গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদককারবারিকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত মাদককারবারি মো. সাজু আহমেদ (২২) টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মো. শুকুর মিয়ার ছেলে।
র্যাব কর্মকর্তা বলেন, গেল রাতে র্যাবের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টঙ্গী পূর্ব থানার উত্তর আরিচপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় মাদককারবারি অবস্থান করছে। সেখানে রেলস্টেশন সংলগ্ন ব্যাংক মাঠ বস্তি এলাকায় টিন শেডের বসতঘরের সামনে অভিযান পরিচালনা করে মাদককারবারি সাজু আহমেদকে আটক করা হয়। এ সময় আসামির কাছ থেকে ৬ হাজার ৫০ পিস ইয়াবা এবং ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজু স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে অন্যান্য মাদককারবারির সঙ্গে যোগসাজশে বিভিন্ন সীমান্ত জেলা হতে ফেন্সিডিল এবং ইয়াবা সংগ্রহ করে তিনি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছেন। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা/পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে।
মন্তব্য করুন