেলে কৃষ্ণ বাবু (২৮), একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে ছেলে মো. মোকছেদুল মমিন (২৫), বন্দীনাথের ছেলে মনষা (২৮), মধইল গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে মো. করিম (২৩), গুটিন গ্রামের আব্দুল গাফফারের ছেলে মো. আল আমিন (২১), একই গ্রামের জয়রাম উরাওয়ের ছেলে অনুকুল (২৮) ও মানাষী গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২২)। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক আসামিরা পত্নীতলার বটতলী বাজার এলাকায় তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুলপডুয়া ছাত্রদের কাছে সরবরাহ করত। আর এই কাজগুলো চলত পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় চক্রের মূলহোতা কৃষ্ণের নেতৃত্বে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করে সত্যতা পাওয়া যায়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল শনিবার সন্ধ্যার দিকে তাদের নিজ দোকানে অভিযান চালিয়ে ওই সব পর্নো ব্যবসায়ীদের আটক করতে সমর্থ হয়। পরে আটক আসামিদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলার পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।   পত্নীতলা থানায় ওসি মো. মোজাফফর হোসেন বলেন, আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
১২ মে, ২০২৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক
গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত মাদককারবারি মো. সাজু আহমেদ (২২) টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মো. শুকুর মিয়ার ছেলে। র‌্যাব কর্মকর্তা বলেন, গেল রাতে র‌্যাবের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টঙ্গী পূর্ব থানার উত্তর আরিচপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় মাদককারবারি অবস্থান করছে। সেখানে রেলস্টেশন সংলগ্ন ব্যাংক মাঠ বস্তি এলাকায় টিন শেডের বসতঘরের সামনে অভিযান পরিচালনা করে মাদককারবারি সাজু আহমেদকে আটক করা হয়। এ সময় আসামির কাছ থেকে  ৬ হাজার ৫০ পিস ইয়াবা এবং ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজু স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে অন্যান্য মাদককারবারির সঙ্গে যোগসাজশে বিভিন্ন সীমান্ত জেলা হতে ফেন্সিডিল এবং ইয়াবা সংগ্রহ করে তিনি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছেন। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা/পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে।
১১ মে, ২০২৪

শাহবাগে অবরোধকারীদের লাঠিচার্জ, আটক ১৩
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় ১৩ জনকে আটক করা হয়েছে। শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে তীব্র যানজট সৃষ্টি হয় শাহবাগ এলাকায়। পরে লাঠিচার্জ করে আন্দোলনরতদের সরিয়ে দেয় পুলিশ। আটকরা হলেন- রিমা আক্তার, বৃষ্টি আক্তার, সুলতানা সিদ্দিকী, হুমায়ুন কবির, আল-আমিন, নূর মোহাম্মদ নূর, মানিক দাস, মো. রাসেল, শেখ ফরিদ, আজম মোহাম্মদ, মামুনুর রশিদ, সাদ্দাম হোসেন এবং আব্দুল হাকিম। এ সময় পুলিশ ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরে শাহবাগ থেকে গিয়ে ফের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না ঘোষণা দেন আন্দোলনরতরা। এ বিষয়ে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, চাকরিপ্রত্যাশীরা বিচ্ছিন্নভাবে শাহবাগ অবরোধ করেন এবং কেরোসিন ঢেলে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিই। এরই মধ্যে আমরা কয়েকজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানাতে পারব। এর আগে দুপুর ১টার দিকে চাকরির বয়স ৩৫ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ করেন চাকরিপ্রত্যাশীরা।
১১ মে, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি অস্ত্র-মাদকসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় কার্টন থেকে একটি বিদেশি  পিস্তল ও ৩৭ বোতল মদসহ এক পথচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ মে)  রাতে সোনামসজিদ  বিওপি টহল দল এ তল্লাশি অভিযান চালায়। আটক পথচারী  প্রসেনজিৎ কর্মকার‌ (৩০) জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুরের দ্বিজেন কর্মকারের ছেলে।   শনিবার (১১ মে)  বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রহনপুর  ব্যাটালিয়ন (৫৯  বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম  কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেন ।    ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে অস্ত্র আসতে পারে এমন গোয়েন্দা তথ্যের‌ ভিত্তিতে রাস্তায় পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময়  একজন পথচারী মাথায় কার্টন নিয়ে কয়লাবাড়ি মোড় থেকে কানসাটের দিকে হেঁটে যাচ্ছিলেন। কয়লাবাড়ির তল্লাশিচৌকি পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক   হওয়ায় তার মাথায় থাকা কার্টনটিতে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কায়দায় বহনকৃত ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও  ৩৭ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
১১ মে, ২০২৪
X